Tourists of Bangladesh

Tourists of Bangladesh We love to travel & help
people travel ☺️ ❣️

13/05/2024

পাহাড় + বৃষ্টি + ঝর্না + বন্ধু আর গান💞
সব একসাথে পেয়ে গেলে কেমন লাগবে?

📌পালংখিয়াং ঝর্না, বান্দরবান

13/05/2024

মাত্র-২৫০০/-টাকায়
৩রাত ২দিনের কক্সবাজার রিলাক্স ট্যুর
অল্প কিছু আসন ফাঁকা আছে
১৬ মে বৃহস্পতিবার রাতে রওনা,,

আলহামদুলিল্লাহ❤Tourists of Bangladesh এর পরিবারে ৩ হাজার সদস্যপূর্ণ হওয়ায় মাত্র-১৩০০/- টাকায় কক্সবাজার ডে টুর। আগামী ২৩...
13/05/2024

আলহামদুলিল্লাহ❤
Tourists of Bangladesh এর পরিবারে ৩ হাজার সদস্যপূর্ণ হওয়ায় মাত্র-১৩০০/- টাকায় কক্সবাজার ডে টুর।
আগামী ২৩ মে বৃহস্পতিবার রাতে রওনা।

07/05/2024

রাংগামাটি ডে-ট্যুর মাএ ১৬০০/-
৯ তারিখ রাতে রওনা বিস্তারিত -
01603767951, 01643996226

29/04/2024

২ মে বৃহস্পতিবার রাতে রওনা ইভেন্টের
বুকিং চলছে😍

⭕রিলাক্স ৩ রাত ২ দিন,,⬇️
👉সাজেক ট্রিপ ৩৮০০/🗻
👉কক্সবাজার রিলাক্স ২৫০০/--🏖️
👉মারায়নতং ক্যাম্পিং ৩৩০০/-🏕️

⭕ডে ট্যুর --- ২ রাত ১ দিন⬇️

👉সিলেটে ডে ট্যুর ১৬০০/--🏞️
👉রাঙ্গামাটি ডে ট্যুর ১৬০০/--🌉
👉সীতাকুণ্ড ডে ট্যুর ১১০০/-🏔️

☎️যোগাযোগ :-- 01996253573

ঈদের ২য় এবং ৩য় দিন রাতে রওনা Tourists of Puran Dhaka এর ট্যুর সমূহ :✅ ১২ এবং ১৩ই এপ্রিল রাতে রওনা। ❌ কোনো হিডেন চার্জ নে...
05/04/2024

ঈদের ২য় এবং ৩য় দিন রাতে রওনা Tourists of Puran Dhaka এর ট্যুর সমূহ :

✅ ১২ এবং ১৩ই এপ্রিল রাতে রওনা।

❌ কোনো হিডেন চার্জ নেই ❌

❤️ রিলাক্স ট্যুর (৩ রাত ২ দিন) ❤️

👉 কক্সবাজার ভ্রমন ৩,৫০০/- টাকা (৩ রাত ২ দিন)
👉সাজেক ভ্রমণ ৪,৫০০/- টাকা (৩ রাত ২ দিন)
👉 সিলেট ভ্রমন ৪,০০০/- টাকা (৩ রাত ২ দিন)

❤️ ডে লং ট্যুর (২ রাত ১ দিন) ❤️

👉দেবতাখুম ভ্রমণ মাত্র ২,৫০০/- টাকা
👉নীলগিরি নীলাচল মাত্র ২,৫০০/- টাকা
👉কক্সবাজার ভ্রমন মাত্র ২,০০০/- টাকা
👉রাঙ্গামাটি ভ্রমন মাত্র ১,৭০০/- টাকা
👉সিলেট ভোলাগঞ্জ ও রাতারগুল ১,৭০০/- টাকা

❤️❤️❤️❤️
বুকিং ও বিস্তারিত জানতে:

📳 01643996226 (মুহাম্মাদ নাঈম)
📳 01996253573 (ইমরান হুসাইন)

🛖অফিস: Ray Saheb Bazar Robi customer care , 38 Johnson Rd, Dhaka 1100

যাবেন নাকি খাগড়াছড়ি?  💚
02/04/2024

যাবেন নাকি খাগড়াছড়ি? 💚

দেবতাখুম🛶প্রকৃতি পরিবেশ ও প্রান বৈচিত্র্যের এক নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য হলো দেবতাখুম 🌊ইভেন্ট ফিঃ মাত্র ২৫০০/- টাকায়😱১...
28/03/2024

দেবতাখুম🛶

প্রকৃতি পরিবেশ ও প্রান বৈচিত্র্যের এক নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য হলো দেবতাখুম 🌊

ইভেন্ট ফিঃ মাত্র ২৫০০/- টাকায়😱

১২ই এপ্রিল রাতে রওনা 🚌

বিস্তারিত জানতে এবং বুকিং করতে এখনই যোগাযোগ করুন-
মুহাম্মাদ নাঈম : 01643-996226
ইমরান হুসাইন : 01996-253573

এখানে আমার সকল অনুভুতি সৃষ্টি হয়!💚📍 রুমা, বান্দরবান।
27/03/2024

এখানে আমার সকল অনুভুতি সৃষ্টি হয়!💚

📍 রুমা, বান্দরবান।

বর্তমান সময়ে ক্যাম্পিংয়ের জন্য বেস্ট প্লেস মারায়ংতন পাহাড় 🏔️ঈদের ছুটিতে কিছুটা সময় আমরা পাহাড়ের চূড়ায় বসে রাতের আকাশ আর ...
27/03/2024

বর্তমান সময়ে ক্যাম্পিংয়ের জন্য বেস্ট প্লেস মারায়ংতন পাহাড় 🏔️

ঈদের ছুটিতে কিছুটা সময় আমরা পাহাড়ের চূড়ায় বসে রাতের আকাশ আর প্রকৃতির সৌন্দর্য দেখতে মারায়ংতন ও কক্সবাজার যাচ্ছি 🏖️

ইভেন্ট ফি মাত্র ৩৫০০ টাকা💸

১২ই এপ্রিল রাতে রওনা সায়দাবাদ থেকে 🚎

সিঙ্গেল / কাপল/ ফ্যামিলিসহ আমাদের সাথে জয়েন করুন একেবারে নিশ্চিন্তে

বুকিং বিস্তারিত জানতে কল করুন 👇
মুহাম্মাদ নাঈম : 01643-996226
ইমরান হুসাইন : 01996-253573

24/03/2024
মাঝে মাঝে হুট করেই নিরুদ্দেশ হয়ে যেতে ইচ্ছে করে।নিজের মতো একটা জগত তৈরি করতে ইচ্ছে করে ,যেখানে আমি একা, সাথে আমার ভালো ...
22/03/2024

মাঝে মাঝে হুট করেই নিরুদ্দেশ হয়ে যেতে ইচ্ছে করে।
নিজের মতো একটা জগত তৈরি করতে ইচ্ছে করে ,যেখানে আমি একা, সাথে আমার ভালো থাকা, আমার ভালোলাগা প্রাধান্য পাবে, প্রকৃতির সাথে মিশে যাবো..
মন খারাপের দিনে একাকি হাঁটবো, সবুজ ঘাসে শুয়ে আকাশ দেখবো, আর নিজেকে বলবো আমি সুখি মানুষ।

এখানে অন্য কারো বিচরন হলে ও অন্য কাউকে স্থান দেবার নিয়ম থাকবে না, কারন সময়ের সাথে সে হারিয়ে গেলে শূন্যস্থান আজীবন পূরণ হবে না।
একা একা বাঁচতে ইচ্ছে করে খুব...

এরকম আমাদের বান্দরবানে পাহাড়ের উপর এমন ঝুলন্ত বেড থাকলে কেমন হয়?
21/03/2024

এরকম আমাদের বান্দরবানে পাহাড়ের উপর এমন ঝুলন্ত বেড থাকলে কেমন হয়?

18/03/2024

মনে হয় কোটি কোটি বছর হয়ে গেছে টুরে বের হওয়া হয় না 🥺🥺😭😭

📌 লাংলোক ঝর্ণা, বান্দরবান।বান্দরবানের গহীনে অবস্থিত একটি ঝর্ণা যা কিছুদিন আগে লোকচক্ষুর সামনে এসেছে। লাংলোক এর উচ্চতা ৩৮...
16/03/2024

📌 লাংলোক ঝর্ণা, বান্দরবান।

বান্দরবানের গহীনে অবস্থিত একটি ঝর্ণা যা কিছুদিন আগে লোকচক্ষুর সামনে এসেছে। লাংলোক এর উচ্চতা ৩৮৮.৯ ফুট। মুলত গভীর জঙ্গল, দূর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারনে খুব কম মানুষের চোখে পড়েছে। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা উচুঁ নিচু আঁকা বাঁকা পথ ও বিল্ডিং সমান পিচ্ছল পাথর পেরিয়ে লাংলোক বা লিলুক ঝর্ণার দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভুলে যাবেন দূর্গম পথের সব ক্লান্তি। তবে, বিপদজ্জনক দূর্গম ঝিরি পথটাই লাংলোক ঝর্ণাকে করেছে আরও আকর্ষনীয়।

এই অসাধারণ ঝর্ণা যদি মিরসরাই না হয়ে বান্দরবান এর গহীণে হতো, তাহলে হয়ত এই ঝর্ণার জনপ্রিয়তা আরো অনেক বেশি হতো।।খৈয়াছড়া, মি...
15/03/2024

এই অসাধারণ ঝর্ণা যদি মিরসরাই না হয়ে বান্দরবান এর গহীণে হতো, তাহলে হয়ত এই ঝর্ণার জনপ্রিয়তা আরো অনেক বেশি হতো।।

খৈয়াছড়া, মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ। 🇧🇩

প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশে কম কিসে?💚📌 আদিনাথ জেটি, মহেশখালী, কক্সবাজার
14/03/2024

প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশে কম কিসে?💚

📌 আদিনাথ জেটি, মহেশখালী, কক্সবাজার

কোলাহল মুক্ত সময় পার করার জন্য এমন একটা পরিবেশই বেস্ট!📌 বান্দরবান।।
13/03/2024

কোলাহল মুক্ত সময় পার করার জন্য এমন একটা পরিবেশই বেস্ট!

📌 বান্দরবান।।

প্রশস্ত মন, শান্ত পরিবেশ, সুন্দর প্রকৃতি🍃
13/03/2024

প্রশস্ত মন, শান্ত পরিবেশ, সুন্দর প্রকৃতি🍃

চিতা ঝর্না📌আলিকদম, বান্দরবান
12/03/2024

চিতা ঝর্না

📌আলিকদম, বান্দরবান

11/03/2024

সমুদ্রের পাড়ে এমন একটা বিকেল চাই 🥺

📌 সেন্টমার্টিন।

এই রমজানে বন্ধুদের সাথে ইনশাআল্লাহ ❤️
10/03/2024

এই রমজানে বন্ধুদের সাথে ইনশাআল্লাহ ❤️

এইখানে গিয়ে একটু শান্তির নিঃশাস নিতে চাই 🍃💚📌 আলীকদম, বান্দরবান।
10/03/2024

এইখানে গিয়ে একটু শান্তির নিঃশাস নিতে চাই 🍃💚

📌 আলীকদম, বান্দরবান।

চল বন্ধু সবাই মিলে একটু পাহাড়ে যাই...🌸💚
08/03/2024

চল বন্ধু সবাই মিলে একটু পাহাড়ে যাই...🌸💚

এমন একটা সকাল সবার হোক,মেঘের সাথে।💚☁️📌 সাজেক ভ্যালি
06/03/2024

এমন একটা সকাল সবার হোক,মেঘের সাথে।💚☁️

📌 সাজেক ভ্যালি

চলো একদিন মেঘের শহরে ঘুরে আসি তুমি আর আমি 🤍📌সাজেক ভ্যালি🇧🇩
05/03/2024

চলো একদিন মেঘের শহরে ঘুরে আসি তুমি আর আমি 🤍

📌সাজেক ভ্যালি🇧🇩

Address

Sutrapur
Dhaka

Telephone

+8801643996226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourists of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category