Maya Tours & Travels

Maya Tours & Travels বিমান টিকেট, পাসপোর্ট রিনিউ, সহজ এজেন্ট ঢাকা কুয়ালালামপুর ঢাকা রুটের এবং দেশের সকল অভ্যন্তরীণ রুটের বিমান টিকেট ক্রয় করতে যোগাযোগ করুন।
(1)

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটে যেব কাজ করবেন না**  বোর্ডিং কার্ডে দেয়া নির্ধারিত সিটে বসবেন। খালি থাকলেও অন্য সিটে বসার ...
24/03/2024

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটে যেব কাজ করবেন না

** বোর্ডিং কার্ডে দেয়া নির্ধারিত সিটে বসবেন। খালি থাকলেও অন্য সিটে বসার চেষ্টা করবেন না।
** একই পরিবার বা পরিচিত মানুষের পাশে বসতে চাইলে চেক ইন করার সময় কাউন্টারে বলে এক সাথে সিট নিবেন।
** কেবিন ক্রুরা সিট বেল্ট বাঁধতে বললে অবশ্যই সিট বেল্ট বাঁধবেন ।
** ফ্লাইট ছাড়া ও নামার সময় টয়লেটে যাবেন না। এমন কি আকাশে খারাপ আবহাওয়া থাকলে ঘোষণা দেয়া হয়, তখনও টয়লেটে যাবেন না।
** কেবিন ক্রুরা খাবার দেবার সময় সিট ছেড়ে উঠে হাটাহাটি বা টয়লেটে যাবেন না।
** খাবার খাওয়া শেষে কিংবা অন্য যে কোন ময়লা সিটের নিচে ফিলবেন না। কেবিন ক্রুর কাছে দিবেন।
** টয়লেটে যাবার জন্য লাইন ধরবেন না।
** টয়েলেটে যেয়ে দরজা লক করবেন, দরজা লক না করে টয়লেট ব্যবহার করবেন না। টয়লেটের ফ্লোরে টিস্যু ফেলবেন না।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

Bangla Aviation পেজ থেকে সংগৃহীত

22/03/2024

কুয়ালালামপুর -ঢাকা- কুয়ালালামপুর সিঙ্গেল/আপডাউন বিমান টিকেট এর জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে
+60167-192902

22/03/2024

মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত 1280 রিঙ্গিত ।
আপ-ডাউন টিকেট পাচ্ছেন অফারে। সীমিত সময়ের জন্য
MALAYSIA AIRLINES
+60167192902

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে ব...
22/03/2024

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন।
জটিলতা হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী কি কি পণ্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা যাবে তা নির্ধারিত। ফলে দেশে থেকে নিয়ে যাওয়া জিনিসপত্রই শুল্কের আওতায় পড়তে পারে। কিংবা সেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর নতুন করে আর মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না শুল্ক মুক্ত সুবিধায় আনার সুযোগ থাকছে না।
যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ১০০ গ্রাম অলংকার বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় আনা যায়। এখন আপনি দেশ থেকে বিদেশ যাবার সময় ১৫০ গ্রাম অলংকার সঙ্গে নিয়ে যান এবং সেগুলো নিয়ে ফেরত আসেন ৫০ গ্রাম অলংকার শুল্কের আওতায় পড়বে।
মোবাইলের ক্ষেত্রে, বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, যাই হোক ৮টি ফোন। আর এই ৮টির মধ্যে ২টি আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। মানে হচ্ছে, ২টি ফোনের জন্য কোন শুল্ক দিতে হবে না। দেশ থেকে আপনি ৩টি ফোন সাথে নিয়ে গেলে নতুন করে কোন শুল্ক মুক্ত সুবিধা তো পাবেনই না, উল্টো ১টি ফোনের শুল্ক চাইবে কাস্টমস।
তাহলে এক্ষেত্রে সমাধান কী?
সমাধান হচ্ছে, বিদেশ যাবার সময় আপনি কাস্টমসে ঘোষণা দেবেন কি কি জিনিস সঙ্গে নিয়ে যাচ্ছেন, যা আপনি আবার দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ঘোষণাকৃত পণ্যের বাইরে অতিরিক্ত পণ্য বিদেশে থেকে আনা পণ্য হিসেব বিবেচিত হবে। দেশে থেকে নেয়া পণ্য গণণার বাইরে থাকবে।
যেমন উদাহরণ হিসেবে বলা যায়, বিদেশ যাবার সময় আপনি ১০০ গ্রাম অলংকার সাথে নিয়ে গেলেন, যা আপনি কাষ্টমসে ঘোষণা করলেন। তাহলে আপনি বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় সেই ১০০ গ্রাম অলংকার ছাড়া আরও ১০০ গ্রাম অলংকার শুল্ক মুক্ত ‍সুবিধায় আনতে পারবেন।
মোবাইলের ক্ষেত্রে, বিদেশ যাবার সময় আপনি ২টি ফোন সাথে নিচ্ছেন, সেটি আপনি কাস্টমসে ঘোষণা দিলেন। তাহলে আপনি সেই ২টি ফোন বাদ দিয়ে সাথে আরও ২টি ফোন শুল্ক মুক্ত সুবিধায় আনতে পারবেন।
বিদেশ যাবার সময় সঙ্গে নেয়া জিনিসের ঘোষণা দিতে অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে আসুন। বিমানবন্দরের নিচ তলায় কাস্টমস হলে গিয়ে আপনার পণ্যের ঘোষণা দিন। যথাযথ ভাবে, পণ্যের সংখ্যা, বিবরণ, ফোন বা যন্ত্রাপতির ক্ষেত্রে আইএমই/সিরিয়াল নম্বার, ধরণ, রঙ ইত্যাদি তথ্য উল্লেখ করুন। পণ্যের ক্রয় রশিদ সঙ্গে রাখুন।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

15/03/2024

কুয়ালালামপুর -ঢাকা & ঢাকা - কুয়ালালামপুর সিঙ্গেল/আপডাউন বিমান টিকেট এর জন্য যোগাযোগ করুন
হোয়াটসঅ্যাপ নাম্বারে
+60167-192902

14/03/2024

কুয়ালালামপুর - ঢাকা - কুয়ালালামপুর বিমান টিকেট এর জন্য যোগাযোগ করুন
হোয়াটসঅ্যাপ নাম্বারে
+60167192902

দেশে যাওয়ার জন্য ৩০ কেজির বেশি ব্যাগেজ বাঁধবেন না। ৩০ কেজির বেশি হলে এয়ারপোর্টে খুলে আবার ছোট করতে হবে। চেষ্টা করবেন ২...
11/03/2024

দেশে যাওয়ার জন্য ৩০ কেজির বেশি ব্যাগেজ বাঁধবেন না। ৩০ কেজির বেশি হলে এয়ারপোর্টে খুলে আবার ছোট করতে হবে। চেষ্টা করবেন ২৫ কেজি করার জন্য।
Maya Tours & Travels
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী

10/03/2024

KualaLumpur to Dhaka
18,19,20,21 March Malindro Airlines 530 RM Flight ✈️ 8.10 pm
35+7 Kg

09/03/2024
06/03/2024

১৯,২০,২১,২২ মার্চ ঢাকা টু কুয়ালালামপুর সিঙ্গেল টিকিট মাত্র ১২৩০ রিঙ্গিত।
এই অফার সীমিত সময়ের জন্য।
+60167192902

বাধ্যতামূলক 7  মার্চ থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।সাধারণ ক্ষমায় যারা দেশে যাবেন অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির...
05/03/2024

বাধ্যতামূলক 7 মার্চ থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
সাধারণ ক্ষমায় যারা দেশে যাবেন
অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম (এসটিও) বাস্তবায়ন

🌐 https://sto.imi.gov.my/STO/home.php

[HEBAHAN] Implementation of Online Appointment System (STO) For Migrant Repatriation Program

🌐 https://sto.imi.gov.my/STO/home.php



© 2024 Corporate Communication Unit | DEPARTMENT OF IMMIGRATION MALAYSIA

Follow all the latest from the Department of Immigration Malaysia on Facebook, X, Instagram, YouTube, Telegram, TikTok and our Website!
➡️ https://t.co/4W2bb4XoGI

04/03/2024

11 March Kul-Dac Malindro 560 RM
15 March Dac-Kul 1260 RM
2 Seat Left
WhatsApp: +60167192902

ট্রাভেল পারমিট:১। বৈধ বাংলাদেশী পাসপোর্ট নেই এমন বাংলাদেশী নাগরিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইলে ট্রাভেল পারমি...
04/03/2024

ট্রাভেল পারমিট:

১। বৈধ বাংলাদেশী পাসপোর্ট নেই এমন বাংলাদেশী নাগরিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারেন।

২। ট্রাভেল পারমিটের জন্য প্রয়োজন:

ক) যথাযথভাবে পূরণকৃত ট্রাভেল পারমিটের আবেদনপত্র
খ) সর্বশেষ পাসপোর্ট/ সংশ্লিষ্ট ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) এর অফিসিয়াল চিঠির কপি
ঘ) তিন কপি পাসপোর্ট সাইজের ছবি (সাম্প্রতিক তোলা )।
ঙ) ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীকে হাই কমিশনে উপস্থিত হতে হবে।

৩) ফি (অফেরতযোগ্য): ৪৪ রিঙ্গিট। মালয়েশিয়ার যেকোনো মে ব্যাঙ্কের ডিপোজিট কাউন্টারে অর্থপ্রদান করতে হবে এবং আবেদনের পত্রের সঙ্গে হলুদ রঙের ডিপোজিট স্লিপ সংযুক্ত করতে হবে। কোনো অনলাইন ট্রান্সফার, এটিএম ট্রান্সফার, ব্যাঙ্ক চেক, ডিমান্ড ব্যাঙ্ক ড্রাফ্ট গ্রহণ করা হয় না।

অ্যাকাউন্টের নাম: বাংলাদেশ হাই কমিশন
অ্যাকাউন্ট নম্বর: 564427102268
ব্যাংকের নাম: মে ব্যাংক (যে কোনো শাখা)

৪. আবেদন গ্রহণ: সকাল ১০:০০ am থেকে বিকাল ৪.০০ (সোম-শুক্রবার) কাউন্টারে আবেদন গৃহীত হয়।

৫. প্রক্রিয়াকরণের সময়: কমপক্ষে ১-২ কার্যদিবস ( কেসভিত্তিক যাচাই-বাছাইয়ে অতিরিক্ত সময় লাগতে পারে)

৬. ডেলিভারি সময়: বিকাল ৪:00 -৫:00 (সোমবার-শুক্রবার)।

(বিশেষ দ্রষ্টব্য: একটি ভ্রমণ পারমিট শুধুমাত্র ৩ মাসের জন্য বৈধ থাকবে (ইস্যু করার তারিখ থেকে)।)

ট্রাভেল পারমিট এর আবেদন ফর্ম এর জন্য নীচের লিংকে ক্লিক করুন:

মিস্টি মিষ্টি কথা বলে দালাল মজিদ চাচাকে ‍বুঝিয়েছে ফ্রি ভিসায় অনেক লাভ। যেকোন ধরণের কাজ করা যায়। মন চাইলে কাজ চেঞ্জ করা য...
04/03/2024

মিস্টি মিষ্টি কথা বলে দালাল মজিদ চাচাকে ‍বুঝিয়েছে ফ্রি ভিসায় অনেক লাভ। যেকোন ধরণের কাজ করা যায়। মন চাইলে কাজ চেঞ্জ করা যায়। দালালের কথায় সৌদি গিয়ে মজিদ চাচা পড়েছেন বিপদে। ৬ মাস ধরে তিনি বেকার। ৩ মাস ধরে ঠিক মতো খাওয়ার ব্যবস্থা হচ্ছে না, অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

দালালের মিস্টি কথায় শুনে আপনিও প্রতারিত হবে না। ফ্রি ভিসা—বলে কোন ভিসা হয় না। কোন দেশে ফ্রি- ভিসা নামে কোন ভিসা ইস্যু করে না। খুব সহজ বিষয়- প্রতারণার আরেক নাম ‘ফ্রি ভিসা’। আপনাকে কেউ যদি ফ্রি ভিসায় বিদেশ যাবার বিষয়ে অফার করে বুঝবেন আপনার পরিস্থিতি মজিদ চাচার মতো হতে পারে। যিনি ফ্রি ভিসায় আপনাকে বিদেশ যেতে বলছে তিনি ১ নম্বর খাটি প্রতারক।

নির্দিষ্ট কাজের ভিসা নিয়ে, এজন্সির সাথে কাজের বিষয়ে চুক্তি করে, ব্যাংকিং চ্যানেলে লেনদেন করে বিদেশ যান। প্রয়োজনে আপনার জেলা জনশক্তি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিন।

দেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

১/ বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।
২/ নিজের জাতীয় পরিচয়পত্র/শিক্ষাগত সনদ অনুযায়ী নিজের নাম, বয়স, বাবা-মায়ের নাম ঠিকানা দিয়ে পাসপোর্ট করুন।
৩/ দালালের কথা মতো ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করবেন না, যা ভবিষৎ এ আপনাকে জটিলতার মধ্যে ফেলবে।
৪/ প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন।
৫। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন।
৬। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৭। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৮। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
৯। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।
১০। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
১১। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।
১২। বিদেশ যাওয়ার পূর্বে নিজের নামে বা যৌথ নামে ব্যাংক হিসাব খুলু্ন।
১৩। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন।
১৪। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন।
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

প্রকাশিত সংবাদ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ।এর কেউ ফায়দা লুটে নিতে না পারে তার জন্য সকলের সচেতন হওয়া প্রযোজন।Easin vlogs ...
03/03/2024

প্রকাশিত সংবাদ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
এর কেউ ফায়দা লুটে নিতে না পারে তার জন্য সকলের সচেতন হওয়া প্রযোজন।
Easin vlogs
Nz WORLD TOURS & TRAVELS

প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই-বোন ও বন্ধুরা আপনাদেরকে জানাই MAYA TOURS & TRAVELS এর পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।ক...
28/02/2024

প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই-বোন ও বন্ধুরা আপনাদেরকে জানাই MAYA TOURS & TRAVELS এর পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
কুয়ালালামপুর ঢাকা, ঢাকা কুয়ালালামপুর রুটের বিমান টিকেট স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি। সিঙ্গেল টিকিট ডাবল টিকিট, ব্যাগেজ বুকিং। মালয়েশিয়া ও বাংলাদেশ এর যে কোন জায়গা থেকে আমাদের মাধ্যমে অনলাইনে টিকিট কিনুন সহজে। অনলাইনে টিকিট ক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন +60167162902

MAYA TOURS & TRAVELS
Md. Mehedi Hassan Suruz
WhatsApp: +60167192902
Batu 4½, Jalan Meru, 41050 Klang, Selangor, Malaysia

পুত্রজয়া: বৈধ ভ্রমণ পাস ছাড়া বিদেশীরা বা যারা অতিবাহিত করেছেন তাদের শুধুমাত্র RM500 জরিমানা করা হবে যদি তারা একটি নতুন...
28/02/2024

পুত্রজয়া: বৈধ ভ্রমণ পাস ছাড়া বিদেশীরা বা যারা অতিবাহিত করেছেন তাদের শুধুমাত্র RM500 জরিমানা করা হবে যদি তারা একটি নতুন অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির অধীনে দেশে ফিরতে চান যা 1 মার্চ থেকে শুরু হবে, ইমিগ্রেশন বিভাগ বলছে।

যারা তাদের ভ্রমণ পাস বা পারমিট লঙ্ঘন করেছে তাদের মূল দেশে ফিরে যাওয়ার জন্য শুধুমাত্র RM300 চার্জ করা হবে, বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ (ছবি) বলেছেন।

আরও পড়ুন: অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচি 1 মার্চ থেকে শুরু হবে, স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে

"প্রোগ্রামের অধীনে কাউকে বিচার করা হবে না," তিনি যোগ করেছেন।

"তাদের যা করতে হবে তা হল নিজেদেরকে আত্মসমর্পণ করা যাতে তারা অবৈধভাবে মালয়েশিয়ায় থাকার পরিবর্তে প্রক্রিয়াজাত করে দেশে পাঠানো যায়।"

কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

“এই প্রোগ্রামের জন্য, বিভাগ প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করার জন্য কোনও এজেন্ট নিয়োগ করছে না। বিদেশীরা কেবল নিজেরাই এটি করতে পারে,” তিনি দ্য স্টারকে বলেছেন।

রাসলিন বলেছিলেন যে অনথিভুক্ত বিদেশীরা যদি প্রোগ্রামে সাইন আপ করতে এগিয়ে আসে তবে তাদের গ্রেপ্তার এবং বিচারের ভয় পাওয়া উচিত নয়।

“যারা কর্মসূচির জন্য আত্মসমর্পণ করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব না। ভয় পাবেন না, শুধু নিজেকে সমর্পণ করুন এবং আমরা আপনার বাড়ি ফেরার প্রক্রিয়া করব,” তিনি বলেছিলেন।

এই আশ্বাস গুরুত্বপূর্ণ কারণ গ্রেপ্তারের ভয় শুধুমাত্র অসাধু ব্যক্তিদের এজেন্ট হিসাবে কাজ করতে এবং বিদেশীদের অতিরিক্ত চার্জ করার অনুমতি দেবে।

মহাপরিচালক ব্যাখ্যা করেছিলেন যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য আবেদনকারীদের বিরুদ্ধে আদালতের ব্যবস্থা নেওয়া হবে না, তবে তাদের দেশ ছেড়ে যাওয়ার জন্য জরিমানা দিতে হবে।

জরিমানা ছাড়াও, বিদেশীদের অবশ্যই একটি পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি থাকতে হবে যা তাদের মূল দেশ থেকে জারি করা হয়েছে। প্রোগ্রামের জন্য তাদের আবেদনের 14 দিনের মধ্যে প্রস্থানের তারিখ সহ তাদের মূল কাউন্টিতে একটি একমুখী টিকিট থাকতে হবে।

“জরিমানা দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত অর্থও থাকতে হবে। অর্থ প্রদানের মেয়াদটি নগদহীন কারণ বিভাগটি আর নগদ লেনদেন পরিচালনা করে না, "রুসলিন যোগ করেছেন।

18 বছর বা তার কম বয়সী অনথিভুক্ত বিদেশীদের জরিমানা করা হবে না, যা প্রাপ্তবয়স্কদের অতিরিক্ত বোঝা ছাড়াই তাদের বাচ্চাদের সাথে দেশে ফিরে যেতে দেবে। তবে অন্যান্য শর্ত রয়ে গেছে।

রাসলিন বলেছেন যারা এই প্রোগ্রামের জন্য সাইন আপ করতে চান তাদের উপদ্বীপ এবং লাবুয়ান জুড়ে রাষ্ট্রীয় অভিবাসন অফিস পরিদর্শন করা উচিত, সাবাহ এবং সারাওয়াক এখনও অংশগ্রহণ করতে পারেনি।

“বিভাগটি নতুন কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা করার জন্য বিদেশী মিশনের সাথে বিশেষত শ্রম উত্স দেশগুলির সাথে জড়িত থাকার সেশনও পরিচালনা করবে৷

তিনি আরও বলেন, “আমরা তাদের সহায়তা চাইতে চাই তাদের এই সর্বশেষ প্রত্যাবাসন উদ্যোগ সম্পর্কে এখানে তাদের জনগণকে অবহিত করতে এবং যারা অতিবাহিত হয়েছে তাদের দেশে ফিরে যেতে উত্সাহিত করতে”।

"দূতাবাসগুলির সাথে জড়িত হওয়াও গুরুত্বপূর্ণ কারণ আমরা তাদের সমর্থন পেতে চাই, বিশেষ করে যাদের প্রত্যাবাসনের আগে বৈধ ভ্রমণ নথির প্রয়োজন তাদের সহায়তা করার জন্য," তিনি যোগ করেছেন।

31 জানুয়ারী, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ঘোষণা করেছেন যে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি 1 মার্চ থেকে শুরু হবে যাতে অনথিভুক্ত বিদেশীদের বিচার না করেই তাদের মূল দেশে ফিরে যেতে সক্ষম হয়।

28/02/2024

আলহামদুলিল্লাহ
অবৈধ প্রবাসী ভাইদের জন্য
১ মার্চ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
মাত্র ৫০০ RM জরিমানা দিয়ে দেশে যাওয়া সুযোগ।

হ্যান্ড লাগেজ: যা জানা জরুরী★ সাধারণত এয়ারলাইন্সগুলি যাত্রীকে সাত কেজির অধিক ওজনের মালামাল সাথে নিয়ে উড়োজাহাজে প্রবেশ কর...
23/02/2024

হ্যান্ড লাগেজ: যা জানা জরুরী
★ সাধারণত এয়ারলাইন্সগুলি যাত্রীকে সাত কেজির অধিক ওজনের মালামাল সাথে নিয়ে উড়োজাহাজে প্রবেশ করতে দেয় না। অনেক এয়ারলাইন্সের প্রবেশপথে যাত্রীর হ্যান্ড লাগেজ ওজন করার জন্য স্কেল রাখা হয়।

★ সাধারণত হ্যান্ড লাগেজ হিসাবে এক পিস এর বেশি লাগেজ নিতে দেওয়া হয় না৷ তবে কোলের শিশুর খাবার ও ডায়াপার, অসুস্থ যাত্রীর খাবার বা ওষুধ, নারী যাত্রীদের ব্যবহার্য পার্স, গরম কাপড় নিতে দেওয়া হতে পারে।

★ হ্যান্ড লাগেজের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি ৪৫ ইঞ্চির বেশি হতে পারবে না৷ অভিজ্ঞ এয়ারলাইন্স কর্মীরা যাত্রীর হ্যান্ড লাগেজ দেখে চোখের আন্দাজেই বুঝে নিবেন যে সেটার সাইজ অনুমোদিত সীমার চেয়ে বড়। তবে কোন কোন ক্ষেত্রে উড়োজাহাজের প্রবেশপথে হ্যান্ড লাগেজের সাইজ মাপার জন্য স্কেল থাকতে পারে।

★ উড়োজাহাজের ভিতরে যাত্রীর হ্যান্ড লাগেজ রাখার স্থান সীমিত। উপরে ওভারহেড বিন ছাড়াও যাত্রীর সামনের সিটের নীচে হ্যান্ড লাগেজ রাখা যায়। এর বাইরে কোন অবস্থাতেই হ্যান্ড লাগেজ রাখা যাবে না।

★ যাত্রীর বহন করে আনা হ্যান্ড লাগেজ সাইজে বড় হলে অথবা সংখ্যায় এক পিস এর বেশি হলে অথবা ওজনে ৭ কেজির বেশি হলে এয়ারলাইন্সের কর্মীরা তা বুকিংয়ে দিয়ে দিতে বাধ্য করতে পারে।

★ হ্যান্ড লাগেজ বুকিংয়ে দিয়ে দিতে বলা হলে যাত্রী অবশ্যই লাগেজের ভিতরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন/ট্যাব (যার ভিতরে ব্যাটারি আছে) নিজের সাথে নিয়ে নিবেন। কখনও কখনও এয়ারলাইন্স হ্যান্ড লাগেজ বুঝে নিয়ে যে ট্যাগ লাগিয়ে দেয়, সেখানেই এরকম নির্দেশনা থাকে। আমরা এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এরকম একটি ট্যাগের নমুনা সংযুক্ত করলাম।

★ মনে রাখতে হবে যে উড়োজাহাজে প্রবেশের জন্য নির্ধারিত সময় খুব কম থাকে৷ হ্যান্ড লাগেজ বুকিংয়ে দিয়ে দিতে বললে এয়ারলাইন্স কর্মীর সাথে তর্ক করা অথবা সিদ্ধান্তহীনতায় ভুগে দাঁড়িয়ে থাকা যাবে না৷ বরং লাগেজ থেকে দামি জিনিসগুলি নিজের পকেটে নিয়ে লাগেজ দ্রুত বুকিংয়ে দিয়ে দিতে হবে৷

★ যাত্রীর হ্যান্ড লাগেজ যথাসম্ভব ছোট হওয়া ভাল৷ হ্যান্ড লাগেজ হিসাবে এক পিস ছোট আকারের ব্যাকপ্যাক নিলে তা ওভারহেড বিন অথবা সামনের সিটের নীচে রাখা যাবে৷ হ্যান্ড লাগেজের আকার যত বড় হবে, সেটা বুকিংয়ে দিয়ে দেওয়ার নির্দেশনা পাওয়ার আশঙ্কা তত বাড়বে।

★ দুনিয়ার উন্নত দেশগুলির বিমানবন্দরেও ফেরেশতারা চাকরি করে না৷ আপনার লাগেজে টাকা, স্বর্ণের বার আর দামি মোবাইল রেখেই তা তাদের হাতে দিবেন, অথচ তারা তা কখনোই পকেটে ভরবে না, এমন আশা করবেন না ।

★ আমরা এখানে যে পরামর্শগুলি দিয়েছি সেগুলি মনোযোগ দিয়ে পড়ে অনুসরণ করুন। ইনশাল্লাহ আপনারা হ্যান্ড লাগেজ নিয়ে কোন ঝামেলায় পড়বেন না৷

বিদেশ গেছে, সে প্রবাসী। তার মানে এই নয় যে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোটি টাকা কামাচ্ছে।সেই প্রবাসী হয়তো টিকে থাকার জন্য দ...
20/02/2024

বিদেশ গেছে, সে প্রবাসী।
তার মানে এই নয় যে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোটি টাকা কামাচ্ছে।

সেই প্রবাসী হয়তো টিকে থাকার জন্য দিনরাত কাজ, ত্যাগ স্বীকার ও কষ্ট করছে।
বিদেশে গেছে মানেই সে লাইন হয়ে গেছে, টাকা পাঠাচ্ছে এই ধারণা ভূল।

অনেক প্রবাসী টাকা ধারদেনা করে, লোন করে, স্বর্ন-অলংকার বন্ধক বা বিক্রি করে, বন্ধু, আত্বীয় ইত্যাদি মানুষ থেকে টাকা যোগাড় করে বিদেশ যায়। গিয়ে শেষ নয়, সেখানে সেটিং হতে কারো ৬ মাস, কারো ১২ মাস কিংবা কারো ২/৩ বছর লাগে।
নিজে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয়।

আর স্বপ্ন দেখে প্রতিদিন, লোন গুলা দিতে পারলে, কিছু টাকা জমিয়ে দেশে যাবো।

স্বপ্ন বাস্তবায়নের জন্য যুদ্ধ চলছে তাদের।

মোঃ মেহেদী হাসান সুরুজ মালয়েশিয়া প্রবাসী

লোকেশন: BERJAYA TIMES SQUARE KUALALUMPUR এর সামনে Lalaport থেকে উঠানো।
পিছনে যেটা দেখা যাচ্ছে এটাই BERJAYA TIMES SQUARE KUALALUMPUR.

আজকের টাকার রেট আজ রবিবার ১৮/০২/২০২৪ অগ্ৰণী রেমিটেন্স হাউজ আপডেট। ৫% বোনাস সহ পাবেন ২৬.১৪ টাকা। একাউন্ট নাম্বারে শুধুমাত...
18/02/2024

আজকের টাকার রেট আজ রবিবার ১৮/০২/২০২৪ অগ্ৰণী রেমিটেন্স হাউজ আপডেট। ৫% বোনাস সহ পাবেন ২৬.১৪ টাকা। একাউন্ট নাম্বারে শুধুমাত্র বাংলাদেশর অগ্ৰণী ব্যাংকের একাউন্টে।

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই-বোন ও বন্ধুরা আপনাদেরকে জানাই MAYA T...
15/02/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই-বোন ও বন্ধুরা আপনাদেরকে জানাই MAYA TOURS & TRAVELS এর পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
কুয়ালালামপুর ঢাকা, ঢাকা কুয়ালালামপুর রুটের বিমান টিকেট স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি। সিঙ্গেল টিকিট ডাবল টিকিট, ব্যাগেজ বুকিং। মালয়েশিয়া ও বাংলাদেশ এর যে কোন জায়গা থেকে আমাদের মাধ্যমে অনলাইনে টিকিট কিনুন সহজে। অনলাইনে টিকিট ক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন +60167162902

MAYA TOURS & TRAVELS
Md. Mehedi Hassan Suruz
WhatsApp: +60167192902
Batu 4½, Jalan Meru, 41050 Klang, Selangor, Malaysia

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১শে ফেব্রুয়ারি (বুধবার) ২০২৪ “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিব...
13/02/2024

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১শে ফেব্রুয়ারি (বুধবার) ২০২৪ “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সকল দাপ্তরিক কার্যাদি বন্ধ থাকবে।
বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া।
Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia

Today Money exchange rate 13/02/2024 Tuesday Malaysia.NBL Money Transfer Sdn Bhd
13/02/2024

Today Money exchange rate 13/02/2024 Tuesday Malaysia.
NBL Money Transfer Sdn Bhd

Address

KualaLumpur
Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when Maya Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Kuala Lumpur

Show All