সংগ্রহশালা

সংগ্রহশালা Our best Collection provide you more satisfaction
(13)

দৈর্ঘ্য ৫ কিঃমিঃ, প্রস্থ ২ কিঃমিঃ। পান্ডুয়ার শাসনকর্তা হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ দুর্গটি ১৩৪২ খ্রিঃ হতে ১৩৫২ খ্রিঃ সময়ে সংস্কার করেছিলেন। পৌনে দু‘শ‘বছর পর ১৫১৮ খ্রিঃ হতে ১৫৩২ খ্রিঃ আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন শাহ পুনরায় দুর্গটি সংস্কার করেন। রায়েদ ইউনিয়নে কালী বানার নদীর পূর্ব তীরে অবস্থিত দ্বার-ই দরিয়া (দরদরিয়া) দুর্গ ছিল একডালা দুর্গের শাখা দুর্গ। মোগল সম্রাট আকবরের সময়ে রাজা টোডরমল এ অঞ্চলকে ভাওয়াল পরগণায় অন্তর্ভুক্ত করেন। ব্রিটিশ রাজত্বের সময় কাপাসিয়া থানা ২৮টি ইউনিয়ন ছিল বলে জানা যায়। ১৯২৪ সালে কাপাসিয়া থানাকে কালিগঞ্জ ও শ্রীপুর থানায় বিভক্ত করা হয়। ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কাপাসিয়া থানা। ১৫-১২-১৯৮২ সালে কাপাসিয়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়।

তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।আল্লাহ আপনাদের ও আমাদের সকল নেক আমলগুলো কবুল করুক।ঈদ মোবারক।
04/06/2019

তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ আপনাদের ও আমাদের সকল নেক আমলগুলো কবুল করুক।
ঈদ মোবারক।

আসসালামু আলাইকুম রমজানের অর্ধেক প্রায়, অনেকেরই খেজুর শেষ প্রায়।হয়তোবা আপনি ভাল ও মানসম্মত খেজুর চাচ্ছেন।ইন শা আল্লাহ আমা...
19/05/2019

আসসালামু আলাইকুম
রমজানের অর্ধেক প্রায়, অনেকেরই খেজুর শেষ প্রায়।হয়তোবা আপনি ভাল ও মানসম্মত খেজুর চাচ্ছেন।ইন শা আল্লাহ আমাদের কাছে ভাল ও মানসম্মত খেজুর পাবেন।ইতোমধ্যে যারা নিয়েছেন প্রত্যেকে খেজুরের ভাল রিভিউ দিয়েছে।
যদি কারো লাগে তাহলে জানাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভাল খেজুর দিতে।
ক্রাফট প্রিমিয়াম খেজুর(মরিয়ম)- ৯০০/- টাকা।
আজওয়া খেজুর - ১৭৫০/- টাকা।
ঢাকার মধ্যে হলে কুরিয়ার সার্ভিস লাগবেনা। ঢাকার বাহিরে হলে ৫০/- টাকা প্রযোজ্য।
যদি কেউ কম বেশী নিতে চান যোগাযোগ করতে পারেন ইন শা আল্লাহ ঠকবেন না।
যোগাযোগঃ
মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ
01855694409

আলহামদুলিল্লাহ! প্রথমদিনে ২০ কেজির অর্ডার ছিল। আজকের মধ্যে তা ডেলিভারি দিয়ে শেষ করলাম। আর ২৩ কেজির অর্ডার  আছে যা দশ রমজ...
06/05/2019

আলহামদুলিল্লাহ!
প্রথমদিনে ২০ কেজির অর্ডার ছিল। আজকের মধ্যে তা ডেলিভারি দিয়ে শেষ করলাম। আর ২৩ কেজির অর্ডার আছে যা দশ রমজানের পর ডেলিভারি হবে ।যদি কারো লাগে তাহলে জানাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভাল খেজুর দিতে।
ক্রাফট প্রিমিয়াম খেজুর(মরিয়ম)- ৯০০/- টাকা।
আজওয়া খেজুর - ১৭৫০/- টাকা।
ঢাকার মধ্যে হলে কুরিয়ার সার্ভিস লাগবেনা। ঢাকার বাহিরে হলে ৫০/- টাকা প্রযোজ্য।
যদি কেউ কম বেশী নিতে চান যোগাযোগ করতে পারেন ইন শা আল্লাহ ঠকবেন না।
যোগাযোগঃ
মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ
01855694409

আসসালামু আলাইকুমপবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি স্বল্প লাভে অনলাইনে মরিয়ম খেজুর সেল করছি।যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাত...
05/05/2019

আসসালামু আলাইকুম
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি স্বল্প লাভে অনলাইনে মরিয়ম খেজুর সেল করছি।
যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন আমি ইন শা আল্লাহ ক্রাফট প্রিমিয়াম ডেটস (মরিয়ম খেজুর ) দিতে পারব।
প্রতি কেজি ৯০০/- টাকা
ডেলিভারি চার্জ ফ্রি(ঢাকার মধ্যে)
ঢাকার বাহিরে ৫০/- টাকা।
সর্বনিম্ন অর্ডার ২ কেজি।
অরিজিনাল ক্রাফট এর খেজুর ই সরবরাহ করা হবে, কোন প্রকার ভেজাল খেজুর সরবরাহ করা হবে না ইন শা আল্লাহ।
অর্ডার এর জন্য যোগাযোগ করুন:
মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ
01855694409

মরিয়ম খেজুর ৮৫০/- টাকা কেজিআজওয়া খেজুর -১৪৫০/- টাকা কেজি।কোরিয়ার চার্জ -৫০/-২ কেজির অধিক ক্রয় করিলে ডেলিভারি চার্জ ফ্রি।
15/05/2018

মরিয়ম খেজুর ৮৫০/- টাকা কেজি
আজওয়া খেজুর -১৪৫০/- টাকা কেজি।
কোরিয়ার চার্জ -৫০/-
২ কেজির অধিক ক্রয় করিলে ডেলিভারি চার্জ ফ্রি।

28/08/2017

এম মোফাজ্জল ইবনে মাহফুজ- ১৯৮৮ সালের ২ জানুয়ারি তার মাতুলালয় চাদঁপুর জেলার মতলব থানাধীন পশ্চিম লালপুর মিয়াজী বাড়িতে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি একজন মেধাবী আলেম, অভিজ্ঞ অর্থনীতি বোদ্ধা, দক্ষ আলোচক, যোগ্য প্রশিক্ষক এবং উদীয়মান তরুণ ব্যবসায়ী। তার দাদা বাড়িও একই থানার এখলাছপুর গ্রামে। তার বাবা মাহফুজুর...

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when সংগ্রহশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংগ্রহশালা:

Share

Our Story

পরম করুনাময় অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করলাম। আমাদের পন্য সম্পর্কে আপনাদের দ্রুত জানিয়ে দেওয়া হবে