Creative Travels & Tours

Creative Travels & Tours Ticket Sales, Travel Agent, Tourist Services & photography
(1)

ঈদ পরবর্তী উমরাহ বুকিং চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন। Creative Travels & Tours
16/04/2024

ঈদ পরবর্তী উমরাহ বুকিং চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন।

Creative Travels & Tours

আসসালামু আলাইকুম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদ মোবারাক 🌷🥀
09/04/2024

আসসালামু আলাইকুম
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারাক 🌷🥀

03/04/2024

ঈদ পরবর্তী উমরাহ বুকিং চলছে। আগ্রহীরা যোগাযোগ করন

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
03/04/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)
ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ
আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন
এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world
--------------------------
বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে
আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।
বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে
এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

>>>>>ওমরা বুকিং চলছে
29/03/2024

>>>>>ওমরা বুকিং চলছে

25/03/2024
আমার ইউটিউব চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন 🙏🙏🙏🙏 https://youtube.com/?si=2DBzf9BRI5a3jPpf    প্লিজ এ...
28/08/2023

আমার ইউটিউব চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন 🙏🙏🙏🙏
https://youtube.com/?si=2DBzf9BRI5a3jPpf

প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন 🙏🙏

Welcome to my youtube channel

চলোনা হারিয়ে যাই যেখানে কোন নেটওয়ার্ক নেই 😀👉 বেশি বেশি ভ্রমণ করুন দেশকে জানুনCreative Travels & Tours
18/08/2023

চলোনা হারিয়ে যাই যেখানে কোন নেটওয়ার্ক নেই 😀

👉 বেশি বেশি ভ্রমণ করুন দেশকে জানুন
Creative Travels & Tours

শোক সংবাদঃকোটি কোটি মানুষের কলিজার টুকরা প্রিয় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব একটু আগে তিনি ইন্তেকাল করেছেন। "ইন্ন...
14/08/2023

শোক সংবাদঃ
কোটি কোটি মানুষের কলিজার টুকরা প্রিয় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব একটু আগে তিনি ইন্তেকাল করেছেন।
"ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন"
হে আল্লাহ কোরআন প্রেমি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রিয় মূহতারাম কে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দিন।

আমরা গভীর ভাবে শোকাহত

👉 দক্ষিণ চট্টগ্রাম সাতকনিয়া-লোহাগাড়া উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত গ্ৰামে পুনর্বাসন কার্যক্রমের জন্যচকবাজার ব্ল...
12/08/2023

👉 দক্ষিণ চট্টগ্রাম সাতকনিয়া-লোহাগাড়া উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত গ্ৰামে পুনর্বাসন কার্যক্রমের জন্য

চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব তহবিল গঠন করেছে।

বিত্তবান ও দানবীরসহ সকলকে সামর্থ্যনুযায়ী এগিয়ে আসার অনুরোধ রইল

👉 অনুদান পাঠাতে যোগাযোগ করুনঃ
০১৭৮৪০০০২০২ (বিকাশ),
০১৬১৭৭২৫৪৬৪ (নগদ) রিয়াজ,01835984732-(বিকাশ) সোহান।

✅ সার্বিক তত্ত্বাবধানেঃ
চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব

01/08/2023
08/07/2023

ওমানে একটা দোকানের জন্য একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার। কেউ আগ্রহী থাকলে দ্রুত যোগাযোগ করুন। Creative Travels & Tours

08/07/2023

ওমানের আর কয়েকটি সেলস ম্যান ও টেইলারিং ভিসা আছে যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করুন।
Creative Travels & Tours

>>>>>  হজ্ব পরবর্তী ওমরা বুকিং চলছে
07/07/2023

>>>>> হজ্ব পরবর্তী ওমরা বুকিং চলছে

21/06/2023

ওমানের ১০ টি টেইলারিং ও ৫ টি সেলস ম্যান ভিসা আছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। ১০০% জেনুইন। Creative Travels & Tours

৬ মাস ১ বছরের মাল্টিপল ভিসা ইন্ডিয়া   ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস;১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।২। ছবি ২ কপি রঙ্গ...
14/06/2023

৬ মাস ১ বছরের মাল্টিপল ভিসা

ইন্ডিয়া ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস;
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
২। ছবি ২ কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
৩। বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
৪। ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
৫। ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
৬। আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
৭। ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
৮। স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
৯। সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
১০। আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |
১১। ইন্ডিয়ান মেডিকেল এপারমেন্ট
উপরোক্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসুন

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট কার্ড...
14/06/2023

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :

১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)

কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

10/06/2023

ওমানের ১০ টি টেইলারিং ও ৫ টি সেলস ম্যান ভিসা আছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। Creative Travels & Tours

01/06/2023

সৌদিয়া আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করা হবে খুবই কম খরচে। আমরা শুধু প্রসেসিং করবো, ভিসা নিজ দায়িত্বে ম্যানেজ করবেন

Address

College Road, Chawkbazar
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Creative Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

CREATIVE SYSTEM

আসসালামু আলাইকুম, প্রিয় গ্রাহক আপনি কি কম্পিউটার, লেপটপ, সিসিটিভি ক্যামেরা ক্রয় ও সার্ভিসিং এবং এক্সেসরিজ ক্রয় এর কথা ভাবছেন? এখন আর কোন চিন্তা নয় আমরা আছি আপনার পাশে। আমাদের প্রতিষ্ঠানের উপর ১০০% আস্তা এবং বিশ্বাস রাখতে পারবেন সেইটাই নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি ক্রয় করতে আমাদের প্রতিষ্ঠান CREATIVE SYSTEM এ চলে আসুন।