Royal Vision Tourism

Royal Vision Tourism If You want visit the green Mangrove Sundarban with us...

আসসালামু আলাইকুম ঈদ মোবারক - ঈদ মোবারকপবিত্র ঈদ-উল-আযহা আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।সা...
16/06/2024

আসসালামু আলাইকুম

ঈদ মোবারক - ঈদ মোবারক

পবিত্র ঈদ-উল-আযহা আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

সাহেদ মোঃ ইমরান
স্বত্বাধিকারী
রয়েল ভিশন ট্যুরিজম
জাহাজ - এম এল পেলিকেন
Contact - 01712100337
WhatsApp - 01912667621/01712100337
[email protected]

13/06/2024
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)ট্যুর অপারেটর সেবার ওপর মূসক সুবিধা বহাল রাখার দাবি, প্রস্তাবিত ২০২৪-২৫ অর...
12/06/2024

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)
ট্যুর অপারেটর সেবার ওপর মূসক সুবিধা বহাল রাখার দাবি,
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পর্যটন খাতে ভ্যাট সুবিধা প্রত্যাহার করে নতুন যে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে পর্যটন খাতের অন্যতম শীর্ষ সংগঠন- ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

অত্যাধুনিক লাল সবুজ লাগেজ ভ্যান এবং ইএমডি ৬৬৪০ লোকোমোটিভ সংযুক্ত ম্যাংগো স্পেশাল, ২০২৪ (রহনপুর - চাঁপাইনবাবগঞ্জ - রাজশাহ...
10/06/2024

অত্যাধুনিক লাল সবুজ লাগেজ ভ্যান এবং ইএমডি ৬৬৪০ লোকোমোটিভ সংযুক্ত ম্যাংগো স্পেশাল, ২০২৪ (রহনপুর - চাঁপাইনবাবগঞ্জ - রাজশাহী - ঢাকা) ভায়া পদ্মা সেতু ট্রেনটি নির্ধারিত ৪:০০ টা বাজার পাঁচ মিনিট পূর্বে প্রথম দিনের মতো রহনপুর ছেড়ে গেছে ।

08/06/2024

Thailand Visa fee : 5500 ( per person)

Necessary documents:
1. 06 months valid Passport with previous Passport
2. Two copies Photo for Thailand
3. Bank statement of last 6months with minimum balance 1,20,000 BDT
4. Bank solvency Certificate with account opening date,bank seal, signature
5. Visiting card (2copies)
6. Leave letter/NOC in company letterhead (for service holder), Photocopy of office ID card
7. Renewal trade license copy( Notary- English Version) & official letterhead pad(for business personal)
8. ID card copy (for student) front and backside.
9. Marriage certificate (for spouse)
10. G.O letter/ NOC- no objections certificate (for Govt. Official)

সুইজারল্যান্ডের ভিসা আবেদন প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও প্রয়োজনীয়তা নিয়ে গঠিত। নিচে সাধারণ প্রক্রিয়া উল্লেখ করা হলো:১. ভি...
08/06/2024

সুইজারল্যান্ডের ভিসা আবেদন প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও প্রয়োজনীয়তা নিয়ে গঠিত। নিচে সাধারণ প্রক্রিয়া উল্লেখ করা হলো:

১. ভিসার ধরন নির্ধারণ
সুইজারল্যান্ডে বিভিন্ন ধরনের ভিসা আছে, যেমন:
- পর্যটক ভিসা (শেঙ্গেন ভিসা)
- ব্যবসায়িক ভিসা
- শিক্ষার্থী ভিসা
- কাজের ভিসা

প্রথমে, আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার ধরন নির্ধারণ করুন।

২. আবেদনপত্র পূরণ
সুইজারল্যান্ডের ভিসা আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হয়। সাধারণত এটি [সুইজারল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রের](https://www.swiss-visa.ch/) ওয়েবসাইটে পাওয়া যাবে।

৩. প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত নিম্নরূপ:
- পূর্ণাঙ্গ আবেদনপত্র
- বৈধ পাসপোর্ট (ভ্রমণের পর কমপক্ষে ৩ মাসের মেয়াদ থাকতে হবে)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- ভ্রমণের উদ্দেশ্য প্রমাণকারী ডকুমেন্টস (হোটেল বুকিং, ইনভাইটেশন লেটার, ইত্যাদি)
- ভ্রমণ বিমা
- আর্থিক সক্ষমতার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণপত্র, ইত্যাদি)

৪. ভিসা ফি পরিশোধ
সুইজারল্যান্ডের ভিসা আবেদন ফি সাধারণত ৬০ ইউরো। তবে বিভিন্ন ভিসার জন্য ফি পরিবর্তিত হতে পারে।

৫. আবেদন জমা দেওয়া
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ সুইজারল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক তথ্য দিতে হতে পারে।

৬. সাক্ষাৎকার
কখনও কখনও ভিসা ইন্টারভিউয়ের জন্য দূতাবাসে হাজির হতে হতে পারে। এটি আপনার ভ্রমণের উদ্দেশ্য ও আপনার প্রোফাইলের উপর নির্ভর করে।

৭. ভিসা অনুমোদন ও পাসপোর্ট সংগ্রহ
ভিসা অনুমোদিত হলে আপনাকে দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে অথবা মেইল ​​দ্বারা তা পাঠানো হবে।

উল্লেখ্য, সুইজারল্যান্ড একটি শেঙ্গেন অঞ্চলভুক্ত দেশ, তাই শেঙ্গেন ভিসা পেতে গেলে ২৬টি ইউরোপীয় দেশেও আপনি ভ্রমণ করতে পারবেন।

ভিসা আবেদনের পূর্বে সর্বশেষ তথ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সুইজারল্যান্ড দূতাবাসের ওয়েবসাইটে যাওয়া শ্রেয়।

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন -- সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।✓GCC ভিসা আসলে কী?উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ...
07/06/2024

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --
সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।
✓GCC ভিসা আসলে কী?
উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ্রমন করতে পারবেন এবং কোন দেশে ৩০ দিনের বেশী থাকা যাবে না।

✓GCC ৬ টি দেশ হলো:
সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত।

পুরো বিষয়টা এখনও পরিষ্কার নয়। আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকি নিউজ খুব শীঘ্রই পেয়ে যাবেন।

✓জিসিসি ভিসা কি একসঙ্গে হবে?
নাকি প্রত্যেক দেশের ভিসা আলাদা করে করা লাগবে?

উত্তর: GCC Visa দিয়ে আপনি এক ভিসায় ৬টি দেশই ট্রাভেল করতে পারবেন। তাতে কোন বাধা নেই।

✓ আমি GCC ভিসা করলাম তারপর সৌদি দুবাই কাতার গেলাম বাকি ৩ টা গেলাম না। তাহলে কী ট্রাভেল করতে পারবো?

উত্তর:জি আপনি যে কোন একটা /দুইটা বা অধিক দেশেও ভ্রমণ করেতে পারবেন, তবে কোনভাবেই মোট ভ্রমণ সময় ৩০দিনের উপরে হবে না।

সকল কিছুই সংবাদের ভিত্তিতে বলা।

Port Add for Indian Visaইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।ডকুমেন্টস:-১. অরিজি...
07/06/2024

Port Add for Indian Visa
ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।
ডকুমেন্টস:-
১. অরিজিনাল পাসপোর্ট।
২. ২"*২" সাইজের ছবি।
৩. পাসপোর্ট ফটোকপি।
৪. ইন্ডিয়ান ভিসার ফটোকপি ( ভিসার মেয়াদ তিন মাস থাকতে হবে)।
৫. পোর্ট অ্যাড করার আবেদন ফর্ম।
৬. পোর্ট অ্যাড ফী, 300 টাকা।
৭. যে IVAC থেকে মূল ভিসা। পেয়েছেন সেখানেই পোর্ট অ্যাড করতে হবে।
*** বর্তমানে পোর্ট অ্যাড করার জন্য জমা দিলে ১০, দিন পরে ডেলিভারি ডেট দেয়।

খুলনা রিভার ক্রুজআপনাদেরকে স্বাগতম:যাত্রা শুরুঃ ০৭ই জুন শুক্রবার বিকাল ৪.৩০ টাযাত্রা শেষঃ ০৭ই জুন শুক্রবার রাত ৯.৩০ টাপ্...
06/06/2024

খুলনা রিভার ক্রুজ
আপনাদেরকে স্বাগতম:
যাত্রা শুরুঃ ০৭ই জুন শুক্রবার বিকাল ৪.৩০ টা
যাত্রা শেষঃ ০৭ই জুন শুক্রবার রাত ৯.৩০ টা

প্লানঃ বিকাল ৪.০০ টার মধ্যে খুলনা ৪ নং লঞ্চঘাট চলে আসবো। আমাদের রিজার্ভ ভ্যাসেল অপেক্ষা করবে আপনাদের জন্য। জাস্ট ৪.৩০ টায় ভ্যাসেল ছাড়বো। প্রথমে পাবেন ওয়েলকাম ড্রিংক। রুপসা ব্রিজ, বটিয়াঘাটা, রেল ব্রিজ ক্রস করে নদীর মাঝখানে নোঙর করবো ভ্যাসেল। সন্ধ্যায় পাবেন স্নাক্স এবং চা। ডিনারে থাকবে চিকেন বারবি কিউ। আরও কিছু সময় নদীর সৌন্দর্য উপভোগ করে রাত ৯.০০ টার মধ্য খুলনা লঞ্চঘাট পৌছাবো।

✅ জনপ্রতি ৬০০ টাকায় যা যা থাকছেঃ
# ভ্যাসেলে বিকাল থেকে রাত নৌপথে ভ্রমন
# ওয়েলকাল ড্রিংক, চা এবং স্নাকস
# বারবিকিউ, ছোলা ডাল, রাশিয়ান সালাদ, কোক

⛔ ভারত ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয়- ✅ প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে এক...
06/06/2024

⛔ ভারত ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয়-

✅ প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,
পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য।
তারপর বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ায় অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।

✅FRRO যেদিন শুধু এক্সিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।
এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

✅আবেদন করতে হলে যা লাগবে -
১. হারানো পাসপোর্টের ফটোকপি
২. হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি
৩. কয়েক কপি ছবি
৪. জিডি কপি
৫. C Form/সি ফর্ম লাগবে।
যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।
তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।
আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।

✅সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করে ফেলুন।

✅আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।
আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।

⚠️ পরিশেষে একটি অনুরোধ রইল।
আপনার পাসপোর্ট শুধুমাত্র আপনার ব্যাক্তিগত না, এটি একটি রাষ্ট্রীয় সম্পদ। এটি দেশ ও জাতির পরিচয় বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশ পরিচিতি পায়।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ। আপনার ভ্রমন আনন্দদায়ক হোক।

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: ১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানা...
06/06/2024

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ:

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

যশোর-খুলনা-মোংলা ট্রেনের সময়সূচি প্রতি সপ্তাহের শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে খুলনা রেলস্টেশন থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা ...
06/06/2024

যশোর-খুলনা-মোংলা ট্রেনের সময়সূচি

প্রতি সপ্তাহের শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে খুলনা রেলস্টেশন থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে বেতনা কমিউটার ট্রেন। বেনাপোল পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। একই ট্রেন নাম বদলে মোংলা কমিউটার নামে বেনাপোল থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে মোংলা পৌঁছাবে ১২টা ৩৫ মিনিটে। এর মধ্যে নতুন এই রেলপথে যাত্রাবিরতি নাভারনে সকাল ৯টা ৩০ মিনিটে, ঝিকরগাছায় ৯টা ৫০ মিনিটে, যশোরে ১০টা ১১ মিনিটে, সিঙ্গিয়ায় ১০টা ৩০ মিনিটে, নোয়াপাড়ায় ১০টা ৪৬ মিনিটে, ফুলতলায় বেলা ১১টা ৪ মিনিটে, মোহাম্মদগর স্টেশনে ১১টা ৩১ মিনিটে, কাটাখালী স্টেশনে ১১টা ৫০ মিনিটে, চুলকাটি বাজারে ১২টা এবং মোংলায় পৌঁছাবে ১২টা ৩৫ মিনিটে।

ট্রেনটি মোংলা থেকে বেলা ১টায় ছেড়ে বেনাপোল পৌঁছাবে বিকেল সাড়ে চারটায়। এর মধ্যে চুলকাটি বাজারে ১টা ২২ মিনিটে, কাটাখালীতে ১টা ৪০ মিনিটে, খুলনার মোহাম্মদনগরে ১টা ৫৯ মিনিটে, ফুলতলায় ২টা ২৫ মিনিটে যাত্রাবিরতি করে নওয়াপাড়ায় ২টা ৩২ মিনিটে, চেঙ্গুটিয়ায় ২টা ৫২ মিনিটে, সিঙ্গিয়ায় বেলা ৩টা ১১ মিনিটে, যশোরে ৩টা ৩০ মিনিটে, ঝিকরগাছায় ৩টা ৫২ মিনিটে, নাভারনে বিকেল ৪টা ১১ মিনিটে ও বেনাপোলে পৌঁছাবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

উল্লেখ্য, মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। ট্রেনের আসনসংখ্যা ৬৭৬টি।

🇧🇩বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi P...
05/06/2024

🇧🇩বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world
-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট
এনআইডি, জন্মনিবন্ধনপত্র (অপ্রাপ্তবয়স্কদের জন্য) ইত্যাদি।🇧🇩

খুলনাবাসীর অপেক্ষার পালা শেষ ....আগামী জুলাইয়ে চালু হচ্ছে ঢাকা- নড়াইল, খুলনা, যশোর, বেনাপোল রেললাইন। ইতোমধ্যেই এই রুটের ...
05/06/2024

খুলনাবাসীর অপেক্ষার পালা শেষ ....
আগামী জুলাইয়ে চালু হচ্ছে ঢাকা- নড়াইল, খুলনা, যশোর, বেনাপোল রেললাইন।
ইতোমধ্যেই এই রুটের ট্রেনের সম্ভাব্য টাইম শিডিউল প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। যেখানে ঢাকা থেকে খুলনার দূরত্বের সময় রাখা হয়েছে মাত্র ৩ ঘন্টা। ফলে ঢাকা থেকে নড়াইল ২ঘন্টা এবং নড়াইল থেকে খুলনায় যাওয়া যাবে মাত্র ১ ঘন্টায়।

এই প্রস্তাবনায় নড়াইলবাসী হেভিওয়েট ৫ টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন পেতে যাচ্ছে। এছাড়া ঢাকা→কলকাতা "মৈত্রী এক্সপ্রেস" ট্রেনও চলবে নড়াইলের বুক দিয়ে। আর লোকাল ট্রেন তো থাকছেই।

প্রস্তাবিত_টাইম_শিডিউল:

খুলনা → নড়াইল→ ঢাকা
আপ ট্রেনসমূহ:

১. সুন্দরবন এক্সপ্রেস (প্রভাতি)-
খুলনা সকাল ৬.০০ → নড়াইল ৭.০০ → ঢাকা ৯.০০ টা।

২. চিত্রা এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা দুপুর ১২.৩০ →নড়াইল ১.৩০ →ঢাকা ৩.৩০

৩. সুন্দরবন এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা দুপুর ২.৩০ → নড়াইল ৩.৩০ →ঢাকা ৫.৩০

৪. বেনাপোল এক্সপ্রেস -
বেনাপোল বিকাল ৩.০০ → নড়াইল ৪.৩০ →ঢাকা ৬.৩০

৫. চিত্রা এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা সন্ধ্যা ৭.৩০ → নড়াইল ৮.৩০ →ঢাকা ১০.৩০

ঢাকা →নড়াইল →খুলনা
ডাউন ট্রেনসমূহ:

১. চিত্রা এক্সপ্রেস (প্রভাতি)-
ঢাকা সকাল ৬.০০ → নড়াইল ৮.০০ → খুলনা ৯.০০ টা।

২. সুন্দরবন এক্সপ্রেস (প্রভাতি)-
ঢাকা সকাল ৯.৩০ → নড়াইল ১১.৩০ → খুলনা ১২.৩০ টা।

৩. বেনাপোল এক্সপ্রেস -
ঢাকা সকাল ১০.০০ → নড়াইল ১২.০০ → বেনাপোল ১.৩০

৪. চিত্রা এক্সপ্রেস গোধূলি-
ঢাকা দুপুর ১.০০ → নড়াইল ৩.০০ → খুলনা ৪.০০

৫. সুন্দরবন এক্সপ্রেস গোধূলি-
ঢাকা সন্ধ্যা ৭.০০ → নড়াইল ৯.০০ → খুলনা ১০.০০ টা

বিঃদ্রঃ- চুড়ান্ত ঘোষণা আসতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

বহুল প্রতিক্ষীত খুলনা-মোংলা নতুন নির্মিত রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে নতুন ট্রেন জুটছেনা জনগনের ভাগ্যে...
04/06/2024

বহুল প্রতিক্ষীত খুলনা-মোংলা নতুন নির্মিত রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

তবে নতুন ট্রেন জুটছেনা জনগনের ভাগ্যে, খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল চলাচলকারী "বেতনা এক্সপ্রেস" দিয়েই শুরু হচ্ছে যাত্রী পরিবহন। বেতনা এক্সপ্রেস বেনাপোল থেকে খুলনা ফেরার পথে ফুলতলা জংশন থেকে মোংলা অভিমুখে যাত্রা করবে, এই সময় বেতনা এক্সপ্রেসের নাম পরিবর্তন হয়ে "মোংলা কমিউটার" হবে।

ট্রেনের সময়সূচীঃ

খুলনাঃ ভোর ৬ঃ৩০ মি- বেনাপোল-৮ঃ৩০ মি
বেনাপোলঃ সকাল ৯ঃ১৫ মি- মোংলা-১২ঃ৩৫ মি
মোংলাঃ দুপুর ১টা - বেনাপোল-৪ঃ৩০ মিনিট
বেনাপোলঃ বিকাল-৫টা-খুলনা-৭ঃ৩০ মিনিট।
সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

04/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।🚃 ঢাকা টু কক্সবাজার।🚃 সিলেট টু কক্সবা...
04/06/2024

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:

🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।
🚃 ঢাকা টু কক্সবাজার।
🚃 সিলেট টু কক্সবাজার।
🚃 চাঁদপুর টু কক্সবাজার।

কক্সবাজার রুটে ট্রেনের সময় সূচীঃ

১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

২.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস ।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস।

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

----------------------------------------

৯.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়
ট্রেনের নাম মহানগর প্রভাতী।

১০.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেনের নাম ট্যুরিস্ট কোচ।

১১.♦️ঢাকা কক্সবাজার ♦️
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেনের নাম, কোরিয়ান কোচ।

১২.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়
আপাতত কোরিয়ান কোচ।

১৩.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়
ট্রেনের নাম তূর্না এক্সপ্রেস।

১৪.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়
আপাতত টুরিস্ট কোচ।

---------------------------------------

১৫.♦️সিলেট কক্সবাজার♦️
সিলেট ছেড়ে যাবে সকাল ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়
ট্রেনের নাম ঠিক করা হয়নি।

১৬.♦️কক্সবাজার সিলেট♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০
টায় ট্রেনের নাম ঠিক করা হয়নি।

----------------------------------------
১৭.♦️কক্সবাজার চাঁদপুর♦️
টাইম টেবিল করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।

১৮.♦️চাঁদপুর কক্সবাজার♦️
টাইমটেবিল ঠিক করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।

কেন অস্ট্রিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন?সুন্দর পাহাড় এবং লেক ল্যান্ডস্কেপ আছে.বিখ্যাত ক্রিসমাস বাজার।ভিয়েনা ব...
03/06/2024

কেন অস্ট্রিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন?

সুন্দর পাহাড় এবং লেক ল্যান্ডস্কেপ আছে.
বিখ্যাত ক্রিসমাস বাজার।
ভিয়েনা বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর।
জাদুঘর এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
ক্রিমমল জলপ্রপাত, মধ্য ইউরোপের সবচেয়ে উঁচু জলপ্রপাত

অস্ট্রিয়ার ভিজিট ভিসার প্রকারভে

টাইপ এ ভিসা: বিমানবন্দর ট্রানজিট ভিসা।
বিদেশী নাগরিকরা যারা বিমানবন্দরে থামার সময় বিমান ছেড়ে যান না তাদের ভিসার প্রয়োজন হয় না। অস্ট্রিয়ান বিমানবন্দরের মাধ্যমে বিমানবন্দর ট্রানজিটের জন্য নির্দিষ্ট দেশের নাগরিকদের টাইপ A ভিসার প্রয়োজন। এই জাতীয়দের কিছু শর্ত পূরণ করতে হবে; তবেই অস্ট্রিয়া এই ভিসা জারি করবে।

টাইপ সি ভিসা: স্বল্প সময়ের ভিসা

টাইপ সি ভিসা হল স্ট্যান্ডার্ড ট্যুরিস্ট ভিসা। একটি টাইপ সি ভিসার সাথে, আপনি 90 দিনের মধ্যে 180 দিনের জন্য থাকতে পারেন এবং এই ভিসা ধারক শেনজেন এলাকায় প্রবেশ করতে এবং বসবাস করতে পারেন।

শেনজেন দেশ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেকিয়া, ডেনমার্ক, জার্মানি, এস্তোনিয়া, গ্রীস, স্পেন, ফ্রান্স, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, হাঙ্গেরি, মাল্টা, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ফিনল্যান্ড, সুইডেন; এবং নন-ইইউ সদস্য রাষ্ট্র আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড।

অস্ট্রিয়ার ট্যুরিস্ট ভিসার সুবিধা
এটি নমনীয় ভ্রমণ সুবিধা প্রদান করে কারণ এতে একাধিক প্রবেশ ভিসা রয়েছে।
অস্ট্রিয়া শেনজেন এলাকার অংশ; অতএব, আপনি একটি শেনজেন ভিসা নিয়ে অস্ট্রিয়া ভ্রমণ করতে পারেন।
প্রক্রিয়াগুলি বেশ সহজ এবং প্রয়োগ করা সহজ।
এই ভিসা ধারককে 90 থেকে 180 দিনের মেয়াদের মধ্যে একাধিকবার শেনজেন জোনে প্রবেশ এবং প্রস্থান করার অনুমতি দেয়।
অস্ট্রিয়ান দূতাবাস এবং কনস্যুলেটগুলি দর্শনার্থীদের সুবিধার জন্য কিছু সহায়ক দিক শেয়ার করে।

অস্ট্রিয়া ভিজিট ভিসার জন্য যোগ্যতা
বেলজিয়াম ভ্রমণের জন্য পর্যাপ্ত তহবিল প্রয়োজন
কোনও অপরাধমূলক রেকর্ড নেই
মেডিকেল রেকর্ড খুব প্রয়োজন
বৈধ নথি
ভ্রমণের যাত্রাপথ
ভ্রমণ বীমা
হোটেল বুকিং নিশ্চিতকরণ

অস্ট্রিয়া ভিজিট ভিসার প্রয়োজনীয়তা
একটি বৈধ পাসপোর্ট (2টি ফাঁকা পৃষ্ঠা সহ)
ভিসা আবেদন ফর্ম পূরণ
ফটোগ্রাফ (ICAO-এর নির্দেশিকা)
হোটেল বাসস্থান বিবরণ
নিশ্চিত রিটার্ন টিকেট
ভ্রমণ এবং স্বাস্থ্য বীমা
ব্যাঙ্ক স্টেটমেন্ট (গত ৩ মাস)

ভারত থেকে অস্ট্রিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার পদক্ষেপ
ভারত থেকে অস্ট্রিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার পদক্ষেপগুলি নীচে দেওয়া হল:

ধাপ 1: আপনি যে ধরনের ভিসার আবেদন করতে চান তা নির্ধারণ করুন
ধাপ 2: আপনার ভিসা আবেদন ফর্ম পূরণ করুন
ধাপ 3: সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।
ধাপ 4: যেকোনো অস্ট্রিয়ান দূতাবাস বা কনস্যুলেটে যান
ধাপ 5: একটি অ্যাপয়েন্টমেন্ট করুন
ধাপ 6: ভিসা ইন্টারভিউতে যোগ দিন
ধাপ 7: যোগ্যতার মানদণ্ড পূরণ হলে আপনি একটি ভিজিট ভিসা পাবেন।

অস্ট্রিয়া ভিজিট ভিসা প্রসেসিং সময়
অস্ট্রিয়ার ভিসা প্রক্রিয়াকরণের জন্য সাধারণ সময় হল 15 দিন। যাইহোক, পরিস্থিতির উপর নির্ভর করে, এটি 30 থেকে 60 কার্যদিবস সময় নিতে পারে।

অস্ট্রিয়া ভিজিট ভিসার খরচ
আদর্শ

মূল্য

টাইপ এ ভিসা: বিমানবন্দর ট্রানজিট ভিসা

€72.83

টাইপ সি ভিসা: স্বল্প সময়ের ভিসা

€72.83

ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্ক। ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, ...
02/06/2024

ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্ক।
ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে। ২০৩০ সালের মধ্যে এমআরটি লাইন-২ মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রোরেলের নেটওয়ার্কে যুক্ত হবে।

এ ছাড়া এমআরটি লাইন-৬ এবং এমআরটি লাইন-১ মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা। এমআরটি লাইন-৫ নর্দান রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে। এমআরটি লাইন-৫ সাউর্দান ও এমআরটি লাইন-৪ সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাঁচপুর পর্যন্ত।

২০৪১ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান।
BANGLADESH METRO RAILWAY INFORMATION(বাংলাদেশ মেট্রোরেলের তথ্য)

একটু ভালো চিকিৎসার আশায় যারা বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে হয়রানির শিকার হন. তাদের জন্যে সুখবর, দক্ষিন ভারতের বিশ্বমানের চ...
01/06/2024

একটু ভালো চিকিৎসার আশায় যারা বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে হয়রানির শিকার হন. তাদের জন্যে সুখবর, দক্ষিন ভারতের বিশ্বমানের চিকিৎসা এখন সকল নিম্ন ও মধ্যবিত্ত বাঙালীর সাধ্যের মধ্যে,
দক্ষিন ভারতে তামিলনাড়ুর সালেম শহরে অবস্থিত vims hospital একটি সুপার স্পেশালিস্ট হাসপাতাল যেখানে আধুনিক যন্ত্রপাতি রয়েছে যা উচ্চ-যোগ্য বিশেষজ্ঞদের একটি দল দ্বারা পরিচালিত হয়।
কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি, নিউরোসায়েন্স, অর্থোপেডিকস এবং ইমার্জেন্সি কেয়ার সহ 20 টিরও বেশি বিশেষত্ব সহ, VIMS শীর্ষস্থানীয় হাসপাতালগুলির মধ্যে রয়েছে৷ দক্ষিন ভারতের ভেলোর থেকে মাত্র তিন ঘণ্টার পথ সালেম শহরে অবস্থিত
VIMS-এ প্রতিটি চিকিৎসা সমস্যার প্রতিকার পান অবিশ্বাস্য নূন্যতম খরচে,
****রোগীর খাবার খরচ একদম ফ্রী।
বাঙালি রাধূনী দ্বারা রান্না করা বাঙালীর প্রিয় খাবার ভাত, ডাল, মাছ, মাংস, সবজি ও অন্যান্য খাবার রোগীর আত্মীয় দের তাদের রুমে পৌঁছে দেওয়া হয় মাত্র Rs- 50/- টাকাতে, রোগীর আত্মীয়দের আলাদা হোটেল নিয়ে থাকতে হয় না, রোগীর কেবিনে তাদের থাকবার ব্যবস্থা আছে, এর জন্যে কোনো অতিরিক্ত মূল্য দিতে হয় না. মিনারেল ওয়াটার সম্পূর্ণ বিনামূল্যে, রোগী ও তাঁর পরিবারের সদস্যদের পোষাক বিনামূল্যে সযতনে ধুয়ে আইরন করে রোগীর রুমে পৌঁছে দেওয়া হয় বিনাখরচে, wi fi সম্পূর্ণ ফ্রি, রোগীর প্রতিটি ঘরে রয়েছে টেলিভিশন যেখানে 24 ঘন্টা বাংলা চেনেল এর ব্যবস্থা রয়েছে, বাংলা ভাষা জানা দো ভাসি সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা দেবে.,দক্ষিন ভারতের যে কোনো হাসপাতালের থেকে কয়েক গুণ কম খরচে চিকিৎসা করা হয়, আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে চিকিৎসা করাতে পারেন. এক কথায় বলা যেতে পারে যে, কম খরচে বিশ্বমানের চিকিৎসার সেরা গন্তব্য তামিলনাড়ুর সালেম শহরের VIMS HOSPITAL.
আপনি আপনার চিকিৎসা পরিষেবা নিন এবং অপরকে চিকিৎসার সুযোগ করিয়ে দিন l
সালেম জংশন রেল স্টেশন (তামিলনাড়ু ) নেমে 15 মিনিট এর পথ vims hospital. চেন্নাই থেকে 5 ঘন্টা এবং ভেলোর থেকে 3 ঘণ্টার পথ এবং কলকাতা থেকে ভায়া হয়ে সালেম এয়ারপোর্ট যাওয়ার ব্যবস্থা রয়েছে, সালেম এয়ারপোর্ট ও রেলওয়ে স্টেশন থেকে বিনা ভাড়ায় অ্যাম্বুলেন্স বা প্রইভেট কার প্রতিসেবা রয়েছে.
এটি একটি জন কল্যাণ মূলক সেবা প্রতিষ্ঠান,
মেডিকেল ভিসা আবেদনের জন্যে, ভীমস হাসপাতাল থেকে ইনভিটেশন দ্রুত পেতে আজই আপনার মেডিকেল তথ্য ও পাসপোর্ট কপি গুলি এটাচ করে নিচের ফ্রম টি সঠিক ভাবে পূরণ করে মেল করুন,
[email protected]
Website: www.vimshospitals.com

মালয়েশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশের শেঙ্গেন ভিসা আবেদন করতে পারেন, তবে কিছু দেশের ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হ...
31/05/2024

মালয়েশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশের শেঙ্গেন ভিসা আবেদন করতে পারেন, তবে কিছু দেশের ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হতে পারে। নিচে কিছু ইউরোপীয় দেশের নাম উল্লেখ করা হলো যেখান থেকে শেঙ্গেন ভিসা আবেদন প্রক্রিয়া সাধারণত সহজ হতে পারে:

১. জার্মানি (Germany)
- জার্মানির শেঙ্গেন ভিসা প্রক্রিয়া সাধারণত সহজ এবং সুসংগঠিত।
- ভিসা প্রক্রিয়া স্বচ্ছ এবং অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
- ঢাকার জার্মান দূতাবাসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।

২. নেদারল্যান্ডস (Netherlands)
- নেদারল্যান্ডসের শেঙ্গেন ভিসা প্রক্রিয়া সহজ এবং পরিষ্কার।
- ভিসা আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা স্পষ্টভাবে দেওয়া হয়।
- আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা পান।

৩. ইতালি (Italy)
- ইতালির শেঙ্গেন ভিসা প্রক্রিয়া সহজ এবং অনেকটা ব্যবহারবান্ধব।
- দূতাবাসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং পরিষ্কার নির্দেশাবলী পাওয়া যায়।
- ভিসা প্রক্রিয়া সাধারণত দ্রুত সম্পন্ন হয়।

৪. স্পেন (Spain)
- স্পেনের শেঙ্গেন ভিসা প্রক্রিয়া সুসংগঠিত এবং সহজবোধ্য।
- ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে তথ্য ও নির্দেশাবলী সহজে পাওয়া যায়।
- অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং প্রয়োজনীয় ডকুমেন্টের স্পষ্ট তালিকা পাওয়া যায়।

৫. ফ্রান্স (France)
- ফ্রান্সের শেঙ্গেন ভিসা প্রক্রিয়া পরিষ্কার এবং সুসংগঠিত।
- অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সহজ।
- ভিসা প্রক্রিয়া সাধারণত দ্রুত সম্পন্ন হয়।

প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্টস
- পূরণকৃত ভিসা আবেদন ফর্ম
- বৈধ পাসপোর্ট
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো
- ভ্রমণ পরিকল্পনা ও ফ্লাইট বুকিং
- হোটেল বুকিং বা প্রমাণিত আবাসনের ব্যবস্থা
- পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট)
- ভ্রমণ বীমা
- পেশাগত ও আর্থিক অবস্থার প্রমাণ (যদি প্রযোজ্য)

30/05/2024

1st International Tourism Award TITA 2024

ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা ক...
30/05/2024

ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।

একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পয পর হয় তাহরে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

1st International Tourism Award TITA 2024
29/05/2024

1st International Tourism Award TITA 2024

28/05/2024

A terrible situation is coming for the people of the world...

পর্তুগালের ভিসা আবেদন করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। এখানে পর্তুগালের ভিসা আবেদন প্রক্রিয়ার একটি ...
28/05/2024

পর্তুগালের ভিসা আবেদন করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। এখানে পর্তুগালের ভিসা আবেদন প্রক্রিয়ার একটি সাধারণ ধারণা দেওয়া হলো:

1. ভিসার ধরন নির্ধারণ করুন: প্রথমেই আপনাকে ঠিক করতে হবে কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন। সাধারণত ট্যুরিস্ট ভিসা, শিক্ষার্থী ভিসা, কাজের ভিসা ইত্যাদি রয়েছে।

2. প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করুন:
- পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম
- পাসপোর্ট (কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে)
- পাসপোর্ট সাইজের ছবি
- ফ্লাইটের বুকিং ডিটেইলস
- হোটেল বুকিং অথবা থাকার ব্যবস্থার প্রমাণ
- ট্রাভেল ইন্স্যুরেন্স
- ফাইনান্সিয়াল সাপোর্টের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সর লেটার ইত্যাদি)

3. ভিসা ফি পরিশোধ করুন: ভিসা ফি পরিশোধ করতে হবে যা আবেদন করার সময় নির্ধারিত থাকে।

4. ভিসা আবেদন জমা দিন:
- আপনি নিজে কনস্যুলেট বা ভিসা এজেন্টের মাধ্যমে আবেদন জমা দিতে পারেন।
- নির্দিষ্ট তারিখে ভিসা ইন্টারভিউতে উপস্থিত থাকুন (যদি প্রয়োজন হয়)।

5. ভিসা প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করুন: সাধারণত ১৫-৩০ কর্মদিবস সময় লাগে। তবে এটি আপনার ভিসার ধরন এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করতে পারে।

6. ভিসা অনুমোদন পেলে পাসপোর্ট সংগ্রহ করুন: আপনার ভিসা প্রক্রিয়া সফল হলে, আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে যেখানে আপনার ভিসা স্ট্যাম্প করা থাকবে।

বিশেষ পরামর্শ:
- সব ডকুমেন্টস সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় সকল প্রমাণাদি প্রদান করুন।
- ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের ভুয়া তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন।

আপনি পর্তুগালের কনস্যুলেট বা দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরো বিস্তারিত তথ্য ও সর্বশেষ আপডেট জানতে পারেন।

Address

19, B. I. W. T. A Terminal Market Launch Ghat
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Royal Vision Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal Vision Tourism:

Videos

Share

Category

Nearby travel agencies