23/05/2024
#দুবাই- ভ্রমণে কঠোর নীতিমালা
=======================
যারা ভিজিট ভিসায় দুবাই আসেন তাদের জন্য অভিবাসন কর্তৃপক্ষের জারি করা কয়েকটি নির্দেশিকা এখানে রয়েছে...
1) বিমানবন্দরের কর্মকর্তারা সফরের উদ্দেশ্য, আবাসন সুবিধা এবং তাদের খরচের জন্য অর্থের পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যারা সন্তোষজনক উত্তর দিতে পারবেন না, তাদের কে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হবে।
2) যারা ট্যুরিস্ট ভিসায় আসেন তাদের কাজ করার অনুমতি দেওয়া হবে না। ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি গুলোর জন্য ভিজিট ভিসাধারীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া বেআইনি।
3) যারা কর্মসংস্থান ভিসায় আসেন, তাদের প্রবেশের অনুমতিপত্রে ভিসার যে নীতিমালা গুলো আছে, সেগুলো অনুসরণ করে আসতে হবে।
4) ভিজিট ভিসাধারীর উদ্দেশ্য যদি পর্যটন ক্রিয়াকলাপ হয়, তবে তারা যে হোটেলে থাকবেন সে সম্পর্কে তথ্য, ফিরতি টিকিট এবং খরচের জন্য ৩০০০ দেরহাম এর সম-পরিমাণ ডলার আনতে হবে।
5) যদি আপনি কোন আত্মীয় বা বন্ধুর সাথে দেখা করতে আসেন, কর্মকর্তারা তাদের ভিসা এবং পাসপোর্টের কপির পাশাপাশি তাদের ঠিকানা, ফোন নম্বর এবং থাকার জায়গার বিবরণ দিতে হবে।
6) এই নীতিমালা গুলো না মেনে যদি কোন বিমান কর্তৃপক্ষ যাত্রী নিয়ে আসে। তবে বিমান কর্তৃপক্ষকে ৫০০০ দেরহাম জরিমানা করবে।
#বি:দ্র- দয়া করে কেউ কোন দেশের ওয়ার্ক ভিসার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না।
======================================
#শেখ_হযরত_আলী
#ভিসা_ও_ইমিগ্রেশন_কনসালটেন্ট
#এমপেল_টুরস_এন্ড_ট্রাভেল
়া_পল্টন_ঢাকা_১০০০
যেকোন ভুলত্রুটির জন্য সংশোধনের সুযোগ দিয়ে পাশে থাকার অনুরোধ🤝
------------------------------------------------------------
*****লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, অন্য কারো উপকারে আসতে পারে*****
=========================
#হজ্জ