09/09/2021
বান্দরবান ট্যুর
ভ্রমণ তারিখঃ২৩,২৪,২৫ সেপ্টেম্বর -বৃহস্পতি থেকে শনিবার।
🔵ট্যুর প্যাকেজ-১
৩রাত,২দিন(১রাত যাওয়া,১রাত আসা,১রাত থ্রি স্টার মানের এসি/নন এসি হোটেল স্টে বান্দরবান সিটিতে,২দিন উল্লেখিত স্পটের ম্যাক্সিমাম ঘুরাঘুরি)(এটা একটি এডভেঞ্চার+রিল্যাক্স ট্যুর)
🔶প্যাকেজ মূল্য প্রতিজনঃ ৪২৮০ টাকা
🔸এসি বাস চাইলে ৯০০টাকা অতিরিক্ত(ডবল)
🔸এসি রুম চাইলে২০০টাকা অতিরিক্ত(১রাত)
🔸কাপল রুম ভাড়া বাবদ ৫০০ টাকা অতিরিক্ত।
যা যা থাকছে প্যাকেজেঃ
✅যাওয়া+আসা বাস সার্ভিস
✅সকালের নাস্তা ২বেলা।
✅দুপুরের খাবার ২বেলা(ভ্রমণ স্পটের মোটামুটি মানের রেস্টুরেন্টে)
✅রাতের খাবার ২বেলা(বান্দরবান সিটিতে উন্নত মানের রেস্টুরেন্টে)।
✅দুই দিন ভ্রমণ স্পট ঘুরার জন্য মাহেন্দ্র জীপ/পিকা আপ/ফাইভডোর রিজার্ভ।
✅হোটেলে রুম শেয়ারিং।
✅বার্বিকিউ অথবা হায়দারাবাদী বিরানী পার্টি থাকছে ১বেলা।
✅স্পট পবেশ ফি
✅ট্যুর গাইড সার্ভিস
✅পরিবহনের ড্রাইভারদের থাকা খাওয়া ইত্যাদি।
প্যাকেজে থাকছেনাঃ
❌কোন ব্যক্তিগত খরচ ঔষধ
❌দুর্ঘটনা জনিত কোন বীমা বা ইন্সুইরেন্স
❌প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
বুকিং পলিসিঃ
◾০-৩ বছরের শিশুদের কোন চার্জ নেই।
◾কাপল চার্জ রুম ভাড়া বাবদ অতিরিক্ত ৫০০টাকা।
বুকিং সিস্টেমঃ
◾প্যাকেজ রেটের ৫০%অগ্রিম দিয়ে নির্ধারিত তারিখের ভিতর আসন কনফার্ম করতে হবে।
❎মৌখিক কোন বুকিং গ্রহণ যোগ্য হবেনা।
✅শুধুমাত্র কোন কারণে ট্যুর সিডিউল পরিবর্তন করা হলে,বুকিং মানি ফেরতযোগ্য।
বুকিং দেয়া যাবে সরাসরি অফিসে এসে,কিংবা একাউন্ট/বিকাশে।
🔰বুকিং শুরুঃচলছে...
🔰বুকিং এর শেষ তারিখঃ১৫ই সেপ্টেম্বর বিকাল ৫টা।(উল্লেখিত তারিখের আগে পরে বুকিং নেয়া হবেনা)আসন সংখ্যা সীমিত।
ভ্রমণ স্পট সমূহঃ
❇নীলাচল+নীলগিরি
✳স্বর্ণমন্দির
❇শৈলপ্রভাত ঝর্ণা
❇চিম্বুক পাহাড়
❇প্রান্তিকলেক
❇বগালেক
❇মেঘলা পর্যটন কমপ্লেক্সে আছে দুটি ঝুলন্তব্রীজ/চিড়িয়াখানা/পার্ক।
(নিরাপত্তা ও পরিবেশ এবং সময় সাপেক্ষে কয়েকটি স্পর্ট বাদ পরতে পারে)
খাবারের মেনুঃ
♈সকালের নাস্তায় থাকছেঃ
পড়টা/পুড়ি/রুটি-ডাল সবজি/ডিম/পায়া,চা/
ভুনাখিচুড়ি,ডিম,সালাদ/মিনারেল ওয়াটার।
♈দুপুরের খাবারে থাকছেঃবিরানী/সাদা ভাত,মুরগী/মাছ,সবজি,ভর্তা,ডাল,সালাদ/মিনারেল ওয়াটার।
♈রাতের খাবারে থাকছেঃবিরানী/সাদাভাত,
খাসী/গরু(১টাইম)মুরগী/মাছ,সবজি,ভর্তা,ডাল,সালাদ,কোল্ড ড্রিংকস, মিনারেল ওয়াটার।
====================================
সাজেক ট্যুর এবং বান্দরবান ট্যুর (১২জনের গ্রুপ)
🎑অনডে-৩৬৫০ টাকা।(প্রতিজন)
🎑অফডে-৩৯০০টাকা।(প্রতিজন)
🎑হলিডে-৪২০০ টাকা(প্রতিজন)
🎑স্টুডেন্ট-৩৪৫০ টাকা।(প্রতিজন)
ফ্যামিলি রিজার্ভেশন স্পেশাল সার্ভিসঃ(১-৪ জন)
🕹️অনডে-১৬,০০০ টাকা।
🕹️অফডে-১৮,০০০ টাকা।
🕹️হলিডে-২০,০০০ টাকা।
ফ্যামিলি রিজার্ভেশন স্পেশাল সার্ভিসঃ(৫-১০জন)
🎴অনডে-৪০,০০০টাকা।
🎴অফডে-৪৩,০০০ টাকা।
🎴হলিডে-৪৫,০০০ টাকা।
(সকল প্যাকেজ রেট আলোচনা সাপেক্ষে আংশিক পরিবর্তন হতে পারে)
🟫প্যাকেজটি ৩ রাত ২ দিনের(১রাত যাওয়া ১রাত আসা,১রাত হোটেল/রিসোর্টে স্টে,২দিন ঘুরাঘুরি।
যা যা থাকছে প্যাকেজেঃ
🔷যাওয়া আসা বাস সার্ভিস (নন এসি)।
🔷সাজেক যাওয়া আসা স্পট ঘুরার জন্য ও বান্দরবানে স্পট ঘুরার জন্য চান্দের গাড়ি/ফাইভ ডোর/জীপ রিজার্ভ থাকবে ২ দিন।
🔷প্রতিটি স্পটের প্রবেশ ফি থাকবে।
🔷বার্বিকিউ পার্টি,ব্যাম্বু চিকেন সহ মোট ৫ বেলা খাবার থাকবে প্যাকেজে।
🔷থাকার জন্য রুম থাকবে (১ রুমে ২বেডে ৪জন করে)
🔷১টি করে TAC টি শার্ট থাকবে।
🔷পর্যাপ্ত গাইড লাইন/হোস্ট/ট্যুর অপারেটর সাথে থাকবে সার্বক্ষণিক।
💠যা যেখানে দেখবো বা ঘুরবোঃ(২দিনে)
🔸সাজেক প্যাকেজে-সাজেক-হ্যালিপ্যাড,
রুলুইপাড়া,কংলাকপাহাড়,হটিকার্লচারাল
পার্ক,ঝুলন্ত ব্রীজ,তারেং,আলুটিলা রহস্যময় গুহা।
(স্টোন গার্ডেন ও রিসাং ঝর্ণা সময় সাপেক্ষে)
🔹বান্দরবান প্যাকেজে-নীলগিরি,নীলাচল,মেঘলা পর্যটন,জাদি বৌদ্ধ মন্দির,বগালেক,তাজিংডং,
শৈলপ্রভাত+
(সময় কাভার না হলে যে কোন একটা স্পট বাদ যেতে পারে)
🔻যা যা থাকছেনা প্যাকেজেঃ
🔺কোন ব্যাক্তিগত খরচ + ঔষধ।
🔻দুর্ঘটনা জনিত কোন বীমা বা ইন্সুইরেন্স।
🔺যাত্রা বিরতি বা হাইওয়েতে কোন খাবার।
🟠যা যা সঙ্গে রাখতে হবেঃ
◾ন্যাশনাল আইডি/জন্ম নিবন্ধন,বা পাসপোর্টের ফটোকপি।
◾প্রয়োজনীয় ঔষধ,স্যালাইন,পাওয়ার ব্যাংক ও একাধিক নম্বরের সিম কার্ড।
▪️ক্যাডস,স্লিপার,টাউসার সহ ট্রেকিং এ সুবিধা হয়,এমন জিনিস পত্র।
▪️এবং শুকনো জাতিয় কিছু খাবার-যেমন পেস্তা,বাদাম,বিস্কিট, চকোলেট,খেজুর,কিচমিচ ও পানির ছোট বোতল বা পট।
⛔যা যা সাথে রাখা বা নেয়া যাবেনাঃ
❌নেলকাটার,ছুরি,ব্লেড ও কোন জীবন নাশক যন্ত্র দ্রব্য।
❌মদ গাজা ইয়াবা সহ কোন নেশা জাতিয় দ্রব্য।
🚫⚠️সতর্কতাঃ
পরিবেশ পরিস্থিতি মানিয়ে চলতে পারেনা,এক কথায় অসামাজিক ও নোংরা মন মাইন্ডের কেউ,আমাদের ট্যুরে অংশ গ্রহণ না করাই উত্তম।
পরিবেশ ও নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই!
🔰খাবারের মেনুঃ স্টান্ডার্ড মানের খাবার থাকবে।
(সবাই জেনে রাখা দরকার, ওসব এলাকায় সব কিছু এভেইলাবেল পাওয়া যায়না,এবং কি টয়লেটে ব্যবহার করা পানিও লিটার হিসাবে কেনা লাগে,ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানে যা পাওয়া যায়,তা অন্যান্য জায়গার চেয়ে ৪ গুন বেশী টাকা হতে পারে)
❇️ট্যুর প্লানিংঃ
◾নির্ধারিত তারিখে ঢাকা অফিস থেকে-রাত ৯টা,কুমিল্লা অফিস থেকে রাত ১১টায়,ফেনী অফিস থেকে রাত ১২টায় রওয়ানা।
এবং ভ্রমণ স্পট থেকে-(পার্মিশন পাওয়া সর্তে সন্ধ্যা রাতে ফেরা)।
💠বুকিং সিস্টেম ও পলিসিঃ
🔹রিজার্ভেশন সার্ভিসের জন্য কমপক্ষে ৭দিন আগে প্যাকেজের ৫০% বুকিং মানি দিয়ে ট্যুর কনফার্ম করতে হবে।
🔹এসি বাস কিংবা অতিরিক্ত কোন সুবিধা নিতে বা পেতে চাইলে,বুকিংয়ের সময় আলাপ আলোচনা করে নিতে হবে।
🔹আমাদের যে কোন প্যাকেজে-০-৩ বছরের শিশুদের চার্জ নেয়া হয়না,এবং ফ্যামিলি রিজার্ভেশন সার্ভিসে বাসার কাজের মেয়ে/ছেলেকে ভ্রমণের সুবিধা দিলে,তার জন্য ৫০% চার্জ ছাড় দেয়া হয়!
অফিসিয়াল হেল্পলাইনঃ TAC
+ 88 01601611188
E-mail: [email protected]