✅ ক্রোয়েশিয়া❤️
✅ আরো কয়েকটা ওয়ার্ক পারমিট চলে আসলো।🇷🇸
✅সততা নিয়ে কাজ করা কঠিন এবং সময়সাপেক্ষ।
কিন্ত বন্ডমি করা সময়ের ব্যাপার মাত্র।
✅যেহেতু সবার হাতে সব কিছু নেই তাই পূর্ণ বিশ্বাস আল্লাহ্-র উপর রেখেই সামনে আগাতে হবে।
✅ব্যস্ততার কারণে অনেকের সাথেই ঠিকঠাক ভাবে যোগাযোগ করা হয় না।
✅প্রয়োজনে একটু ধর্য্য ধরেন।ইনশাল্লাহ্ কাজ যা পাবেন ১০০% লিগ্যাল কাজ পাবেন।
✅আমরা দুঃখিত আপনাদের সাথে যথা সময়ে যোগাযোগ না করতে পারার কারণে এবং আপনাদের সাথে সময়ের কমিটমেন্ট টা সঠিকভাবে না রাখতে পারার কারণে।
✅আপনাদের কারোর যদি অতিপ্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করা কিংবা কোন রকম সন্দেহ ভিতরে জন্ম নেয় দয়া করে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন।
অফিস সকাল ১২ টা থেকে রাত ৮ পর্যন্ত এর মধ্যে আসলে আমাদের কাউকে না কাউকে আপনারা অফিসে পেয়ে যাবেন।
আপনাদের এতো টুকু কষ্ট
✈️✅CANADA Tourist 100%❤️
✅Visit our office to get Canada tourist visa.✈️
✅🇪🇺🇭🇷 ক্রোয়েশিয়া ৪৭ টা পারমিট উঠেছে।
✅আল্লাহ্ সবার সহায় হোক।আমিন।🥰
✅🌍ভিসার কপি,পারমিটের কপি এগুলো পেজে আপলোড দেওয়াটাও এক ধরনের মানুষিক পেইন।
তাও দিতে হয় মাঝে মাঝে কারণ নয়তো আপনারা ভাবেন আমরা কাজ করতে পারি না।
এগুলো শুধুই লোক দেখানোর জন্যে।
ভিসার কপি বা পারমিটের কপি আপলোড দেওয়া না দেওয়ার সাথে আপনার ভিসা হওয়া নিয়ে সম্পর্ক নেই।
এই দেশের মানুষ যতদিন না পর্যন্ত এসব কিছু ভেসিক জিনিস নিজে থেকে বুঝতে পারবে সেই পর্যন্ত ইউরোপ নিয়ে এই দেশের মানুষদের ভূগান্তি কমবে না।
✅সবার জন্যে দোয়া এবং শুভকামনা রইল।🇪🇺