30/07/2023
ধরুণ আপনি একটি মুদি দোকানের মালিক। আপনাকে ১ জন ক্রেতা ১ কেজি চালের দাম দিয়ে অনুরোধ করলো, দেড় কেজি চাল দিতে। আপনি কি দিবেন ? নিশ্চয় না। তারপরও সেই ক্রেতা নানা রকম সমস্যা কথা বলে অনুরোধ করলো। আপনি মানবিক বিবেচনায় তাকে দেড় কেজি চাল দিলেন। সব সময় তো মুনাফা হয়, একজনকে না হয় ছাড় দিলেন।
কিন্তু আপনি খেয়াল করে দেখলেন পরবর্তী সব ক্রেতাই ১ কেজি চালের দাম দিয়ে দেড় কেজি চাল দিতে অনুরোধ করে যাচ্ছে। এখন কি আপনার প্রত্যেককে দেয়া সম্ভব ? আপনি নিশ্চয় বললেন, সম্ভব না।
তাহলে আপনি একটি এয়ারলাইনের টিকিট কাটলেন। তাতে লেখা আপনি ২০ কেজি চেক ইন লাগেজ ও ৭ কেজি হাত ব্যাগ নিতে পারবেন। আপনি তা না করে বেশি আনলে এয়ারলাইন কেন আপনার অতিরিক্ত ওজনের লাগেজ বহন করবে?
একটি উড়োজাহাজ আকাশে উড়ার জন্য ওজনের ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। যাত্রী ওজন, লাগেজের ওজন, জ্বালানী তেলের ওজন এসব হিসেব করে ফ্লাইট পরিচালিত হয়। অতিরিক্ত জ্বালানী তেল পুড়িয়ে এয়ারলাইন আপনার অতিরিক্ত লাগেজ বিনা খরচে বহন করবে না এটাই স্বাভাবিক।
তাই টিকিট কাটার সময় জেনে নিন, আপনি কতটুকু ওজনের কয়টি লাগেজ সাথে নিতে পারবেন। বাসা থেকে ঠিকমতো মেপে সেই পরিমানে লাগেজ নিয়ে বিমানবন্দরে আসুন। অতিরিক্ত ওজনের লাগেজ আপনি চার্জ দিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে চার্জ সম্পর্কে এয়ারলাইনের কাছ থেকে জেনে নিন।