SGP Travel BD

SGP Travel BD SGP TRAVRL BD is a travel agent. This Travel for specifically to assist members of the সিঙ্গাপুর প্রবাসি (SGP) fb group and all travelers.

Our services :

Air Ticketing, Hotel booking and visa prossesing.

কক্সবাজার -- সেন্টমার্টিন-- কক্সবাজারকর্ণফুলী এক্সপ্রেস পর্যটকবাহী জাহাজের নতুন ভাড়ার তালিকা।ভাড়ার তালিকা (আসা-যাওয়া):==...
11/10/2022

কক্সবাজার -- সেন্টমার্টিন-- কক্সবাজার
কর্ণফুলী এক্সপ্রেস পর্যটকবাহী জাহাজের নতুন ভাড়ার তালিকা।

ভাড়ার তালিকা (আসা-যাওয়া):
===========================
Per Person...

Lavender- 3,200/-
Marigold - 3,200/-
Gladiolus - 4,000/-
Open Deck - 4,000/-
Lilac Lounge - 4,000/-
Chrysanthemum Lounge - 4,500/-

ভি ভি আই পি কেবিন: 28,000/-- (২ জন)
ভি আই পি কেবিন : 20,000/- (২ জন)
টুইন বেড কেবিন : 12,000/- (২জন)
সিঙ্গেল বেড কেবিন : 7,500/- (১জন)

শুধু যাওয়া বা আসা:-
==============================
Lavender- 1,700/-
Marigold - 1,700/-
Gladiolus - 2,100/-
Open Deck - 2,100/-
Lilac Lounge - 2,100/-
Chrysanthemum Lounge - 2,300/-

ভি ভি আই পি কেবিন: 15,000/-- (২ জন)
ভি আই পি কেবিন : 11,500/- (২ জন)
টুইন বেড কেবিন : 6,500/- (২জন)
সিঙ্গেল বেড কেবিন : 4,000/- (১জন)

(প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য,সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)

প্রতিটি টিকেট এর সাথে সৌজন্য মূলক সকাল এবং বিকেলের নাস্তা অন্তঃভুক্ত রয়েছে।

সময় সুচী:
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট হতে ছাড়বে সকাল: ৭.০০ মিনিট।
সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল: ৩. ৩০ মিনিট।

(জাহাজে যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত)

সিংগাপুর প্রবাসীদের জন্য ইউএসবাংলা এয়ারলাইনস নভেম্বর মাসের ১ তারিখ থেকে সপ্তাহে আরো ৪টি ফ্লাইট চালু করতে যাচ্ছে। জেনে নি...
10/10/2022

সিংগাপুর প্রবাসীদের জন্য ইউএসবাংলা এয়ারলাইনস নভেম্বর মাসের ১ তারিখ থেকে সপ্তাহে আরো ৪টি ফ্লাইট চালু করতে যাচ্ছে। জেনে নিন ফ্লাইটের সময়ঃ

সিংগাপুর - ঢাকা
-------------------------
রবি, মংগল, বুধ, শুক্রবার
সকাল ৫:৩০ মিনিট
সোম, বুধ, বৃ্হ: ও শুক্রবার
বিকেল ১৬:৫০ মিনিট

ঢাকা- সিংগাপুর
------------------------

শনি, সোম, মঙ্গল, বৃহঃ
রাত ২২:২০ মিনিট

সোম, বুধ, বৃহঃ, শুক্র
সকাল ০৯:৪০ মিনিট
সিঙ্গাপুর প্রবাসী(SGP)

দেশে পৌঁছেছে চালু হতে যাওয়া নতুন বাংলাদেশী এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা'র প্রথম উড়োজাহাজ এটিআর ৭২-৬০০ (S2-STB)। বুলগেরিয়ার...
09/10/2022

দেশে পৌঁছেছে চালু হতে যাওয়া নতুন বাংলাদেশী এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা'র প্রথম উড়োজাহাজ এটিআর ৭২-৬০০ (S2-STB)। বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাসকাট ও ভারতের আহমেদাবাদ হয়ে শুক্রবার বিকাল ৪ টায় ঢাকা পৌঁছে উড়োজাহাজটি। ছবি: রায়হান আহমেদ
Biman news24

Thailand Tourist Visa----------+++++++-----------Visa Documents : 1. Passport2. Photo (35*45) Size Matte paper new photo...
24/09/2022

Thailand Tourist Visa
----------+++++++-----------
Visa Documents :
1. Passport
2. Photo (35*45) Size Matte paper new photo
3. Visiting card
4. Visa request letter from the applicant and a No Objection Certificate (NOC) from employer if employed (BMDC certificate or letter from hospital if the applicant is a Doctor, a Bar Council Certificate or letter from a law firm if the applicant is a lawyer.
5. Birth Certificate, (Child)
6. Collage/School Id Card, Collage/School NOC letter (Child)
7. Nikanama & Marriage Certificate With notary (If No Mansion Spouse Name in Passport)
8. Bank Statement and Solvency Last 6 Months (Per Person 60,000tk)
9. NOC Letter, Pay Slip Last 3 Months, Job Id Card (Job Holder )
10. Tread License with Notary, Company Blank Pad.

19/09/2022

১) প্রশ্নঃ- এখন সিঙ্গাপুরে পাসপোর্ট নবায়ন করলে কি কি কাগজ পত্র লাগে বা করনীয় কি?
★★ MRP-
১-ক) উত্তরঃ- আপনার যা যা লাগবে বা করনীয়-
ক) আপনার বর্তমান পাসপোর্ট,
খ) বর্তমান পাসপোর্ট এর ফটোকপি,
গ) আপনার ওয়ার্ক পারমিট এর ফটোকপি,
ঘ) ব্যাংক কার্ডের (NETS) মাধ্যমে $155 ডলার পরিশোধ করতে হবে।
এবং হাই কমিশন অফিসে একটি ফ্রম থাকে সেখানে গিয়ে সে ফরমটি ফিলাপ করে সাথে জমা দিতে হবে।

★★ E- Passport-
১-খ) উত্তরঃ- যে সকল তথ্য আপনার সাথে করে নিতে হবে-
ক) অনলাইনে পূরণকৃত ফর্ম ও প্রিন্ট সামারি,
খ) ইংরেজি অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
গ) আপনার বর্তমান পাসপোর্ট,
ঘ) আপনার ওয়ার্ক পারমিট এর ফটোকপি।

★ আপনার যা করতে হবে-
ক) www.epassport.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এপ্লাই মেনুতে ক্লিক করতে হবে এবং পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে,
খ) পাসপোর্ট কাউন্টারে গিয়ে ব্যাংক কার্ডের (NETS) মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

★ নির্দেশনাবলী-
ক) সাদা পোশাক পড়ে যাওয়া যাবেনা,
খ) অনলাইনে আবেদন করা ফর্মের প্রিন্ট কপি সাথে নিয়ে যেতে হবে,
গ) আবেদন গ্রহণের সময় সকাল ৯ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত,
ঘ) আপনার বর্তমান পাসপোর্ট এর সাথে আপনার এনআইডি (NID) অথবা জন্ম নিবন্ধন কার্ড যেটার মিল
আছে সেটা দিয়ে ই-পাসপোর্ট আবেদন করবেন।

✍️ সাফীন আহমেদ সানী।

16/09/2022

চাঙ্গি বিমানবন্দর থেকে উড়ে আসা যাত্রীদের ১ নভেম্বর থেকে বিমানবন্দরের ফি এবং লেভিতে আরও বেশি অর্থ প্রদান করতে হব...

15/09/2022

টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-
➤ পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে।
➤ সম্প্রতি তোলা দুটি রঙ্গিন সাদা ব্যাকরাউন্ড ছবি লাগবে (3.5 x 4.5 সেমি)
➤ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংক সলভেন্সি লাগবে।
➤ ব্যবসায়ী/চাকুরীজীবী/ছাত্র- নিজস্ব পরিচয়ের ডকুমেন্ট লাগে ।

This is to inform you that, Incoming passengers to Bangladesh shall observe the following procedures as required by the ...
12/09/2022

This is to inform you that, Incoming passengers to Bangladesh shall observe the following procedures as required by the Director General of Health Services:



(a) Following the link http://healthdeclaration.dghs.gov.bd , an online Health Declaration Form (HDF) shall be filled up by each passenger within 3 (Three) days of their departure for Bangladesh. The filled-up form, which has QR code, can be downloaded and printed.



(b) Transit passengers leaving the transit Airport, shall carry a new HDF filled-up before next check-in at the transit Airport.



(c) Airlines shall ensure before boarding that the passenger possesses the HDF with QR Code.



(d) Passengers will show…

09/09/2022
১৯৫০ সালে মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার যাত্রীদের পাসপোর্ট চেক করার দুর্লভ একটা ছবি।স্মৃতি হয়ে ছবিটা ভাইরাল।সেই সময় ...
05/09/2022

১৯৫০ সালে মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার যাত্রীদের পাসপোর্ট চেক করার দুর্লভ একটা ছবি।
স্মৃতি হয়ে ছবিটা ভাইরাল।
সেই সময় আর এই সময় ব্যবধান অনেক।

02/09/2022

প্রায় আড়াই বছর পর ঢাকা থেকে ব্যাংকক ও চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলা...

29/08/2022

The new Plane without windows😍✈️

29/08/2022

✈️আইডিয়া নিতে পারেন📑📩

#সৌদি_আরব
☞রিয়াদ
ঢাকা টু রিয়াদ =৩,৪ সেপ্টেম্বর ➤৬৪ হাজার (সালাম এয়ার) ✔
ঢাকা টু রিয়াদ =১১ সেপ্টেম্বর ➤৬৩ হাজার (কাতার এয়ারওয়েজ ) ✔
ঢাকা টু রিয়াদ =৪,৫,৬ সেপ্টেম্বর ➤৬১ হাজার (এয়ার এরাবিয়া) ✔
ঢাকা টু রিয়াদ = ৫ সেপ্টেম্বর ➤৬৪ হাজার( সালাম এয়ার ) ✔
ঢাকা টু রিয়াদ =৭ সেপ্টেম্বর
➤৬৪ হাজার ( গালফ এয়ার)✔
ঢাকা টু রিয়াদ =৭,১১সেপ্টেম্বর ➤৬২ হাজার (ফ্লাই দুবাই )✔
ঢাকা টু রিয়াদ =৭ থেকে ১৫ সেপ্টেম্বর ➤৬২ হাজার (শ্রীলংকা এয়ার) ✔
ঢাকা টু রিয়াদ =১২ সেপ্টেম্বর ➤৬২ হাজার (গালফ এয়ার)✔
ঢাকা টু রিয়াদ =৭ থেকে ১৫ সেপ্টেম্বর ➤৬২ হাজার (গালফ)✔

☞জেদ্দা
ঢাকা টু জেদ্দা = ১০সেপ্টেম্বর
➤৬৪ হাজার(সালাম এয়ার )✔
ঢাকা টু জেদ্দা =৮,৯,১১,১২ সেপ্টেম্বর ➤৬৩ হাজার (কাতার এয়ারওয়েজ)✔
ঢাকা টু জেদ্দা =৩,৪,৫,৬, সেপ্টেম্বর ➤৬২ হাজার (এয়ার এরাবিয়া) ✔

☞ দাম্মাম
ঢাকা টু দাম্মাম =৭,৯ সেপ্টেম্বর ➤৫৬ হাজার (এয়ার এরাবিয়া) ✔
ঢাকা টু দাম্মাম =৮ সেপ্টেম্বর ➤৫৭ হাজার ( এয়ার এরাবিয়া ) ✔
ঢাকা টু দাম্মাম =১৪ সেপ্টেম্বর
➤৫৭ হাজার (শ্রীলংকা এয়ার)✔

☞বুরাইদা
ঢাকা টু বুরাইদা =১৬সেপ্টেম্বর ➤৬৫ হাজার
(কাতার এয়ারওয়েজ) ✔
ঢাকা টু বুরাইদা =৬ সেপ্টেম্বর ➤৬৭ হাজার ( ফ্লাই দুবাই) ✔
☞হাইল
ঢাকা টু হাইল = ৬ সেপ্টেম্বর ➤৭০ হাজার (ফ্লাই দুবাই) ✔

☞আবাহ
ঢাকা টু আবাহ =৪ থেকে ১০ সেপ্টেম্বর ➤৭২ হাজার ( ফ্লাই দুবাই) ✔
☞তাইফ
ঢাকা টু তাবুক = ৬ সেপ্টেম্বর ➤৬৬ হাজার
( ফ্লাই দুবাই) ✔
িরাত
ঢাকা টু দুবাই =১ থেকে ১৫ সেপ্টেম্বর ➤৫০ হাজার (ফ্লাই দুবাই) ✔
ঢাকা টু সারজা=১ থেকে ১৪ সেপ্টেম্বর ➤৫০ হাজার ৫০০(ফ্লাই দুবাই) ✔

#ওমান
ঢাকা টু মাস্কাট =৩ সেপ্টেম্বর ➤৫৪ হাজার (সালাম)✔
ঢাকা টু সাল্লাহ =৬ সেপ্টেম্বর ➤৫৮ হাজার
(ফ্লাই দুবাই) ✔
#বাহরাইন
ঢাকা টু বাহরাইন =৯ সেপ্টেম্বর ➤৫১ হাজার (সালাম এয়ার) ✔

#রোমানিয়া
ঢাকা টু ওটেপনিয়া = ৪ সেপ্টেম্বর ➤৭৬ হাজার (কাতার এয়ারওয়েজ)✔

একবার চাকরীর ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় ২০০ জন মানুষ চুপ হয়ে যায়!প্রশ্...
29/08/2022

একবার চাকরীর ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় ২০০ জন মানুষ চুপ হয়ে যায়!

প্রশ্নটা এমন ছিল, মনে করুন- এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ী ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরোনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ্য দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব।

এমতবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে ? কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দু-জনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান।

প্রায় ২০০ জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরীটা দেওয়া হয়েছিল। জানেন, সেই ব্যতিক্রমী উত্তরটি কি ছিল? তিনি খুব সহজে বলেছিলে, “এ রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরোনো বন্ধুর হাতে দিয়ে বলতাম, বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষন না পরবর্তী বাস আসে।”

এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গী পালটে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে, “ব্যতীক্রমী কিছু ভাবো।” প্রত্যেকেই সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রবৃতি নিয়ে জন্মায়। কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম!! সুতরাং সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন।

29/08/2022
28/08/2022

ধারনা নেয়ার জন্য :

#সৌদি_আরব
☞রিয়াদ
ঢাকা টু রিয়াদ =৪ সেপ্টেম্বর ➤৬৫ হাজার (সালাম এয়ার)
ঢাকা টু রিয়াদ =৬ সেপ্টেম্বর ➤৬৫ হাজার (কাতার এয়ারওয়েজ )
ঢাকা টু রিয়াদ = ৫ সেপ্টেম্বর ➤৬৫ হাজার( গালফ এয়ার )
ঢাকা টু রিয়াদ =৭,১১ সেপ্টেম্বর
➤৬৩ হাজার ৬০০( ফ্লাই দুবাই )
ঢাকা টু রিয়াদ =৪,৫,৭ সেপ্টেম্বর ➤৬২ হাজার (এয়ার এরারিয়া)
ঢাকা টু রিয়াদ =২,৪ থেকে ১৫ সেপ্টেম্বর ➤৬৩ হাজার (শ্রীলংকা এয়ার)
ঢাকা টু রিয়াদ =১২ সেপ্টেম্বর ➤৬২ হাজার (গালফ এয়ার)
ঢাকা টু রিয়াদ =৭ থেকে ১৫ সেপ্টেম্বর ➤৬২ হাজার (গালফ)

☞জেদ্দা
ঢাকা টু জেদ্দা = ৩,১০সেপ্টেম্বর
➤৬৪ হাজার (সালাম এয়ার )
ঢাকা টু জেদ্দা =৯ সেপ্টেম্বর ➤৬২ হাজার ৬০০ (কাতার এয়ারওয়েজ)
ঢাকা টু জেদ্দা =৪,৫,৬,৯ সেপ্টেম্বর ➤৬২ হাজার ৫০০ (এয়ার এরাবিয়া)

☞ দাম্মাম
ঢাকা টু দাম্মাম =১১ সেপ্টেম্বর ➤৫৬ হাজার ( শ্রীলংকা এয়ার)
ঢাকা টু দাম্মাম =১৪ সেপ্টেম্বর
➤৫৭ হাজার (শ্রীলংকা এয়ার)
ঢাকা টু দাম্মাম = ১৫ সেপ্টেম্বর ➤৫৫ হাজার ( শ্রীলংকা এয়ার)

☞বুরাইদা
ঢাকা টু বুরাইদা =১৬সেপ্টেম্বর ➤৬৩ হাজার
(কাতার এয়ারওয়েজ)
ঢাকা টু বুরাইদা = ৪ সেপ্টেম্বর ➤৬৭ হাজার (এয়ার এরাবিয়া)

☞আবাহ
ঢাকা টু আবাহ =৮ সেপ্টেম্বর ➤৭২ হাজার
( ফ্লাই দুবাই)

#বাহরাইন
ঢাকা টু বাহরাইন =৯ সেপ্টেম্বর ➤৫০ হাজার (সালাম এয়ার)

28/08/2022

বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এর প্রতিবেশি দেশগুলোর মতো জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠতে পারেনি। দুর্বল .....

বিমানের ২২ শ’ টিকিট হাওয়াঃবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটের ৭৫ হাজার টাকার টিকিট বর্তমানে বিক্...
28/08/2022

বিমানের ২২ শ’ টিকিট হাওয়াঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটের ৭৫ হাজার টাকার টিকিট বর্তমানে বিক্রি হচ্ছে ১ লাখ ৩৬ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকায়। পবিত্র উমরাহ হজের যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অগ্রিম বুকিং দেখিয়ে এই দুই রুটের সেপ্টেম্বর মাসের সব টিকিট আটকে ফেলেছে দেশের কয়েকটি ট্রাভেল এজেন্সি। আর তাদের জন্য সেই পথ করে দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা গেছে, আগামী মাসে (সেপ্টেম্বর) সৌদি আরবের উমরাহগামী যাত্রীদের বেশ চাপ রয়েছে। উমরাহ যাত্রীরা মূলত জেদ্দা ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করেন। এই সুযোগে বিমানের কর্মকর্তারা কয়েকটি ট্রাভেল এজেন্সিকে এই দুই রুটের ইকোনমি ক্লাসের প্রায় ২২ শ’ টিকিট ‘গ্রুপ বুকিং’ করার সুযোগ দিয়েছে। ফলে সেপ্টেম্বরে টিকিটের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে ওই রুটে বিমানের ৭৫ হাজার টাকার ভাড়া গিয়ে ঠেকেছে প্রায় দেড় লাখে।

অনুসন্ধানে আরও জানা গেছে, বর্তমানে বিমানের টিকিট কাটার জন্য নির্দিষ্ট যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর প্রয়োজন হলেও বিমান কর্মকর্তাদের যোগসাজশে ৫টি ট্রাভেল এজেন্সি কোনো যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর বা অন্য কোনো কাগজপত্র জমা না দিয়েই জেদ্দা ও মদিনা রুটের গ্রুপ টিকিট কেটে নিয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনা রুটের সেপ্টেম্বর মাসের ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই। কেউ যদি সেপ্টেম্বরে বিমানের টিকিটে জেদ্দা রুটে যেতে চায় সেক্ষেত্রে তার ভাড়া পড়বে ১ লাখ ৪৫ হাজার টাকা থেকে ১ লাখ ৯৯ হাজার টাকা পর্যন্ত। আর মদিনা রুটের বর্তমান ভাড়া ১ লাখ ৩৬ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা। অথচ আগস্টে এ ভাড়া ছিল ৭২ থেকে ৭৫ হাজার টাকা। বর্তমানে বিভিন্ন এজেন্সি সর্বনিম্ন দেড় লাখ টাকায় ১৫ দিনের ওমরাহ প্যাকেজ ঘোষণা করলেও সেপ্টেম্বরে এই প্যাকেজ ২ লাখের বেশি পড়বে।

কারা কিনেছে, টাকার ভাগ কীভাবে হচ্ছে
অনুসন্ধানে জানা গেছে, প্রথমে বিমানের বিপণন ও বিক্রয় শাখার কয়েকজন কর্মকর্তা জেদ্দা এবং মদিনা রুটের ইকোনোমি ক্লাসের টিকিটগুলো ৭০ থেকে ৭৫ হাজার টাকা করে কিনে রেখেছেন। টিকিটগুলো ৪-৫টি ট্রাভেল এজেন্সির কাছে ৮৬ হাজার টাকায় বিক্রি করেন তারা। এভাবে এই বিভাগের কর্মকর্তা ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রায় ২২০০ টিকিট বিক্রি করেছেন। ওই এজেন্সিগুলো সেই টিকিট বিভিন্ন ট্যুর অপারেটর ও হজ এজেন্সির কাছে ৯৬ হাজার থেকে ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করছে।

বিমানের কর্মকর্তাদের যোগসাজশে যে ৫ এজেন্সি জেদ্দা ও মদিনা রুটের টিকিট কেটে আটকে রেখেছে সেগুলো হলো- ইন্যামন এভিয়েশন লিমিটেড ( মতিঝিল), রয়েল এয়ার সার্ভিস সিস্টেম (নয়া পল্টন), কাজী এয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (নয়া পল্টন), স্টার হলিডেজ (পুরানা পল্টন), দোলা ফকির এয়ার সার্ভিস (তোপখানা রোড)।

১ হাজারের বেশি টিকিট ‘গ্রুপ বুকিং’ দিয়ে কিনে রাখার বিষয়ে জানতে চাইলে কাজী এয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মালিক কাজী মোহাম্মদ মফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘বিমানের অনেক ফ্লাইটে যাত্রী হয় না। তাই বিমান আমাদের একসঙ্গে গ্রুপ টিকিট দিয়ে থাকে। আমরা সম্পূর্ণ নগদ টাকা দিয়ে গ্রুপ টিকিট কিনি। এটা নতুন কিছু নয়। গ্রুপ বুকিং করতে যাত্রীর পাসপোর্ট ও নাম লাগে না। আমরা নিয়ম মেনেই বিমান থেকে গ্রুপ বুকিং করেছি।’

উমরাহর টিকিটের দাম বাড়ার জন্য দায়ী বিমানের যেসব কর্মকর্তা
বিমানের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের গ্রুপ টিকিট বিক্রির বিষয়টি মূলত বিমানের বিপণন ও বিক্রয় শাখার। এছাড়া মতিঝিল অফিসের দায়িত্বে থাকা বিমানের ডিস্ট্রিক্ট সেলস অফিসের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল আলম এজেন্সির সঙ্গে গ্রুপ টিকিটের বিষয়ে আলোচনা করেন।

আশরাফুল আলম ২০১৯ সালে বিমানের মার্কেটিং ও সেলস বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন। তবে টিকিট নিয়ে দুর্নীতির কারণে তাকে বিমান থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সেসময় তাকে নিয়ে তৈরি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, আশরাফুল আলম অনলাইনে টিকিট বেচা বন্ধ করে দিয়েছেন এবং ম্যানুয়াল ব্যবস্থায় টিকিট বিক্রিতে ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগসাজশ করছেন। এর ফলে বিমান ফাঁকা অবস্থাতেই উড়াল দিত, কিন্তু যাত্রীরা টিকিট পেত না। টিকিট বিক্রির অনিয়মের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছিল বিমান।

তবে বিমানের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল সেসময় দায়িত্ব পাওয়া মাত্রই শাস্তিস্বরূপ শুধুমাত্র ‘ভৎসনা’ জানিয়ে ওই কর্মকর্তাকে দায়িত্বে পুনর্বহাল করেন। আবারও টিকিটিংয়ের সঙ্গে সংযুক্ত করা হয় তাকে।

এ ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় বিমানের বিপণন ও বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ মেহেদী হাসানকে তাৎক্ষণিক সেই বিভাগ থেকে বদলি করলেও আশরাফুল আলমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিমান।

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বুধবার গ্রুপ টিকিট বুকিং করার বিষয়টি নিশ্চিত হয়েছে বিমান। এছাড়া পাসপোর্ট এবং যাত্রীর নাম ছাড়া বুকিং করারও সত্যতা পাওয়া গেছে। বিষয়টি জানার পর বিমান তৎক্ষণাৎ গ্রুপ টিকিট বিক্রি বন্ধের নির্দেশনা দেয়।

নাম-পাসপোর্ট ছাড়া বুকিংয়ের বিষয়ে জানতে বৃহস্পতিবার সকালে ঢাকা পোস্টের পক্ষ থেকে জিএম আশরাফুল আলমকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। ক্ষুদেবার্তা দেওয়া হলেও সাড়া দেননি তিনি।

এমডি বললেন, ‘আমি নিজে সব টিকিট বাতিল করব’
পাসপোর্ট নম্বর ও নাম ছাড়া কেন টিকিট বুকিং করা হলো জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. যাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগামী মাসে এমনিতেই টিকিটের চাহিদা বেশি। কোনো টিকিট নাম ও পাসপোর্ট নম্বর ছাড়া কাটার কথা নয়, আমার নলেজে এমন কিছু নেই। যদি এমন হয় আমি নিজে সিস্টেমে বসে সব টিকিট বাতিল করব।

বিদেশি এয়ারলাইন্সের ভাড়া বিমানের চেয়ে ৩০-৪০ শতাংশ কম
বিমান বাংলাদেশ ছাড়াও ঢাকা থেকে উমরাহ যাত্রীদের বহন করে জেদ্দা ও মদিনা নিয়ে যায় এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। ঢাকা পোস্ট এসব এয়ারলাইন্সের সঙ্গে কথা বলে জানতে পারে ঢাকা থেকে জেদ্দা রুটে সাউদিয়ার রিটার্ন ভাড়া ১ লাখ ৩ হাজার টাকা, এমিরেটসের ভাড়া ৯০ হাজার ও কাতার এয়ারওয়েজের ভাড়া ৯১ হাজার টাকা। এছাড়া মদিনার রিটার্ন ভাড়া এমিরেটসে ৯২ হাজার, কাতার এয়ারওয়েজে ৯৩ হাজার এবং সাউদিয়াতে ১ লাখ ৬ হাজার ৭৯১ টাকা। প্রতিটি এয়ারলাইন্সের টিকিটের দাম বিমানের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম।

মালয়েশিয়ার সকল তথ্য 🇧🇩 🇲🇾

On this in 1939, Heinkel He 178 V1—the first jet-propelled airplane, took its first flight.(Collected from Harunur Brahm...
27/08/2022

On this in 1939, Heinkel He 178 V1—the first jet-propelled airplane, took its first flight.

(Collected from Harunur Brahman Facebook wall)

Just for idea:DAC- RUH / G9 -01 -15  September  Transit 3:30 hr fare 62000/-  available seat 10DAC- RUH / G9 -07 Septemb...
27/08/2022

Just for idea:

DAC- RUH / G9 -01 -15 September Transit 3:30 hr fare 62000/- available seat 10

DAC- RUH / G9 -07 September Transit 7:30 hr fare 62000/- available seat 20

DAC- RUH / GF -01-15 September Transit 5:30 hr fare 62000/- available seat 20

DAC- RUH / OV-01-5 October Transit 1 hr fare 50000/- available seat 45 ( Refundable)
DAC- RUH / G9 -01 -15 September Transit 3:30 hr fare 62000/- available seat 10

DAC- RUH / G9 -07 September Transit 7:30 hr fare 62000/- available seat 20

DAC- RUH / GF -01-15 September Transit 5:30 hr fare 62000/- available seat 20

DAC- RUH / OV-01-5 October Transit 1 hr fare 50000/- available seat 45 ( Refundable)
DAC-MCT/BG/31,02=56K

DAC-RUH=31 August➤63 k(GF/G9)

DAC-RUH=6-15 September ➤61k
DAC-RUH=2-7 September ➤61k(G9)
DAC-RUH=16-30 August ➤57.5k
DAC-DMM=10-15 September ➤54k(UL)
DAC-JED=2-9
September ➤62k(G9)
DAC-ELQ=1 September➤62k(Fz)
DAC-AHB=1 September ➤67.5k
DAC-DXB=6,8 September ➤45.5k(Fz)
DAC-SHJ=1-14 September ➤45.5k(G9)

In Malaysia airport Your pre-purchased Duty-Free items await you at the airport! 🛫 Shop online and pick up at our Click ...
27/08/2022

In Malaysia airport Your pre-purchased Duty-Free items await you at the airport! 🛫 Shop online and pick up at our Click & Collect counters at either terminal, KLIA Main or klia2 💖

EARLY BIRD PROMO: Be the FIRST 100 customers to pre-order your Duty-Free items for collection at our Click & Collect counters, and enjoy RM25 OFF with a min purchase of RM200. Key in code EARLYBIRD25 upon check out. T&C Applies.

Head to shopmyairports.com.my to find out more. Remember to select ‘airport pick up’! 😎

লন্ডন-- কলকাতা-- লন্ডনবাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের...
26/08/2022

লন্ডন-- কলকাতা-- লন্ডন
বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি। কোন ভারতীয় বা ব্রিটিশ কোম্পানি না, অস্ট্রেলিয়ার সিডনি শহরের #অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। প্রায় ২৫ বছর ধরে চলে এই বাস সার্ভিস।

১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। এই বাসের ভাড়া কোলকাতা থেকে লন্ডন ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড ছিল। বাস কোলকাতা ধর্মতলা থেকে ছেড়ে বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি,লাহোর, রাওয়ালপিন্ডি, কাবুল, কান্ধাহার, তেহরান, ইস্তানাবুল, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া হয়ে ইংল্যান্ড পৌছাত।
এই রাস্তা কমবেশি ২০৩০০ কিমি ছিল। ১১টি দেশ পার করে অবশেষে লন্ডন পৌছানো যেত।
#সংগৃহীত

23/08/2022

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ আগ...

21/08/2022
21/08/2022

১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে প্রতিদিন সকাল ১১.১০ টায় চট্টগ্রাম ত্যাগ করে স্থানীয় সময় দুপুর ১১.৪০ টায় কলকাতায় পৌঁছবে ইউএস-বাংলার ফ্লাইট। কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২.৪০ টায় ফিরতি ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবে।

20/08/2022
20/08/2022
20/08/2022

Address

House No-19, (3rd Floor), Block---L, Road/12, South Banasree, Dhaka-
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when SGP Travel BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category