#upcoming_tour:
Dhaka-Khagrachhari-Dighinala-Baghaihat-Haza chhara falls-Sajek-Ruilui para-konglak para-Rissang falls-Alutila cave-Khagrachhari-Dhaka.
#Duration: 2 days 3 Nights.
#Event_fee: 4500/- only.
#Time_date_venue:
10:00 PM, 05.10.2017
Arambagh Bus Counter.
#confirm_ur_seat:
Call for booking-
01611978355
01911978355
মেঘ-পাহাড়ের দিনরাত্রি
পর্ব-১: পাহাড়ি রাস্তার বাকে
আধো ঘুম আধো জাগরনে সারারাত জার্নি চলে। পাহাড়ি রাস্তার বাকে গাড়ি ঝাকুনিতে হটাত ঘুম ভাংগে চরম বিরক্তিতে। চোখ মেলে তাকাই চারপাশ, জানালার ফাক গলিয়ে হাল্কা ঠান্ডা হাওয়ার ঝাপ্টায় সতেই হই। বাস যেন পাহাড়ের বুক চিরে সাপের মত আকাবাকা এগিয়ে চলে। দুপাশে উচু উচু পাহাড় আর সবুজঘেরা রাস্তার দিকে তাকিয়ে থাকি অদ্ভুত এক ভাললাগায়। চোখ মেলতেই এত সুন্দর একটা সকাল! আসলেই মনটা ভাল হয়ে গেল, সারা রাতের কস্ট নিমিষেই ভুলে গেলাম। একধরনের ঘোরের মধ্যে আটকা পরে থাকি।
ঘোড় কাটে চান্দের ড্রাইভার সমর দা এর ফোনে। জানাল শাপলা চত্ত্বরে অপেক্ষা করছে আমাদের জন্য। ততক্ষনে ঘড়ির কাটায় সকাল ৭:০০ টা। আশংকায় ছিলাম বাঘাইহাটে সকাল ১০:৩০ এর আর্মি এস্কর্ট পাব কিনা। এটা মিস করলেই আবার বিকাল ৩:৩০ পর্যন্ত বসে থাকতে হবে পরের এস্কর্টের জন্য।
নিরাপত্তাজনিত কারনে সাজেকে আর্মি এস্কর্টের সাথে যেতে হয়। প্রতিদিন দুইটা এস্কর্ট যায়। ১ম এস্কর্ট সকাল ১০:৩০ টায় আর ২য় টা বিকাল ৩:৩০ টায়। এছাড়া সারাদিন লোকাল চান্দের গাড়ি চলাচল করে কিন্তু তাতে শুধু আদিবাসি আর স্থানীয় লোকজন যাওয়া আসা করে। অগুলাতে ট্যুরিস্টদের যাওয়া নিষেধ।
রাস্তার দুপাশে আলুটিলা, বৌদ্ধমন্দির, বনবিহার, মাটিরাংগা বাজার সবকিছু পিছনে ফেলে সকাল প্রায় ৮:০০ টা নাগাদ শাপলা চত্ত্বর পৌছাই। বলে নেয়া ভাল যে এটা খাগড়াছড়ি শাপলা চত্ত্বর, মতিঝিল শাপলা চত্ত্বর নয়। বাস থেকে নামার সময় অবশ্য অবশ্য একজন ঠাট্টা করে ড্রাইভার কে বলছিল "সারা রাইত গাড়ি চালাইয়া আবার সেই শাপলা চত্ত্বরেই নামায়া দিলেন" ;-)
দুই ভাবী সহ আমরা ছিলাম ১৩ জন BACKPACKERS. শাপলা চত্ত্বর নামার পরে মোটামুটি সবাই পাব্লিক টয়লেটের দিকে উর্ধশ্বাসে ছুটল। আমি আর বন্ধু Md Mqminul Islam Biplob ছুটলাম রাস্তার উলটা দিকে সবার নাস্তার ব্যাবস্থা করতে। ১০:৩০ এ আর্মি এস্কর্ট মিস করার একটা আশংকা বার বার মনের মধ্যে খোচা দেয়। হোটেলে ১৩ জনের নাস্তার অর্ডার দিয়ে পাশের দোকানে যাই পানিসহ,সাবান, শ্যাম্পু, পেস্টসহ দরকারি কিছু কেনাকাটার জন্য। এর মধ্যেই চান্দের গাড়ির ড্রাইভার হাজির। হোটেলের বিল চুকিয়ে সবাইকে নিয়ে উঠে পরি চান্দের গাড়িতে। মনের ভিতরে একটা তারা কাজ করে already ১৫ মিনিট লেট। দুই senior BACKPACKERS মেঝ ভাই Mohammed Rashed Alam আর Jalal Islam Jalu ভাই আগে-ভাগে চান্দের গারিতে ড্রাইভারের প