02/10/2023
বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতেছেন, তাদের জন্য পরামর্শ,,,,,
ইন্ডিয়ান এম্বাসি এখন সব কাগজপত্র চেক করে,,
১/ আপনারা যারা এখন ভিসার জন্য আবেদন করবেন,
যারা ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন, কার্ড থাকলে সাথে নিয়ে যাবেন, আপনার ব্যাংকের যে মোবাইলে মেসেজ আসে ওই মোবাইল সহ নিয়ে যাবেন, যদি পারেন,চেক বইয়ের ফটোকপি সহ নিয়ে যাবেন, যাতে বুঝতে পারে ব্যাংক একাউন্টটি আপনার।
এখন অনেকে জাল একাউন্টে স্টেটমেন্ট দিচ্ছে এজন্য
২/যারা Noc দিয়ে আবেদন করবেন তাদের জন্য,,,
পেশার প্রমাণ পত্র আগেভাগে নিবেন না, কারণ, এপয়েন্টমেন্ট ডেট পেতে দেরি হচ্ছে বিধায় জমা দেবার সময় আপনার ছুটির ডেটটা যেন শেষ হয়ে না যায়, ডেট শেষ হয়ে গেলে আপনার ফাইল জমা নিচ্ছে না।
৩/ আগে আবেদন করে এপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিবেন, কাগজপত্র আগে আগে সাজাবেন না, ফাইল জমা দেওয়ার আগে সব কাগজপত্র সাজাবেন,যেন আপনার কাগজপত্র মেয়াদ শেষ না হয়ে যায়। আগের হিসাব এখন বাদ।
৪/ যারা ২৪ সালের ইন্ডিয়া যাওয়ার জন্য আশায় আছেন তারা এখন অনলাইনে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নেন, বিশেষ করে ঢাকা যমুনা ফিউচার পার্কে জমা দিবেন তাদের জন্য পরামর্শ, কারণ, ঢাকা যমুনা ফিউচার পার্কে ২০২৩ সালের কোন অ্যাপয়েনমেন্টে নাই, এখন যারা আবেদন করবেন তারা ডেট পাবেন ২০২৪ সালে।
৫/ যারা ডলার এন্ডোস করবেন, ব্যাংক থেকে হলে সাথে কার্ড নিয়ে যাবেন, কার্ড এখন চেক করে।
বিশেষ করে এখন ফাইল জমা দেওয়ার সময় সব কাগজপত্র দেখ, কাগজপত্র কোনো ভুল ডকুমেন্ট পেলে ফাইল জমা নেয় না,,,
আর একটা কথা আগে যারা ফাইল জমা দিয়েছেন, কোন ভুল ডকুমেন্ট থাকলে ডকুমেন্টের যে নম্বর দিয়েছে ওই নম্বর ফোন করে জিজ্ঞেস করতেছে অনেকের। যারা ভুল ডকুমেন্ট জমা দিয়েছেন তারা যার থেকে ডকুমেন্ট নিয়েছেন তাকে বলে রাখবেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ🙂🙂