Shafiq BD

Shafiq BD Blogger & Psychologist

24/02/2024

ইউরোপে কেমন দাম SAMSUNG Galaxy S24?

03/02/2024

কাতারে ২ দিনের জন্য ঘুরাঘুরি ২০২৩।
, , ,

06/09/2023

ঝালমুড়ি খেয়ে কাগজ ফেলবেনা, ইভটিজিং করবেনা, ছিনতাই ধর্ষণের ভয় নেই, নেতাগিরি নেই, পুলিশের হয়রানি নেই আছে শুধু চিল আর চিল।
মাইন্ড ফ্রেশ এর যায়গায় কোন ভীতি কাজ করবে না।।

15/08/2023

ইউরোপের ছোটখাটো দেশে ছোট ছোট শহরগুলোতে অল্প টাকায় ব্যবসা করতে পারেন।
যারা যেকোনো পরিবেশে চলতে পারেন তাদের জন্য ইউরোপের যেকোনো দেশে ভালো একটা পজিশন বাছাই করে আর এই কাজের অভিজ্ঞতা থাকলে নিজেই নিজের ব্যবসা পরিচালনা করতে পারেন খুব সহজে।।

06/08/2023

Beautiful country ROMANIA🇹🇩

06/08/2023

Beautiful country Romania🇹🇩

28/05/2023

Zadar City in Summer

Croatia
18/01/2023

Croatia

Amazing time in Dubai
17/01/2023

Amazing time in Dubai

09/01/2023

Nature is so beautiful, sometimes she wants to move away from this selfish society and feel lost in nature.🍁🍁

05/01/2023

এখন থেকে পেজ এ সময় দিবো।

Hello
04/01/2023

Hello

05/10/2022

Romania

05/10/2022

1st time in Dubai

13/06/2022

আমাদের সফলতা ✌️

08/02/2022
31/12/2020

"Happy New Year" 2021

Shafiqul Islam

31/12/2020

বর্তমান সময়ের সব চেয়ে আলোচিত দেশ ক্রোয়েশিয়া নিয়ে কিছু প্রশ্নের উত্তর।

★ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কিনা?
জ্বি আপনার পারমিট আর কাগজ পত্র ঠিক থাকলে মোটামুটি সবারই ভিসা হচ্ছে।

★ক্রোয়েশিয়া পারমিট পেতে কত সময় লাগে মিনিমাম?
আপনার এজেন্ট যদি সঠিক ভাবে কাজ করে,আপনার ফাইলটি যদি যথা সময়ে ইমাগ্রিশন হয় তাহলে মিনিমাম ৪৫-৬০ দিনের মধ্যে পারমিট পাওয়ার আশা করা যায়।

★ক্রোয়েশিয়া কোন জমা স্লিপ বা কোন কাগজ দেয় কিনা?
এই বিষয়ে অনেকের অনেক রকম মন্তব্য থাকলেও আমি যতদূর জানি,আপনার ফাইল টি জমা কনফার্ম হলে আপনার লয়ার এর কাছে একটি ফিরতি ইলেইল আসবে।আর সেটাই আপনার কাজের প্রমান।

★ক্রোয়েশিয়া ভিসার মেয়াদ কত দিন থাকে আর ম্যান পাওয়ার করা কি সম্ভব এখন?
ক্রোয়েশিয়া বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা হলেও আপনাকে C টাইপ ভিসা দিবে (শর্ট টাইম ভিসা) যার মেয়াদ থাকবে ৩০-৪৫ দিন। ম্যান পাওয়ার করাটা একটু কষ্ট সাধ্য হলেও বর্তমানে কেউ কেউ ম্যান পাওয়ার করে ফ্লাই করতেছে।অন্যথায় এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে যেতে হবে।

★ক্রোয়েশিয়া কোন কোন কাজের ওয়ার্ক পারমিট দিচ্ছে?
এই ব্যাপারে সুনিশ্চিত ভাবে বলা না গেলেও বর্তমানে কন্সট্রাশন রিলেটেড পারমিট গুলাই বেশি বের হচ্ছে।বলা যায় ৮৫% পারমিট কন্সট্রাশন রিলেটেড বাকি গুলা অন্যান্য যেমনঃ ফেক্ট্ররি ওয়ার্কার,ক্লিনার,ড্রাইভার এই জাতীয়।

★সাধারন কর্মিদের জন্য কি কাজের সুযোগ রয়েছে?
সাধারন কর্মিদের জন্য বর্তমানে ক্রোয়েশিয়ায় কিছুই নেই,তারা এক মাত্র স্কিলড ওয়ার্কার দের পারমিট দিচ্ছে,যদিও অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই তাহলে আমার বন্ধু বা পরিচিত কেউ যে পারমিট পেলো?
আপনার জন্য আমি বলবো,আপনি একটু খোজ নিয়ে দেখেন ক্রোয়েশিয়ায় বর্তমানে অবস্থানরত অনেক বাংলাদেশি ভাই কাজ ছাড়াই বসে আছে সেখানে,তার কারন একটাই কাজ না জেনেও স্কিলড দেখিয়ে ভিসা করাইছে যার ফল স্বরুপ কোম্পানি তাকে রাখেনি।।

★ক্রোয়েশিয়া থেকে অন্যান্য দেশে যাওয়ার সুযোগ কি রয়েছে?
জ্বি ১০০% সুযোগ রয়েছে,আপনি কোম্পানিতে ১ বছর কন্ট্রাক্ট শেষ করুন অভিজ্ঞতা অর্জন করুন।এরপর ভাল কোন দেশে পারমিট এর জন্য এপ্লাই করুন সবার আগে আপনার ভিসা দিবে এম্বাসি।সেখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা মাথায় আনার দরকার ও নেই,কেন না ক্রোয়েশিয়ান পুলিশ সরাসরি হিট করে তাদের কাছে লিগ্যাল ব্যক্তিদের যতটা সম্মান আছে ততটা ক্ষিপ্ততা আছে ইল্যিগ্যালের প্রতি।
সুতরাং সেখান থেকে পালানো অনেক কঠিন তাই চেষ্টা করতে গিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলে দিবেন না।।ক্রোয়েশিয়ান পুলিশ অন্যান্য দেশের পুলিশের মত এত ভাল নয়,তারা আগে মারে পরে কথা বলে।

এবার আসি অন্য কিছু কথা নিয়ে।
আপনারা যারা পারমিট পেয়ে অনেকের ইনবক্স এ নক দেন।ভাই আমার পারমিট টা চেক করে দেন,আপনাদের বলি ভাই যদি আপনার এজেন্সিকে বিশ্বাস না হয় কেন তাদের কাছে কাজ দেন।। অন্য একটা লোক কি করে আপনার কাগজ পত্রের সত্যতা যাচাই করে দিবে??আর সব চেয়ে বড় কথা সঠিক পারমিট কখনো মার্কেটে ঘুরাপেরা করেনা মনে রাখবেন।।যারা সঠিক কাজ করে তারা কখনোই তাদের কাজ পাবলিকেলেই শেয়ার করেনা। যে পারমিট লোক যাওয়ার আগে ফেসবুকে চলে আসে সেটা ফেইক হবার সম্ভবনা থাকে ৮০%। তাই আপনাদের বলি বুঝে শুনে যদি নিজের পরিচিত কেউ না থাকে আপনার পরিচিত কেউ গেছে এমন এজেন্সি খোজে কাজ দিন।।

সবাইকে বলবো আপনার ভবিষ্যৎ সুন্দর হোক আগামি ২০২১ যেন আমাদের ভাই দের জন্য সুফল বয়ে আনে সেই দোয়া করুন সবাই।।আমার পোস্ট এ অনেক ভুল থাকতে পারে,তাই সমালোচনা না করে পোস্ট এর ভুলটা ধরিয়ে দিয়ে আমাদের সাহায্য করুন।

সব শেষে আমার পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন,আপনার মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করুন।ধন্যবাদ।

28/12/2020

এক নজরে একটু সংক্ষিপ্ত আকারে দেখে নিন, ইউরোপের বর্তমানে যে সব দেশের কাজ চলছে সেগুলার খবর।

ক্রোয়েশিয়া বর্তমান সময়ের সব চেয়ে বেশি সাকসেসফুল ভিসা পাওয়া দেশ। যারা রিয়েল ভাবে জমা করছেন তারা আল্লাহর রহমতে পারমিট সহ ভিসা ও পাচ্ছেন এবং ইতিমধ্যে অনেকেরই ফ্লাইট হতে দেখা গেছে,কোন প্রকার কোন বাধা বিপত্তি নেই।

রোমানিয়া বেশ কিছু দিন এম্বাসি তাদের কাজ বন্ধ রাখার পর এখন আবার তারা ওয়ার্ক পারমিট ভিসার ডকুমেন্টস জমা নেওয়া শুরু করে দিছে এবং ইতি মধ্যে আমরা অনেকেই জানি যে রোমানিয়া কিছু ভিসাও পেয়েছে।আশা করা যায় ২০২১ এ বড় ধরনের সাকসেস আসতেছে বাংলাদেশ মার্কেটে।।তাই যারা রোমানিয়া পারমিট নিয়ে বসে আছেন তারা ভিসা থিং এর মাধ্যমেই জমা করতে পারেন বা ইন্ডিয়া যেতে পারেন।

সার্বিয়া বর্তমানের সময়ের সব চেয়ে কম সময়ে ভিসা হচ্ছে এবং ম্যান পাওয়া সহ ফ্লাইট করা সম্ভব হচ্ছে। বিশেষ করে সার্বিয়া কন্সট্রাকশন রিলেটেড কাজের ভিসা হচ্ছে তাই অন্য কোন কাজের লোভনীয় অফার এর ফাঁদে পা দিবেন না।

আলবেনিয়া সিমিত পরিসরে কিছু সংখ্যক ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই। তবে কাজের ধরন সম্পর্কে অনেকেরই অজানা। এখন পর্যন্ত কোন ফ্লাইট আমি দেখিনি তাই এই ব্যাপারে কোন মন্তব্য নেই আমার।

মাল্টা বর্তমান সময়ের সেঞ্জেন ভিসার এক মাত্র রাস্তা কিন্তু ইতি মধ্যে পারমিট বের হলেও এম্বাসিতে কেউ ডকুমেন্টস সাবমিট করতে পারছেনা। আশা করা যায় ফেব্রুয়ারী থেকে মার্চের বিতর এম্বাসি তাদের কার্যক্রম শুরু করে দিবে।

পোল্যান্ড অনেকেরই বর্তমানে পোল্যান্ড পারমিট হাতে নিয়ে বসে আছেন।কিন্তু অনেকেই ভাবছেন এম্বাসি বন্ধ কিন্তু আপনি ভূল।পোল্যান্ড এম্বাসি ইতি মধ্যে ওয়ার্ক পারমিট এর ডকুমেন্টস জমা নিচ্ছে।কিন্তু ভিসা রেশিও এর ব্যাপারে একটু কঠিন হয়ে গেছে তারা। যদিও শতকরা ৫% ভিসার হার তারপর ও আমি বলবো আপনার মনোবল থাকলে ফাইল জমা করে দিন।

চেক রিপাবলিক এই একটা দেশ যা করোনার আগেও অনেকেও ভিসা পেলেও এপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকের সমস্যায় পরতে হইছে,যা এখনো চলমান তবে সিন্ডিকেগ এর মাধ্যমে এপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে যতদূর জানলাম।

ইউক্রেন বর্তমানে কিছু স্টুডেন্ট ভিসার সাকসেস দেখা যাচ্ছে যদিও ওয়ার্ক পারমিট এ এপ্লাই না করাই ভাল ইউক্রেন এ।

সাইপ্রাস ইতিমধ্যে ওয়ার্ক পারমিট ভিসা হলেও আমি বলবো এই দেশে এপ্লাই না করাই ভাল।।এখানে গিয়ে আপনার ভবিষ্যৎ নষ্ট না করাই ভাল।।

মলদোবা ইতিমধ্যে অনেক এজেন্ট নিম্ন আয়ের এই দেশটির ভিসার অফার দিচ্ছে। আমার কাছে যা সম্পূর্ণ রুপে ভুয়া মনে হচ্ছে,যেখানে তারা নিজেরাই ক্ষেতে হামাগুড়ি খাচ্ছে থার্ড কাউন্ট্রি থেকে কি ভিসা দিবে তারা।।এরপর ও ইচ্ছা থাকলে দিতে পারেন।

ইতালি,ফ্রান্স,ফিংল্যান্ড,জার্মানি,বেলজিয়াম,হাংগিরি,সুইডেন এ সকল দেশের অফার দেখলেই দূরে থাকুন।

সবাইকে ধন্যবাদ সাথে থাকুক জানতে থাকুন।কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স এ জানতে পারেন।

26/12/2020

Address

Khulna

Telephone

+40791412106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafiq BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiq BD:

Videos

Share


Other Tourist Information Centers in Khulna

Show All