Sundarban Grouptours

Sundarban Grouptours চলুন ঘুরে আসি Sundarban Tour Agency - STA এর সাথে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক শিক্ষালয় সুন্দরবন🌿

04/07/2024
02/07/2024

🌿আগামী ১লা-সেপ্টেম্বরের থেকে শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ। প্রতি সপ্তাহের শুক্র, শনি, রবিবার আমাদের প্যাকেজ থাকবে। সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হবে চলবে মে মাস পর্যন্ত।

স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ
☎📞 +8801919-779260

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ খুলনা-সুন্দরবন-খুলনা/মোংলা-সুন্দরবন-মোংলা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট
🛑 আন্দারমানিক 🐅
🛑 জামতলা সী-বীচ🐅
🛑 কটকা অফিস পাড়🐅
🛑 টাইগার পয়েন্ট🐅
🛑 কচিখালি / হিরন পয়েন্ট🐅
🛑 করমজল 🐅
🛑 ডিমের-চর / দুবলার-চর 🐅

#খাবার প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির পর্যাপ্ত ব্যাবস্থা।

🔰১ম_দিন
আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে আসবে। মোংলা-বন্দর রেখে আমাদের শীপ চলবে আন্দারমানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো "আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে"। আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে গভির বন৷ দু'পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের সামনে থাকা হরিণের সাথে দেখা করে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে" র উদ্দেশ্যে।

🔰২য়_দিন
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে সাড়ে তিন কিলো দূরের বাদামতলা সী-বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব সুন্দরবন এবং বঙ্গপোসাগর এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণপয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণপয়েন্ট বা "কচিখালিতে" গা ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উঁচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এই যায়গাকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর।
মনরম সুন্দর সী-বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

🔰৩য়_দিনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের এক জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় 🐅
🌳উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌳কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌳পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌳এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌳জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌳যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌳জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌳গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌳পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌳স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌳গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

✳️আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে
✅প্রয়োজনীয় ঔষধ
✅টুথ ব্রাশ ও পেস্ট
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম-কার্ড
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী

#বি_দ্রঃ ভ্যাসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, বিকাশের মাধ্যমে বুকিং দিতে পারবেন।📞+8801919-779260

#যোগাযোগ
Sundarban Tour Agency
Sundarban Grouptours
Sundarban Tours Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
#মোবাইল
☎️+8801919-779260

অফিস: মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা
মোংলা,নদী পারাপার মামার ঘাট,মোংলা।
মোঃ মিজানুর রহমান +8801911-406068

Dhaka, Bangladesh

🌿আগামী ১লা-সেপ্টেম্বরের থেকে শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ। প্রতি সপ্তাহের শুক্র, শনি, রবিবার আমাদের প্যাকেজ থাকবে। ...
02/07/2024

🌿আগামী ১লা-সেপ্টেম্বরের থেকে শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ। প্রতি সপ্তাহের শুক্র, শনি, রবিবার আমাদের প্যাকেজ থাকবে। সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হবে চলবে মে মাস পর্যন্ত।

স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ
☎📞 +8801919-779260

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ খুলনা-সুন্দরবন-খুলনা/মোংলা-সুন্দরবন-মোংলা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট
🛑 আন্দারমানিক 🐅
🛑 জামতলা সী-বীচ🐅
🛑 কটকা অফিস পাড়🐅
🛑 টাইগার পয়েন্ট🐅
🛑 কচিখালি / হিরন পয়েন্ট🐅
🛑 করমজল 🐅
🛑 ডিমের-চর / দুবলার-চর 🐅

#খাবার প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির পর্যাপ্ত ব্যাবস্থা।

🔰১ম_দিন
আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে আসবে। মোংলা-বন্দর রেখে আমাদের শীপ চলবে আন্দারমানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো "আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে"। আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে গভির বন৷ দু'পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের সামনে থাকা হরিণের সাথে দেখা করে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে" র উদ্দেশ্যে।

🔰২য়_দিন
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে সাড়ে তিন কিলো দূরের বাদামতলা সী-বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব সুন্দরবন এবং বঙ্গপোসাগর এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণপয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণপয়েন্ট বা "কচিখালিতে" গা ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উঁচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এই যায়গাকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর।
মনরম সুন্দর সী-বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

🔰৩য়_দিনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের এক জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় 🐅
🌳উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌳কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌳পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌳এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌳জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌳যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌳জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌳গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌳পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌳স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌳গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

✳️আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে
✅প্রয়োজনীয় ঔষধ
✅টুথ ব্রাশ ও পেস্ট
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম-কার্ড
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী

#বি_দ্রঃ ভ্যাসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, বিকাশের মাধ্যমে বুকিং দিতে পারবেন।📞+8801919-779260

#যোগাযোগ
Sundarban Tour Agency
Sundarban Grouptours
Sundarban Tours Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
#মোবাইল
☎️+8801919-779260

অফিস: মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা
মোংলা,নদী পারাপার মামার ঘাট,মোংলা।
মোঃ মিজানুর রহমান +8801911-406068

Dhaka, Bangladesh

24/06/2024
🌿আগামী ১লা-সেপ্টেম্বরের থেকে শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ। প্রতি সপ্তাহের শুক্র, শনি, রবিবার আমাদের প্যাকেজ থাকবে। ...
24/06/2024

🌿আগামী ১লা-সেপ্টেম্বরের থেকে শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ। প্রতি সপ্তাহের শুক্র, শনি, রবিবার আমাদের প্যাকেজ থাকবে। সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হবে চলবে মে মাস পর্যন্ত।

স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ
☎📞 +8801919-779260

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ খুলনা-সুন্দরবন-খুলনা/মোংলা-সুন্দরবন-মোংলা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট
🛑 আন্দারমানিক 🐅
🛑 জামতলা সী-বীচ🐅
🛑 কটকা অফিস পাড়🐅
🛑 টাইগার পয়েন্ট🐅
🛑 কচিখালি / হিরন পয়েন্ট🐅
🛑 করমজল 🐅
🛑 ডিমের-চর / দুবলার-চর 🐅

#খাবার প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির পর্যাপ্ত ব্যাবস্থা।

🔰১ম_দিন
আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে আসবে। মোংলা-বন্দর রেখে আমাদের শীপ চলবে আন্দারমানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো "আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে"। আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু'পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের সামনে থাকা হরিণের সাথে দেখা করে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে" র উদ্দেশ্যে।

🔰২য়_দিন
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে সাড়ে তিন কিলো দূরের বাদামতলা সী-বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব সুন্দরবন এবং বঙ্গপোসাগর এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণপয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণপয়েন্ট বা "কচিখালিতে" গা ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উঁচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এই যায়গাকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর।
মনরম সুন্দর সী-বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

🔰৩য়_দিনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের এক জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় 🐅
🌳উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌳কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌳পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌳এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌳জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌳যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌳জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌳গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌳পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌳স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌳গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

✳️আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে
✅প্রয়োজনীয় ঔষধ
✅টুথ ব্রাশ ও পেস্ট
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম-কার্ড
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী

#বি_দ্রঃ ভ্যাসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, বিকাশের মাধ্যমে বুকিং দিতে পারবেন।

📞+8801919-779260

#যোগাযোগ
Sundarban Grouptours
Sundarban Tour Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি Sundarban Tours Agency
#মোবাইল
☎️+8801919-779260

অফিস: মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা
মোংলা,নদী পারাপার মামার ঘাট,মোংলা।
মোঃ মিজানুর রহমান +8801911-406068


বহুল প্রতিক্ষীত খুলনা-মোংলা নতুন নির্মিত রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে আগামী ১লা জুন থেকে। খুলনা থেকে যশোর হয়ে ...
29/05/2024

বহুল প্রতিক্ষীত খুলনা-মোংলা নতুন নির্মিত রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে আগামী ১লা জুন থেকে।

খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল চলাচলকারী "বেতনা এক্সপ্রেস" দিয়েই শুরু হচ্ছে যাত্রী পরিবহন। বেতনা এক্সপ্রেস বেনাপোল থেকে খুলনা ফেরার পথে ফুলতলা জংশন থেকে মোংলা অভিমুখে যাত্রা করবে, এই সময় বেতনা এক্সপ্রেসের নাম পরিবর্তন হয়ে "মোংলা কমিউটার" হবে।

ট্রেনের সময়সূচীঃ

খুলনাঃ ভোর ৬ঃ৩০ মি- বেনাপোল-৮ঃ৩০ মি
বেনাপোলঃ সকাল ৯ঃ১৫ মি- মোংলা-১২ঃ৩৫ মি
মোংলাঃ দুপুর ১টা - বেনাপোল-৪ঃ৩০ মিনিট
বেনাপোলঃ বিকাল-৫টা-খুলনা-৭ঃ৩০ মিনিট।
সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকি। আমাদের রয়েছে এসি-নন এসি টুরিস্ট ভ্য...
01/05/2024

যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকি।
আমাদের রয়েছে এসি-নন এসি টুরিস্ট ভ্যাসেল
যার বেড ক্যাপাসিটি ৯-থেকে ৭৫-জন পর্যন্ত।
আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন

অফিস:
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
মোংলা,নাদি পারাপার মামার ঘাট,মোংলা।
Sundarban Tour Agency
Sundarban Grouptours
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
মোঃ মিজানুর রহমান ☎️+8801919-779260
Office : 📞+88019934-86820


Everyone
#অফিস #অফিস

আমাদের পরবর্তী প্যাকেজ ১/২/৩ / মে-২০২৪   বিস্তারিত তথ্য জানতে 📲 +8801919-779260📲 +88019934-86820ছুটির দিনগুলোকে স্বরণীয় ...
24/04/2024

আমাদের পরবর্তী প্যাকেজ ১/২/৩ / মে-২০২৪

বিস্তারিত তথ্য জানতে
📲 +8801919-779260
📲 +88019934-86820

ছুটির দিনগুলোকে স্বরণীয় করে রাখতে স্পেশাল ডিসকাউন্ট অফারে চলুন ঘুড়ে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের অভয়ারণ্যে।

যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন,আপনাদের ব্যপক আগ্রহের কারনে আমরা এসি/নন এসি শিপে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ সাজিয়েছি,যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন।

নির্ধারিত দিনে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শিপে নিয়ে আসবে।

৩-দিন ২-রাত ভ্রমণে পাচ্ছেন
জাহাজের সুসজ্জিত ক্যাবিনে থাকা,খাওয়া,ফরেষ্ট পার্মিশন,নিরাপত্তা কর্মী,অভিজ্ঞ গাইডলাইন।

➡️❑ দর্শনীয় স্থান
🔰 আন্দার'মানিক ইকো ট্যুরিজম সেন্টার
🔰 কটকা অফিস সাইড
🔰 জামতলা সীবিচ
🔰 কচিখালী
🔰 ডিমের চর
🔰 করমজল কুমির প্রজনন কেন্দ্র
🔰 ক্যানেল ক্রুজিং

ছুটির দিনগুলো করে রাখুন স্মরণীয়,দেরি করলেই মিস করবেন।

এছাড়া যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকি।
আমাদের রয়েছে এসি-নন এসি টুরিস্ট ভ্যাসেল
যার বেড ক্যাপাসিটি ৯-থেকে ৭৫-জন পর্যন্ত।
আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন

নিরাপত্তা:
আপনাদের নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা/ মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶

অফিস:
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
মোংলা,নাদি পারাপার মামার ঘাট,মোংলা।
Sundarban Tours Agency Sundarban Grouptours
মোঃ মিজানুর রহমান ☎️+8801919-77926
Office : 📞+88019934-86820


Everyone
#অফিস #অফিস

আলহামদুলিল্লাহ -১৩-১৪-১৫ ট্যুর শেষ করলাম।📲 +8801919-779260 📲 +88019934-86820ছুটির দিনগুলোকে স্বরণীয় করে রাখতে স্পেশাল ডি...
18/04/2024

আলহামদুলিল্লাহ -১৩-১৪-১৫ ট্যুর শেষ করলাম।

📲 +8801919-779260
📲 +88019934-86820
ছুটির দিনগুলোকে স্বরণীয় করে রাখতে স্পেশাল ডিসকাউন্ট অফারে চলুন ঘুড়ে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের অভয়ারণ্যে।

যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন,আপনাদের ব্যপক আগ্রহের কারনে আমরা এসি/নন এসি শিপে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ সাজিয়েছি,যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন।

নির্ধারিত দিনে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শিপে নিয়ে আসবে।

খুলনা_সুন্দরবন ভ্রমণ_খুলনা
সকল খরচ প্যাকেজের অন্তর্ভুক্ত

৩-দিন ২-রাত ভ্রমণে পাচ্ছেন
জাহাজের সুসজ্জিত ক্যাবিনে থাকা,খাওয়া,ফরেষ্ট পার্মিশন,নিরাপত্তা কর্মী,অভিজ্ঞ গাইডলাইন।

➡️❑ দর্শনীয় স্থান
🔰 আন্দার'মানিক ইকো ট্যুরিজম সেন্টার
🔰 কটকা অফিস সাইড
🔰 জামতলা সীবিচ
🔰 কচিখালী
🔰 ডিমের চর
🔰 করমজল কুমির প্রজনন কেন্দ্র
🔰 ক্যানেল ক্রুজিং

ছুটির দিনগুলো করে রাখুন স্মরণীয়,দেরি করলেই মিস করবেন।

এছাড়া যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকি।
আমাদের রয়েছে এসি-নন এসি টুরিস্ট ভ্যাসেল
যার বেড ক্যাপাসিটি ৯-থেকে ৭৫-জন পর্যন্ত।
আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন

নিরাপত্তা:
আপনাদের নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা/ মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶

অফিস:
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
মোংলা,নাদি পারাপার মামার ঘাট,মোংলা।
Sundarban Tour Agency
Sundarban Tours Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি Sundarban Tour Agency
মোঃ মিজানুর রহমান ☎️+8801919-779260
Office : 📞+88019934-86820


Everyone
#অফিস #অফিস

লেখনী- Avijit Biswas ২-৩ দিন নেটওয়ার্ক এর বাইরে ঘন বনে থাকা, বনের মধ্যে হাটার সময় মনে হচ্ছিলো এই বুঝি ঝোপ থেকে বাঘ মামা ...
18/04/2024

লেখনী- Avijit Biswas
২-৩ দিন নেটওয়ার্ক এর বাইরে ঘন বনে থাকা, বনের মধ্যে হাটার সময় মনে হচ্ছিলো এই বুঝি ঝোপ থেকে বাঘ মামা চলে আসবে। জলে কুমিরের খেলা, বন্য শুকোর, হরিণের বিচরণ, গাছে বানরের লাফালাফি, বন মোরগের ডাক এই সব অসাধারণ ছিল পুরো ভ্রমণে। পরবর্তীতে সুন্দরবন ভ্রমণের আমন্ত্রণ রইল।
ধন্যবাদ_Avijit Biswas
পরবর্তী সুন্দরবন ভ্রমণে আমন্ত্রণ রইল।

Sundarban Tour Agency Sundarban Tours Agency Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
মোঃ মিজানুর রহমান ☎️+8801919-779260

Everyone

লেখনী-Shaheen Khandaker ১৩,১৪ ও ১৫ এপ্রিল'২৪ তিন দিন দুই রাতজাহাজে সুন্দরবনের বিভিন্ন স্থানে ভ্রমণ করলাম। শীপের স্টাফদের...
18/04/2024

লেখনী-Shaheen Khandaker
১৩,১৪ ও ১৫ এপ্রিল'২৪ তিন দিন দুই রাত
জাহাজে সুন্দরবনের বিভিন্ন স্থানে ভ্রমণ করলাম। শীপের স্টাফদের ব্যবহার খুবই ভালো ও খাবারদাবারের মান অত্যন্ত ভালো ছিল। কম খরচে এত সুন্দর ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার ট্যুর অপারেটর Sundarban Tour Agency এমডি মোঃ মিজানুর রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ_Shaheen Khandaker
পরবর্তীতে সুন্দরবন ভ্রমণে আমন্ত্রণ রইলো।

Sundarban Tours Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
মোঃ মিজানুর রহমান +8801919-779260

Everyone

ছুটির দিনগুলো করে রাখুন স্মরণীয়।📲 +8801919-779260📲 +88019934-86820ছুটির দিনগুলোকে স্বরণীয় করে রাখতে চলুন ঘুড়ে আসি পৃথিব...
18/04/2024

ছুটির দিনগুলো করে রাখুন স্মরণীয়।

📲 +8801919-779260
📲 +88019934-86820
ছুটির দিনগুলোকে স্বরণীয় করে রাখতে চলুন ঘুড়ে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের অভয়ারণ্যে।

যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চান,আপনাদর জন্য Sundarban Tours Sundarban Tour Agency শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন।

নির্ধারিত দিনে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শিপে নিয়ে আসবে।

৩-দিন ২-রাত ভ্রমণে পাচ্ছেন
জাহাজের সুসজ্জিত ক্যাবিনে থাকা,খাওয়া,ফরেষ্ট পার্মিশন,নিরাপত্তা কর্মী,অভিজ্ঞ গাইডলাইন।

➡️❑ দর্শনীয় স্থান
🔰 আন্দার'মানিক ইকো ট্যুরিজম সেন্টার
🔰 কটকা অফিস সাইড
🔰 জামতলা সীবিচ
🔰 কচিখালী
🔰 ডিমের চর
🔰 করমজল কুমির প্রজনন কেন্দ্র
🔰 ক্যানেল ক্রুজিং

ছুটির দিনগুলো করে রাখুন স্মরণীয়।

যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকি।
আমাদের রয়েছে এসি-নন এসি টুরিস্ট ভ্যাসেল
যার বেড ক্যাপাসিটি ৯-থেকে ৭৫-জন পর্যন্ত।
আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন

নিরাপত্তা:
আপনাদের নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা/ মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶

অফিস:
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
মোংলা,নাদি পারাপার মামার ঘাট,মোংলা।
Sundarban Tours Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
মোঃ মিজানুর রহমান ☎️+8801919-779260
Office : 📞+88019934-86820



#অফিস #অফিস

লেখনী-Mahbubuddin Ahmndকম খরচে এত সুন্দর ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার ট্যুর অপারেটর Sundarban Tour Agency  এমড...
18/04/2024

লেখনী-Mahbubuddin Ahmnd
কম খরচে এত সুন্দর ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার ট্যুর অপারেটর Sundarban Tour Agency এমডি মোঃ মিজানুর রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ_Mahbubuddin Ahmnd
পরবর্তী সুন্দরবন ভ্রমণে আমন্ত্রণ রইল।
Sundarban Tour Agency
Sundarban Tours Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
মোঃ মিজানুর রহমান +8801919-779260

Everyone

লেখনী-Tareq islamআলহামদুলিল্লাহ গত ১৩,১৪,১৫তারিখে Sundarban Tour Agency  মিজানুর রহমান ভাই এর মাধ্যমে তিন দিন অসাধারণ এক...
18/04/2024

লেখনী-Tareq islam
আলহামদুলিল্লাহ গত ১৩,১৪,১৫
তারিখে Sundarban Tour Agency মিজানুর রহমান ভাই এর মাধ্যমে তিন দিন অসাধারণ একটি ট্যুর সমপূর্ন করলাম,সীপের ম্যানেজমেন্ট খুব ভালো ছিলো,খাবার এর আয়োজন ও মান- স্বাদ অসাধারণ ছিলো,সীপের সকল ব্যাবস্হা পনা সুন্দর ছিলো।আবার পরিবার ও বন্ধুদের নিয়ে যাবো ইনশাল্লাহ,সকলে ভালো থাকবেন সকল কে মিস করবো।
ধন্যবাদ_Tareq islam
পরবর্তী সুন্দরবন ভ্রমণে আমন্ত্রণ রইল।
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি Sundarban Tours Agency
মোঃ মিজানুর রহমান +8801919-779260

Everyone

📲 +8801919-779260📲 +88019934-86820ছুটির দিনগুলোকে স্বরণীয় করে রাখতে চলুন ঘুড়ে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন...
18/04/2024

📲 +8801919-779260
📲 +88019934-86820
ছুটির দিনগুলোকে স্বরণীয় করে রাখতে চলুন ঘুড়ে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের অভয়ারণ্যে।

যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চান,আপনাদর জন্য Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন।

নির্ধারিত দিনে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শিপে নিয়ে আসবে।

৩-দিন ২-রাত ভ্রমণে পাচ্ছেন
জাহাজের সুসজ্জিত ক্যাবিনে থাকা,খাওয়া,ফরেষ্ট পার্মিশন,নিরাপত্তা কর্মী,অভিজ্ঞ গাইডলাইন।

➡️❑ দর্শনীয় স্থান
🔰 আন্দার'মানিক ইকো ট্যুরিজম সেন্টার
🔰 কটকা অফিস সাইড
🔰 জামতলা সীবিচ
🔰 কচিখালী
🔰 ডিমের চর
🔰 করমজল কুমির প্রজনন কেন্দ্র
🔰 ক্যানেল ক্রুজিং

ছুটির দিনগুলো করে রাখুন স্মরণীয়।

যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকি।
আমাদের রয়েছে এসি-নন এসি টুরিস্ট ভ্যাসেল
যার বেড ক্যাপাসিটি ৯-থেকে ৭৫-জন পর্যন্ত।
আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন

নিরাপত্তা:
আপনাদের নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা/ মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶

অফিস:
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
মোংলা,নাদি পারাপার মামার ঘাট,মোংলা।
Sundarban Grouptours
Sundarban Tours Agency
মোঃ মিজানুর রহমান ☎️+8801919-779260
Office : 📞+88019934-86820


Everyone
#অফিস #অফিস

Address

Mongla
Khulna
9350

Telephone

+8801919779260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Grouptours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundarban Grouptours:

Videos

Share

Category