![ভারতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের চেন্নাই ও কলকাতা থেকে স্পেশাল ফ্লাইট পরিচালনা করবে দেশের ...](https://img3.travelagents10.com/975/313/2836584449753138.jpg)
19/04/2020
ভারতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের চেন্নাই ও কলকাতা থেকে স্পেশাল ফ্লাইট পরিচালনা করবে দেশের বৃহত্তম প্রাইভেট এয়ারলাইনস ইউ এস বাংলা।
আগামী ২০ এপ্রিল থেকে ২৫ শে এপ্রিল পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবে করবে এই এয়ারলাইনসটি।
ইউ এস বাংলার অফিসিয়াল ওয়েবসাইট অথবা যেকোন ট্রাভেল এজেন্ট থেকে আপনি টিকেট করতে পারবেন।
ছবিতে ফ্লাইট শিডিউল দেয়া আছে।