17/09/2023
কেয়ার ভিসা এবং বাস্তবতা
সময় নিয়ে একটু পড়ার চেষ্টা করবেন।
অনেকের কেয়ার ভিসা নিয়ে অনেক কৌতূহল দেখে লিখবো লিখবো করে সময় হয়ে উঠেনা। আজ চেষ্টা করবো ইউকে থেকে কিছু বাস্তবতা তুলে ধরার।
অনেকেই বলেন কেয়ার ভিসায় কাজ নেই, কোম্পানি ফেইক ব্লা ব্লা, জি এইখানে অনেক ফেইক এর ভীরেই আপনাকে সঠিক কোম্পানি খুঁজে বের করতে হবে। এইখানে কেউ আপনাকে বলতে পারবে না কোনটা আাসল আর কোনটা নকল।
আর বর্তমানে ইউকেতে হেলথ সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কর্মীসংকট রয়েছে। কিন্তু তাই বলে আপনাকে তারা হোট করেই কাজ দিয়ে দিবেনা। আপনাকে প্রমাণ করতে হবে আপনি কতটা দক্ষতার সাথে একজন মুমূর্ষু রোগীর সাথে ডিল করবেন। আপনারা কি মনে করেন বাংলাদেশ থেকে যেকোনো একটা সনামধন্য হাসপাতালের সার্টিফিকেট কিনলেই শেষ আপনি একজন দক্ষ সেবক হয়ে গেলেন.
Let me ask you one questions,
Do you have any idea about 6C's of care???
মাক্সিমাম এর উত্তর হবে 'না'।
If you don't have any knowledge regarding Health care, how could you expect, you will get a job after coming in uk?
And another things i know most of people in uk who doesn't have a basic knowledge about English, How could you communicate with people??? Here most of the patient are English & African.. U have to co operate with them via English.
একজন কে জিজ্ঞেস করা হয়েছে, Potato কুক করতে সে রোগীর জন্য crisp নিয়ে আসছে. যদিও এটা আমাদের ভাষাগত একটা ত্রুটি।
কিন্তু ওরা সেটা বুঝবেনা। যদি লাল ক্যাপসিকামকে টমেটো বলেন, সেইটা তো কোম্পানির দোষ না।
আপনি কি জানেন এই দেশের একজন রোগীর পিছনে কতজন সোশ্যাল ওয়ার্কার কাজ করছে, আপনার সামান্য ভুলের কারণে যদি একজনের কিছু হয় সোশ্যাল ওয়ার্কার এর হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবেনা। এই দেশের প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নাই যতটা সোশ্যাল ওয়ার্কারদের আছে। প্রত্যেকটা কোম্পানি এদেরকে জবাবদীহি করতে বাধ্য। তাহলে একবার ভাবুন ওরা কিভাবে আপনাকে প্রপার গাইড না করে খোলা মাঠে ছেড়ে দিবে।
প্রশ্ন হচ্ছে আপনি ৩০/৩৫ লক্ষ টাকা খরচ করে আসছেন, স্বাভাবিক খারাপ লাগার কথা, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার জানে এর মানে। তাই বলে আপনি যাকে তাকে কেন বিশ্বাস করবেন। আপনার সেন্স কাজে লাগান, মুদ্রার এপিটওপিট দুইটাই আপনাকে ভাবতে হবে। আর যদি সৌভাগ্যক্রমে বিদেশ এসেই পড়েন তাহলে চোখ বন্ধ করে
(collected)