25/04/2024
❤️মায়ের বিয়ের শাড়ী ❤️
সেই ছোট্ট বেলা থেকে প্রতিটি মেয়ে তার মায়ের পুতুল ছানা হয়। মা কে দেখে ছোট ছোট স্বপ্ন দেখা শুরু হয় সেই ছোট্ট পুতুল ছানাটার 👧। ঠিক মায়ের মতো হতে হবে তাকে। মায়ের মতো চুল, মায়ের মতো সাজ, এমনকি মায়ের জামা গায়ে না লাগলেও জোর করেই পরতে হবে তাকে। 😌
পুরোনো অ্যালবাম থেকে মায়ের বিয়ের আগের পুরোনো ছবি দেখে দেখে নিজের মধ্যে আয়ত্ত্বো করতো কীভাবে একদম হুবুহু মায়ের মতো করে দেখা যাবে তাকে..! যদিও মায়ের মতো এতো সুন্দরী হয় নি এই পুতুল ছানাটা। বাবার গায়ের রং যে পেয়ে গেছে..! 😮💨
তাও হাল ছাড়া যাবে না একদম। কোথাও যাওয়ার জন্য রেডি হলে পুরোনো অ্যালবামে সেই দেখা মায়ের মতো করে চুল বেঁধে, মায়ের মতো জুতো পড়ে রেডি হলে আয়নার সামিনে দাড়িঁয়ে নিজেকে তার কতো প্রশ্ন...!!! মায়ের মতো লাগছে তো তাকে..!🤔
তখনই যদি কেউ বলতো ওমা একদম মায়ের মতো হয়েছে মেয়ে দেখি..!! ওফ.... আর কে দেখে মেয়েটার খুশী..!! জীবনে ১০ বার ডায়মন্ড জিতলেও কেউ এতো খুশী হয়তো হয় না..😇😇😇
সেই ছোট্ট মেয়েটা জীবনের হাজারো ব্যস্ততা, পাওয়া- না পাওয়ার মধ্যে বড় হতে হতে জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় চলে এলো।😌 কিন্তু একমাত্র মা ছাড়া কেউ জানতো না যে তার সেই পুতুল ছানা টা আরও একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছে। আর সেটা হলো তার মায়ের মতো কর, মায়ের বিয়ের শাড়ী টা পরে একদিন সুন্দর লাল টুকটুকে বউ সাজাবে 👰♀️। আর সেজন্য সেই ছোট্ট বেলা থেকে মায়ের বিয়ের শাড়ি টা নিজের থেকেও বেশী যত্ন করে আগলে রেখেছিলো পুতুলছানা টা। মাঝে মাঝে রোদে দিতো, মাঝে মাঝে খুলে দেখতো ঠিক আছে তো..!!! কোন ভাবে নষ্ট হতে দেয়া যাবে না এই শাড়ী টা..!🤨
আজ-কাল কতো ডিজাইনার শাড়ী, নামি দামি শাড়ী ছেড়ে পুতুল ছানা টা পুরনো শাড়ী পরবে এটা তার মায়ের একদম ভালো লাগলো না। কারণ মা তার একমাত্র পুতুলছানা টাকে একদম পুতুলের মতো করে, দুনিয়ার সবচেয়ে সুন্দর বউ সাজাতে চায়।🥰
খুব শখের পুতুল ছানা যে তার...!!😘
কিন্তু পুতুলছানা আবদার করে যেকোন ভাবে মা এবং বাকি সবাইকে রাজি করিয়ে ফেললো.😊
ব্যাস..... চলে এলো সেই দিন। পুতুলছানা টা বড় হয়ে রাজকন্যা হয়ে গেলো। আর ঠিক তারা দেখা স্বপ্নের মতো করে লাল টুকটুকে বউ সাজলো তার মায়ের সেই পুরোনো বিয়ের শাড়ি পরে..😇 মায়ের মতো যেন দেখতে হয় সেজন্য সে মায়ের বিয়ের ওড়নার মতো আর একটা ওড়না খুজে নিলো (মায়ের ওড়নাটা নষ্ট হয়ে গিয়েছিল) আর মায়ের বিয়ের গহনা গুলোও পরে নিলো..!🤗
রাজকন্যা তার রাজকুমারের জন্য এভাবেই সেজেছিলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে❤️
মা তার ছোট্ট পুতুলছানা কে তার রূপে দেখে চোখে পানি নিয়ে চোখ সরিয়ে নিয়ে নিজের কষ্ট লুকানোর অনেক ব্যর্থ চেষ্টা করেছিলো সেদিন...💔
কেউ বলেনি সেই রাজকন্যা কে আসলে তার স্বপ্নে দেখা মায়ের মতো লাল টুকটুকে বউ লাগছিলো কিনা..!🥲
লাগছে তো.....?!! 🤔🤔
জানি না। লাগুক, না লাগুক রাজকন্যা স্বার্থক তার মায়ের বিয়ের শাড়ী পরে মায়ের মতো করে সেজে জীবনের নতুন অধ্যায়ে তার রাজকুমারের সাথে পথচলা শুরু করতে পেরে❤️🤲🏻
আলহামদুলিল্লাহ ❤️
শাড়ী টা অনেকের কাছে পুরনো মনে হলেও আমার কাছে শাড়ীটা অমূল্য....! 🥹💘
তোমার আদর্শেই সারাজীবন চলতে চাই আম্মু। তোমার মতো করে দেখতে চাই নিজেকে সারাজীবন ❤️🥺
বি.দ্র- সময় সাপেক্ষে ছবির কোয়ালিটিতে একটু ভিন্নতা আছে।
১৯৮৯--২০২৩