Al-Furqan Hajj & Umrah Service Bangladesh

Al-Furqan Hajj & Umrah Service Bangladesh We are Specialists In Hajj & Umra Packages Tours. Licensed agents approved by the Ministry of Hajj. Experts in 5* & 4* - Hajj & Umrah Travel Packages.
(1)

We specialise in - Packages with 5 star and 4-star hotels - close to both the Masjids. For all enquiries call Al Furqan Hajj & Umrah Call: +88 01320386409. Al Furqan Hajj & Umrah is an established company that has been running Hajj and Umrah packages for the diverse needs of the Muslim population of Bangladesh. We always insist on professionalism and transparency, which is why we are IATA license

holders and approved agents by the Ministry of Hajj. Our greatest pride is a satisfied customer. We approach our business in a different way to most. It is our passion. For years we have been training ourselves to become experts of the highest degree in this market. That is why we offer a variation of Hajj and Umrah packages which can be tailor-made to suit specific needs. Al Furqan Hajj & Umrah, we appreciate that for most people Hajj and Umrah is a hard-earned trip made only once in a lifetime. We regard pilgrims as our honoured guests rather than customers. As such we try to make their lives easier by offering various services such as financial planning for Hajj, guidance on writing an Islamic will and full facilities to help plan your trip, book your Qurbani / Hady and offer any other related assistance. We were also the first in the UK market to offer Hajj El-Badal (on behalf of the deceased or those unable to perform Hajj). The services we have provided and the ways in which we have conducted our Hajj groups over the years have contributed to shaping the market and helped other tour operators follow the same path by our example.

19/12/2021

জাবলে নূর পাহাড়: হিজরতের সময় হুজুর পাক (স:) এবং সাহাবী আবু বকর (রা:) এই পাহাড়ের ভিতরের লুকিয়ে আত্মরক্ষা করেছিলেন।
There are different historical and holy places to visit in Makkah. There are many religious stories associated with these sites and that's the reason people want to visit them. Some of them: Darul Arqam, Darun Nadwah, Jannat-ul-Mala, Masjid Aisha ..etc. (28 April 2019)

02/12/2021

মদীনা নগরীর পবিএ মসজিদ, মসজীদ আল নববীর বাহিরের দিক। হযরত ওসমান (রা:) সময় কালে হাতে লেখা কিছু কুরআন শরীফ, যা মসজীদে নববীর পাশে কুরআনের মিউজিয়াম বা জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

Medina is a city in western Saudi Arabia. In the city center, the vast "Al-Masjid an-Nabawi" (Prophet's Mosque) is a major Islamic pilgrimage site. (02 May 2019; Medina, Saudi Arabia)

&umrah

27/11/2021

মদীনা নগরীর পবিএ মসজিদ, মসজীদ আল নববীর বাহিরের দিক। এখানে রয়েছে হুজুর পাক (স:) রওজা মোবারক সহ “জান্নাতুল বাকি” যেখানে ৮-১০ হাজার সাহাবীর কবর রয়েছে।

Medina is a city in western Saudi Arabia. In the city centre, the vast "Al-Masjid an-Nabawi" (Prophet's Mosque) is a major Islamic pilgrimage site. (02 May 2019; Medina, Saudi Arabia)

25/11/2021

রিয়াদুল জান্নাহ ও রাসালুল্লাহ (সা) এর রওজা মুবারক (২ মে ২০১৯, মদীনা)
&umrah

22/11/2021

‘গারে হেরা’ বা ‘হেরা গুহা’:- (২৮ এপ্রিল ২০১৯)

নবুওয়ত লাভের পূর্বে নবী করিম (সা.) এই গুহায় ইবাদতে মগ্ন থাকতেন। এখানেই সর্বপ্রথম অহি নাজিল হয়েছিলো। মক্কা শরিফ থেকে ছয় কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবালে নূর। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহাকে বলা হয়- ‘গারে হেরা’ বা ‘হেরা গুহা’।

নিচ থেকে দেখলে মনে হয় পাহাড়টি খুব বেশি উঁচু নয়। কিন্তু আদতে পাহাড়টি বেশ উঁচু। এমনকি জাবালে নূরে যাওয়ার জন্য যেখানে গাড়ি দাঁড়ায়, সেই স্থানটিও সমতল থেকে প্রায় ২০০ থেকে ২৫০ ফুট ওপরে। সমতল থেকে এটুকু পথ গাড়িতে ওঠা যায়। কেউ অবশ্য এটুকু হেঁটে ওঠেন। আবার কেউ গাড়ি নিয়ে ওঠেন। মূল পাহাড়ের উচ্চতা ৫৬৫ মিটার। এখানে উঠতে হয় হেঁটে।
অনেক দশনার্থী পাহাড়ের চূড়ায় উঠেন। তীব্র গরম, রোদের তাপ আর সঙ্গীদের নিরুৎসাহ ইত্যাদি মিলিয়ে আমাদের অবশ্য ওপরে উঠার সাহস হলো না। যদিও ওপরে উঠার রাস্তা কোনো রকমে পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে। আবার কোথাও কোথাও পাইপ বা চিকন রডের রেলিং দেওয়া আছে। অগত্য জাবালে নূর দর্শন হলো- পাহাড়ের গোঁড়া থেকে।

যারা উঠেছেন, তাদের ভাষ্য হলো- এখন ওপরে ওঠা আগের তুলনায় অনেক সহজ। কিছু দূর উঠে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা তৈরি করা হয়েছে। পথে এ রকম পাঁচটি বিশ্রামাগার রয়েছে।

ভাবতে অবাক হতে হয়, আজ থেকে সাড়ে চৌদ্দশত বছর আগে জাবালে নূরের একেবারে চূড়ায় অবস্থিত হেরা গুহায় উঠার জন্য এখনকার মতো রাস্তা ছিলো না। কোনো সিঁড়ি ছিলো না। ছিলো না কোনো রেলিং। তখন এই পথ বেয়ে হজরত রাসূলুল্লাহ (সা.) ওপরে উঠতেন। আর উম্মুল মুমিনিন হজরত খাদিজা (রা.) হজরত রাসূলুল্লাহ (সা.)-এর জন্য নিয়ম করে খাবার নিয়ে যেতেন!

যে গুহায় নবী করিম (সা.) নবুওয়তের আগে ধ্যান করতেন এবং যেখানে কোরআন নাজিল হওয়া শুরু হয়, ওই গুহাটির আয়তন ৬ থেকে ৭ বগফুট। দশনার্থীরা এখানে এসে নামাজ পড়েন। চেষ্টা করেন কিছু সময় ধ্যান বা মোরাকাবা করার।

ইতিহাসে বলা হয়েছে, আল্লাহতায়ালার অদৃশ্য ইশারায় হজরত রাসূলুল্লাহ (সা.) প্রতি বছর এখানে মাসখানেক গভীর ধ্যান ও গবেষণায় নিয়োজিত থাকতেন। নিঝুম গবেষণা, একনিষ্ঠ ধ্যান ও নির্জনতা অবলম্বনের যথার্থ পরিবেশ বিরাজমান ছিল এ গুহায়। নবী করিম (সা.)-এর বয়স চল্লিশে পৌঁছার অনেক আগে থেকেই তিনি এখানে নির্দিষ্ট মেয়াদে সময় কাটাতে থাকেন। হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে বিয়ের পর থেকে প্রতি বছরই তিনি রমজানের একমাস এখানে নির্জনবাস করতেন। এরূপ নির্জনবাস কোরায়েশরাও জাহিলি যুগে করতো।

নবী করিম (সা.)-এর বয়স চল্লিশ বছর পূর্ণ হলে তার প্রতি অহি নাজিল হয়। নবী করিম (সা.)-এর গারে হেরায় নির্জন বাস বিষয়ে কোরায়েশরা তার সঙ্গে দুশমনি করেনি। কারণ তার পিতামহ আবদুল মুত্তালিবই সর্বপ্রথম এখানে নির্জনবাস করেছেন এবং তিনি এ প্রথার সূচনা করেছেন। বর্বরতার তিমির পরিবেশে কেউ পাপমুক্তি ও পরিশুদ্ধি অর্জন করতে চাইলে তার সংশোধনাগার ছিল এ গারে হেরা।

মূলত এখানে নির্জনবাসের কারণ ছিলো- পাপ বর্জন করা, সব ধরনের অন্যায় থেকে দূরে থাকা, একত্ববাদের আদর্শে অটুট থাকা, মূর্তিপূজা পরিহার করে পূণ্য কাজে মনোনিবেশ করা। নির্জনতা অবলম্বন করে ধ্যান-গবেষণা করা, নিভৃতে সাধনা সংযম করা।

নবী মুহাম্মাদ (সা.) মানবজাতির শান্তির জন্য, মুক্তি ও কল্যাণের জন্য আজীবন সাধনা করে গেছেন। তিনি মানুষের হৃদয়ে আল্লাহর উপলব্ধি জাগানো এবং মানুষকে কুফর ও শিরক হতে মুক্ত করার ভাবনায় নিমগ্ন থাকতেন সদা সর্বদা। নিজ বাসস্থান থেকে অনেক দূরে হেরা গুহায় একাকী নিজনে থাকা তারই একটি প্রক্রিয়া।

হেরা গুহা ও জাবালে নূর এ দু’টি স্থান ও মুসলমানদের কাছে খুবই প্রিয়। এই পাহাড়ের হেরা গুহায় প্রথম অহি নিয়ে আসেন হজরত জিবরাইল (আ.)। তিনি এসে নবী করিম (সা.) কে বলেন, ‘পড়ুন।’ নবী করিম (সা.) বললেন, ‘আমি পড়তে জানি না।’ হজরত জিবরাঈল (আ.) নবী করিম (সা.) কে আলিঙ্গন করলেন। জিবরাঈল (আ.) পুনরায় তাকে বললেন, পড়ুন। এভাবে তিন বার ফেরেশতা জিবরাইল (আ.) তাকে আলিঙ্গন করেন। এরপর নবী করিম (সা.) পড়তে শুরু করলেন। প্রথমে হজরত জিবরাঈল (আ.) সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়ে শোনান। এভাবেই সূরা আলাক নাজিলের মধ্য দিয়ে শুরু কোরআন নাজিল। সূচনা হয় নতুন ধর্ম- ইসলামের।

বস্তুত হেরা গুহা বা গারে হেরা ইসলামের ইতিহাসে একটি আলোচিত জায়গার নাম। ইসলামের ঐতিহাসিক নির্দেশনাবলীর অন্যতম। মানব জাতির মুক্তির দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ এবং প্রিয় নবীর শ্রেষ্ঠ মুজেজা সব শেষ ও সেরা আসমানি কিতাব কোরআনে কারিম দুনিয়ার বুকে সর্ব প্রথম এখানে নাজিল হয় যে কারণে এই গুহার মূল্যায়ন এতো বেশি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এত...
27/09/2021

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এতে সহজেই করোনা শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন প্রবাসীরা।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরে ল্যাব পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসবে। সবকিছুই প্রস্তুত। এ ল্যাব বসলে ২৪ ঘণ্টায় তিন থেকে সাড়ে তিন হাজার নমুনা পরীক্ষা করা যাবে।

শুক্রবারের মধ্যেই বিমানবন্দরে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে জানান মন্ত্রী।

Saudi approves sinopharm and sinovac চীনা টিকা অনুমোদন দিয়েছে সৌদি আরবকরোনাভাইরাসের নতুন দুইটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি...
22/09/2021

Saudi approves sinopharm and sinovac
চীনা টিকা অনুমোদন দিয়েছে সৌদি আরব

করোনাভাইরাসের নতুন দুইটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার অনুমোদন পাওয়া টিকা দুইটি হলো চীনের তৈরি সিনোভ্যাক এবং সিনোফার্ম। এর আগে দেশটিতে অনুমোদিত টিকা ছিলো চারটি। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের দেশটিতে প্রবেশের সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে সৌদিতে অনুমোদন পাওয়া চারটি টিকার যে কোনও একটির বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজন ছিলো।

সমস্ত উমরাহ্‌ যাত্রীদের জন্য একটি ধাপে ধাপে নির্দেশিকা: ১) যারা কোভিড -১৯ এর বিরুদ্ধে সম্পূর্ণ টিকা নিয়েছেন, যারা প্রথম...
27/08/2021

সমস্ত উমরাহ্‌ যাত্রীদের জন্য একটি ধাপে ধাপে নির্দেশিকা:

১) যারা কোভিড -১৯ এর বিরুদ্ধে সম্পূর্ণ টিকা নিয়েছেন, যারা প্রথম ডোজের পর ১৪ দিন অতিবাহিত করেছেন এবং যারা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন তাদের পারমিট দেওয়া হতে পারে

২) বিদেশী উমরাহ্‌ যাত্রীদের সার্টিফিকেট থাকা আবশ্যক যা প্রমাণ করে যে তারা কোভিড -১৯ এর বিরুদ্ধে টিকা নিয়েছে।

৩) সমস্ত যাত্রীদের অবশ্যই Eatmarna বা Tawakkalna অ্যাপ ব্যবহার করে একটি স্থান সংরক্ষণ করতে হবে, তার পরে একটি প্রবেশের অনুমতি জারি করা হবে।

৪) গ্র্যান্ড মসজিদে, পারমিটের তারিখ এবং বৈধতা যাচাই করা হবে এবং যাচাই করা হবে। পারমিটধারীর টিকাদানের অবস্থাও যথাযথভাবে যাচাই করা হবে

৫) একজন হজযাত্রী গ্র্যান্ড মসজিদের আশেপাশের যেকোন হোটেলে থাকার ব্যবস্থা বুক করে এবং হোটেলের সহায়তার সুবিধা গ্রহণ করে ওমরাহ করতে পারেন।

৬) একজন বিদেশী যাত্রীর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করতে হবে যদি তাদের স্বাস্থ্যের অবস্থা তাওয়াক্কালনায় প্রবেশ না করা হয় ।

বাংলাদেশসহ ১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এরমধ্যে ভারত ও পাকিস্তান রয়েছে।আ...
26/08/2021

বাংলাদেশসহ ১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এরমধ্যে ভারত ও পাকিস্তান রয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই দেশগুলোর যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন, সেভাবেই ভ্রমণ করতে পারবেন।

সিএএ’র বরাতে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।

কোন কোন টিকাকে অনুমোদন দেওয়া হবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে।

সেখানে আরও বলা হয়, যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা এবং কম দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার সনদ গ্রহণ করা হবে।

20/08/2021
Monday is the 1st Muharam 1443. May Allah make this new Islamic year one of peace, blessings and protection from all sic...
09/08/2021

Monday is the 1st Muharam 1443. May Allah make this new Islamic year one of peace, blessings and protection from all sickness and harm for the entire Ummah, Ameen.

جمعة مبارك !!জুম্মা মুবারক
06/08/2021

جمعة مبارك !!জুম্মা মুবারক

কোন দেশে গেলে কোন টিকা গ্রহন করবেন? (Countries approved vaccine)বাংলাদেশে এখন তিন ধরনের টিকা রয়েছে। মার্ডানা, ফাইজার, সি...
02/08/2021

কোন দেশে গেলে কোন টিকা গ্রহন করবেন? (Countries approved vaccine)

বাংলাদেশে এখন তিন ধরনের টিকা রয়েছে। মার্ডানা, ফাইজার, সিনোফার্ম।

আবার ৪৫ লাখ মানুষ দুই ডোজ অক্সফোর্ড এস্টাজেনেকার টিকা গ্রহন করেছে। পছন্দ করে টিকা নেবার সুযোগ কম। কিন্তু তারপরও জানা দরকার কোন দেশ কোন ধরনের টিকার অনুমোদন দিয়েছে। কারন যদি কোন নির্দিষ্ট দেশে যাবার প্রস্তুতি আপনার থাকে তবে সেই দেশের টিকাই নেয়া উচিত।
আমি তালিকাগুলো মোটামুটি কমন দেশগুলোর দিয়ে দিলাম:

কুয়েত: ফাইজার, জনসন, অক্সফোর্ড

ইতালি: মর্ডানা, ফাইজার, জনসন, অক্সফোর্ড

জর্ডান: ফাইজার, স্ফুটনিক ভি, অক্সফোর্ড, সিনোফার্ম

ওমান: ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোভ্যাক

লবোনন: ফাইজার, স্পুটনিক ভি, কোভিশিল্ড, সিনোফার্ম

টার্কি: ফাইজার, স্পুটনিক ভি, সিনোভ্যাক, করোনাভ্যাক

বাহরাইন: ফাইজার, স্পুটনিক লাইট, স্পুটনিক ভি, জনসন, কোভিশিল্ড, সিনোফার্ম

ইউএই: মার্ডানা , ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোফার্ম

কুয়তে: ফাইজার, জনসন, অক্সফোর্ড

কাতার: মর্ডানা, ফাইজার

সৌদি আরব: ফাইজার, অক্সফোর্ড, জনসন, সিনোফার্ম, সিনোভ্যাক, মর্ডান।

জনসচেতনতায়: Al-Furqan Hajj & Umrah Service

"ওমরাহ এর খবর ২০২১"আগামী ১০ই আগস্ট ২০২১,  মহররম (১৪৪৩ হিজরি) মাসের ০১ তারিখ থেকে আন্তর্জাতিক ওমরাহ কার্যক্রম শুরু হবে ইন...
30/07/2021

"ওমরাহ এর খবর ২০২১"

আগামী ১০ই আগস্ট ২০২১, মহররম (১৪৪৩ হিজরি) মাসের ০১ তারিখ থেকে আন্তর্জাতিক ওমরাহ কার্যক্রম শুরু হবে ইন শা আল্লাহ।

যাওয়ার যোগ্যতা ও প্রয়োজনীয়তা - বাংলাদেশ সহ সমস্ত দেশের মানুষকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে, তবে
ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং লেবাননসহ ০৯ টি দেশের মানুষকে অন্য কোন দেশে ১৪ দিনের কোয়ারানটাইন শেষে সাউদিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

যাবার আগে অবশ্যই ফাইজার, মরডেনা, অ্যাস্ট্রাজেনেকা বা জেএন্ডজে এর সম্পূর্ণ ডোজের ভ্যাকসিন নিয়ে COVID-19 এর টিকা দেওয়ার সার্টিফিকেট বাধ্যতামূলক।

তবে যারা চায়নার ভ্যাকসিন নিবে তাদেরকে চায়নার ভ্যাকসিন ফুল ডোজ নেওয়ার পর আবার ফাইজার, মরডেনা, অ্যাস্ট্রাজেনেকা বা জেএন্ডজে এর একটি বুস্টার ডোজ নিতে হবে। - (???????)

১৮ বছর থেকে উপরে যেকোন বয়সীদের জন্য ওমরা করার অনুমতি প্রদান করবে।

বি: দ্র: - সরকারের কাছে দাবী ওমরাহ যাত্রীদের জন্য ফাইজার, মরডেনা, অ্যাস্ট্রাজেনেকা বা জেএন্ডজে এর ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক। সাউদি সরকার কর্তৃক উক্ত নিয়ম করোনা ও বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করে আবার যে কোন সময়ে নতুন নোটিশ আসতে পারে আরো শিতিল হয়ে।

আগ্রহীগণ পাসপোর্ট এর মেয়াদ চেক করে প্রস্তুতি নিয়ে রাখুন

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশকরোনার পূর্ণাঙ্গ টিকা নেওয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন ছাড়...
30/07/2021

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ

করোনার পূর্ণাঙ্গ টিকা নেওয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। দেশটিতে থাকা পরিবারের স্বজনদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত বলেও জানানো হয়।

এতদিন শুধুমাত্র যুক্তরাজ্যে করোনা টিকা নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্য প্রবেশের অনুমতি পেলেও এই সিদ্ধান্তে শিথিলতা আনা হয়েছে।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্রান্ট শাপস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইইউর অনুমোদিত করোনার যে কোনো টিকা নেওয়া ব্যক্তিদের এখন থেকে আর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকছে না।

তবে যুক্তরাজ্য প্রবেশের আগে কিংবা যাওয়ার দুদিন পর নমুনা পরীক্ষা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

১৮ এর কম বয়সীদের ক্ষেত্রেও কোয়ারেন্টাইনে শিথিলতা আনা হয়েছে।
বয়স বিবেচনায় তাদের ক্ষেত্রে নমুনা পরীক্ষার প্রয়োজন নেই।

নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে...
27/07/2021

নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।

পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে কোন কোন দেশ থেকে যাওয়ার অনুমতি দেয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি আরব।

সংযুক্ত আরব আমিরাত ২টি নতুন ভিসা ঘোষণা করেছে।একটি হলো রিমোট ওয়ার্ক ভিসা যা পেশাদাররা আমিরাতে থাকার জন্য ব্যবহার করতে পা...
23/07/2021

সংযুক্ত আরব আমিরাত ২টি নতুন ভিসা ঘোষণা করেছে।

একটি হলো রিমোট ওয়ার্ক ভিসা যা পেশাদাররা আমিরাতে থাকার জন্য ব্যবহার করতে পারে কারণ তারা কার্যত বিদেশে কাজ করার জন্য সংযুক্ত থাকে।

অন্যটি মাল্টি এন্ট্রি মানে একাধিক-প্রবেশকারী ট্যুরিস্ট ভিসা যা সমস্ত জাতীয়তার জন্য উন্মুক্ত।

মাল্টি এন্ট্রি ভিসার মাধ্যে একাধিকবার আমিরাতে যাওয়া যাবে অর্থাৎ এই ভিসা পাওয়ার পর এক ভিসা দিয়েই অনেকবার দেশটিতে প্রবেশ করা যাবে।

>> রিমোট ওয়ার্ক ভিসা
এক বছরের ভিসা বিশ্বজুড়ে পেশাদারদের সংযুক্ত আরব আমিরাত থেকে দূরে থেকে কাজ করতে এবং তাদের সংস্থাগুলো অন্য দেশে অবস্থিত হয়ে থাকলেও কাজ করতে সক্ষম করে।

তারা তাদের নিজস্ব স্পনসরশিপে সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবে।
তারা “ভিসার সাথে জারি করা শর্তাদি” মেনে কাজ করতে পারবে।

The Cambridge Central Mosque is Europe's first eco-friendly mosque and the first purpose-built mosque within the city of...
22/07/2021

The Cambridge Central Mosque is Europe's first eco-friendly mosque and the first purpose-built mosque within the city of Cambridge, England. The UK’s first green mosque "The Cambridge Mosque" - which opened its doors to the public in 2019.

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন। "Al-Furqan Hajj & Umrah Service" এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। পরিব...
19/07/2021

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন।

"Al-Furqan Hajj & Umrah Service" এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। পরিবার পরিজন - বন্ধুবান্ধব - আত্মীয়স্বজন সবাইকে নিয়ে খুশীতে ভরে উঠুক ঈদের প্রতিটি মুহুর্ত 💐🎉🎊🎈

ঈদ মোবারক!

আজ জিলহজ্ব মাসের ৯ তারিখ। ঐতিহাসিক আরাফার দিবস। বছরের যেকোনো সময়ই যেকোনো নেক আমল আল্লাহর কাছে পছন্দনীয়। তবে কিছু কিছু সম...
19/07/2021

আজ জিলহজ্ব মাসের ৯ তারিখ। ঐতিহাসিক আরাফার দিবস। বছরের যেকোনো সময়ই যেকোনো নেক আমল আল্লাহর কাছে পছন্দনীয়। তবে কিছু কিছু সময়ে কিছু আমলের মারতাবা অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক বৃদ্ধি হয়। তেমনি এক আমল আরাফার দিবসের রোজা।

যে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গোনাহ মাফ করেন সেটাই হলো আরাফার দিবসের রোজা।

আমরা চন্দ্র বছরের জিলহজ্ব মাস পার করছি। জিলহজ্ব মাসের ৯ তারিখকে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস বলে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইয়াওমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গোনাহ মাফ করবেন’। (সহীহ মুসলিম, হাদীস নং- ১১৬২)।
আরাফার এ রোজা ফরয ওয়াজিব বা মুস্তাহাব এরকম কিছু না। এ রোজা না রাখলে গোনাহ হবে না। তবে এ রোজার ফজিলত অন্যান্য নফল রোজার চেয়ে অধিক।

উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আরাফার দিনের রোজার ছওয়াব এক হাজার দিন রোজা রাখার সমান’।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আরাফা দিবসের রোজা পালনের মাধ্যমে হাদীসে বর্ণিত ফজিলত হাসিলের তাওফিক দান করুন।

আমিন।

আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেছে হজ্বের আনুষ্ঠানিকতা!!Mina 🥰
18/07/2021

আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেছে হজ্বের আনুষ্ঠানিকতা!!

Mina 🥰

By Royal Decree, the Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz appointed Sheikh Bandar bin Abdulaziz A...
17/07/2021

By Royal Decree, the Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz appointed Sheikh Bandar bin Abdulaziz Al Baleelah as Khateeb for delivering the Hajj Sermon on Monday, 9 Dhul Hijjah 1442

"Inside the Haramain" aims to provide you with news, updates, pictures, videos regarding the happenings of the Haramain Sharifain

Jumu’ah in Masjid Al Haram, Makkah today (6 Dhul Hijjah 1442)
17/07/2021

Jumu’ah in Masjid Al Haram, Makkah today (6 Dhul Hijjah 1442)

১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে শিথিল করা হবে চলমান কঠোর বিধি-নিষেধ মর্মে সরকারি তথ্যবিবরনী। নম্বর:৩২১৬
16/07/2021

১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে শিথিল করা হবে চলমান কঠোর বিধি-নিষেধ মর্মে সরকারি তথ্যবিবরনী।

নম্বর:৩২১৬

১৫ জুলাই থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে দেশের দুই এয়ারলাইন্সইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ...
15/07/2021

১৫ জুলাই থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে দেশের দুই এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ৭টি, যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট চালাবে।

নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তারা প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬ টি, যশোরে ৬টি, বরিশালে ৪টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ৩টি ও কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।

তবে সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

আর্মি স্টেডিয়ামে এখন থেকে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।রোবব...
14/07/2021

আর্মি স্টেডিয়ামে এখন থেকে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা হতো রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে। কিন্তু সেই হাসপাতালে এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেটা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত হয়েছে। তাই এ কাজে তাদের ব্যস্ততা বেড়েছে বিধায় সেখানে অবস্থিত আটটি আরটি-পিসিআর বুথে এখন আর করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।

প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে বিদেশগামী যাত্রীদের স্বাস্থ্য অধিদফতরের এ মুখপাত্র বলেন, একশ্রেণির দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশগামী যাত্রীরা কেউ কেউ ভুয়া করোনা সনদ সংগ্রহ করছেন। সরাসরি আর্মি স্টেডিয়ামে চলে যান। অন্যথায় এ ধরনের লেনদেনের জন্য স্বাস্থ্য অধিদফতর দায়ী থাকবে না।

"মাহরাম ছাড়াই হজ্ব করতে পারবেন নারীরা"পুরুষ মাহরাম ছাড়াই হজের জন্য নারীদের নিবন্ধনের অনুমতি দিয়েছে সৌদি আরব। অর্থাৎ মাহর...
10/07/2021

"মাহরাম ছাড়াই হজ্ব করতে পারবেন নারীরা"
পুরুষ মাহরাম ছাড়াই হজের জন্য নারীদের নিবন্ধনের অনুমতি দিয়েছে সৌদি আরব। অর্থাৎ মাহরাম (পুরুষ অভিভাবক) ছাড়াই নারীরা এখন থেকে হজ করতে পারবেন।
সম্প্রতি চলতি বছরে হাজিদের জন্য তিনটি প্যাকেজ অনুমোদন করেছে সৌদি সরকার। রোববার থেকে হজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
এ বছর হজ করতে পারবেন ৬০ হাজার মুসলিম নর-নারী। তবে তা সীমাবদ্ধ থাকবে শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানকার বাসিন্দাদের জন্য। রেজিস্ট্রেশন করা যাবে ২৩ জুন পর্যন্ত।

হজের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে একটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১৬,৫৬০.৫০ রিয়াল। অন্যটি ১৪,৩৮১.৯৫ রিয়াল এবং শেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১২,১১৩.৯৫ রিয়াল। এই তিনটি প্যাকেজের সঙ্গে যোগ হবে ভ্যাট।

আবেদনের জন্য গত ৫ বছরের মধ্যে হজ করেননি অবশ্যই এমন স্বীকারোক্তি দিতে হবে আবেদনকারীকে।

আবেদনকারী জটিল রোগে ভুগছেন না, এমনকি করোনায় আক্রান্ত নন দিতে হবে এমন স্বীকারোক্তিও।

এ ছাড়া স্বীকারোক্তি দিতে হবে, আবেদনকারী ছয় মাসের মধ্যে কোনো জটিল রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হননি বা কোনো ডায়ালাইসিস চিকিৎসা করানো হয়নি।

সূত্র: খবর আরব নিউজের

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সচিব ব্রেন্ডন মারফি বলেছেন, অন্তত ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণের কোনো সম্ভাবনা ন...
09/07/2021

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সচিব ব্রেন্ডন মারফি বলেছেন, অন্তত ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণের কোনো সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ানদের। হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এ বছর সীমান্তে পর্যাপ্ত বিধিনিষেধ এবং হোটেল কোয়ারেন্টাইন নিয়ম বহাল থাকবে। সোমবার এসব বলেন তিনি।

বুধবার অস্ট্রেলিয়ান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। এই মুহূর্তে নাগরিকদের এবং দেশটিতে বসবাসরত স্থায়ীদের দেশ ছাড়ার কোনো আবেদন গ্রহণ করা হবে না যদি না তারা শর্ত মেনে চলে।

এজন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- জাতীয় স্বার্থে ভ্রমণ, সহানুভূতিশীল বা মানবিক কোনো কাজ, তিন মাস বা তারও অধিক সময় ধরে অস্ট্রেলিয়ার বাইরে ভ্রমণ করছেন, অস্ট্রেলিয়ায় চিকিৎসা সম্ভব নয় এমন জরুরি চিকিৎসার জন্য, ব্যবসা বা কর্মী সংক্রান্ত কাজ এবং মহামারি করোনার সহায়তামূলক কোনো কাজের জন্য আবেদন করতে পারবেন।

‘সৌখিন ড্রোন’ ওড়ানো যাবে ১০০ ফুট উচ্চতায়বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়াই দেশে বিনোদন মূলক কাজে গ্র...
08/07/2021

‘সৌখিন ড্রোন’ ওড়ানো যাবে ১০০ ফুট উচ্চতায়

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়াই দেশে বিনোদন মূলক কাজে গ্রিন জোনে ১০০ ফুটের কম উচ্চতায় সর্বোচ্চ পাঁচ কেজি ওজনের ড্রোন ওড়ানো যাবে। এর বেশি ওজন ও উচ্চতার ক্ষেত্রে অনুমতি নিতে হবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অনূর্ধ্ব পাঁচ কেজির (Payload-সহ) অথবা ১০০ ফুটের কম উচ্চতার উড্ডয়ন সক্ষম ড্রোন বিনোদন হিসেবে গ্রিন জোনে অনুমতি ব্যতিত উড্ডয়ন করা যাবে’।

ইতোমধ্যে ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০’ প্রণয়ন করা হয়েছে। নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নে বেবিচক সম্প্রতি একটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে।

এতে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থেই ড্রোন ব্যবহার অপরিহার্য এবং সুরক্ষা, নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে এর ব্যবহার সর্বত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি যুগোপযোগী নীতিমালা অত্যন্ত জরুরি। এই নীতিমালা, বাংলাদেশে ড্রোন পরিচালনা, অনুমোদন, নিবন্ধীকরণ, আমদানি ও অন্যান্য ড্রোন সংক্রান্ত বিষয়কে আরও সহজতর করবে এবং বাংলাদেশের জনগণ এর সুফল পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোনের জন্য বেবিচকের কাছ থেকে নিবন্ধন ও পরিচিতি নম্বর নিতে পারে। নিবন্ধনের প্রক্রিয়া শিগগিরই বেবিচকের ওয়েবসাইটে (caab.gov.bd) দেওয়া হবে।
ড্রোন উড্ডয়নের এলাকাকে ‘গ্রিন’, ‘ইয়েলো’ এবং ‘রেড’- এই তিন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন সংরক্ষিত এলাকা, সামরিক এলাকা এবং জনসমাগম ও ঘনবসতিপূর্ণ এলাকাকে ইয়েলো জোনে রাখা হয়েছে। রেড জোনে রাখা হয়েছে নিষিদ্ধ এলাকা, বিপজ্জনক এলাকা, বিমানবন্দর এলাকা, কেপিআই এইসব জায়গাকে।

এই দুই জোনের অন্তর্ভুক্ত নয় ১০০ ফুট উচ্চতাসম্পন্ন গ্রিন জোনে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো যাবে। তবে ড্রোন যদি ১০০ ফুটের বেশি উড্ডয়ন করাতে হয় সেক্ষেত্রে বেবিচক থেকে অনুমতি নিতে হবে।

বেবিচক ব্যবহারের জন্য অনুমতি দিতে ড্রোনকে চারটি শ্রেণি করেছে।
‘ক’ শ্রেণি হচ্ছে গ্রুপ, পার্সোনাল ফটোগ্রাফি, খেলনা বা সৌখিনতাবশ চিত্তবিনোদনের জন্য ব্যবহৃত ড্রোন; শিক্ষা ও গবেষণার কাজে অবাণিজ্যিক কাজে সরকারি, বেসরকারি সংস্থা বা কোনো ব্যক্তির ব্যবহৃত ড্রোন ‘খ’ শ্রেণি; জরিপ, স্থিরচিত্র, চলচ্চিত্র, পণ্য পরিবহণের মতো বাণিজ্যিক ও পেশাদার কাজের জন্য ‘গ’ শ্রেণি এবং রাষ্ট্রীয় ও সামরিক প্রয়োজনে ব্যবহৃত ড্রোন হবে ‘ঘ’ শ্রেণির।

উড্ডয়নে শর্তাবলী:
# ঘ ও ক শ্রেণি ছাড়া সব ড্রোন নিবন্ধন করতে হবে;

# ক, খ, গ শ্রেণির ড্রোন বিশেষ অনুমতি ছাড়া রাতে ওডানো যাবে না।

# বিশেষ অনুমতি ছাড়া ভিভিআইপির সভা-সমাবেশের তিনদিন আগে থেকে দুই কিলোমিটারের মধ্যে ‘ঘ’ শ্রেণি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকবে।

# সম্ভাব্য জটিলতা এড়াতে ‘গ্রিন জোন’ ছাড়া অন্য যেকোনো জোনে ড্রোন ওড়ানোর আগে স্থানীয় থানায় লিখিতভাবে জানাতে হবে।

# খোলা স্থানে, সভা/সমাবেশ ও জাতীয় আন্তর্জাতিক ইভেন্ট চলাকালে এ স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে ড্রোন ওড়াতে ‘ঘ’ শেণি ছাড়া সব ড্রোনের উড্ডয়ন অনুমতি ছাড়া নিষিদ্ধ থাকবে।

# ক’ শ্রেণি ব্যতীত অন্য যেকোনো ড্রোন চালকের বয়স ১৮ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস হতে হবে।

আপনার জানা দরকার কি কি পণ্য আপনি বিদেশ থেকে আনতে পারবেন, কতটুকু আপনি বৈধভাবে আনতে পারবেন। কোন পণ্যে কতটা শুল্ক দিতে হবে ...
06/07/2021

আপনার জানা দরকার কি কি পণ্য আপনি বিদেশ থেকে আনতে পারবেন, কতটুকু আপনি বৈধভাবে আনতে পারবেন। কোন পণ্যে কতটা শুল্ক দিতে হবে কাস্টমসকে, আবার কোনগুলো একদমই শুল্কমুক্ত?

পর্যটক নয় এমন যাত্রীরা ব্যাগেজ বিধিমালা ২০১৬ অনুযায়ি যেসব পণ্য (একটি করে) পানি ও আকাশপথে বিনাশুল্কে আনতে পারবেন সেগুলো হলো-

১. ক্যাসেট প্লেয়ার/ টু –ইন-ওয়ান, ২. ডিস্কম্যান/ ওয়াকম্যান ( অডিও), ৩. বহনযোগ্য অডিও সিডি, ৪. ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (একটি ইউপিএসসহ), ৫. কম্পিউটার স্ক্যানার, ৬.প্রিন্টার, ৭. ফ্যাক্স মেশিন, ৮. ভিডিও ক্যামেরা, এইচডি ক্যাম, ডিভিক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল কাজে ব্যবহার হয় এমন ক্যামেরা ছাড়া অন্য যেকোনো ক্যামেরা। ৯. সাধারণ টেলিফোন সেট ( পুশবাটন, কর্ডলেস), ১০. সাধারণ ইলেকট্রনিক ও মাইক্রোয়েভ ওভেন,

১১. রাইস কুকার,প্রেসার কুকার, গ্যাসওভেন (বার্নরাসহ) ১২. টোস্টার, স্যান্ডউইচমেকার, ব্লেন্ডার,ফুড প্রসেসর, জুসার, কফি মেকার, ১৩. সাধারণ ও বৈদ্যুতিক টাইপ রাইটার, ১৪. গৃহস্থালিতে ব্যবহারের সেলাই মেশিন ( ম্যানুয়াল/ বৈদ্যুতিক), ১৫. বাসায় ব্যবহারের জন্য টেবিল, প্যাডেস্টাল ও সিলিং ফ্যান, ১৬. ব্যক্তিগত ব্যবহারের জন্য স্পোর্টস সরঞ্জাম, ১৭. ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (একই অলংকার ১২ টির বেশি আনা যাবে না), ১৮. ২০০ শলাকা বা ১ কার্টন সিগারেট, ১৯. ২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা/এলসিডি /টিএফটি/ এলইডি বা এমন প্রযুক্তির টেলিভিশন এবং সিআরটি সাদাকালো/ রঙ্গিন টেলিভিশন, ২০. ভিসিআর, ভিসিপি, ২১. সাধারণ কিংবা দুইটা বা চারটি স্পিকারসহ সিডি/ভিসিডি/ডিভিডি/এমডি/ ব্লুরে ডিস্ক প্লেয়ার ও সেট, ২২. ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর, ২৩. দুইটি মোবাইল/সেলুলার ফোনসেট (স্মার্ট, অ্যান্ড্রয়েট, আইফোন যেকোন রকম হতে পারে), ২৪. সর্বোচ্চ ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট।

স্থলপথে একজন যাত্রী ব্যাগেজ রুলে একবারে সর্বোচ্চ ৪শ’ ডলারের পণ্য বিনাশুল্কে আনতে পারবেন। এক বছরে সর্বোচ্চ ৩ বার তিনি এ সুবিধা নিতে পারবেন।

বিমানে প্রথমবার ভ্রমণ করছেন ?বিমানের টিকেট কেনার পর আপনি চাইলে সেটা প্রিন্ট করে নিতে পারেন, আপনার ফোনে বা মেইলে যে কপি প...
05/07/2021

বিমানে প্রথমবার ভ্রমণ করছেন ?

বিমানের টিকেট কেনার পর আপনি চাইলে সেটা প্রিন্ট করে নিতে পারেন, আপনার ফোনে বা মেইলে যে কপি পাবেন সেটাও ডাউনলোড করে রাখতে পারেন। সে কোন এক ভাবে হলেই চলবে।

২। ডমেস্টিক ফ্লাইটে সাধারণত এক ঘন্টা আগে ও ইন্টারন্যাশনাল ফ্লাইটে দুই ঘন্টা আগে এয়ার পোর্টে যাবার নিয়ম। কোন কারণে না পারলে ইমার্জেন্সি হিসাবে যথাক্রমে ত্রিশ মিনিট বা এক ঘন্টা আগে গেলেও উঠতে পারবেন। তবে তা রিস্কি হয়ে যায়।

৩। এয়ারপোর্টে প্রবেশের সময় সাধারণত বিমানের টিকেট, পাসপোর্ট (ডমেস্টিক ফ্লাইয়িং এর ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র) দেখিয়ে প্রবেশ করতে হয়।

৪। প্রবেশের পর বড় কোন লাগেজ থাকলে লাগেজ স্ক্যানিং মেশিনে স্ক্যান করিয়ে সিকিউরিটি ট্যাগ লাগিয়ে নিতে হবে। এই স্ক্যানিং এরিয়া সাধারণত প্রবেশের পর গেটের পাশেই থাকে। প্রত্যেক এয়ারলাইন্সের নিজস্ব স্ক্যানিং মেশিন থাকে। ছোট লাগেজ যা আপনি হাতে বা কাধে বহন করবেন তা এখানে স্ক্যান না করালেও হয়।

৫। সাধারণত টিকেটের সাথে সাত কেজি ওজন পর্যন্ত হ্যান্ড ব্যাগ, আর বিশ কেজি ওজনের লাগেজ ফ্রি এলাউ করে। তাই খেয়ার রাখতে হবে যে ওজন যাতে সীমার মধ্যেই থাকে। বেশী হলে হয়তো আপনাকে অতিরিক্ত পে করতে হবে। আর লাগেজের সাইজ ব্যাপার না, তবে হ্যান্ড ব্যাগেজের সাইজ বেশী বড় হলে বিমানে উঠে রাখার সমস্যার পড়বেন। তাই, ছোট ব্যাকপ্যাক হলেই ভাল।

আজ থেকে শুরু হচ্ছে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশন প্রোগ্রাম।  শুক্রবার থেকে (প্রতিদিন সকাল ৯টা থেকে ...
03/07/2021

আজ থেকে শুরু হচ্ছে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশন প্রোগ্রাম।

শুক্রবার থেকে (প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত) দেশের ৪২টি জনশক্তি অফিস, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপে বিএমইটির এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

অনলাইনে সুরক্ষা অ্যাপের মাধ্যমেও এ রেজিষ্ট্রেশন করা যাবে।

কুয়েত সরকার অনুমোদিত করোনার টিকা নেওয়া বৈধ প্রবাসীরা আগামী ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।বৃহস্পতিবার দেশটির সর...
02/07/2021

কুয়েত সরকার অনুমোদিত করোনার টিকা নেওয়া বৈধ প্রবাসীরা আগামী ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। খবর আল আরাবিয়ার।
দেশটিতে প্রবেশের পূর্বে এবং পৌঁছার পর সাত দিনের হোম কোয়ারেন্টাইন চলাকালে করোনা পরীক্ষার পিসিআর সনদ নিতে হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, কুয়েতের মন্ত্রিসভা আরও ঘোষণা দিয়েছে যে, দেশটির নাগরিক যারা করোনাভাইরাসের টিকা সম্পন্ন করেছেন কেবল তারাই ১ আগস্ট থেকে দেশের বাইরে যেতে পারবেন।

টিকা নেওয়া ব্যক্তিরা আগামী ২৭ জুন থেকে রেস্টুরেন্ট, ক্যাফে, হেলথ ক্লাব, সেলুন ও শপিংমলগুলোতে প্রবেশ করতে পারবেন।

কঠোর হতে যাচ্ছে লকডাউন, অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ, চালু থাকবে আন্তর্জাতিক এছাড়াও বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনে সরকারি,...
30/06/2021

কঠোর হতে যাচ্ছে লকডাউন, অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ, চালু থাকবে আন্তর্জাতিক এছাড়াও বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে।

এই সময়ে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

অভ্যন্তরীণ বিমান টিকেটের দাম আকাশচুম্বীহঠাৎ করে ঢাকার সঙ্গে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করার পর আকাশপথে উড়োজাহাজের টিকিট নিয়ে ...
29/06/2021

অভ্যন্তরীণ বিমান টিকেটের দাম আকাশচুম্বী

হঠাৎ করে ঢাকার সঙ্গে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করার পর আকাশপথে উড়োজাহাজের টিকিট নিয়ে হাহাকার পড়ে গেছে।
পাশাপাশি বরিশাল-ঢাকা আকাশপথে যাত্রীভাড়া কয়েকগুণ বেড়ে গেছে।
অথচ গত ১৫ দিন ধরে এ রুটে যাত্রীর অভাবে সব এয়ারলাইন্সের দুঃশ্চিন্তার শেষ ছিল না।

এমনকি ৫-১০ জন যাত্রী নিয়েও বরিশালসহ দেশের অনেক অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করেছে।

যাত্রীর অভাবে সরকারি এয়ারলাইন্সটি ইতোমধ্যে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বরিশাল সেক্টরে ১টি করে ফ্লাইট বন্ধও করে দিয়েছে। কিন্তু সোমবার সন্ধ্যায় রাজধানীর সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গেই বেসরকারি দুটি এয়ারলাইন্স টিকিট বিক্রি বন্ধ করে দেয়।

বুধবার সকাল থেকে পুনরায় টিকিট বিক্রি শুরু হলেও ৩ হাজার ৪শ’ টাকার টিকিট এক লাফে দ্বিগুণ হয়ে যায়।

এমনকি ঘণ্টাখানেকের মধ্যেই বুধবার সকাল ও বিকালে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে সরকারি-বেসরকারি ৫টি ফ্লাইটের সব টিকিট বিক্রি শেষ হয়েছে।
পরে বেসরকারি দুটি এয়ারলাইন্স বুধবার ৬৭ অ্যারোনটিক্যাল মাইলের বরিশাল সেক্টরে ৯ হাজার টাকায়ও বেশ কয়েকটি টিকিট বিক্রি করেছে।

UAE extends suspension of flights from 14 countries.বাংলাদেশসহ ১৪ দেশের আরব আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞার ২১ জুলাই পর্যন্ত ...
28/06/2021

UAE extends suspension of flights from 14 countries.

বাংলাদেশসহ ১৪ দেশের আরব আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞার ২১ জুলাই পর্যন্ত বাড়ল---

নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১৪ দেশ:
১) ভারত,
২)বাংলাদেশ,
৩)লাইবেরিয়া,
৪)নামিবিয়া,
৫)সিয়েরা লিওন,
৬)গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো,
৭)উগান্ডা,
৮)জাম্বিয়া,
৯)ভিয়েতনাম,
১০)পাকিস্তান,
১১)নেপাল,
১২)শ্রীলঙ্কা,
১৩)নাইজেরিয়া এবং
১৪)দক্ষিণ আফ্রিকা।

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত সরকার।
দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধির কথা জানানো হয়।
এর আগে ৭ জুলাই পর্যন্ত আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।
কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ল বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও ব্রাজিল থেকে ইতালি প্রবেশে চলমান নিষেধাজ্ঞা ২১ ...
23/06/2021

ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ল বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও ব্রাজিল থেকে ইতালি প্রবেশে চলমান নিষেধাজ্ঞা ২১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে।

জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুধু করোনা নয়, উপমহাদেশের ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতির ওপরও তীক্ষ্ণ নজর রাখছে ইতালি সরকার।
ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং বাংলাদেশের পরিস্থিতি উন্নত হলেই ইতালির প্রবেশ দ্বার খুলবে।

তা না হলে, এভাবে সময় বারবার বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বৃহস্পতিবার ইউরোপীয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. জওভান্নি লিউনার্দির সঙ্গে বৈঠক করেছেন।

Address

868, Shewrapara
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 15:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801320386409

Alerts

Be the first to know and let us send you an email when Al-Furqan Hajj & Umrah Service Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Furqan Hajj & Umrah Service Bangladesh:

Videos

Share

Nearby travel agencies