মুনজিয়াত ট্রাভেলস এন্ড ট্যুরস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মুনজিয়াত ট্রাভেলস এন্ড ট্যুরস

মুনজিয়াত ট্রাভেলস এন্ড ট্যুরস Travel agency

হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ ।৯ মে ২০২৪ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট । হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্থা...
06/05/2024

হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ ।

৯ মে ২০২৪ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট । হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। হজের সফর হয় কম বেশি ৪০ দিন । তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা। একটি বড় লাগেজ যা বিমানে বুকিংএ দেওয়া হয়, অন্যটি হাতব্যাগে। বিমানে হাতে ৭ কেজি ব্যাগ বহন করা যায়। রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায়। নানাবিধ কারণে কারও কারও লাগেজ ব্যাগ হারিয়ে যায়। যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায়। ফলে ওই কয়দিন হজযাত্রীর অসুবিধা হয়।
হজযাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনায় পরলেও যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় সে ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো।
• হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে দুই লাগেজে (বড় লাগেজ ও হাত ব্যাগে) ভাগ করে নিতে হবে।
• ৫০ দিনের সফরে ধরা যাক, ১০ সেট কাপড় নেবেন। এর থেকে ২-৩ সেট কাপড় হাত ব্যাগে নিতে পারেন। বাকি ৭-৮ সেট বড় লাগেজে থাকবে।
• ৫০ দিনের ওষুধগুলো দুটি ভাগে ভাগ করুন। ২০ দিনের ওষুধ থাকবে হাত ব্যাগে বাকি ৩০ দিনের ওষুধ বড় লাগেজে নেবেন।
• মক্কা মদিনায় শুষ্কতার কারণে হাত, পা, ত্বক ফেটে যায়। ভেসলিন বা পা মোজা ব্যবহার করতে পারেন। ভেসলিন সৌদি আরবে কাছের দোকানে কিনতে পাওয়া যায়।
• পেস্ট , ব্রাশ, মোবাইল চার্জার, একসেট ইহরাম কাপড় এবং দুই ফিতার সেন্ডেল(পুরুষদের জন্য) হাত ব্যাগে নিতে পারেন।
• সৌদি আরবের তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে । সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ও কম থাকে হজযাত্রীদের বেশ কিছু অসুবিধে দেখা যায়। এ বিষয়ে সতর্কতা থাকতে হবে।
• দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন।
• অপরিচিত কারও মালামাল নিজের ব্যাগে রাখবেন না।
• ভিসার কপি, পাসপোর্ট, টাকা পয়সা, বিমান টিকেট, হজের বই, অন্য কাগজ হাত ব্যাগে নেবেন।
• দেশে ফেরার সময় প্রত্যেক হজযাত্রী ২টি লাগেজে ২৩ কেজি করে ৪৬ কেজি মালামাল এবং কেবিন ব্যাগেজে হাতে ৭ কেজি বিমানে আনতে পারবেন।
• প্রত্যেক হাজি ৫ লিটার জমজমের পানি পাবেন যাহা দেশে ফেরার সময় ঢাকা বিমান বন্দর থেকে সংগ্রহ করতে হবে।
• যেকোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ (এম এল)-এর বেশি তরল পদার্থ হাত ব্যাগেজে বহন করা যাবে না।
• ছুরি, কাঁচি ধারালো কিছু হাত ব্যাগে নেবেন না।
• কোনো প্রকার খাদ্যসামগ্রী সঙ্গে নেওয়া যাবে না।
• লাগেজ স্যুটকেস অথবা ট্রলিব্যাগ (৬৫ x ৪৫ x ২৫ সেমি ) হতে হবে। কোনো অবস্থায় গোলাকৃতি, দড়িবাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না।
• সৌদি আরব বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে।

21/04/2024
10/02/2024

https://ehaj.hajj.gov.bd/news/uploads/65c70cb5de48d0.910480001707543733.pdf

25/01/2024

সম্মানিত হাজী,আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি ইতমধ্যেই অবগত হয়েছেন যে, আগামী ২০২৪ খ্রীঃ সনের পবিত...
13/11/2023

সম্মানিত হাজী,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আপনি ইতমধ্যেই অবগত হয়েছেন যে, আগামী ২০২৪ খ্রীঃ সনের পবিত্র হজ্ব পালনের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত থাকার বাধ্যবাদকতা রয়েছে । সেই লক্ষ্যে আপনার পাসপোর্ট টি ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত মেয়াদ না থাকিলে দ্রুততম সময়ের মধ্যে নবায়নের জন্য অনুরোধ করা হইল। উল্লেখ থাকে যে, সরকার নির্ধারিত সিরিয়াল নাম্বার ৯১০০৯৬ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে নিবন্ধন আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখ হতে শুরু হবে এবং নিবন্ধন ফি - ২,০৫,০০০ টাকা জনপ্রতি।

ধন্যবাদান্তে
মুনজিয়াত ট্রাভেলস্ এন্ড ট্যুরস্

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"‼️💞🔹৫ জায়গা হল;১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও ৫. বাইতুল্লাহ।🔹৫ দিন হল; ...
15/05/2023

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"‼️💞

🔹৫ জায়গা হল;
১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও
৫. বাইতুল্লাহ।

🔹৫ দিন হল;
জুলহিজ্জাহ (জিলহজ্জ) মাসের ৮. ৯. ১০. ১১. ১২।

🔹৯ কাজ হল;
তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব
===
ফরজ তিনটি; ১. ইহরাম ২. আরাফা ৩. তওয়াফে জিয়ারত।
===
ওয়াজিব ৬টি হল;
১. মুজদালফা ২. কঙ্কর ৩. কুরবানী ৪. মাথা কামানী ৫. সাঈ ৬. বিদায়ী তওয়াফ

🔹খোলাসা কথা,
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫টি আর কাজ হল মাত্র ৯টি।
ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ সকল হাজীদের হজ্বকে কবুল করুক।
আমীন।

ধন্যবাদান্তে - মুনজিয়াত ট্রাভেলস এন্ড ট্যুরস

পূর্বের ক্রমিক সহ বর্তমার ক্রমিক ৮৮৬১৯০ নাম্বার পর্যন্ত হজ্বযাত্রীদের নিবন্ধনের সময় পুনরায় ১৬.০৩.২০২৩ খ্রিঃ বিকাল ৪ টা প...
07/03/2023

পূর্বের ক্রমিক সহ বর্তমার ক্রমিক ৮৮৬১৯০ নাম্বার পর্যন্ত হজ্বযাত্রীদের নিবন্ধনের সময় পুনরায় ১৬.০৩.২০২৩ খ্রিঃ বিকাল ৪ টা পর্যন্ত বর্ধিত করেছে সরকার। এই বর্ধিত তারিখের পরে আর সময় বৃদ্ধি করা হবে না মর্মে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রিয় হাজীআসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি ইতমধ্যেই অবগত হয়েছেন যে, আপনার আগামী ২০২৩ সনের পবিত্র হ...
04/02/2023

প্রিয় হাজী
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আপনি ইতমধ্যেই অবগত হয়েছেন যে, আপনার আগামী ২০২৩ সনের পবিত্র হজ্ব পালনের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত থাকার বাধ্যবাদকতা রয়েছে । সেই লক্ষ্যে আপনার পাসপোর্ট টি ৩১ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ না থাকিলে দ্রুততম সময়ের মধ্যে নবায়নের জন্য অনুরোধ করা হইল। উল্লেখ থাকে যে, সরকার নির্ধারিত সিরিয়াল নাম্বার অনুযায়ী পবিত্র হজ্বে গমনের নিবন্ধন হইবে এবং নিবন্ধন ফি - ২,০৬,৯৫৮ টাকা।

দন্যবাদান্তে
মুনজিয়াত ট্রাভেলস্ এন্ড ট্যুরস্

 #বেসরকারি_ব্যবস্থাপনায়ও_হজের_খরচ_বাড়ল_জনপ্রতি_৬,৭২,৬১৮_টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার পর বেসরকারি ব্যবস্থা...
02/02/2023

#বেসরকারি_ব্যবস্থাপনায়ও_হজের_খরচ_বাড়ল_জনপ্রতি_৬,৭২,৬১৮_টাকা।

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার পর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচও ঘোষণা করা হয়েছে। চলতি মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গতবারের চেয়ে খরচ ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেড়েছে, গতবার যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কোরবানি ছাড়া সর্বনিম্ন প্যাকেজ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। কোরবানির খরচ হজ্বযাত্রীদের সাথে নিতে হবে। ঘোষিত প্যাকেজে হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ দেড় হাজার মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করবেন।

তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ করা হয়েছে। তবে প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবেন। খরচ বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধিতে আনুষঙ্গিক খরচ বাড়ায় বেসরকারি ব্যবস্থাপনাতেও খরচ বেড়েছে।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে বলে জানান হাব সভাপতি। উল্লেখ্য, এরআগে বুধবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

https://www.bd-pratidin.com/national/2023/02/02/854672?fbclid=IwAR0bzBhxFkb4yhRfvntUWEYOA1i68Y4YTgn3uEA0LwnLyXMXR8MQqG1w2Xo

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার পর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচও ঘোষণা করা হয়েছে। চলতি মৌসুমে বেসরকারি...

সম্প্রতি একটি অসাধুচক্র ফেইক ইমেইলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক কিছু ট্রাভেল এজেন্সিকে কালো তালিকাভূক্ত কর...
15/01/2023

সম্প্রতি একটি অসাধুচক্র ফেইক ইমেইলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক কিছু ট্রাভেল এজেন্সিকে কালো তালিকাভূক্ত করা হয়েছে মর্মে বার্তা ছড়াচ্ছে। বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে বিমানের কোন সংশ্লিষ্টতা নেই। বিমান কর্তৃক ট্রাভেল এজন্সিসমুহকে কালো তালিকাভূক্ত করার বিষয়ে কোন নোটিশ জারি করা হয়নি।

বিমান-এর নাম ও লোগো ব্যবহার করে প্রেরিত এ ধরনের ফেইক ইমেইল বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

https://www.biman-airlines.com/news-details/65

31/05/2022
এবার হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬২ হাজার।।করোনা মহামারির প্রকোপের মধ্যে দুই বছর বন্ধ থাকার পর এবার বাংলাদেশিরা হজের সুযোগ ...
11/05/2022

এবার হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬২ হাজার।।

করোনা মহামারির প্রকোপের মধ্যে দুই বছর বন্ধ থাকার পর এবার বাংলাদেশিরা হজের সুযোগ পাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় সর্বনিম্ন প্যাকেজে খরচ বেড়েছে লাখ টাকার বেশি। এবার চার লাখ ৬২ হাজার টাকার কমে কেউ হজে যেতে পারবেন না।

বুধবার (১১ মে) দুপুরে সচিবালয়ে এবারের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

এবারও দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন প্যাকেজ চার লাখ ৬২ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা।

নিউজ : ইনকিলাব অনলাইন ডেস্ক।
প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ১:৫৯ পিএম

হে আল্লাহ কাবার পথিকদের কবুল করুন।।বর্তমান চিত্র - 20/02/2022
20/02/2022

হে আল্লাহ কাবার পথিকদের কবুল করুন।।
বর্তমান চিত্র - 20/02/2022

https://youtu.be/AJo6CtIbrCI
02/12/2020

https://youtu.be/AJo6CtIbrCI

ম্যাক্রোর তীব্র প্রতিবাদ ।। আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।। Alhajj Abdullah Al Mahmud #ম্যাক্রো

https://youtu.be/neBIWCg6bQY
27/11/2020

https://youtu.be/neBIWCg6bQY

koto sundar ki kore bujai Allah | তুমি কত সুন্দর ।আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ।S...

https://youtu.be/EXT0wYcIECw
01/11/2020

https://youtu.be/EXT0wYcIECw

@ Please Subscribe Our channel Song: Malik Tumi Jannate (মালিক তুমি জান্নাতে) Singer: Ismail hossen Lyrics & Tune: Abul Ala Masum Sound & Video disign : Abdu...

অসাধারণ নজরুল সংগীত ।। আশা করি সবার ভাল লাগবে।।ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।।https://y...
19/10/2020

অসাধারণ নজরুল সংগীত ।। আশা করি সবার ভাল লাগবে।।
ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।।
https://youtu.be/UuIiiuoWsNQ

song : Tri vuboner pro muhammad Lyric : Kazi Nazrul Islam Artist : Omar Faruk Muntajim & Abdullah Al Mahmud Record Label : Shukriya Records Sound Design : Om...

https://youtu.be/wPUJIrqbZ1A
29/09/2020

https://youtu.be/wPUJIrqbZ1A

Ridoy jore tomare prem . Alhajj Mawlana Abdullah Al Mahmud. Munjiyat hajj kafela .. 01924-91012 subscribe our channel.. ...

https://youtu.be/q4pkbJIEf1s
24/09/2020

https://youtu.be/q4pkbJIEf1s

রঙ্গিন এই পৃথিবী । ইসলামিক গজল । আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।। Abdullah Al Mahmud's Song ...

https://youtu.be/y9_UvKFoOsA
18/09/2020

https://youtu.be/y9_UvKFoOsA

তওবাহ্ ।। আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।। কিতাবী বিধান অনুযায়ী- তওবাহ।। মহান আল্লাহ পাক আমাদের কিতাবী ব....

মহান আল্লাহ পাক সবাইকে কবুল করুন।।
26/02/2020

মহান আল্লাহ পাক সবাইকে কবুল করুন।।

hajj 2019 live,hajj 2019 news,hajj 2019 status,hajj 2019 bangalore,hajj 2019 naat,hajj 2019 airport,hajj 2019 ahmedabad,hajj 2019 arafat day,hajj live video,...

Address

292, Inner Circular Road, Motijheel
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুনজিয়াত ট্রাভেলস এন্ড ট্যুরস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুনজিয়াত ট্রাভেলস এন্ড ট্যুরস:

Videos

Share

Category