04/07/2024
একবার ভাবুনতো বিদেশের ময়*লা পরিষ্কারের ভিসাটা দেশে ৬ লাখ টাকা!
সবাই বলে ইন্ডিয়া ও নেপাল থেকে এতো কম টাকায় সৌদি আসে,আমরা কেন ৫ লাখ টাকা দিয়ে আসি?
এর উত্তর আমাদের কপালরে ভাই,কপাল!
আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যেখানে পদে পদে দু*র্নী*তি।
২ হাজার রিয়ালে ভিসা বাঙালি কিনবে ২৫ হাজার রিয়াল দিয়া।
নিজের ঢোল নিজে ফা*টা*ইয়া ইন্ডিয়ান,নেপালিদের উদাহরণ দিয়ে লাভ কি!
কিছু উদাহরণ দিচ্ছি।
প্রাইভেট বলদিয়া কোম্পানি যেখানে বাংলাদেশীদের বেতন হয় ৪০০ থেকে ৫০০ রিয়াল।
আর এই ৪০০ রিয়ালের বেতনের ভিসা হয় ৬ লাখ টাকা, তাও একটা ভিসার পিছনে ৫০ জনের পাসপোর্ট জমা থাকে।
একই বলদিয়া কোম্পানিতে ইন্ডিয়া,নেপাল ও শ্রীলঙ্কানরা আসে মাত্র লাখ টাকার কমে,আর তাদের বেতন হয় ৭০০ থেকে ৮০০ রিয়াল।
এর কারন- সস্তা জনবল,আমাদের দেশে ভিসা দিলে আমরা লাফিয়ে পড়ি,কারন দেশে কাজের সংকট।
এখন সৌদিয়ানরাও জানে,বাংলাদেশের জন্য ভিসা তুল্লে সেটা ২০/২৫ হাজার রিয়াল বিক্রি করা যায়।
একই ভিসা অন্য দেশে গেলে তার নামমাত্র মূল্যও থাকে না।
এখন বলবেন? ইন্ডিয়া,শ্রীলঙ্কাতে কি সস্তা জনবল নাই?
হ্যাঁ আছে তবে তারা সৌদির ভিসা শুনলে আমাদের মত লাফিয়ে পড়ে না।
তারা বুঝেশুনে,এগ্রিমেন্ট করে বিদেশ আসে!আমরা আসি কিন্তু কোম্পানির নামটা পর্যন্ত জানি না।
বিদেশ আসার আগে কাজ শিখে আসা,অথবা ভালো কোম্পানি খুঁজে ভিসা নেওয়া এখন সময়ের সঠিক সিদ্ধান্ত হতে পারে।
বিদ্র: এই পোস্ট মোটেও কোন কাজকে ছোট করার উদ্দেশ্যে নয়।
©