P2S Consultancy

P2S Consultancy P2S: A consultancy agency that helps clients goals and strategies with inspiring, efficient solutions Password to Success : Looking to migrate to a new country?

A consultancy agency that helps clients gain clarity and focus on their goals and strategies with inspiring, reliable and efficient solutions.

30/09/2024

রানওয়ে মেরামতের কাজের জন্য ২য় অক্টোবর হতে ১৫ই অক্টোবর পর্যন্ত দৈনিক রাত ১ টা হতে ভোর ৫ টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট উঠানামা বন্ধ থাকিবে।

যাদের রাতের ফ্লাইট এ টিকেট করা আছে তারা অবশ্যই শিডিউল এবং ফ্লাইট এর সময় ঠিক আছে কিনা যেনে ভ্রমনের প্রস্তুতি নিবেন। অবশ্যই ভ্রমনের ৪৮ ঘন্টা পূর্বে অনলাইন থেকে অথবা আপনার ক্রয়কৃত টিকেট এর এজেন্সি হতে সকল তথ্য জেনে নিবেন।

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:Requirements for Study abroad before minimum 1 year ১ : আপনার নাম এবং আপন...
30/09/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:
Requirements for Study abroad before minimum 1 year
১ : আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে

২ : পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী

( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)

৩ : SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা

৪ : সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা

৫ : IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়

৬ : স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো

৭ : আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা

৮ : SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়

৯ : ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে

১০ : আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা

১১ : আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা

১২ : ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা

১৩ : বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ : যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন

১৫ : যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন Microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

ভালো এবং বাটপার এজেন্সির মধ্যে পার্থক্য বুঝবেন কিভাবে বলে দিচ্ছি? 🇪🇺👨‍💼🚶‍♂️যারা ভালো কাজ করে, তারা আপনাকে কখনোই ভিসার গ্...
30/09/2024

ভালো এবং বাটপার এজেন্সির মধ্যে পার্থক্য বুঝবেন কিভাবে বলে দিচ্ছি? 🇪🇺👨‍💼🚶‍♂️
যারা ভালো কাজ করে, তারা আপনাকে কখনোই ভিসার গ্যারান্টি দেবে না, সময় ও বেশি চাইবে,মানে বাস্তবতা যেরকম সময় লাগে কাজ করতে/ এবং সেলারি যেটা বাস্তব সেটাই বলবে ! 🇪🇺😊
কিন্তু যারা বাটপার তারা আপনাকে মিষ্টি কথায় তখনই ইউরোপ পাঠিয়ে দিবে ১০০% সময় লাগবে ৩ মাস / সেলারি ১০০০/১৫০০ ইউরো সাথে ওভারটাইম 😎 🇪🇺😁
যে কোনো কিছুর বিনিমের মূল্যে হলেওআপনাকে ইউরোপ পাঠাবে, মানে আপনাকে পাঠাবেই, কারণ আপনি তার দুলাভাই লাগেন, 🇪🇺😁😜
তারা প্রলোভন দেখিয়ে কাস্টমার ম্যানেজ করে!
সুতরাং প্রলবনে পা দেয়া যাবেনা!
এরকম মিষ্টি কথা বলা বাটপারদের থেকে দূরে থাকুন!
ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের এ গ্রুপে 🇪🇺✈️

 #সার্বিয়া ওয়ার্কপারমিট ভিসার কিছু তথ্য:১) সার্বিয়া ওয়ার্ক পারমিট পেপারস মুলত কয়েকটা পাতা সম্বলিত যা আপনার এজেন্সির কোল্...
17/09/2024

#সার্বিয়া ওয়ার্কপারমিট ভিসার কিছু তথ্য:
১) সার্বিয়া ওয়ার্ক পারমিট পেপারস মুলত কয়েকটা পাতা সম্বলিত যা আপনার এজেন্সির কোল্যাবকৃত লয়ার আপনাদের প্রদান করবে।
ক) ইনভিট্যাশন লেটার
খ) গ্যারান্টি প্যাপার
গ) এম্পলইম্যান্ট রেজিস্ট্রেশন
ঘ) হাউসিং কন্ট্র্যাক্ট
ঙ) পিপিজেড ফর্ম
চ) কোম্পানি রেজিষ্ট্রেশন লেটার
বিদ্র: আপনার এজেন্সি যদি রিয়েল হয়ে থাকে তাহলে E.U সীলভুক্ত ইনভয়েজ আপনাকে প্রদান করবে।
২) আপনার ওয়ার্কপারমিট অনলাইন এবং এপ্রুভড হতে এই কাগজগুলো সার্বিয়া ইভিসা ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোন কাগজ যদি ভুল থাকে ওই দেশের AI Reader তা ধরে ফেলবে এবং অনলাইন আবেদন করা যাবেনা।
PPZ ফর্ম অবশ্যই থাকে বাঞ্চনীয় ডক্যুমেন্টসে।
৩) বাংলাদেশের এজেন্সিগুলোকে অবশ্যই আইডি পাসওয়ার্ড প্রদান করতে হবে আবেদনকারীকে।
৪) সার্বিয়া ইমিগ্রেশন লইয়ার কখনই ৫০০০০ টাকা এডভান্স নিয়ে কাজ করেনা। মনে রাখতে হবে ইউরোপীয় লইয়ারকে দিয়ে করান প্রতি পারমিট এবং ডক্যুমেন্টস বাবাদ ২৩১২ ইউরো প্রদান করতে হয়। না হলে এপ্রভ ব্লক করার ক্ষমতা লইয়ার রাখে।
৫) বাংলাদেশের ইউরোপীয় সেঞ্জেন/ ননসেঞ্জেনভুক্ত দেশগুলো বেশিরভাগ ভিসা হয়না তার মূল কারণ ভুয়া ওয়ার্ক ডক্যুমেন্টস এবং এডিটেড অনলাইন আবেদন। বেশিরভাগ এজেন্সি গুলো কিছু টাকার জন্যে এগুলো করে। ইউরোপীয় সেঞ্জেন/ নন সেঞ্জেনভুক্ত আর এল এজেন্সি গুলো বেশিরভাগ যদি লইয়ার দিয়ে করে থাকে তারা টাকা পে করেনা যার ফলে ভিসা গুলো নিশ্চয়তা পায়না।
৬) একটি কোম্পানির ওয়ারক ডক্যুমেন্টস স্ট্যাবল হতে মূলত ৫/৭ দিন সময় লাগে, (আপডেট আগস্ট, ২০২৪)। পাসপোর্ট জমা দিতে লাগে ১ মাস। সব ঠিক থাকলে ৫/৬ মাস সময় লাগে।
৭) যদি বিজ্ঞ লয়ার হয়ে থাকেন তাহলে উনি স্ট্যাটভিত্তিক ওয়ার্ক ডক্যুমেন্টস দেন। বলা উচিত পাকিস্তানি এবং বাংলাদেশিদের ভিসা প্রদান না করার অন্যতম প্রধান কার অনেক গুলো স্ট্যাট বাংলাদেশি এবং পাকিস্তানিদের নেয় নাহ।
৮) কোন এজেন্সি যদি ইউরোপীয় ল্যাশনভুক্ত হয়ে থাকে তাহলে তার ক্রিপ্টো ওয়ালেট থাকা বাঞ্চনীয়।
৯) বাংলাদেশের এজেন্সি গুলো ৯৫% এবং ইউটিউবার রা ৯০% জানেনা ল্যাশিয়ন কি? শোনা কথায় কান না দিয়ে গুগল করুন।
১০) একজন ইউরোপীয় লইয়ার প্রতি মিনিট কথা বলতে নেন £25। আর ১৫৫০ ইয়োরো তাদের ওয়ার্কপারমিট এবং পরিশ্রমের দাম যা পেপারস হাতে পাওয়ার সাথেসাথেই প্রদান করতে হয়। মনে রাখা উচিত লয়ার চাইলে সব পারে ।
বস্তুত এজেন্সি থেকে করলে ভালো করে যাচাই বাছাই করে অনলাইন হবে কিনা তা দেখে টাকা দিবেন। আর পাসপোর্ট অথোরাইজেশনের বেলায় খুব সুন্দর ভাবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং রিয়েল ইন্স্যুরেন্স কপি (নোটারাইজড) দেয়া বাধ্যতামূলক। সব রিয়েল হলে ভিসার হবার চান্স ৯৮% হয়ে যায়।
ভালো থাকবেন। কুচক্রীদের হাতে পা দিবেন না। নতুন দেশ হচ্ছে আবেগে না প্র্যাক্টিকালভাবে যাচাই বাছাই করবেন।।

17/09/2024

#ইউরোপ আবেদন কারী বেকার পাক্না গুলা, আবেদন কারী না, এক একেকটা বড় বড় এজেন্ট !! #সংস্কার #ভিসা #ওয়ার্কপারমিট

🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্য...
03/09/2024

🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, কেবল যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

সময়সীমা:
সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই প্রক্রিয়া সময়সিমা কম লাগবে.

সাকিব আল হাসান আর ফেরদৌস হচ্ছে MLM কোম্পানির শেষের দিকের কাষ্টমার। সবার লাভ করা দেখে ইনভেস্ট করছে আর কোম্পানি ভেগে গেছে।...
29/08/2024

সাকিব আল হাসান আর ফেরদৌস হচ্ছে MLM কোম্পানির শেষের দিকের কাষ্টমার। সবার লাভ করা দেখে ইনভেস্ট করছে আর কোম্পানি ভেগে গেছে।🤭
#কোটা #সংস্কার #কোটাসংস্কার #আন্দোলন #৩৬শেজুলাই

05/07/2024

যেসব দেশে ডিজিটাল নোম্যাড ভিসার আবেদন করতে পারবেন

বর্তমানে বিশ্বের মানুষের কাছে ইউরোপে পাড়ি দেওয়া যেন এক স্বপ্ন। সবাই চান সেখানে যেতে। ইউরোপের এই দেশগুলোতে আপনি ডিজিটাল নোম্যাড ভিসার জন্য আবেদন করতে পারেন।

১. ক্রোয়েশিয়া: ক্রোয়েশিয়া ডিজিটাল নোম্যাডদের জন্য ভিসা প্রদান করে, যা এক বছরের জন্য বৈধ। বেদনকারীদের অবশ্যই বৈধ আয়ের উৎস এবং স্বাস্থ্য বিমা থাকতে হবে।

২. এস্তোনিয়া: আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের মাসিক আয় কমপক্ষে €৩,৫০০।

৩. জার্মানি: জার্মানি ফ্রিল্যান্সার এবং স্ব-কর্মীদের জন্য ভিসা প্রদান করে। আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা তাদের কাজের জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করে এবং স্বাস্থ্য বিমা রয়েছে।

৪. পর্তুগাল: আবেদনকারীদের অবশ্যই মাসিক আয় কমপক্ষে €৭০০ প্রমাণ করতে হবে।

৫. চেক প্রজাতন্ত্র: চেক প্রজাতন্ত্রে, ডিজিটাল নোম্যাডরা জিভনোস্টেনস্কি লিস্ট নামক একটি ফ্রিল্যান্স ভিসার জন্য আবেদন করতে পারে। আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা তাদের কাজের জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করে।

৬. স্পেন: স্পেন ডিজিটাল নোম্যাডদের জন্য একটি বিশেষ ভিসা প্রদান করে, যা এক বছরের জন্য বৈধ এবং নবায়নযোগ্য। আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের পর্যাপ্ত আয় এবং স্বাস্থ্য বিমা রয়েছে।

৭. নরওয়ে: আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের বার্ষিক আয় কমপক্ষে €৩৫,০০০

৮. আইসল্যান্ড: আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের মাসিক আয় কমপক্ষে €৭,১০০

৯. মাল্টা: আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের মাসিক আয় কমপক্ষে €২,৭০০

১০. জর্জিয়া: আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের মাসিক আয় কমপক্ষে €২,০০০

১১. গ্রিস: আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের মাসিক আয় কমপক্ষে €৩,৫০০

১২. রোমানিয়া: আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের মাসিক আয় কমপক্ষে €৩,৩০০

ইউরোপের বিভিন্ন দেশ ডিজিটাল নোম্যাডদের জন্য বিভিন্ন সুবিধা এবং ভিসা প্রোগ্রাম প্রদান করে। আপনার পছন্দের গন্তব্য নির্বাচন করার আগে প্রতিটি দেশের ভিসার প্রয়োজনীয়তা এবং শর্তাবলী ভালোভাবে যাচাই করে নিন।

আয়ারল্যান্ডে যাওয়ার সুযোগ। বিস্তারিত জানতে পড়তে  পারেন।আয়ারল্যান্ডের কাজের ভিসা পাওয়ার নিয়মআয়ারল্যান্ডে কাজের জন্য ভিসা ...
29/06/2024

আয়ারল্যান্ডে যাওয়ার সুযোগ।
বিস্তারিত জানতে পড়তে পারেন।
আয়ারল্যান্ডের কাজের ভিসা পাওয়ার নিয়ম
আয়ারল্যান্ডে কাজের জন্য ভিসা পেতে হলে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়। এখানে "Critical Skills Employment Permit" এবং "General Employment Permit" এর প্রক্রিয়া উল্লেখ করা হলো।
১. কাজের প্রস্তাব পাওয়া:
- কাজের প্রস্তাব: প্রথমে আপনাকে একটি আইরিশ কোম্পানি থেকে কাজের প্রস্তাব পেতে হবে।
২. প্রয়োজনীয় ডকুমেন্টস:
- পাসপোর্ট: কমপক্ষে ছয় মাসের বৈধতা থাকতে হবে।
- চাকরির প্রস্তাবপত্র: নিয়োগকর্তার কাছ থেকে আনুষ্ঠানিক কাজের প্রস্তাবপত্র।
- যোগ্যতার প্রমাণ: শিক্ষাগত যোগ্যতার সনদ এবং পেশাগত অভিজ্ঞতার প্রমাণ।
- অর্থনৈতিক স্থিতি: ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সক্ষমতার প্রমাণ।
- স্বাস্থ্য বীমা: আয়ারল্যান্ডে থাকার সময় আপনার স্বাস্থ্য বীমা থাকতে হবে।
৩. Critical Skills Employment Permit:
যোগ্যতা:
- চাকরির তালিকা: আপনার কাজটি "Critical Skills Occupations List" এ থাকতে হবে।
- বেতন: বার্ষিক বেতন €30,000 বা তার বেশি হতে হবে (যদি আপনার কাজটি "Critical Skills Occupations List" এর অংশ হয়)। অন্যান্য কাজের জন্য বেতন €60,000 বা তার বেশি হতে হবে।
- চুক্তির মেয়াদ: কাজের চুক্তির মেয়াদ কমপক্ষে ২ বছর হতে হবে।
প্রক্রিয়া:
1. অনলাইনে আবেদন: আয়ারল্যান্ডের কর্মসংস্থান বিভাগে অনলাইনে আবেদন করতে হবে।
2. আবেদন ফি: নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে।
3. ডকুমেন্টস: প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
4. প্রসেসিং সময়: সাধারণত ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগে।
৪. General Employment Permit:
যোগ্যতা:
- চাকরির তালিকা: আপনার কাজটি "Ineligible Categories of Employment for Employment Permits" তালিকায় থাকা যাবে না।
- বেতন: বার্ষিক বেতন €30,000 বা তার বেশি হতে হবে।
- চুক্তির মেয়াদ: কাজের চুক্তির মেয়াদ কমপক্ষে ২ বছর হতে হবে।
প্রক্রিয়া:
1. অনলাইনে আবেদন: আয়ারল্যান্ডের কর্মসংস্থান বিভাগে অনলাইনে আবেদন করতে হবে।
2. আবেদন ফি: নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে।
3. ডকুমেন্টস: প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
4.প্রসেসিং সময়: সাধারণত ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগে।
৫. আবেদন পরবর্তী ধাপ:
- বায়োমেট্রিক তথ্য: আপনার বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি) প্রদান করতে হতে পারে।
- ভিসা আবেদন: আয়ারল্যান্ডের ভিসা প্রাপ্তির জন্য আলাদা করে আবেদন করতে হবে।
- ভিসা প্রাপ্তি: ভিসা প্রাপ্তির পর আপনি আয়ারল্যান্ডে যেতে পারবেন।
৬. বাংলাদেশ থেকে আবেদন:
বাংলাদেশে আয়ারল্যান্ডের ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা করে VFS Global:
VFS Global, Dhaka:
- ঠিকানা: Delta Life Tower, Plot 37, Road 90, Gulshan North, Gulshan-2, Dhaka-1212, Bangladesh
- ওয়েবসাইট: [VFS Global](https://www.vfsglobal.com/en/individuals/index.html)
উপসংহার:
আয়ারল্যান্ডে কাজের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ও সর্বশেষ আপডেটের জন্য আয়ারল্যান্ডের কর্মসংস্থান বিভাগের ওয়েবসাইট পরিদর্শন করা উচিত।

১৫/২০ লাখ টাকার ঝুকি না নিয়ে,নিজে নিজে আবেদন করে ওয়ার্কপারমিট জব/ জব অফার ম্যানেজ করে  #ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার ভিসা...
25/06/2024

১৫/২০ লাখ টাকার ঝুকি না নিয়ে,
নিজে নিজে আবেদন করে ওয়ার্কপারমিট জব/ জব অফার ম্যানেজ করে #ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার ভিসা পেতে পারেন আপনিও।
বিদেশি কোম্পানির মালিক, ম্যানেজার, সুপারভাইজারদের খুজে বের করে ম্যাসেজ/ইমেইল/হয়াটসআপের মাধ্যোমে যোগাযোগ, জব চেয়ে সিভি পাঠানো, জব পোর্টাল সাইটে সার্কুলার খুজে বের করে আবেদন করা সহ জব ওফার পেতে পারেন
➡️ বলা সহজ, পাওয়া কঠিন। যদি না , আপনি সঠিক দিকনির্দেশনা পান। বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের সম্ভাবনা ৯০ শতাংশ।

বিস্তারিত জানতে দয়া করে ইনবক্স করুন। ধন্যবাদ✅

Planning a trip to New Zealand and want to ensure the legitimacy of your visa? With the increasing prevalence of counter...
14/06/2024

Planning a trip to New Zealand and want to ensure the legitimacy of your visa? With the increasing prevalence of counterfeit visas, it's essential to verify the authenticity of your travel documents. In this video, we provide you with a comprehensive guide on how to check if your New Zealand visa is real or fake.

প্রশ্ন : নিউজিল্যান্ডে কোন ক্যাটেগরির ভিসাতে যাওয়া যায়?
উত্তর - নিউজিল্যান্ডে কাজের ভিসার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে Accredited Employer Work Visa (AEWV). মনে রাখবেন Accreditation ছাড়া নিউজিল্যান্ডের কোনো কোম্পানি ওভারসীজ ওয়ার্কার নিয়ে আসতে পারে না। এটা নিউজিল্যান্ড ইমিগ্রেশন এর আইন। তাই ভিসা প্রাপ্তির পূর্ব শর্ত হলো যে কোম্পানির জব অফার আপনি পাবেন, সেটা ইমিগ্রেশন এর আইন অনুযায়ী Accreditation কিনা যাচাই করতে হবে।
প্রশ্ন : কোন কোন কাজের ভিসাতে যাওয়া যাবে?
উত্তর : নিউজিল্যান্ড Skilled professional migration নির্দিষ্ট কাজের ৩/৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাইগ্রেন্ট নিয়ে থাকে। ওভারসীেজ কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন লোকের প্রাধান্য অনেক বেশি। মনে রাখবেন কৃষি কাজ, হোটেলের কাজ, প্যাকিং,ফ্যাক্টরী, জেনারেল ওয়ার্কার এসমস্ত কাজ এর ভিসা বাংলাদেশ থেকে হওয়ার কোনো সুযোগ নেই। এগুলো অস্থায়ী Low Skilled কাজ,যা নিউজিল্যান্ডের প্বার্শবর্তী আইল্যান্ড দেশগুলোর লোকের জন্য দিয়ে থাকে।
প্রশ্ন : নিউজিল্যান্ডের ভিসা কেমন বা কয়টি ধাপে প্রসেসিং সম্পন্ন হয়?
উওর : নিউজিল্যান্ড ই-ভিসা দিয়ে থাকে। যেটা আপনি ই-মেইলে সরাসরি পেতে পারেন। প্রথমে কোম্পানি আপনার ইন্টারভিউ নিবে, সিলেক্ট হলে জব কন্ট্রাক্ট পেপার দিবে,সাইন করে পাঠালে সেটা কোম্পানি আবার ইমিগ্রশনে অনুমতির জন্য পাঠাবে, সেখান থেকে অনুমোদন পেলে তারপর যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ভিসার জন্য নিউজিল্যান্ডে ইমিগ্রেশন এ জমা করাতে হবে, অবশ্যই ইমিগ্রেশন উকিল (Lawyer) মারফত। এরপর ভিসা আসলে টিকিট কেটে ফ্লাইট করবেন।
প্রশ্ন: যেকেউ নিউজিল্যান্ডের ভিসা করে দিতে পারে?
উওর : এক কথায় না। নিউজিল্যান্ড কোম্পানিগুলো নিয়োগের ক্ষেত্রে অনলাইনে সবকিছু করে। সরাসরি কারো সাথে যোগাযোগ না করে কোনো রকম জব অফার করে না। এখানে কারো কোনো মাধ্যম কোম্পানি Accept করে না। মনে রাখবেন কোম্পানির সাথে সরাসরি কথা না বলে আপনি কিছুই পাবেন না। যা পাবেন সব বানোয়াট।
প্রশ্ন: ট্যুরিস্ট ভিসায় গিয়ে থেকে যাওয়া বা কাজ পাওয়া যায় কি না?
উত্তর : একদমই না। আপনি নিউজিল্যান্ডে ভিজিটে এসে ঘুরে আবার চলে যেতে হবে। কাজের কোনো সুযোগ নাই। আর থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। অবৈধভাবে নিউজিল্যান্ডে আপনি কখনোই থাকতে পারবেন না।
প্রশ্ন : নিউজিল্যান্ডে এ্যাসাইলাম বা রিফিউজি ক্লেইম করা যায় বা করে থাকা যায় কি না?
উত্তর : নিউজিল্যান্ডে এয়ারপোর্টে এসে এ্যাসাইলাম ক্লেইম করার কোনো সুযোগ নাই। বৈধতা ছাড়া আপনার কোনো ভাবে প্রবেশের অনুমতি দিবে না।
প্রশ্ন : ট্রানজিট ভিসা বা NZeTA দিয়ে নিউজিল্যান্ডে আসা বা ঢোকা যাবে কি না?
উত্তর : বাংলাদেশের পাসপোর্ট এর জন্য নিউজিল্যান্ডে আসতে হলে আপনাকে বৈধ ভিজিট বা কাজের ভিসাতে আসতে হবে। NZeTA বাংলাদেশের নাগরিকদের জন্য না। আর এটা দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। অস্ট্রেলিয়া তেও যাওয়ার জন্য NZeTA দরকার হয় না।
প্রশ্ন : বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড ভিসা হয় কিনা বা কোনো এজেন্সি আছে কিনা?
উত্তর : বাংলাদেশ থেকে সরাসরি নিউজিল্যান্ডের কাজের ভিসা সরাসরি হয় না বললেই চলে। নিকট আত্মীয় স্বজনরা যারা নিউজিল্যান্ডের নাগরিক ছাড়া আপনাকে কেউ নেয়ার সাধ্য নাই। স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে সরাসরি হয়।
মনে রাখবেন কোনো এজেন্সি বা কোনো মাধ্যমে নিউজিল্যান্ডের ভিসা কখনোই পাবেন না।
উপরোক্ত বিষয়গুলো খুব ভালোভাবে পড়ে বুঝুন। নিউজিল্যান্ড সারা পৃথিবীর জন্য উন্মুক্ত। কিন্তু শুধু মাএ সঠিক এবং বৈধ উপায়ে যাওয়ার জন্য।
কনটেন্ট কার্টেসি : Anach Choudhury

ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবাই।কিছু মানুষ এই অনিশ্চিত গন্তব...
05/06/2024

ইউরোপের ভিসা প্রসেসিং সব সময়-ই অনিশ্চিত। এই অনিশ্চিত গন্তব্যে নিশ্চিতভাবে পৌঁছাতে চান সবাই।কিছু মানুষ এই অনিশ্চিত গন্তব্যে, নিশ্চিতভাবে কাজ করে দিতে পারবেন বলে গ্যারান্টি দিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ অর্থ গ্রহণ করেন। যার কারনে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সহজ সরল মানুষ গুলো সুদের উপর লোন করে, ভিটে জমি বিক্রি করে,বউ এবং মা,বা বোনের গয়না বন্ধক রেখে, হাঁস,মুরগি,গরু,ছাগল বিক্রি করে টাকা জমিয়ে,সেই টাকা ইউরোপের জন্য তুলে দেন তার পরিচিত,অথবা আত্মীয়,অথবা স্বল্প পরিচিত কোন মাধ্যমে।
দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তার আলোকে আজকে আপনাদেরকে কিছু নির্দেশনা ও পরামর্শ দিচ্ছি যেগুলো পালন করলে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হবেন না।
*শর্টকাটে অথবা তাড়াতাড়ি যাওয়ার রাস্তা বাদ দিয়ে দেরি হলেও, বা বেশি সময় লাগলেও বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আপনার দায়িত্ব দিতে পারেন।
*ইউরোপে যাওয়ার জন্য প্রথমেই সুদের উপর লোন করে বা ঋণ করে অথবা সম্পত্তি বন্ধক রেখে নগদ টাকা সংগ্রহ করে জমা দেয়া থেকে বিরত থাকুন।
*প্রথমেই কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে সেটা জমা দিন। ভিসা হওয়ার পর নগদ অর্থ না থাকলেও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে আপনার ব্যয় বহন করতে পারবেন।
*আবেদন জমা দেয়ার পর ভিসা কখন হবে বা পারমিট কখন আসবে বা কখন এম্বাসিতে জমা দিব এ বিষয়গুলোর আপডেট না নিয়ে বরং যেকোনো একটি কাজে নিজেকে নিয়োজিত রাখুন, বেকার না থেকে ছোটখাটো যেকোনো ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মাঝেমধ্যে কাজের আপডেট নিন। আপনার কাজ হলে বা কাজ সফলতার কাছাকাছি আসলে আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে আপডেট জানিয়ে দিবেন।
*ইউরোপের জন্য যারা গ্যারান্টি দিয়ে দায়িত্ব নেয় তাদেরকে বর্জন করে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখুন।
*বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে না ঘুরে বরং নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করে গড়ে তুলুন,সেজন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদি কারিগরি শিক্ষা বা হাতে কলমে শিক্ষা গ্রহণ করুন।
*সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে ব্যক্তির সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে আপনার আবেদন জমা দিন।
*আপনার আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার সাথে সাথে চাকরি থেকে অবসর বা বিজনেস বন্ধ করে দেয়া থেকে বিরত থাকুন। কেবলমাত্র ভিসা হাতে পাওয়ার পর পর চাকরি বা ব্যবসা বন্ধ করে দিন। ভিসা হাতে পাওয়ার আগে আপনাকে যত ধরনের গ্যারান্টি দেয়া হোক না কেন ভুলেও সে সমস্ত কথায় আকৃষ্ট না হয়ে বর্তমান পেশায় নিজেকে নিয়োজিত রাখুন।

ধন্যবাদ সবাইকে।

আলহামদুলিল্লাহবাংলাদেশের আকাশে আজ শাবান মাসের 🌙চাঁদ দেখা গিয়াছে,আগামী ২৫ ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত...
11/02/2024

আলহামদুলিল্লাহ
বাংলাদেশের আকাশে আজ শাবান মাসের 🌙চাঁদ দেখা গিয়াছে,আগামী ২৫ ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবেবরাত পালিত হবে।

📣   🇮🇹 🇷🇴 🇷🇸 ইতালি নতুন ক্লিক ডে ২০২৪ ঘোষণা করা হয়েছে।স্পন্সর ১৮ই মার্চডমেস্টিক ২১ই মার্চএগ্রিকালচার ২৫ই মার্চ👉🏾 ২০২৪ সা...
30/01/2024

📣 🇮🇹 🇷🇴 🇷🇸
ইতালি নতুন ক্লিক ডে ২০২৪ ঘোষণা করা হয়েছে।
স্পন্সর ১৮ই মার্চ
ডমেস্টিক ২১ই মার্চ
এগ্রিকালচার ২৫ই মার্চ
👉🏾 ২০২৪ সালের রোমানিয়া এবং সার্বিয়া কাজের বেশ কিছু পরিবর্তন আসছে।
সার্বিয়া ১লা ফেব্রুয়ারী থেকে যে সব নতুন নিয়ম যোগ করতে যাচ্ছে তাদের নতুন আইনে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো:-
১/ অস্থায়ী বসবাসের অনুমতি (টিআরপি) ১ বছর থেকে এখন ৩ বছরের করা হবে।
২/ TRP ধারিরা তাদের বর্তমান পারমিটের মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত এক্সটেনশন আবেদন জমা দিতে পারবে।
৩/ TRP ধারীরা কেউ যদি একটানা তিন বছর বসবাস করে তাকে স্থায়ী ভাবে বসবাসের জন্য আবেদন এর যোগ্য বলে গন্য করা হবে।(পূর্বে যা ৫ বছর ছিল)
৪/ নিয়োগকারী কোম্পানি গুলা ইনবাইটেশন ইস্যু করতে ইমাগ্রিশন পুলিশ থেকে অনুমতি পত্র নিতে হবে আগে থেকে। কত জন কর্মী নিয়োগের অনুমতি আছে কোম্পানির।
৫/ এখন থেকে নিয়োগকারী কোম্পানি গুলা যে কোন তথ্য ইমেইলের মাধ্যমে ইমাগ্রিশন পুলিশকে জানিয়ে দিলেই হবে। পূর্বে যেমন ইমাগ্রিশন পুলিশের কাছে গিয়ে সকল তথ্য দিয়ে আসতে হত,এখন তা ইমেইল করে দিলেই কাজ হয়ে যাবে।। ভিসা এপ্রুভের সকল নথিপত্র এভাবে জমা করতে পারবে।
⛹️‍♂️ ২৬ জানুয়ারি থেকে রোমানিয়া ইন্সপেক্টর জেনারেল ঘোষণা অনুযায়ী,বিদেশি কর্মীদের জন্য এখন থেকে আই জি আই পোর্টাল অপসারণ করা হবে। নিয়োগকারী কোম্পানি গুলা ৯০ দিনের মধ্যে তাদের কাজের অনুমতি পত্র জমা এবং উত্তোলন করতে পারবে৷।
কর্মীবান্ধব এই দেশ গুলি দিন দিন তাদের কর্মী সংকটে সহজতর করে দিচ্ছে তাদের সিস্টেম। দিন শেষে আমরা যদি ১০০% স্কিল্ড ওয়ার্কার দিতে পারি এবং পলায়ন রোধ করতে পারি এই দেশ গুলা হবে আমাদের প্রধান শ্রম বাজার।
আদৌ কি এইটা সম্ভব আমাদের পক্ষে?
তবে লেগে থাকতে হবে এবং ভাগ্যের উপরে নির্ভর করতে হবে।
শুভ কামনা , ধন্যবাদ
(আংশিক প্রতিলিপি কৃত)

👉👉প্রতিটি দেশ আপনার ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন ভিসা বেস অফার করে। যদিও আপনি অনলাইনে বেশিরভাগ দেশে ভিসার জন্য আবেদন করতে প...
01/01/2024

👉👉
প্রতিটি দেশ আপনার ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন ভিসা বেস অফার করে। যদিও আপনি অনলাইনে বেশিরভাগ দেশে ভিসার জন্য আবেদন করতে পারেন। প্রক্রিয়াটি বুঝতে, প্রয়োজনীয় নথি পেতে এবং আবেদনপত্র পূরণ করতে আপনার কিছু সময় লাগবে। আপনি যে দেশে যেতে চান তার জন্য আপনি নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয়তাগুলি পূরণ করেছেন তা নিশ্চিত করতে হবে।

মনে রাখবেন যে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা , স্থায়ী বসবাসের ভিসা ইত্যাদির জন্য বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে৷ আপনি যে ভিসার জন্য আবেদন করছেন তার নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলি আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং আপনার ভিসা পেতে অন্যান্য পদ্ধতি অনুসরণ করতে হবে৷
👉👉
আপনার ভ্রমণের জন্য সঠিক ভিসার ধরন শনাক্ত করুন -
- প্রথম ধাপ হল, আপনার জন্য প্রযোজ্য ভিসার ধরন নির্ধারণ করা এবং আপনি এটির জন্য আবেদন করার যোগ্য কিনা তা যাচাই করা।
- আপনাকে আপনার আবেদনের সাথে যে ডকুমেন্টগুলি জমা দিতে হবে, আবেদনটি প্রক্রিয়া হতে কতোদিন নিতে পারে এবং আপনাকে কি পরিমাণ ফি দিতে হবে তাও আপনাকে জানতে হবে।

একটি ভাল বিকল্প হল একজন অভিবাসন বিশেষজ্ঞের ( immigration consultant ) সাথে পরামর্শ করা যিনি আপনাকে কার্যকরভাবে সাহায্য করতে পারেন।
- এখানে ভিসা কাউন্সেলর বা ভিসা উপদেষ্টার অভিজ্ঞ পরামর্শ , বিভিন্ন ভিসার জন্য নির্দিষ্ট ডকুমেন্টগুলি প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করবেন।
- আপনার ভিসা সফলভাবে সংগ্রহ করার জন্য একজন ভিসা পরামর্শদাতা আপনাকে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে গাইড করবেন।
👉👉
কিভাবে EmigraLink Consultants আপনাকে সাহায্য করতে পারে?

EmigraLink Consultancy - ELC সকল মাইগ্রেশন পরামর্শ প্রদান করে এবং আমাদের পরামর্শদাতারা বহু বছরের অভিজ্ঞতার সাথে পেশাদার, যারা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য গাইড করতে পারেন
• জমা দেওয়ার আগে আপনার সমস্ত নথি পর্যালোচনা করা
• আপনার পটভূমি এবং ভ্রমণের ইতিহাস অধ্যয়ন করা,
• প্রোফাইল মেধার ভিত্তিতে চেকলিস্ট তৈরি করা
• লুপ হোল শনাক্ত করা এবং সেগুলি দূর করা,
• আপনাকে আর্থিক পরামর্শ প্রদান
• আপনার ভিসা পেতে সেরা কৌশল সনাক্ত করা
• ফর্ম পূরণে সাহায্য করা
• দেশের দূতাবাস বা কনস্যুলেটে অ্যাপয়েন্টমেন্টে নেওয়া
• ভিসা সফলভাবে পাওয়ার পর যা করনিয়

05/11/2023

আগামীকাল ০১ /১১/ ২০২৩ ইং থেকে বাংলাদেশীদের ওমানের ভিসা অ-নির্দিষ্ট কালের জন্য বন্ধ।
াহরাইন বন্ধ, ান বন্ধ, ুবাই 😇, ুয়েত আর াতার প্রায় বন্ধের পথে, ৌদি-আরব কাজ নাই । বাংলাদেশের গার্মেন্টস প্রায় বন্ধের পথে, দেশের রাজনৈতিক পরিস্থিতিও ভালোনা, ঐদিকে আমেরিকা ইউরোপের শ্যাংসান, রিজাবও তলানিতে। আল্লাহ ভালো জানে প্রায় ২০ কোটি জনগণের ভাগ্যে কি আছে

আমাদের সম্ভাব্য ভবিষ্যত লেবার মার্কেট এখন এজেন্ট এবং ক্লাইন্টদের করণীয়

বলকান অঞ্চলে অবস্থিত দেশগুলো

(1) বসনিয়া 🇧🇦
(2) সার্বিয়া 🇷🇸
(3) মন্টিন্গরো🇲🇪
(4) মেসিডোনিয়া 🇲🇰

এই দেশগুলোর জন্য আপনারা সবাই নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতে পারেন
নিজেকে যেকোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজে অভিজ্ঞ করে গড়ে তোলেন যেটা হবে আপনার ভবিষ্যত

যেমন
হেভি ট্রাক ড্রাইভার
(অবশ্যই হেভি লাইসেন্স প্রয়োজন)
ওয়েলডার (MIG)
শাটার কার্পেনটার
স্টিলফিক্সার
ফ্যাসেড (প্লাসটারার)
ব্রিক লেয়ার
প্লামবার
ইলেক্ট্রেশিয়ান
এলোমেনিয়ান ওয়ার্ক
জিপশাম ওয়ার্কার
পেইন্টার
গার্মেন্টস রিলেটেড এক্সপেরিয়েন্স

এগ্রিকালচার সহ ইত্যাদি বিষয়ের উপর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার ভবিষ্যত স্বপ্ন পূরণের জন্য এটা সহায়তা করবে

অতএব সবার নিকট আমার এই অনুরোধ অনুগ্রহ করে কিছু স্কিল অর্জন করবেন। অন্তত নিজের এবং পরিবারের জন্য

আপনার জন্য শুভকামনা রইলো

P2S Consultancy

EmigraLink Consulting Agency - ECA

🔰 এখন থেকে নেপাল যেতে আমাদের ভিসা লাগবে, এতদিন অনারেবল থাকলেও এখন থেকে ভিসা স্টিকার নিয়ে যেতে হবে।এতদিন যারা ক্রোয়েশিয...
28/08/2023

🔰 এখন থেকে নেপাল যেতে আমাদের ভিসা লাগবে, এতদিন অনারেবল থাকলেও এখন থেকে ভিসা স্টিকার নিয়ে যেতে হবে।

এতদিন যারা ক্রোয়েশিয়ার ভিসা নেয়ার জন্য ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা পেতো না তারা সহজেই নেপাল চলে যেত এবং নেপালে গিয়ে ক্রোয়েশিয়ার ভি এফ এস, এ ফাইল জমা করতো কিন্তু সেটি আর থাকছে না ভিসা ছাড়া নেপাল প্রবেশ করা যাবে না । নতুন করে আরো একটা ভোগান্তি যোগ হল ক্রোয়েশিয়ার জন্য।

🔰🔰যতদিন পর্যন্ত বাংলাদেশে ইউরোপের এম্বাসি গুলো অ্যাভেলেবল হবে না ততদিন পর্যন্ত এভাবেই আমাদের ভোগান্তি চলতে থাকবে। 🔰🔰

এই কয়েক দিনে মনে হয়  প্রায় ১০০ এর বেশি মানুষের সাথে কথা বলছি কারো সাথে ফেইসবুকে, কারো সাথে ওয়াটসাপে, কারো সাথে আবার কলে।...
27/06/2023

এই কয়েক দিনে মনে হয় প্রায় ১০০ এর বেশি মানুষের সাথে কথা বলছি কারো সাথে ফেইসবুকে, কারো সাথে ওয়াটসাপে, কারো সাথে আবার কলে। ইউরোপে আসার জন্য ৫ ক্যাটাগরির মানুষ পাইলাম -
(১) কিছু পাবলিক সব দেশেই যাইতে চায় যেই দেশের নাম শুনবে ঐ দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায় পরে সিদ্ধান্তহীনতায় এরা রাতে ঘুমাতে পারেনা
এদের মত পাবলিক কখনই তারাতারি বিদেশ যেতে পারবেনা তাদের সিদ্ধান্ত নিতে নিতে বছর এর পর বছর চলে যায় তবে বিদেশ যাওয়া আর হয়না 😴
(২) কিছু মানুষ আবার ভিসার ১০০% গ্যারান্টি চায় আর ভিসা ১০০% হতে হবে , আর টাকাও ভিসার পর । এরা এডভান্স দিবেনা এরা ভিসা পাওয়ার পর ঐ দেশে গিয়ে দিবে ( যদিও শুধু ফিনল্যান্ড এমপ্লয়মেন্ট এজেন্সি এমন ডীল করে ) বছরের বেতন থেকে ২২ পারসেন্ট হারে কেটে নিবে )
(৩) এরা টাকার মায়া ছাড়বেনা তবে সেনজেন দেশেই যাবে নন সেনজেনে যাবেনা ।
(৪) কিছু মানুষ বেকারত্ব লাইফ থেকে মুক্তি পাওয়ার জন্যই বিদেশ যেতে চান পরিবারের হাল ধরতে চান , কিন্তু সঠিক গাইড লাইন পাইতেছেনা
তাই একটু কনফিউজড তাদের জন্য সব সময় মন থেকে দোয়া রইলও ,
( ৫) এরা হল পাকনা , সব বুঝে নিবে,আপনি সব কিছু বুঝিয়ে দেবেন, চেষ্টা করবেন যাতে সেই ভাই জানুক তার ফাইল সম্পর্কে কিন্তু কিছুদিন পর এদের কথাবার্তা শুনলে মনে হবে একেকজন ভিসা অফিসার (ভিসা কনসুলেন্ট ) তো একদম কাছেই না । ইউটিউব , ফেসবুকে গ্রুপ থেকে শিখে আমি স্বপ্নের দেশে ।বাস্তবতা হল আপনি যখন এতো জেনে নামবেন যখন , তাদের মধ্যে ৯০ পারসেন্ট মানুষ একটু ২/৩ হাত বেশি বুঝার কারণে নিজের ক্ষতি করে ফেলেন।

এই লেখার কারন যে, ইউরোপে ভিসার জন্য এতো কিছু করছেন , একবার কি মনে হয়নি নিজেকে আরও দক্ষ করি ? কোন দেশে কেমন দক্ষ লোকের অভাব সেই রিলেটেড কিছু শিখে যায়।
নিজেকে প্রতিটি দেশেরই ভিন্ন বেতন কাঠামো রয়েছে , নিজেকে কোনো দেশের সর্বনিম্ন বেতন হতে পাওয়াই কি আপনার ইউরোপ যাওয়ার লক্ষ্য ?
কাজের দক্ষতা আর অভিজ্ঞতা নিয়ে প্রস্তুত হতে থাকেন , দেখেবেন উপরওয়ালার সদায় হলে আপনার ইউরোপ যাওয়া আরও সহজ হবে ।

তাই সবার আগে ভেবে নিন -
১। আপনি কি কাজে দক্ষ নাকি অদক্ষ ?
২। ইউরোপের প্রায় ৫০টি দেশ আছে , যার মধ্যে ২৭টি সেনজেনের অন্তর্ভুক্ত
৩। আপনার দক্ষ /অদক্ষ হিসাবে নিজের পছন্দের দেশ নিয়ে খোঁজ খবর নিন ।
৪। সাথে আপনার বর্তমান ফাইনেন্সিয়াল অবস্থা বিবেচনা করে সব কিছুতে আগাবেন ।
৫। বাকি সব কিছু আপনার পেপার আর সঠিক অভিজ্ঞ লোক দিয়ে রাইট ডিরেকশন পাওয়া ।
৬। তারপর ভিসা হওয়া না হওয়া সব উপরওয়ালার ইচ্ছা ।

আজকে ইউরোপের ৭ টি কমন দেশগুলোতে কত বছর পর PR জন্য আবেদন করা যায় তা নিচে দিয়ে দিলাম অনেকের উপকারে আসতে পারে শেয়ার দিতে ভু...
26/06/2023

আজকে ইউরোপের ৭ টি কমন দেশগুলোতে কত বছর পর PR জন্য আবেদন করা যায় তা নিচে দিয়ে দিলাম অনেকের উপকারে আসতে পারে শেয়ার দিতে ভুলবেনা 💓
১/রোমানিয়া 🇹🇩
আপনি কমপক্ষে পাঁচ বছর ধরে অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে রোমানিয়াতে বসবাস করার পরে আপনি একটি রোমানিয়ান দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। এই পাঁচ বছরে, আপনি ছয় মাসের বেশি রোমানিয়ার বাইরে থাকতে পারবেন না।
২/ক্রোয়েশিয়া🇭🇷
একটি অস্থায়ী বসবাসের পারমিট সহ পাঁচ বছর পর, আপনি স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। যারা ক্রোয়েশিয়ান নাগরিকদের পরিবারের সদস্য তারা তাদের পারমিটে দুই বছর পর্যন্ত থাকতে পারবেন। তারপর, একটি অস্থায়ী বসবাসের পারমিটে চার বছর পর, আপনাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া যেতে পারে।
৩/পোলেন্ড🇧🇭
আপনি যদি পোল্যান্ডে অন্তত পাঁচ বছর ধরে বসবাস করেন, তাহলে আপনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করার অধিকারী। সুতরাং, প্রাথমিকভাবে, আপনার কাছে অবশ্যই পোলিশ নাগরিকের সাথে কাজ, পড়াশোনা বা বিয়ের জন্য জারি করা পোলিশ অস্থায়ী বসবাসের অনুমতি থাকতে হবে।
৪/চেক রিপাবলিক 🇨🇱
চেক রিপাবলিক এ 5 বছর একটানা অস্থায়ী বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতি। চেক প্রজাতন্ত্রে 5 বছর একটানা বসবাসের পর, একজন বিদেশী নাগরিক স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন।
৫/ লিথুনিয়া 🇧🇴
আপনি একটি স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন যদি আপনি গত 5 বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রে কোনো বাধা ছাড়াই বসবাস করছেন, যেখানে অন্তত 2 বছর কোনো বাধা ছাড়াই - লিথুয়ানিয়া প্রজাতন্ত্রে, এবং আপনার একটি অস্থায়ী বসবাসের অনুমতি রয়েছে অত্যন্ত দক্ষ হিসাবে আপনাকে আবাসিক পারমিট জারি করা হয়েছে।
৬/এস্তোনিয়া 🇧🇼
আপনি একটি অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে পাঁচ বছর ধরে এস্তোনিয়ায় বসবাস করেছেন। তাহলে আপনি ৫ বছর পর PR জন্য আবেদন করতে পারবেন
৭/ফিনল্যান্ড 🇫🇮
আপনি একটি স্থায়ী বসবাসের পারমিটের জন্য যোগ্য যদি আপনি একটানা রেসিডেন্স পারমিটে (একটি পারমিট) চার বছরের জন্য ফিনল্যান্ডে থাকেন। তাহলে আপনি PR জন্য আবেদন করতে পারবেন ।

*** কিছু আপডেট থাকতে পারে , এইটা ৬/২৬/২০২৩ পর্যন্ত পাওয়া তথ্য ।

Address

House/95 Biruttom Ziaur Rahman Sarak, Kakoli
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when P2S Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share