আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ
Shoaib Hajj Kafela- শোয়াইব হজ্ব কাফেলা'র ২৫ ডিসেম্বর ২০২৩ ফ্লাইনাস ফ্লাইটের ৩৫ জনের গ্রুপটি মুফতি মাওলানা মিজানুর রহমান সাহেবের নেতৃত্বে জেদ্দা এয়ারপোর্টে পৌছায় এবং উমরাহ করার জন্যে মক্কার উদ্দেশ্যে রওনা দেন।
আল্লাহ তায়ালা সকলের হজ্বকে কবুল করুক। আমিন।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানীতে আমাদের সম্মানিত হাজী জনাব রফিকুল ইসলাম সাহেব পবিত্র মদিনা শরীফে মসজিদে নববীর চত্ত্বরে খেজুর এবং চকলেট বিতরণ করছেন।
ধন্যবাদান্তে: গুপের মুয়াল্লিম, মুফতি ইহ্তিশামুল হক নোমান সাহেবকে।
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ
শোয়াইব হজ্ব কাফেলার ২০ নভেম্বর ২০২৩ সৌদি এয়ারলাইন্সের ওমরাহ্ হজ্বের গ্রুপটি মুফতি ইহ্তিশামুল হক নোমান সাহেবের নেতৃত্বে জান্নাতুল বাকি জিয়ারাহ সম্পন্ন করেন।
জান্নাতুল বাকি (আরবি: مقبرة البقيع, The Baqi Cemetery) আরবীতে বলা হয়- বাকিউল গারকাদ, মাকবারাতুল বাকি। সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। পূর্বে এখানে কবরের উপর স্থাপনা ছিল। সৌদ বংশ ক্ষমতাতে আসার কবরগুলোতে ছোট চিহ্ন রেখে স্থাপনাগুলো ধ্বংস করে দেয়। ইমাম মালিক (রহ.)-এর কথামতে জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবার কবর রয়েছে।
এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে মুহাম্মদ (সাঃ) এর অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে। মুহাম্মদ (সাঃ) এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদি