GooFly24.com

GooFly24.com Make Your Sweet Memories With Us. Our Services:
Air Ticket
Hotel Booking
Visa
Passport
Umrah package

Here at Goofly24.com, we offer a world wide variety of travel services, including air tickets, hotel bookings and visa services for any destination at the lowest prices possible.

মাত্র ৩৪৯৯ টাকা ১-৩ ফেব্রুয়ারি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ৩ দিন ২ রাত  ট্যুর 😍🚞 যাত্রার তারিখঃ ০১ ফেব্রুয়া...
23/01/2024

মাত্র ৩৪৯৯ টাকা ১-৩ ফেব্রুয়ারি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ৩ দিন ২ রাত ট্যুর 😍

🚞 যাত্রার তারিখঃ ০১ ফেব্রুয়ারী সকাল ১০.০০ টা শাহ আমানত ব্রিজ থেকে যাত্রা শুরু ✨

🚋 ফেরার তারিখঃ

৩ ফেব্রুয়ারী দুপুর ৩:০০ টা কক্সবাজার থেকে রওনা দিব ইনশাআল্লাহ

ইভেন্ট ফিঃ

নন এসি রুমঃ ৩৪৯৯৳(এক রুমে ৪ জন)

কাপল ফিঃ

নন এসি রুমঃ৭৯৯৯ (এক রুমে ২ জন)

বুকিংঃ অফিসে এসে দিলে জনপ্রতি ২০০০৳

বিকাশে দিলে ২০৪০৳ (অফেরতযোগ্য)

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। মহিলা,কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের ৪ লাইনের সিটে অগ্রাধিকার দেওয়া হবে।

📢 ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।

--------------------------------------------------------------------

যোগাযোগের ঠিকানাঃ

================

অফিস : ১৭৪২ শেখ মুজিব রোড়, আগ্রবাদ শপিং কমপ্লেক্স, ২য় তলা,অর্কিড বিজনেস হোটেলের পাশে, আগ্রাবাদ,চট্টগ্রাম।

☎️ 01839440444 (Rahat)
☎️01625299020 (Joy)
☎️01814241242 (habib)

ট্যুর প্লানঃ

আমরা পহেলা ফেব্রুয়ারি চেয়ারকোচ বাস নিয়ে সকল ১০.০০টায় শাহ আমানত ব্রিজ একত্রিত হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবো

কক্সবাজার নেমে মেরিন ড্রাইভ রোডে পেঁচার দ্বীপ যেকোনো একটি রিসোর্টে চেক-ইন করে সমুদ্রে গোসল করতে চলে যাবো। এরমাঝে আপনি আপনার মত করে কক্সবাজারে নিজ খরচে সাইটসিন ও শপিং করতে পারবেন।

এই ইভেন্ট খরচে যা যা থাকছে।।

======================

☞ চট্টগ্রাম- কক্সবাজার - চট্টগ্রাম বাসের / ট্রেন টিকিট

☞ দুইদিনে মোট ১০ বেলা খাবার

☞ দুই রাত কক্সবাজার কোলোহল থেকে দূরেগ্রাম্য মনোরম পরিবেশে রিসোর্টে মানের থাকার খরচ

এই খরচে কি কি থাকছেনা

===================

👉 হাইওয়েতে যাত্রাবিরতির খাবার

👉 ঔষধ কিংবা ব্যক্তিগত খরচ

👉 প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।

👉 হিমছড়ি ইনানি যাতায়াত খরচ হিমছড়ি এন্ট্রি ফি ও পার্কিং খরচ।

👉 এন্টি ফি ( ব্যক্তিগত)

যা_যা_সাথে_নিতে_হবে ---
১ . পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা
২ . সানগ্লাস, হ্যাট
৩ .পানির বোতল
৪ .গামছা৷
৫. হালকা ব্যাগ
৬. প্রয়োজনীয় ওষুধ
৭. ক্যামেরা (আপন মনে অন্যের ছবি তোলার জন্য )
৮.পাওয়ার ব্যাংক।

খাবার মেন্যু🍝

========

১ম দিনঃ

======

সকালেঃ পরোটা, ডালভাজি/ডিম

দুপুর: সমুদ্রের মাছ+ শুটকি ভর্তা+ আলু ভর্তা+ সালাদ+ডাল+ ভাত

সন্ধ্যার নাস্তাতে : নুডুলস

রাতেঃ ভুনা খিচুড়ি+ চিকেন+ডিম

২য় দিনঃ

======

সকালেঃ পরোটা, ডালভাজি/ডিম

দুপুর: সমুদ্রের মাছ+ শুটকি ভর্তা+ আলু ভর্তা+ সালাদ+ডাল+ ভাত

সন্ধ্যার নাস্তাতে : নুডুলস

রাতেঃ ভুনা খিচুড়ি+ চিকেন+ডিম

(রাত ১২:০০ পরে বারবিকিউ হবে সাগর পাড়ে)

🖐️যারা যারা এই ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষন করছেন তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব পরিচিতরাও জয়েন করতে পারবেন।

বিঃদ্রঃ আমরা সবসময় বাজেট ট্যুর করে থাকি যারা সবকিছুতে অতিমাত্রায় প্রিমিয়াম সার্ভিস খুঁজেন তারা এই ইভেন্ট থেকে নিরাপদ দূরত্বে থাকুন এবং আন্তরিক সদস্যদের আমন্ত্রন রইলো ভ্রমণ সঙ্গী হিসেবে ।

ঘুরে দেখুন নিজের দেশ

কত্তো সুন্দর বাংলাদেশ।

🇧🇩

কম খরচে, ঘরে বসেই ঢাকা থেকে মাসকাটের টিকেট বুকিং করুন।এছাড়াও ঢাকা কিংবা চট্টগ্রাম, দেশ কিংবা বিদেশহোটেল, এয়ার টিকেট, ভিস...
23/01/2024

কম খরচে, ঘরে বসেই ঢাকা থেকে মাসকাটের টিকেট
বুকিং করুন।
এছাড়াও
ঢাকা কিংবা চট্টগ্রাম, দেশ কিংবা বিদেশ
হোটেল, এয়ার টিকেট, ভিসা,
পাসপোর্টসহ আরো অনেক কিছুই
শুধুমাত্র goofly24.com এ।

✈✈

কম খরচে, ঘরে বসেই বুকিং করুনঢাকা কিংবা চট্টগ্রাম, দেশ কিংবা বিদেশ, হোটেল, এয়ার টিকেট, ভিসা, পাসপোর্টসহ আরো অনেক কিছুইশুধ...
23/01/2024

কম খরচে, ঘরে বসেই বুকিং করুন
ঢাকা কিংবা চট্টগ্রাম, দেশ কিংবা বিদেশ,
হোটেল, এয়ার টিকেট, ভিসা,
পাসপোর্টসহ আরো অনেক কিছুই
শুধুমাত্র goofly24.com এ।

✈✈

ডলার এন্ড্রোসমেন্টের ঝামেলা থেকে মুক্তি পেতে ট্রাভেল কার্ড করতে সহায়তা নিন GooFly24.com এর আর নিশ্চিন্তে ভ্রমণ করুন ইন্ড...
23/01/2024

ডলার এন্ড্রোসমেন্টের ঝামেলা থেকে মুক্তি পেতে ট্রাভেল কার্ড করতে সহায়তা নিন GooFly24.com এর আর নিশ্চিন্তে ভ্রমণ করুন ইন্ডিয়া সহ অন্যন্য দেশ।

ট্রাভেল কার্ড কি , ইন্ডিয়া ভ্রমণে ট্রাভেল কার্ডের কেন প্রয়োজন...

যারা ইন্ডিয়াতে যাবেন বা যেতে চাচ্ছেন, তারা নিশ্চয়ই ভিসা করতে কাগজ পত্র জমা দিবেন ইন্ডিয়ান ভিসা সেন্টারে যেমন ঢাকা, খুলনা, যশোর, চট্টগ্রাম , রাজশাহী শাখা ইত্যাদি। আপনি যদি ভিসা করতে দেন, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে আপনার ডলার ইন্ডোরসমেন্ট করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে মিনিমাম ১৫০ ডলার ইন্ডোরসমেন্ট করতে হয় ১ টা পাসপোর্ট এর জন্য। অনেকে বিভিন্ন ব্যাংকে গিয়ে পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে ডলার হাতে হাতে নিয়ে নেন। কিন্তু আপনি যদি ইন্ডিয়া ভ্রমণ করেন সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে এই কাজটি সহজেই করতে পারেন কোন ঝামেলা ছাড়া। এই ব্যাংক থেকে ডলার ইন্ডোরসমেন্ট করলে আপনাকে নগদ ডলার দিবে না বরং একটা ট্রাভেল কার্ড দিবে যা আপনার টাকা ওই কার্ডে ডলার হিসেবে লোড করা থাকবে। আর এই কার্ড ইন্ডিয়া ছাড়াও বিশ্বের ম্যাক্সিমাম দেশে ব্যবহার করতে পারবেন শুধু ইজরাইল ও পাকিস্তান বাদে। বর্তমানে ইন্ডিয়ান ভিসা সেন্টারের ভিতরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বুথ থেকে এই ট্রাভেল কার্ডটি ক্রয় করতে পারেন।
এই কার্ড হয়তো আপনার কাছে ঝামেলা মনে হতে পারে কিন্তু এই কার্ড দিয়েই আপনি ইন্ডিয়ার ৯০% যায়গা ব্যবহার করতে পারবেন। আপনি যদি টুরিস্ট হন , আপনি ইন্ডিয়ার যেকোনো জায়গা থেকে এই কার্ড দিয়ে শপিং করতে পারবেন। বিগ বাজার সহ বড় বড় শপিং মল ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি চিকিসা ক্ষেত্রে যান, আপনি যেকোনো হসপিটাল এ এই কার্ড টি ব্যবহার করতে পারবেন। যেমন ডা: দেখাতে গেলে যে কোন হাসপাতাল যেমন সিমসি হসপিটাল ভাল্লোরে , অ্যাপোলো হসপিটাল অফ চেন্নাই, নিমহাস হসপিটাল অফ ভাঙ্গলোরে, টাটা ক্যান্সার হসপিটাল অফ মুম্বাই এছাড়াও আরো অনেক ভালো, মাঝারি হাসপাতালে। আবার আপনার শপিং করার ইচ্ছা হচ্ছে তাহলে ইন্ডিয়ার ম্যাক্সিমাম যায়গাতে এই কার্ড ব্যবহার করে আপনার বিল পরিশোধ করতে পারবেন।
এমনকি এই কার্ড দিয়ে আপনি ইন্ডিয়ার ভিসা সেন্টারে লেখা আছে যে কোন বুথ থেকে প্রতিদিন ১০,০০০ রুপি পর্যন্ত উঠাতে পারবেন। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বুথ তো ম্যাক্সিমাম যায়গাতে আছে। তাহলে বুঝতেই পারছেন একটা ট্রাভেল কার্ড কাছে থাকলে কত সুবিধা৷ টাকা পকেটে রাখারও কোন ঝামেলা নেই তবে মাছের বাজার, খাবার হোটেলে এই সুবিধা তেমন নেই তাই কিছু নগদ রুপি নিয়ে যাওয়া ভালো আর বুথ থেকে তো উঠাতে পারছেন, সো নো টেনশন।
একটা ট্রাভেল কার্ডে আপনি ৫০০০ ডলার পর্যন্ত লোড করে নিতে পারবেন। যদি ইন্ডিয়া, শ্রীলংকা মানে Saarc ভুক্ত দেশ হয়ে থাকে আর অন্য দেশ হলে ৭০০০ ডলার পর্যন্ত মানে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা আর ইন্ডিয়াতে ৪ লাখ টাকার মতো।
ট্রাভেল কার্ড করা কি সহজ?
উত্তরটি হলো জি, খুব ই সহজ। কোন ঝামেলা নেই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যেকোনো শাখাতে গেলেই এই কার্ড করতে পারবেন। ঢাকায় আবেদনকারীদের জন্য, যমুনা ফিউচার পার্ক আর ইন্ডিয়ান ভিসা সেন্টারে ভিতরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বুথ রয়েছে। সেখান থেকে খুবই সহজে কার্ডটি করতে পারবেন।
কিভাবে ট্রাভেল কার্ড করবেন?
অনেক ব্যাংককেই ট্রাভেল কার্ড করে থাকে। তবে ,আপনি যদি ইন্ডিয়া ভ্রমণে করতে চান তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে করাই ভালো হবে। অনেকটা মনের প্রশান্তিও বলতে পারেন এই ছাড়া আর কিছুই না।
ট্রাভেল কার্ড প্রসেসিং সিস্টেম (How to Get a Travel Card):
প্রথমে আপনার পাসপোর্ট থাকতে হবে তবেই এই ট্রাভেল কার্ড করতে পারবেন ভিসা হওয়ার আগেই মানে ইন্ডিয়ান ভিসাতে এপ্লাই করার আগে। মাত্র ১৫ মিনিটস লাগবে এই কার্ড করতে।
১। আপনার পাসপোর্ট এর মেইন পেজ ১ কপি ফটোকপি মানে যে পেজে ছবি ও ঠিকানা দেওয়া আছে।
২। আপনার ন্যাশনাল আইডির ১ কপি ফটোকপি
৩।২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। মূল পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।
৫। মিনিমাম ২০০ ডলার সমমূল্যের টাকা
এই সমস্ত কাগজ নিয়ে গেলেই আপনাকে ১৫ মিনিটের মধ্যে কার্ড করে দিবে। আপনি ব্যাংকে বা বুথ এ প্রবেশ করার পরে আপনি জিজ্ঞেস করবেন যে ট্রাভেল কার্ড কোথায় করবো। তাহলে বাকি কাজ ওরাই করে দিবে। তারপর ও বলছি, ব্যাংকে গেলে আপনার কাছে সমস্ত পেপারস চাইবে। পেপারস গুলোর সব ফটোকপি দেওয়ার পর আপনাকে ৩/৪ মিনিটস অপেক্ষা করতে হবে। তারপর আপনাকে ৩ পাতার একটা ফর্ম দিবে। এবার ওই ফর্ম এর ৩ জায়গায় সাক্ষর করবেন। এরপর কিছু সময় পর একটা প্রিন্ট করা স্লিপ দিবে। ওটা নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দিন। আর ৪/৫ মি অপেক্ষা করুণ, আপনার কার্ড ও পিন কোড দিয়ে দিবে ওদের খামে করে। ব্যাংক থেকে বের হওয়ার আগে চেক করে নিন কার্ড ও পিনের পেজ ঠিক আছে কিনা।
আপনার যদি ভ্রমণ, ভিসা ,ট্রিটমেন্ট ভিসা সংক্রান্ত, এয়ার টিকিট বা ভ্রমণ সংক্রান্ত কোন তথ্য দরকার হয় তাহলে আমাদের পেজ এ মেসেজ বা কমেন্টস করতে পারেন।
বি:দ্র: এখানে State Bank of India কে সাপোর্ট করেছি কারণ ইন্ডিয়া যেহেতু যাবেন তাই এই কার্ড বা ডলার ইন্ডোরসমেন্ট করলে ভিসা দ্রুত পাবেন, বলতে পারেন সাইকোলজিক্যাল। কিন্তু চাইলে যে কেউ অন্য ব্যাংক থেকেও কার্ড নিতে পারেন তাতে কোন সমস্যা নেই।
tourist squad

কুমিল্লা প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল। ১৭৩৩ সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য বিজয় করে এর সমতল অংশ সুবা...
23/01/2024

কুমিল্লা প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল। ১৭৩৩ সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য বিজয় করে এর সমতল অংশ সুবাহ বাংলার অন্তর্ভুক্ত করেন। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ত্রিপুরা দখল করে। ১৭৬৯ সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানী একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে ১৭৭৬ সালে কালেক্টরের অধীনস্থ করা হয়। ১৭৯০ সালে কোম্পানী শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি হয় করা হয়। তৎকালে বর্তমান কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মীরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয়, এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিল্লায়। ১৮২১ সালে ত্রিপুরা জেলাকে ভাগ করে বর্তমান নোয়াখালী, ফেনী, লক্ষীপুর নিয়ে ভূলুয়া জেলা গঠিত হয়, যা পরবর্তীতে নোয়াখালী নামকরণ করা হয়। ১৯৬০ সালে সদর দপ্তরের নামানুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। ১৯৮৪ সালে কুমিল্লার দু'টি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়।

দর্শনীয় স্থান:-

অভয় আশ্রম
অর্জুনতলা মসজিদ
আনন্দবিহার
ইটাখোলা মুড়া
উজিরপুর টিলা
উত্তর তেতাভূমি জমিদার বাড়ি
কর্নেলের মুড়া
কুটিলা মুড়া
কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন
কুমিল্লা জগন্নাথ মন্দির
কুমিল্লা বিমানবন্দর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
কুমিল্লা রেলস্টেশন
কুমিল্লা সেনানিবাস
কোটবাড়ি
কোটবাড়ি মুড়া
কোবা জামে মসজিদ, চর বাকর
গুণবতী রেলস্টেশন
চন্ডী মুড়া
চারপত্র মুড়া
চিতোড্ডা মসজিদ
ছিলা মুড়া
জগন্নাথ দীঘি, লাল মাঠ
জাহাপুর জমিদার বাড়ি
ধর্মসাগর
নজরুল ইন্সটিটিউট, কুমিল্লা
নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি
নূর মানিকচর জামে মসজিদ
পাক্কা মুড়া
বড় শরিফপুর মসজিদ
বালাগাজীর মুড়া
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী
বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন
বৈরাগী মুড়া
ভাউকসার জমিদার বাড়ি
ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি
ঘুরঘার বিল
ভোজ রাজার বিহার
মজিদপুর জমিদার বাড়ি
ময়নামতি
ময়নামতি ওয়ার সেমেট্রি
ময়নামতি ঢিবি ১
ময়নামতি ঢিবি ১ক
ময়নামতি ঢিবি ১খ
ময়নামতি ঢিবি ২ক
ময়নামতি ঢিবি ২খ
মহেশ চ্যারিটেবল ট্রাস্ট
রাখাল রাজার জমিদার বাড়ি
রাজ রাজেশ্বরী কালী বাড়ী
রাজেশপুর ইকো পার্ক
রাজেশপুর ইকোপার্ক
রাণী ময়নামতি প্রাসাদ ও মন্দির
রূপবান কন্যা (রূপবানী) মুড়া
রূপবান মুড়া
লতিকোট মুড়া
লাকসাম রেলওয়ে জংশন
লালমাই চন্ডী মন্দির
লালমাই পাহাড়
লালমাই রেলওয়ে স্টেশন
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম
শালবন বৌদ্ধ বিহার
শাহ্পুর দরগাহ্ শরীফ
শালবন বৌদ্ধ বিহার
শাহ সুজা মসজিদ
শ্রীকাইল সরকারি কলেজ
সতেররত্ন মন্দির
হাতিগাড়া মুড়া
হোচ্ছাম হায়দার চৌধুরীর জমিদার বাড়ি
ম্যাজিক প্যারাডাইস পার্ক

ছবি ও তথ্য সংগ্রহ :-উইকিপিডিয়া

হবে নাকি গোফ্লাই এর সাথে কক্সবাজার অভিযান?বিস্তারতি আসছে ...........
22/01/2024

হবে নাকি গোফ্লাই এর সাথে কক্সবাজার অভিযান?

বিস্তারতি আসছে ...........

সিলেট সম্পর্কে ইতিহাসবিদেরা বলেন, বহুযুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে যে, "হরিকে...
22/01/2024

সিলেট সম্পর্কে ইতিহাসবিদেরা বলেন, বহুযুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে যে, "হরিকেল রাজত্বের" মূল ভূখণ্ড ছিল এই সিলেট। চতুর্দশ শতকের দিকে এই অঞ্চলে ইসলামি প্রভাব দেখা যায় সুফী দার্শনিকদের আগমনের মাধ্যমে। ১৩০৩ সালে কালৈতিহাসিক মুসলিম ধর্মপ্রচারক হযরত শাহ জালাল রহ.-এর আবির্ভাব ঘটে এই সময়ে। তিনি মক্কা থেকে দিল্লি ও ঢাকা হয়ে এই এলাকায় আসেন। তার আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে ও তার অনুসারী ৩৬০ জনের মাধ্যমে আরও অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে তা দেশের অন্যত্র ও ছড়িয়ে পড়ে। তার দরগাহ সিলেটের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়।একসময় তার নামানুসারে এ অঞ্চল জালালাবাদ নামে পরিচিত হয়। হযরত শাহ্ পরান ও শাহ্ কামাল কাহাফানের সান্নিধ্যে এসেও অনেকে বৌদ্ধ ও হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর শাসনামলে ইন্ডিয়ান লস্করেরা এই এলাকায় তাঁবেদারি শাসন চালাতো।১৭৭৮ সালে রবার্ট লিন্ডসে কে সিলেটের দায়ভার দেয়া হয়। তবে তখনকার স্থানীয় সিলেটিরা তাকে ভালোভাবে নেয় নি। ১৭৮১ সালে এই এলাকায় একটি বড় ধরনের বন্যা হয়েছিল। এতে অসংখ্য ফসল ও পাখি মারা যায়। স্থানীয়রা এজন্য ব্রিটিশদের দায়ী করে। এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন সৈয়দ হাদী ও সৈয়দ মাহাদী (পীরজাদা নামে পরিচিত)। লিন্ডসের সাথে তখন তাদের যুদ্ধ সংঘটিত হয় যাতে প্রচুর ভারতীয় তস্কর অংশ নেয়। ফলশ্রুতিতে অনেকেই সিলেট ছেড়ে লন্ডনে চলে যায় ও বসতি গড়ে তোলে। ব্রিটিশ শাসনের সময় আসাম ও সিলেট একত্রিত হয়ে আসামের অংশ ছিল। পরবর্তীতে ভারত ও পাকিস্তান আলাদা দেশ গঠনের সময় আসাম ও সিলেট আলাদা হয়ে যায়। ১৯৭১-এর যুদ্ধে জয়লাভের পর এটি পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ-এর ভূখণ্ডে পড়ে।

সিলেট শহরের অন্যতম দর্শনীয় স্থানসমূহ হলো:

হযরত শাহজালালের দরগাহ
শাহী ঈদগাহ
শাহ পরাণের মাজার
গাজী বুরহান উদ্দীনের মাজার
ক্বীন ব্রীজ
আলী আমজদের ঘড়ি
মালনি ছড়া চা বাগান
মুরারিচাঁদ কলেজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মিউজিয়াম অব রাজাস
টিলাগড় ইকোপার্ক
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ
জিতু মিয়ার বাড়ী
জাফলং

ছবি ও তথ্য সংগ্রহ :- উইকিপিডিয়া

জীবনকে দিন স্বস্তি,বাড়িয়ে নিন আপনার গতি।খুব সহজে সেবা দিতে Goofly24.com আছে আপনার পাশে। ➡️ নতুন পাসপোর্ট তৈরী,রিনিউ কিংব...
21/01/2024

জীবনকে দিন স্বস্তি,বাড়িয়ে নিন আপনার গতি।
খুব সহজে সেবা দিতে Goofly24.com আছে আপনার পাশে।

➡️ নতুন পাসপোর্ট তৈরী,রিনিউ কিংবা আপনার স্বাদের পাসপোর্টটি ভুলে ভরা তাই নিয়ে ভুগছেন দুশ্চিন্তায়??

🌐 আমাদের আরো কিছু সেবা:-
বিমান টিকেট
হোটেল বুকিং
ভিসা

✆ কোন সার্ভিসটি পেতে চান তা জানিয়ে ইনবক্স করুন অথবা ফোন করুন 01928400322,01814241242 এই নম্বরে।

what's app no :01839440444

ভ্রমণ অথবা ব্যবসা কিংবা চিকিৎসা যেকোন প্রয়োজনে আমাদের পছন্দের প্রথম দিগের সারিতে আছে ভারত।আর ভারত যেতে অবশ্যই আমাদের ভিস...
21/01/2024

ভ্রমণ অথবা ব্যবসা কিংবা চিকিৎসা যেকোন প্রয়োজনে আমাদের পছন্দের প্রথম দিগের সারিতে আছে ভারত।
আর ভারত যেতে অবশ্যই আমাদের ভিসার প্রয়োজন।
আর আপনার ভিসার প্রয়োজনীয়তা মিটাতে GooFly24.com এর অভিজ্ঞ টিম আছে আপনার পাশে।
শুদ্ধ ভাবে ভিসার ফরম পূরণ এবং সুন্দর ভাবে ফাইল রেড়ি করি এ্যাম্বেসি ফেইস করলে যেকোন দেশের ভিসা পাওয়ার নিশ্চয়তা অবশ্যই অনেকাংশেই বেড়ে যায়।তাই সস্তায় এদিগ সেদিগ না দৌঁড়ে চলে আসুন আমাদের অফিসে। আর এগিয়ে থাকুন ভিসা পাওয়াদের দলে প্রথম সারিতে।

বিস্তারিত জানতে :-ইনবক্স করুন অথবা ফোন করুন ০১৮৩৯-৪৪০৪৪৪ (হোয়াটসঅ্যাপ)

অফিস :-১৭৪২ শেখ মুজিব রোড়, আগ্রবাদ শপিং কমপ্লেক্স, ২য় তলা,অর্কিড বিজনেস হোটেলের পাশে, আগ্রাবাদ,চট্টগ্রাম।

বগুড়ার ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্যযুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রা...
21/01/2024

বগুড়ার ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্যযুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রাচীন নাম পৌণ্ড্রবর্ধন ও এটি বরেন্দ্রভূমি বলে খ্যাত অঞ্চলের অংশবিশেষ। আজকের রাজশাহীও এই অঞ্চলভুক্ত ছিল। অঞ্চলটি ৯ থেকে ১২ শতক সেন রাজাদের দ্বারা শাসিত হয়। পরে ১৩শ শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে আসে। ১৩শ শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে যায়। তারপরও সেন বংশের নৃপতিরা সামন্তপ্রধান হিসাবে প্রায় ১০০ বছর শাসনকার্য চালায়। এরপর অচ্যুত সেনের আচরণে রাগান্বিত হয়ে গৌড়ের বাহাদুর শাহ (?-১৫৩৭) সেনদের বিতাড়িত করেন।[৩] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া ৭ নং সেক্টরের অধীনে ছিল।

দর্শনীয় স্থান:-

মহাস্থানগড়
গোকুল মেধ (বেহুলার বাসরঘর)
ভাসু বিহার
শীলাদেবীর ঘাট
গোবিন্দভিটা
প্রেম যমুনার ঘাট (সারিয়াকান্দি)
রাজা পরশুরামের বাড়ি
জীয়ত কুণ্ড
শাহ সুলতান বলখি (রহ.) এর মাজার
মহাস্থানগড় যাদুঘর
যোগীর ভবণ
‍‍‌নুর‌ইল বিল, শেখেরকোলা,বগুড়া
ভীমের জাঙ্গাল
খেরুয়া মসজিদ
নবাব বাড়ি (সাবেক নীল কুঠির)
বিজয়াঙ্গন যাদুঘর, বগুড়া সেনানিবাস, শাজাহানপুর (মুক্তিযুদ্ধভিত্তিক)
শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম,
পল্লী উন্নয়ন একাডেমী, শেরপুর,
বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ,
মম-ইন, ঠেঙ্গামারা, বগুড়া সদর
হোটেল নাজ গার্ডেন, ছিলিমপুর, বগুড়া সদর
পর্যটন মোটেল, বনানী, বগুড়া সদর
ওয়ান্ডারল্যান্ড পার্ক, বগুড়া সদর
মম-ইন ইকো পার্ক, ঠেঙ্গামারা, বগুড়া সদর
রানার প্লাজা (শপিংমল), বগুড়া সদর।
পৌরপার্ক [সাতমাথা,বগুড়া]
জিয়া বাড়ি [শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মস্থান, বাগবাড়ি, গাবতলী উপজেলা, বগুড়া ]
নলডুবী মাজার শরীফ ( বগুড়া শহর থেকে ২২ কি.মি. দূরে কাহালু উপজেলাধীন নলডুবী গ্রামে অবস্থিত।)

তথ্য সংগ্রহ ও ছবি :-উইকিপিডিয়া।

😍এয়ার টিকেট করুন নিমিষেই...😍🥰ঘরে বসে টিকেট করুন কোন ঝামেলা ছাড়াই😍👉এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন যে সকল সেবা সমূহ: ✈️ বিমান ...
21/01/2024

😍এয়ার টিকেট করুন নিমিষেই...😍
🥰ঘরে বসে টিকেট করুন কোন ঝামেলা ছাড়াই😍

👉এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন যে সকল সেবা সমূহ:
✈️ বিমান টিকেট (অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক)
✈️ হোটেল সুবিধা (দেশ ও বিদেশে)
✈️ পাসপোর্ট নিয়ে জটিলতা
✈️ সহজেই ভিসা প্রসেসিং
✈️ স্পেশাল উমরাহ্ প্যাকেজ
✈️ ট্রান্সপোর্ট সুবিধা

What's app :-01839440444

www.goofly24.com

‘আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’অর্থ : হে আল্লাহ! আমি ওমরার ইচ্ছা করছি; আপনি আমার...
20/01/2024

‘আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’
অর্থ : হে আল্লাহ! আমি ওমরার ইচ্ছা করছি; আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন।’

বিমান টিকেট, পাসপোর্ট, ভিসা, অভিজ্ঞ গাইড, মক্কা-মদিনায় থাকা-খাওয়ার সুব্যবস্থাসহ উমরার স্পেশাল প্যাকেজ সম্পর্কে জানতে যোগাযোগ করুন আমাদের সাথে: www.goofly24.com

পুরান ঢাকা ঢাকা মহানগরীর আদি অঞ্চলটিকে বলা হয়। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাধারণ বাঙালি সংস্কৃতি থেকে এখানকার সংস্কৃতি...
20/01/2024

পুরান ঢাকা ঢাকা মহানগরীর আদি অঞ্চলটিকে বলা হয়। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাধারণ বাঙালি সংস্কৃতি থেকে এখানকার সংস্কৃতি অনেকটাই ভিন্নতর। পুরান ঢাকা পূর্ব-পশ্চিমে গেন্ডারিয়া ফরিদাবাদ থেকে হাজারীবাগ ট্যানারি মোড় পর্যন্ত এবং দক্ষিণে ঢাকা সদরঘাট থেকে নবাবপুর পর্যন্ত বিস্তৃত।

ইতিহাস পর্যবেক্ষণে জানা যায়, পুরান ঢাকা একসময় অত্যন্ত সুপরিকল্পিত, সুন্দর ও ছিমছাম একটি শহর ছিলো। কিন্তু মুঘল শাসকদের পতনের পর থেকে পুরান ঢাকা'র ভাগ্যে বিপর্যয় নেমে আসে। ব্রিটিশ শাসকরা এ শহরের কিছু দেখভাল করলেও বর্তমান সময়ের প্রশাসনযন্ত্রের অবহেলায় পুরান ঢাকা ধীরে ধীরে তার শ্রী হারিয়ে ফেলছে।

ছবি: ১৮৬১ সালের একটি চিত্রকর্মে পুরান ঢাকা

Source: wikipedia

কম খরচে, ঘরে বসেই বুকিং করুনঢাকা কিংবা চট্টগ্রাম, দেশ কিংবা বিদেশ, হোটেল, এয়ার টিকেট, ভিসা, পাসপোর্টসহ আরো অনেক কিছুইশুধ...
18/01/2024

কম খরচে, ঘরে বসেই বুকিং করুন
ঢাকা কিংবা চট্টগ্রাম, দেশ কিংবা বিদেশ,
হোটেল, এয়ার টিকেট, ভিসা,
পাসপোর্টসহ আরো অনেক কিছুই
শুধুমাত্র goofly24.com এ।

✈✈

জীবনকে দিন স্বস্তি,বাড়িয়ে নিন আপনার গতি।খুব সহজে  সেবা দিতে Goofly24.com আছে আপনার পাশে। 🌐 সবচেয়ে কম ফেয়ারে ঘরে বসে বিমা...
18/01/2024

জীবনকে দিন স্বস্তি,বাড়িয়ে নিন আপনার গতি।
খুব সহজে সেবা দিতে Goofly24.com আছে আপনার পাশে।

🌐 সবচেয়ে কম ফেয়ারে ঘরে বসে বিমান টিকিট পেতে চান??

➡️ নতুন পাসপোর্ট তৈরী,রিনিউ কিংবা আপনার স্বাদের পাসপোর্টটি ভুলে ভরা তাই নিয়ে ভুগছেন দুশ্চিন্তায়??

🚾 ইন্ডিয়া,থাইল্যান্ড, দুবাই এর ভিসা পেতে চান?

➡️ উমরাহ ভিসা নিয়ে পরিবার নিয়ে উমরাহ করতে কিংবা সাশ্রয়ী উমরাহ প্যাকেজ খুঁজছেন???

🛂 আপনার সব চাওয়াকে হাতের মুঠোয় নিয়ে আসতে আপনার পাশে আছে Goofly24.com

✆ কোন সার্ভিসটি পেতে চান তা জানিয়ে ইনবক্স করুন অথবা ফোন করুন:-
01928400322

01839440444 (what's app) এই নম্বরে।

শীত তো চলে যাচ্ছে আপনি যাচ্ছেন কোথায়? আপনার ট্যুর প্ল্যান শেয়ার করুন আমাদের সাথে প্ল্যান আপনার, ব্যবস্থা আমাদের। 🥰      ...
16/01/2024

শীত তো চলে যাচ্ছে
আপনি যাচ্ছেন কোথায়?
আপনার ট্যুর প্ল্যান শেয়ার করুন আমাদের সাথে
প্ল্যান আপনার, ব্যবস্থা আমাদের। 🥰

জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। না হলে জীবনের মানেই হারিয়ে যাবে।
14/01/2024

জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। না হলে জীবনের মানেই হারিয়ে যাবে।

জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। না হলে জীবনের মানেই হারিয়ে যাবে।
10/01/2024

জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। না হলে জীবনের মানেই হারিয়ে যাবে।

An adventure a day keeps the doctor away.🥰
05/01/2024

An adventure a day keeps the doctor away.🥰

03/01/2024

ছুটির সময় ভ্রমণ নয়,
ভ্রমণের জন্য ছুটি নিন।

02/01/2024

Take a Break
Make a Plan
Come out with us

01/01/2024

বছরের ট্রিপগুলো প্ল্যান করুন goofly24.com এর সাথে🥰

09/12/2023

গোফ্লাই এর সাথে থাকুন,আর সবচেয়ে কম রেটে নিন যেকোন সার্ভিস।

জীবনকে দিন স্বস্তি,বাড়িয়ে নিন আপনার গতি।খুব সহজে  সেবা দিতে Goofly24.com আছে আপনার পাশে। ➡️ নতুন পাসপোর্ট তৈরী,রিনিউ কিং...
04/12/2023

জীবনকে দিন স্বস্তি,বাড়িয়ে নিন আপনার গতি।
খুব সহজে সেবা দিতে Goofly24.com আছে আপনার পাশে।

➡️ নতুন পাসপোর্ট তৈরী,রিনিউ কিংবা আপনার স্বাদের পাসপোর্টটি ভুলে ভরা তাই নিয়ে ভুগছেন দুশ্চিন্তায়??

🌍 ঘরে বসে বিমান টিকিট পেতে চান??

🚾 ইন্ডিয়া,থাইল্যান্ড, দুবাই এর ভিসা পেতে চান?

➡️ উমরাহ ভিসা নিয়ে পরিবার নিয়ে উমরাহ করতে কিংবা সাশ্রয়ী উমরাহ প্যাকেজ খুঁজছেন???

🛂 আপনার সব চাওয়াকে হাতের মুঠোয় নিয়ে আসতে আপনার পাশে আছে Goofly24.com

✆ কোন সার্ভিসটি পেতে চান তা জানিয়ে ইনবক্স করুন অথবা ফোন করুন:-
01928400322

01839440444 (what's app) এই নম্বরে।

28/11/2023

সাইক্লিং করুন সুস্থ থাকুন।

Address

1st Floor, Agrabad Shopping Complex, 1742 Sheikh Mujib Road, Beside Orchid Business Hotel, Chowmuhony, Agrabad
Chittagong
4200

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 16:00
Saturday 11:00 - 17:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801839440444

Alerts

Be the first to know and let us send you an email when GooFly24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GooFly24.com:

Videos

Share

Nearby travel agencies