16/01/2021
বাংলাদেশ ট্যুরিজমে নতুন মাইল ফলক
ক্রুজ। দেশের ইতিহাসে সর্বপ্রথম চট্রগ্রাম পতেঙ্গা থেকে সরাসরি সেন্টমার্টিন যাত্রা করবে আজ রাত ১১ টা সময়ে।
সময় সূচী - সিডিউল ও টিকিট মুল্য:
---------------------------
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন:
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
রাত ১১ টায়( এগারোটায়) এবং সেন্টমার্টিন পৌঁছাবে সকাল ৮ টায়।
সেন্টমার্টিন থেকে চট্টগ্রাম:
শুক্রবার, শনিবার, রোববার
দুপুর ১ টায় ছেড়ে সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম পৌঁছাবে।
(কোন বিশেষ কারণে জাহাজ ছাড়ার সময় সূচী পরিবর্তন হলে সেটা যাত্রীদের বুকিং এ দেওয়া নাম্বারে মোবাইলে এস এম এস দিয়ে জানানো হবে।
চট্টগ্রাম ওয়াটার বাস জেটি থেকে সরাসরি উঠবেন সেন্টমার্টিনে পৌছে এম ভি মতিন শিপে জেটিতে নামবেন।
টিকেট মূল্য:
-----------------
(টিকেট মূল্য যাওয়া ও আসার জন্য )
➤ বিজনেস ক্লাস চেয়ার ৩০০০ টাকা ( জন প্রতি)
( সাথে পাবেন হালকা নাস্তা )
➤ লাক্সারি বিজনেস ক্লাস চেয়ার ৪০০০ টাকা ( জন প্রতি) ( সাথে পাবেন হালকা নাস্তা )
➤ বাংকার স্লিপার বেড ১০,০০০ টাকা ( জন প্রতি)
( সাথে পাবেন ডিনার এবং ব্রেক ফাস্ট )
➤ ভিআইপি কেবিন ৩০,০০০ টাকা ( ২ জনের জন্য)
ডেক “A” ( সাথে পাবেন ডিনার এবং ব্রেক ফাস্ট )
➤ ফ্যামিলি বাঙ্কার কেবিন ৫০,০০০ টাকা ( ৪ জনের জন্য) ( সাথে পাবেন ডিনার এবং ব্রেক ফাস্ট )
➤ প্রেসিডেনশিয়াল কেবিন ৪৫,০০০ টাকা ( ২ জনের জন্য) ( সাথে পাবেন ডিনার এবং ব্রেক ফাস্ট )
➤ রয়েল কেবিন ৫০,০০০ টাকা ( ২ জনের জন্য)
( সাথে পাবেন ডিনার এবং ব্রেক ফাস্ট )
বিশেষ দ্রষ্টব্য: একি পরিবার অথবা একই সঙ্গে ভ্রমণকারীদের কেবিনে ভ্রমণে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রীদের ( যদি থাকে) জন্য আলাদা করে টিকেট কাটতে হবে।
শিশু পলেসি: ৫ বছরের কম বয়সী শিশু সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।