Ferose Travel

Ferose Travel Go on January with us.

06/12/2023
সুলতানুল আউলিয়া পীরে কামেল হযরত শাহ্ ছূফী Sakhawat Foraizy'র জন্ম দিনের শুভেচ্ছা।আগামী দিন গুলো সুন্দর হোক।দুআ ও ভালোবা...
22/11/2023

সুলতানুল আউলিয়া পীরে কামেল হযরত শাহ্ ছূফী Sakhawat Foraizy'র জন্ম দিনের শুভেচ্ছা।
আগামী দিন গুলো সুন্দর হোক।
দুআ ও ভালোবাসা রইলো।

27/09/2023
Natural beauty of Bangladesh
07/08/2023

Natural beauty of Bangladesh

29/05/2023

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
Last updated: 23 October 2022

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।
তথ্য সূত্রঃ
বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪

বিশ্ব ভ্রমণ করুন নিচ্চিন্তেঢাকা -ওমান  = ৩৯০০০ টাকা থেকে শুরু ঢাকা -সালালাহ =৩৮০০০ টাকা থেকে শুরু ঢাকা - জেদ্দা = ৪৭০০০ ...
05/12/2022

বিশ্ব ভ্রমণ করুন নিচ্চিন্তে
ঢাকা -ওমান = ৩৯০০০ টাকা থেকে শুরু
ঢাকা -সালালাহ =৩৮০০০ টাকা থেকে শুরু
ঢাকা - জেদ্দা = ৪৭০০০ টাকা থেকে শুরু
চিটাগাং - জেদ্দা = ৪৭০০০ টাকা থেকে শুরু
ঢাকা - রিয়াদ = ৪৫০০০ টাকা থেকে শুরু
ঢাকা -দাম্মাম = ৪১০০০ টাকা থেকে শুরু
চিটাগাং - দাম্মাম = ৪১০০০ টাকা থেকে শুরু
ঢাকা - দুবাই = ৪৪০০০ টাকা থেকে শুরু
ঢাকা - আবুধাবি = ৪১০০০ টাকা থেকে শুরু
ঢাকা - শারজাহ= ৪৪০০০ টাকা থেকে শুরু
ঢাকা - কলকাতা - ঢাকাঃ ১৩,১৯০ টাকা
ঢাকা - দিল্লী - ঢাকাঃ ২৫২৯০ টাকা
ঢাকা - কাঠমুন্ডু - ঢাকাঃ ২৯৪৯০ টাকা
ঢাকা - ব্যাংকক - ঢাকাঃ ৩৪৪৯০ টাকা
ঢাকা - মালদ্বীপ - ঢাকাঃ ৪৩৭৯০ টাকা
ঢাকা - কলম্বো - ঢাকাঃ ৪৫৪৯০ টাকা
ঢাকা - কুয়ালালামপুর - ঢাকাঃ ৪৯৯৯০ টাকা
ঢাকা - সিঙ্গাপুর - ঢাকাঃ ৩৬২৯০ টাকা
ঢাকা - দুবাই - ঢাকাঃ ৬৩৯৯০ টাকা
ঢাকা -লন্ডন স্পেশাল ফেয়ার
ঢাকা-আমেরিকা স্পেশাল ফেয়ার
ঢাকা -কানাডা স্পেশাল ফেরে
ঢাকা-অস্ট্রেলিয়া স্পেশাল ফেয়ার
ঢাকা -ইতালি স্পেশাল ফেয়ার
ঢাকা-ফ্রান্স স্পেশাল ফেয়ার
ঢাকা -জার্মানি স্পেশাল ফেয়ার
ঢাকা-অস্ট্রেলিয়া স্পেশাল ফেয়ার
ঢাকা-পোল্যান্ড ৭৫০০০ থেকে শুরু
ম্যানপাওয়ার ৫৫০০ টাকা থেকে শুরু
মাত্র ৩৪৯৯ টাকায় টিকেট শুরু
ঢাকা থেকে চট্টগ্রামঃ ৩৪৯০ টাকা
ঢাকা থেকে কক্সবাজারঃ ৪৩৯০ টাকা
ঢাকা থেকে যশোরঃ ৩৪৯০ টাকা
ঢাকা থেকে বরিশালঃ ৩৪৯০ টাকা
ঢাকা থেকে সৈয়দপুরঃ ৩৪৯০ টাকা
ঢাকা থেকে সিলেটঃ ৩৪৯০ টাকা
ঢাকা থেকে রাজশাহীঃ ৩৪৯০ টাকা
যশোর থেকে চট্টগ্রামঃ
যশোর থেকে কক্সবাজারঃ ৬৩৯০ টাকা
চট্টগ্রাম থেকে সৈয়দপুরঃ ৬০৯০ টাকা
সৌদি বিসনেস ভিসা মাত্র: ১৪৫০০০ টাকা
এছাড়াও অন্যান্য দেশে ভ্রমণ করুন সর্বনিম্ন বিমান ভাড়ায়।
এছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, মিশর, সোদি আরব, কম্বোডিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া সহ যে কোনো দেশের বিমান টিকেট করুন সব থেকে কম দামে।
--------------------------------------------------------------------------
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
Ferose Travel

Address

Hatboalia, Alamdanga, Chuadanga
Khulna
7210

Alerts

Be the first to know and let us send you an email when Ferose Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ferose Travel:

Videos

Share

Category