Indian Visa Information BD

Indian Visa Information BD Indian Visa Information in Bangladesh. Indian visa and package tours.

03/05/2024
28/03/2024
18/01/2024

Prime Minister of India Shri Narendra Modi conveyed his heartiest congratulations to Hon’ble Prime Minister Sheikh Hasina on the victory of Awami League under her leadership in the 12th Parliamentary Election in Bangladesh.

In a congratulatory letter sent on 8 January, Prime Minister Modi expressed confidence that as Prime Minister Hasina prepares to lead her country for a fourth consecutive term, the historic and close ties between India and Bangladesh will continue to deepen in all areas of their irreversible partnership. He affirmed that as a close friend and trusted development partner of Bagladesh, India will continue to support Bangladesh’s aspirations and growth. In the letter, Prime Minister Modi also conveyed his best wishes to the people of Bangladesh for their continued progress, peace and prosperity.

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর নেতৃত্বে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি ৮ জানুয়ারী প্রেরিত একটি অভিনন্দন পত্রে আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তাঁর দেশকে টানা চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারত্বের সকল ক্ষেত্রে গভীরতর হতে থাকবে। তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন যে, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ভারত বাংলাদেশের আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে। পত্রটিতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের জনগণকে তাদের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।


Ministry of External Affairs, Government of India

18/01/2024
02/12/2023

খুব দ্রুত ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকি,
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
+8801318798602

07/10/2023

Featuring garden views, Entire 3 bedroom Duplex Villa with Garden at Vedic Village, Kolkata provides accommodations with a garden and a terrace, around 12...

ভারতীয় ট্যুরিস্ট ভিসাঃ১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)২) (২/২ ইঞ্চি ...
23/08/2023

ভারতীয় ট্যুরিস্ট ভিসাঃ

১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)

২) (২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)

৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন

৪) ইউটিলিটি বিল: ( বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)

৫) ব্যাংক স্টেটমেন্ট/বৈদেশিক মুদ্রার এনডোর্স্মেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড(ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে ও ১৫০ মার্কিন ডলার সমমান হতে হবে)

৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)

---- এই কাগজ গুলো আপনার ঠিকঠাক মত থাকলে আমরা ইন্ডিয়ান ভিসা ফি সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করি।

📌আমরাই একমাত্র দেশ থেকে জেনারেল, ফরেন কোটা, তৎকল, প্রিমিয়াম তৎকল, কাউন্টার তৎকল , ভিআইপি কোটা । সব টিকিটই দেই সবচেয়ে সুলভ মুল্যে ।

তাই আজেবাজে ভুয়া লোকদের থেকে টিকিট না কিনে আমার পেজের রিভিউ দেখে বা আমাদের যমুনার অফিসে এসে টিকিট ক্রয় করুন ।

👉নির্ভরযোগ্য এবং সবচেয়ে কমে ইন্ডিয়ার অভ্যন্তরীন রেলের এবং বিশ্বের সবখানের বিমানের টিকেট পেতে যোগাযোগ করুন ।
+8809638623093

23/08/2023

যারা SBI Travel Card নিতে চাচ্ছেন, তারা SBI Travel Card আইভেক সেন্টার ঢাকা , SBI গুলশান অফিস ঢাকা , চট্টগ্রাম এবং খুলনা থেকে সংগ্রহ করতে পারবেন ।

***
Those who want to take SBI Travel Card can collect SBI Travel Card from IVAC Center Dhaka JFP , SBI Gulshan Office Dhaka, Chittagong and Khulna.

15/08/2023

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট কার্ড...
13/06/2023

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :

১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)

কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

আপনারা কলকাতা বা ইন্ডিয়ার সব ধরনের হোটেল সব প্রাইজের হোটেল এই সাইট থেকে পাবেন এই সাইট থেকে হোটেল বুকিং দিয়ে কনফার্ম কর...
03/04/2023

আপনারা কলকাতা বা ইন্ডিয়ার সব ধরনের হোটেল সব প্রাইজের হোটেল এই সাইট থেকে পাবেন এই সাইট থেকে হোটেল বুকিং দিয়ে কনফার্ম করে যেতে পারবেন কম খরচে

Whether you’re looking for hotels, homes, or vacation rentals, you’ll always find the guaranteed best price. Browse our 2,563,380 accommodations in over 85,000 destinations.

26/03/2023
26/03/2023

Our Service
*indian Domestic air ticket*Indian Rail ticket*Indian Bus ticket*Hotel booking* Doctors Appointment.
Hotline:+8801824488790,+8801723785649

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Indian Visa Information BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share