আল্লাহর অতিথি

আল্লাহর অতিথি We offer the book "Allahr Otithi" in Bangla.He/ She, who are young enough, have ability to perform HAJJ, have to know how easy the Hajj if we follow RASUL.

যারা হজ্জ সফরের নিয়াত করেছেন, দুয়াটি শিখে নিন।
29/09/2024

যারা হজ্জ সফরের নিয়াত করেছেন, দুয়াটি শিখে নিন।

02/04/2023

তোমরা পরপর হাজ্জ ও উমরাহ করো। কেননা তা দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে সরিয়ে দেয় যেমন লোহা ও স্বর্ণ রূপার ময়লা সরিয়ে দেয় কামারের হাপর। আর হাজ্জে মাবরুরের প্রতিদান তো জান্নাত ভিন্ন অন্য কিছু নয়। (সহিহ নাসায়ী)

29/06/2022
25/05/2022

আবান (রহঃ) ... আয়শা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) এর সাথে তার ভাই আবদুর রহমান (রাঃ) কে প্রেরন করেন। তিনি আয়শাকে তান’ঈম নামক স্থান থেকে অথবা ছোট্র একটি হাওদায় বসিয়ে উমারা করাতে নিয়ে যান। উমর (রাঃ) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশ্যে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা হজ্জও এক প্রকারের জিহাদ। মুহাম্মাদ ইবন আবু বকর (রহঃ) ... সুমামা ইবন আবদুল্লাহ ইবন আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, আনাস (রাঃ) হাওদায় আরোহণ অবস্থায় হজ্জে গমন করেছেন অথচ তিনি কৃপন ব্যক্তি ছিলেন না। তিনি আরো বলেন, নবী (সাঃ) হাওদায় আরোহণ করে হজ্জে গমন করেন এবং সেই উটটিই তার মালের বাহন ছিল।
সহীহ আল বুখারীঃ ১৫১৬

25/05/2022

’আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ফযল ইবনু ’আব্বাস (রাঃ) একই বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে আরোহণ করেছিলেন। এরপর খাশ’আম গোত্রের জনৈক মহিলা উপস্থিত হল। তখন ফযল (রাঃ) সেই মহিলার দিকে তাকাতে থাকেন এবং মহিলাটিও তার দিকে তাকাতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযলের চেহারা অন্যদিকে ফিরিয়ে দিতে থাকেন। মহিলাটি বললো, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর বান্দার উপর ফরযকৃ্ত হাজ্জ (হজ্জ) আমার বয়োবৃদ্ধ পিতার উপর ফরয হয়েছে। কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না, আমি কি তাঁর পক্ষ হতে হাজ্জ (হজ্জ) আদায় করবো? তিনি বললেনঃ হ্যাঁ (আদায় কর)। ঘটনাটি হজ্জাতুল বিদা’র সময়ের।
সাহিহ আল বুখারিঃ১৪২৫

18/04/2022

আসসালামু আলাইকুম। আল্লাহর অতিথি হবার স্বপ্ন দেখছেন? অথবা আগেই এ সৌভাগ্য এসেছিল?
বইটি তবে আপনার জন্য!
স্বপ্ন দেখতে অথবা আগের দেখা স্বপ্ন সাজাতে আজই বইটি কিনুন ও পড়ুন

20/03/2022

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
আল্লাহর অতিথি বইয়ের পরিশিষ্ট -১ এর অভিজ্ঞতা লিখিয়ে বোন জোহরা আখতার ইন্তেকাল করেছেন। মহান রব্বুল আলামিন, তাকে ক্ষমা করে দিন, জান্নাত লাভের সৌভাগ্য দিন।

26/02/2022

করোনা প্যানডেমিক পরবর্তী সময়ে ওমরার জন্য বিপুল সংখ্যক আল্লাহর অতিথির আগমনে মুখরিত হারাম প্রাঙ্গন। যারা এখন উমরাহর জন্য গিয়েছেন, তাদের কাছে কাবা প্রাঙ্গনের কিছু সদ্য তোলা ইমেজ চাচ্ছি।

29/12/2021

আল্লাহর অতিথি হওয়ার সৌভাগ্য পৃথিবীর জীবনে মানুষের রবের পক্ষ হতে এক বিরাট প্রাপ্তি। নিয়াত শুধুই আল্লাহর জন্য হলে প্রাপ্তিটা তুলনাহীন হয়।
"আল্লাহর অতিথি" বইটি পড়ে নিজেকে সেই সৌভাগ্যের তালিকাভূক্ত হতে প্রেরণা নিন।

04/12/2021

Ramadan Offer!!

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহর অতিথি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল্লাহর অতিথি:

Share