সুন্দরবনে রিভারক্রুজ ৩ দিন ২ রাত (এক ঢিলে চার পাখি মারুন)
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ঘুরে আসুন আমাদের সাথে। আর মারুন এক ঢিলে চার পাখি। উপভোগ করুন রিভার ক্রুজ, সমুদ্র সৈকত (জামতলা সী বিচ), প্রকৃতির সান্নিধ্য এবং ওয়াইল্ড লাইফ। সাথে আছে দুর্দান্ত সব খাবার দাবার। প্যাকেজ মূল্য ৭৫০০/- থেকে শুরু। ৩ দিন ২ রাতের প্যাকেজ। বিস্তারিত ট্যুর প্ল্যান নিচে দেয়া হলো। আমরা কর্পোরেট এবং গ্ৰুপ ট্যুরেরও আয়োজন করে থাকি। বুকিং করতে ফোন করুন- 01709927264
কোথায় ঘুরবেন?
মংলা, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, পাখির খাল, জামতলা এবং করমজল। এই প্যাকেজে ৩ বেলা সকালের খাবার, ৩ বেলা দুপুরের খাবার এবং ২ বেলা রাতের খাবার সাথে একটি বার-বি-কিউ নাইট। শীপে থাকবেন ২ রাত। রয়েছে অভিজ্ঞ গাইড সার্ভিস।
কেমন খরচ?
প্যাকেজ মূল্য প্রতিজন ৭৫০০/- থেকে শুরু
০-২ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়, ৩-৬ বছরের বাচ্চার জন্য ৫০% চার্জ প্রযোজ্য।
প্যাকেজ মূল্য ট্রিপের তারিখ এবং জাহাজ ভেদে ভিন্ন হতে পারে।
বিস্তারিত ট্যুর প্ল্যান:
>>দিন ১ :
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়ে সকাল ৬-৭ টার মধ্যে পৌঁছানো। এরপর অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে পৌঁছালে ট্রলার করে Vessel/Ship এ উঠা। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। তারপর রুপসা নদীতে জাহাজ ছেড়ে দেয়া হবে। মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা নদী থেকে মংলা ব্রীজ ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। মংলা পোর্টের চাদপাই এ বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে হাড়বাড়িয়ায় যখন পৌছানো হবে তখন সেখানে অনেক বড় বড় জাহাজ দেখতে পাওয়া যাবে। এখানে Eco Tourism Center দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় সেখানে পৌছানো এবং Dinner এ Bar-B-Q এর আয়োজন করা। রাতে জাহাজে অবস্হান।
>> দিন ২ :
ভোরে ট্রলারে করে Cannel Crossing এবং কচিখালীতে যাওয়া হবে। এখানে ট্রলার বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন প্রকার প্রানী যেমন মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। জামতলা সী বীচে নেমে ঘু্রাঘুরি করব এবং হেঁটে টাইগার টিলাতে যাব। টাইগার টিলাতে প্রচুর হরিণ দেখতে পাওয়া যাবে এবং ভাগ্য সুপ্রসন্ন থাকলে বাঘ ও দেখা যেতে পারে। এরপর কটকা বীচে ঘুরাঘুরি কর