17/09/2023
দুবাই ভিসা সতর্কতা!!!🇦🇪🇦🇪🇦🇪
সম্মানিত গ্রাহকদের কে জানাই Cheap Mytrip এর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা।
সম্প্রতিকালে দেখা যাচ্ছে দুবাইয়ের বেশ কিছু নিম্নমানের প্রফেশনের ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য দুবাই এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ আছে তবে এমপ্লয়মেন্ট ভিসা যে একেবারেই বন্ধ আছে এমনটা নয়।
এখনো অনেক ক্যাটাগরির বা প্রফেশনের ক্ষেত্রে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে যেখানে বাংলাদেশীদের ভিসা প্রতিনিয়ত হচ্ছে। তবে এই সকল এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে খরচ কিছুটা বেশি হয়।
আমাদের দেশের কিছু অসাধু এজেন্সি বা ব্যক্তি বাংলাদেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্নভাবে অল্প খরচের প্রলোভন দেখিয়ে মাত্র (চার থেকে পাঁচ লক্ষ) টাকায় ভিসা প্রদানের প্রতিশ্রুতি দেয়।
জেনে রাখা ভালো যে, মাত্র (চার থেকে পাঁচ লক্ষ) টাকায় যে ভিসাটি ওই অসাধু এজেন্সি বা ব্যক্তি প্রদানের প্রতিশ্রুতি দেয় সেটি হচ্ছে ফ্রি ভিসা বা ফ্রিল্যান্স ভিসা। যেখানে চুক্তিবদ্ধ কোন চাকরি বা কাজের উল্লেখ থাকে না।
এটা সত্য যে, ফ্রি ভিসা বা ফ্রিল্যান্স ভিসা দুবাইতে যাওয়ার জন্য একটি বৈধ ভিসা প্রক্রিয়া। তবে এ কথাও সত্য যে এই ফ্রি ভিসা বা ফ্রিল্যান্স ভিসায় যাওয়ার পরে চাকরির কোন নিশ্চয়তা থাকে না।
অর্থাৎ যে ব্যক্তি ফ্রি ভিসা বা ফ্রিল্যান্স ভিসা নিয়ে দুবাইতে যাবেন, সেই ব্যক্তির জন্য নির্দিষ্ট কোন চাকরির বা কাজের কোন ব্যবস্থা থাকে না।
সুতরাং দুবাইতে কোন ইনকাম না থাকার কারণে ধীরে ধীরে ওই ব্যক্তির দৈনন্দিন জীবন অনেকটা কষ্টের এবং ঝুঁকি পুর্ন হয়ে ওঠে।
তাই দুবাই গামী সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন সকলেই দুবাই গমনের পূর্বে তাদের বৈধ ওয়ার্ক পারমিট/চাকরি এবং বৈধ এমপ্লয়মেন্ট ভিসা নিশ্চিত করে নেন।
অল্প খরচের লোভে পড়ে ফ্রি ভিসা বা ফ্রিল্যান্স ভিসায় দুবাই গিয়ে নিজের এবং পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া থেকে বিরত থাকি।
যথাযথ ওয়ার্ক পারমিট এবং এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে দুবাই গমন করি। নিজের এবং পরিবারের উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি।
জনস্বার্থে
Cheap Mytrip
+880 1725939352 (What's app)
[email protected]