26/06/2022
মালয়েশিয়ায় ভর্তি ও স্টুডেন্ট ভিসা
-------------------------------
>> কোন IELTS লাগবে না।
>> কোন BANK SPONSOR লাগবে না।
>> লিভিং খরচ খুবই কম
>> সহজ ও নিশ্চিত ভিসা প্রাপ্তি
>> সাবজেক্টঃ অসংখ্য সাবজেক্ট রয়েছে।
>> যোগ্যতাঃ মিনিমাম এসএসসি
>> স্টাডি গাপ গ্রহণযোগ্য।
>> বয়স ৩৫ বসর পর্যন্ত গ্রহণযোগ্য
>> পড়াশুনার পাশাপাশি কাজ করার সুযোগ
>> Diploma/Bachelor/Masters/Ph
১। যাবতীয় খরচ ভিসা হবার পর।
২। কাজের ব্যপারে সহযোগিতা করা হয়।
৩। অল্প সময়ে ভিসা প্রসেস করা হয়।
৪। ইন্টারনেটে ভিসা স্ট্যাটাস নিজেই চেক করতে পারবেন।
৫। সবচেয়ে কম খরচে ভিসা প্রসেস করা হয়।
★ University / College:
মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ। এই সকল বিশ্ববিদ্যালয় / কলেজ পৃথিবীর উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত। অতএব মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পৃথিবীর যেকোন দেশে চাকুরী অথবা পরবর্তী পর্যায়ের লেখাপড়ার জন্য চলে যেতে পারবেন। নিচে কিছু University / College এর নাম উল্লেখ করা হলঃ
✎ INTERNATIONAL ISLAMIC UNIVERSITY MALAYSIA (IIUM)
✎ University Putra Malaysia (UPM)
✎ University Kebangsaan Malaysia (UKM)
✎ University Malaya (UM)
✎ University Of Technology Malaysia (UTM)
✎ University Tenaga Nasional (Uniten)
✎ UNIVERSITY OF KUALA LUMPUR (UNIKL)
✎ Monash University Malaysia
✎ Curtin University Sarawak
✎ University Of Nottingham malaysia
✎ University Of Southampton Malaysia
✎ UCSI
✎ Asia Pacific University Of Technology & Innovation
✎ Multimedia University
✎ SEGi University
✎ Limkokwing University
✎ Infrastructure University
✎ Taylor’s University
✎ UNITAR INTERNATIONAL UNIVERSITY
✎ MAHSA UNIVERSITY
✎ BINARY UNIVERSITY
✎ AIMST UNIVERSITY
✎ KDU UNIVERSITY COLLEGE
✎ KBU INTERNATIONAL COLLEGE
✎ CITY UNIVERSITY COLLEGE
✎ INNOVATIVE INTERNATIONAL COLLEGE
✎ FTMS COLLEGE KUALA LUMPUR
✎ IIMAT INTERNATIONAL INSTITUTE OF MANAGEMENT TECHNOLOGY
★Tuition Fee:
মালয়েশিয়ায় লেখাপড়া করার সবথেকে সুবিধা হচ্ছে, এখানে টিউশন ফি অন্যান্য উন্নত দেশের ইউনিভার্সিটি / কলেজ থেকে অনেক কম। ইউরোপ / অস্ট্রেলিয়া / কানাডা তে এক/ দুই বছরে টিউশন ফি দিয়ে মালয়েশিয়াতে স্বম্পুর্ন কোর্স শেষ করা যাবে। কিন্তু সার্টিফিকেট এবং লেখাপড়ার মান কোন অংশেই ঐসব ইউনিভার্সিটি থেকে কম হবে না।
★Admission & Visa System:
মালয়েশিয়ার এ্যডমিশন এবং ভিসা সিস্টেম অন্যান্য দেশের এ্যডমিশন এবং ভিসা সিস্টেম থেকে অনেক বেশী সহজ।
★EMGS ( Education Malaysia Global Services) এর নিয়ম অনুযায়ী বর্তমানে অনেক দ্রুত ভিসা প্রসেস করা স্বম্ভব। কলেজ এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসলে পরবর্তীতে ভিসা হতে তেমন কোন বাঁধা থাকে না।
★Payment System:
মালয়েশিয়ার ভিসা প্রসেসিং এ আরো একটি সুবিধা হচ্ছে Student Visa Approved হওয়ার পরে টিউশন ফি কেলজ / ইউনিভার্সিটিকে দিতে হয়। এর কারনে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেস করা খুবই নিরাপদ।
★Entry Qualification:
মালয়েশিয়াতে লেখাপড়া করার জন্য নূন্যতম এস এস সি / O level / দাখিল পাশ হলেই চলবে। এস এস সি / O level / দাখিল পাশ হলে ডিপ্লোমা লেভেল , এস এস সি বা সমমান এবং এইচ এস সি পাশ হলে ডিপ্লোমা/ ব্যচেলর উভয় প্রোগ্রামেই যেতে পারবে। ব্যচেলর পাশ করেও মালয়েশিয়াতে ডিপ্লোমা অথবা পূনরায় ব্যচেলরে যাওয়া যায়। কারন মালয়েশিয়াতে স্টাডি গ্যাপ গ্রহনযোগ্য।
★IELTS / TOELF??
মালয়েশিয়াতে বর্তমানে অল্পকিছু বিষয়ে মাস্টার্স লেভেলে যেতে IELTS এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফান্ডেশন, ডিপ্লোমা / ব্যচেলর লেভেলে IELTS বাধ্যতামূলক নয়। তবে IELTS থাকলে অবশ্যই ছাত্রছাত্রী অনেক বেশী সূযোগ সুবিধা পাবে।
★Bank Sponsor / Statement:
মালয়েশিয়াতে ভর্তি এবং ভিসা প্রোসেস করতে কোন রকম Bank Sponsor/ Statement লাগবে না।
★Levels & Subjects:
মালয়েশিয়াতে নিন্ম প্রদত্য লেভেল গুলোতে স্টুডেন্টরা লেখাপড়ার জন্য যেতে পারবেনঃ
☯ Foundation / Pre University Program
☯ Diploma
☯ Bachelor
☯ Masters
☯ Ph.D
এছাড়া মালয়েশিয়াতে স্টুডেন্টরা বর্তমান যুগোপযোগী অনেক সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে পারবেন। যেমনঃ
❂ Business (Administration, Management, Accounting, Finance, HRM, Marketing, Economics) CIMA, CAT ----ইত্যাদি
❂ Engineering (Electrical, Electronics, Mechanical, Civil, Aeronautical, Marine, Architecture) ----ইত্যাদি
❂ Computer Science, IT, Tele Comm, Network, MIS, Software, Game Technology ----ইত্যাদি
❂ Hospitality (Hotel, Travel, Tourism, Culinary, Chef) ----ইত্যাদি
❂ Medical, Physiotherapy, Nursing , Public health, Dentisty----ইত্যাদি
❂ LAW, Mass Communication, Environmental Science, English Language, Sociology, IR----ইত্যাদি
❂ Mathematics, Physics, Chemistry, Biology----ইত্যাদি
❂ Agriculture, Horticulture, Veterinary এছাড়াও আরো শতাধিক সাবজেক্ট।
★Food Culture Of Malaysia:
মালয়েশিয়ার খাদ্যাভ্যাস অনেকটাই বাংলাদেশের মত। এখানে খাওার খরচ খুবই তুলনামূলকভাবে খুবই কম। যেহেতু মালয়েশিয়াতে পৃথিবীর ৫০টির বেশী দেশের মানুষের বসবাস সেহেতু মালয়েশিয়াতে পৃথিবীর অনেক দেশের খাদ্যভ্যাসের সাথেও পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
★Life Style & Living Cost:
মালয়েশিয়ার জীবন যাত্রার মান খুবই উন্নত। এখানে একজন ছাত্র/ছাত্রী খুবই মানসম্মত জায়গায় খুবই কম খরচে থাকতে পারবেন। স্বভাবিক ভাবে মালয়েশিয়া খুবই পরিষ্কার একটি দেশ। এখানে যাতায়ত ব্যবস্থা খুবই উন্নত। ৫/৬ ধরনের মেট্রো ট্রেন এর ব্যবস্থা রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে।
মালয়েশিয়া বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে। বাংলাদেশ থেকে মাত্র ৩.৫ ঘন্টার প্লেন ভ্রমনেই চলে যাওয়া যায় মালয়েশিয়াতে। মালয়েশিয়ার প্লেনের টিকিটের দাম খুবই কম। যেহেতু মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা মাল্টিপল এন্ট্রী ভিসা সেহেতু ইচ্ছা হলেই বাংলাদেশে খুব সহজেই চলে আসা যায়। এছাড়া এদের লেখাপড়ার মান খুবই উন্নত। তাই আর দেরী না করে পরবর্তী সেশনে মালয়েশিয়া ভর্তি ও ভিসার জন্য আজই যোগাযোগ করুন।