Ghuring Firing - Students Only

Ghuring Firing - Students Only বাজেট নিয়ে দুশ্চিন্তা ভুলে, ভ্রমণের ইচ্ছে বাঁচিয়ে রাখার শুরু হোক এখান থেকেই...

ছাত্র অবস্থায় ঘুরাঘুরির ইচ্ছা, এনার্জি, ফ্যাসিনেশন এবং এক্সাইটমেন্ট যতটা থাকে, সেটা জব লাইফে ঢোকার পর আর থাকেনা। আর ছাত্র জীবনে ঘুরতে যাওয়ার ইচ্ছে বুকে নিয়ে, পকেটের দিকে তাকিয়ে কোথাও যেতে না পারার হতাশা কিংবা কষ্টের জায়গাটা ঘুরিংফিরিং বুঝে। অনুভব করে। তাই কোয়ালিটি ঠিক রেখে স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি ট্যুর আয়োজন করছি আমরা।

শিক্ষার্থী থাকা অবস্থায় অতিরিক্ত বাজেটের জন্য অনেকে কোয়ালিটি ট্যুরগু

লো মিস করেন। ট্যুরের কোয়ালিটি ঠিক রেখে দেশ এবং দেশের বাইরে 'স্টুডেন্ট ফ্রেন্ডলি' ট্যুর প্ল্যান করছে 'ঘুরিং ফিরিং', যাতে তিন মাসে অন্তত একটা ট্যুর শিক্ষার্থীরা দিতে পারে। যেখানে তাদের ট্যুরমেটরাও থাকবে বিভিন্ন ক্যাম্পাসের স্টুডেন্ট। তাই জমবে আড্ডা, থাকবে আন্তরিকতা, বাড়বে সার্কেল ও নেটওয়ার্ক আর কমবে ফ্রাসটেশন।

ট্যুরগুলো লিড করবে ঘুরিংফিরিং- এর ক্যাম্পাস এম্বাসেডররা। তারুণ্য এবং প্রকৃতির সংমিশণে জীবনে জড়ো হবে সুন্দর স্মৃতি।


যারা ছবি তুলতে পছন্দ করেন তারা নিয়মাবলি পড়ে অংশ নিতে পারেন ফটো কনটেস্টে আর বাগিয়ে নিতে পারেন ফ্রি দার্জিলিং,মেঘালয় ট্যুর...
31/03/2023

যারা ছবি তুলতে পছন্দ করেন তারা নিয়মাবলি পড়ে অংশ নিতে পারেন ফটো কনটেস্টে আর বাগিয়ে নিতে পারেন ফ্রি দার্জিলিং,মেঘালয় ট্যুর সহ আরো অনেক পুরষ্কার।

ছবি তুলতে আমরা কে না ভালোবাসি? হোক সেটা মুঠোফোনে কিংবা পছন্দের ক্যামেরায়। আপনার তোলা সেই ছবিই এবার আপনাকে নিয়ে যেতে পারে দার্জিলিং, মেঘালয় কিংবা টাঙুয়ার হাওরের হাউজবোটে জলজীবন উপভোগে। পেতে পারেন মেঘের রাজ্য সাজেকে প্রিমিয়াম রিসোর্টে ফ্রি রাত্রি যাপনের সুযোগ সহ এক্সাইটিং সব উপহার।

রোজার এই ট্যুর বিহীন সময়ে ঈদ’কে সামনে রেখে " Ghuring Firing - ঘুরিং ফিরিং " নিয়ে এসেছে #ছবির_গল্পে_ঘুরিংফিরিং ফটোগ্রাফি কনটেস্ট। তাই আর দেরী না করে অংশগ্রহণ করুন – এ, আর জিতে নিন দারুণ সব পুরষ্কার।

*** প্রথম পুরষ্কার- ফ্রি দার্জিলিং ট্যুর এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** দ্বিতীয় পুরষ্কার- ফ্রি মেঘালয় ট্যুর এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** তৃতীয় পুরষ্কার- ফ্রি টাঙুয়ার হাওর ট্যুর এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** চতুর্থ পুরষ্কার- একটি Action Camera এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** পঞ্চম পুরষ্কার- Inseer এর পক্ষ থেকে একটি ফার্স্টট্রেক- এর স্মার্টওয়াচ এবং ঘুরিং ফিরিং এর একটি টিশার্ট।
*** ষষ্ঠ পুরষ্কার- একটি তাঁবু এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** সপ্তম পুরষ্কার- ত্রৈধাতুক- এর পক্ষ থেকে শাড়ি/পাঞ্জাবী এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** অষ্টম পুরষ্কার- নিত্য উপহার- এর পক্ষ থেকে দুইটি টি-শার্ট।
*** নবম পুরষ্কার- SPORTS WEAR - এর পক্ষ থেকে পছন্দের ফুটবল ক্লাবের একটি জার্সি।
*** দশম পুরস্কার- KitZ Castle - এর পক্ষ থেকে পছন্দের জাতীয় ফুটবল দলের একটি জার্সি।
*** একাদশ থেকে বিশ- যে কোন একটি ট্যুরে ১০% ছাড় এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।

স্পেশাল ক্যাটাগরি পুরস্কার-
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘পাহাড়ের ছবি’র জন্য থাকেছে, মেঘের রাজ্য সাজেকের প্রিমিয়াম রিসোর্ট ‘ইকোভ্যালী রিসোর্ট’- এ একরাত রাত্রি যাপনের সুযোগ।
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘বিদেশী ছবি’র জন্য থাকছে একটি হ্যামক।
• সর্বোচ্চ শেয়ার পাওয়া ছবির জন্য থাকছে, বেইলি রোডের Pizza In- এ কাপল ডিনার।
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘মেয়ের ছবি’র জন্য থাকছে ‘চলন সই’- এর পক্ষ থেকে একটি জামা।
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘ছেলের ছবি’র জন্য থাকছে ‘শপিং ডে’র পক্ষ থেকে পাঞ্জাবী।

প্রতিযোগিতার নিয়মাবলিঃ
১। এই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করতে হবে এবং শেয়ার করে স্ক্রিনশট এই পোস্টের কমেন্টসে দিতে হবে। (শেয়ার করা পোস্ট প্রাইভেসী অবশ্যই পাবলিক হতে হবে)
২। মুঠোফোন, ক্যামেরা কিংবা যে কোনো ডিভাইসে তোলা ছবি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। সেটি হতে পারে প্রকৃতি, প্রকৃতির সাথে মানুষ কিংবা প্রকৃতির সাথে নিজের ছবি। তবে নিজের ছবি হলে অবশ্যই ফটোগ্রাফারের নাম উল্লেখ করতে হবে।
৩। একজন প্রতিযোগী সর্বোচ্চ ২ বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
৪। ক্যাপশনে #ছবির_গল্পে_ঘুরিংফিরিং ও হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে। অন্যথায় ছবিটি বাতিল ঘোষণা করা হবে।
৫। প্রতিযোগিতায় প্রতিটি রিয়েক্ট- ১ পয়েন্ট, প্রতিটি কমেন্ট ২ পয়েন্ট, পাবলিক শেয়ার ৩ পয়েন্ট। তাই কমেন্টসে যতখুশি বন্ধুদের মেনশন ও গ্রুপে এড করতে পারবেন। (একই ব্যক্তির একাধিক কমেন্ট একবারের বেশি গননা করা হবে না।)
৬। একাধিক ছবি প্রতিযোগিতায় থাকলে সর্বোচ্চ মার্কস পাওয়া ছবি প্রতিযোগিতায় টিকে থাকবে। একজনের একটির বেশি ছবি পুরস্কার পাবে না।
৭। ছবির সাথে ছোট করে ক্যাপশন লিখতে পারেন, এতে ছবির আবেদন বাড়ে। তবে বাধ্যতামূলক ভাবে গ্রুপে পোস্ট করা ছবিতে লোকেশন, ডিভাইস এবং হ্যাশট্যাগ ঘুরিং ফিরিং ফটো কন্টেস্ট ২০২৩ লিখতে হবে।
যেমনঃ Caption: [এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি… | Location: থানচি, বান্দরবান | Device: Dji Mavic Mini] #ছবির_গল্পে_ঘুরিংফিরিং
৮। কারো ছবি যদি প্রমাণিত হয় যে তার তোলা নয় তবে সে তৎক্ষণাৎ প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যাবে।
৯। #ছবির_গল্পে_ঘুরিংফিরিং প্রতিযোগিতায় বিচারকদের হাতে থাকবে ৫০% মার্কস এবং ৫০% মার্কস থাকবে লাইক, কমেন্টস, শেয়ারের ভিত্তিতে।

(প্রতিযোগিতা চলবে ২৮-০৩-২০২৩ থেকে ১৫-০৪-২০২৩ পর্যন্ত। পুরষ্কার ঘোষণা হবে ঈদ-উল-ফিতরের ‘চাঁদ রাতে’। যেকোনো ধরনের পরিস্থিতিতে ঘুরিং ফিরিং- এর বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।)

গ্রুপ লিংকঃ ঘুরিং ফিরিং (এখানে ছবি পোষ্ট করুন)।

***মাত্র ৬৫০০ টাকায় ৪ রাত ৩ দিন বিচ সংলগ্ন রিসোর্টে সেন্টমার্টিনে ঘুরিংফিরিং (স্টুডেন্ট প্যাকেজ)*** শহরের এই যান্ত্রিক জ...
18/01/2023

***মাত্র ৬৫০০ টাকায় ৪ রাত ৩ দিন বিচ সংলগ্ন রিসোর্টে সেন্টমার্টিনে ঘুরিংফিরিং (স্টুডেন্ট প্যাকেজ)***

শহরের এই যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে ঘুরিংফিরিং টিম যাচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। একদম বিচ সংলগ্ন রিসোর্টে থেকে ৩ দিন ২ রাত সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করে আসবো, দু’কদম ফেললেই সমুদ্র আর রিসোর্টের কোল ঘেঁষে থাকা সাগর পাড়ে নারকেল গাছে হ্যামকের সাড়ি।

ঘুরিংফিরিং যাচ্ছে ২৬ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপে। আপনিও বন্ধু-বান্ধব নিয়ে যুক্ত হতে পারেন আমাদের সাথে।

➡️ ট্যুরের তারিখ ও ব্যাপ্তিঃ
🔹 ২৬-৩০ জানুয়ারি।
🔹 ৪ রাত ৩ দিন।

➡️ যা যা দেখবোঃ
🔹 সেন্টমার্টিন।
🔹 ছেঁড়া দ্বিপ।
🔹 নাফ নদী।

➡️ ট্যুর প্লানঃ
▶️ ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:০০ টায় ঢাকা থেকে যাত্রা শুরু।

▶️ ২৭ জানুয়ারি (শুক্রবার) বাস থেকে নেমে নাস্তা সেরে সকাল ৯.৩০ -এ আমরা টেকনাফ থেকে জাহাজে উঠবো, নাফ নদী আর গাঙচিলের বরণ করে নেয়া দেখতে দেখতে দুপুর নাগাদ সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাবো। তারপর বিশ্রাম, আউটিং এবং রিসোর্ট এ রাত্রি যাপন। বিচের সাথেই রিসোর্ট থাকায় যখন-তখন বিচে যাওয়া আসার সুবিধা পাওয়া যাবে।

রাতে বিচে গিয়ে সময় কাটাবো, চাইলে হ্যামকে শুয়ে সমুদের গর্জন শুনবো। সময় কাটাবো নিজেদের ইচ্ছামত, কোনো বাইন্ডিং নেই। কেবল নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে। রাতে সমুদ্রে নামা যাবেনা।

▶️ ২৮ জানুয়ারি (শনিবার) সকালে ঘুম থেকে উঠবো, নিজেদের মতো করে সেন্টমার্টিন দ্বীপের প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে বের হবো। পুরো সেন্টমার্টিন ঘুরে দেখবো, হূমায়ুন আহমেদ স্যারের বাড়ি সমুদ্র বিলাস দেখবো।

দুপুর দুইটায় রিসোর্টে দুপুরের খাবার খেতে আসবো, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হয়ে বিকেলে ছেঁড়া দ্বীপ ঘুরে আসবো। সূর্যাস্ত বীচে বসেই উপভোগ করবো, রাত সাড়ে নয়টায় রিসোর্ট এসে রাতের খাবার খেয়ে সবাই মিলে আবার সাগরপাড়ে বসে গানের আড্ডা চলবে, ঘুমানোর আগ পর্যন্ত সাগরের বিশালতার সৌন্দর্য উপভোগ করবো।

▶️ ২৯ জানুয়ারি (রবিবার) খুব ভোরে উঠবো, সূর্যোদয় দেখবো সমুদ্রের পাড়ে। নাস্তা সেরে ফ্রি সময় পাবেন, সেটা আপনি কাজে লাগাতে পারেন পারসোনাল শপিং, ছোট নৌকায় ভ্রমণের ইচ্ছা থাকলে সেটাও সেরে ফেলতে পারেন। এইদিন আমরা নিজেদের মতো সময় কাটাবো, সাইকেল চালাবো দ্বিপে।

দুপুর ১ টায় অবশ্যই দুপুরের খাবার খেতে রিসোর্টে চলে আসতে হবে এবং দুপুর ২ টার মধ্যে বের হবো আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে। বিকাল ৩.০০ টায় আমরা শীপে করে বিকেলের সমুদ্র দেখতে দেখতে টেকনাফ ফেরত আসবো, অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

▶️ ৩০ জানুয়ারি (সোমবার) ভোরে আমরা ঢাকা থাকবো ইনশাআল্লাহ্। ঘরে ফেরার সঙ্গী হবে নতুন কিছু সুন্দর স্মৃতি।

✅ প্যাকেজে যা যা পাচ্ছেনঃ
🔹 ঢাকা-টেকনাফ-ঢাকা নন এসি বাসের টিকেট।
🔹 টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ জাহাজের টিকেট।
🔹 ২ রাত স্ট্যান্ডার্ড রিসোর্ট- এ রাত্রিযাপন।
🔹 খাবারের খরচ (প্রতিদিন সকালের নাস্তা, লাঞ্চ, ডিনার। মোট ৮ বেলা খাবার)
🔹 একটি বার্বিকিউ।
🔹 ট্যুর অপারেটর।

❌ প্যাকেজে যা পাচ্ছেন নাঃ
🔹 নিজের ব্যক্তিগত খরচ।
🔹 হাইওয়ে রেস্টুরেন্টে খাবার।
🔹 জেটি ঘাট থেকে রিসোর্টে যাবার ভ্যান ভাড়া।
🔹 ছেঁড়া দ্বীপ যাওয়ার খরচ।

💰 ইভেন্ট ফিঃ ৬৫০০/- টাকা জনপ্রতি। প্রিমিয়াম রিসোর্টে থাকলে আলোচনা করে নেবেন। এডভান্স বুকিং মানি- ৩০০০/- টাকা। বুকিংয়ের শেষ তারিখ- ২৩ জানুয়ারি, ২০২৩।
💰 বুকিং মানি পাঠানোর মাধ্যমঃ
* ব্যাংক- Jamuna Bank,
Account Name- Ghuring Firing Travels
Account Number- 061-0210013794
* বিকাশ মার্চেন্ট- 01731470111 (Payment)
* বিকাশ পার্সোনাল- 01674981499 (Send Money)
* নগদ পার্সোনাল- 01674981499 (Send Money)
(বিকাশ ও নগদে প্রতি হাজারে ১৪ টাকা বেশী দিতে হবে। টাকা পাঠিয়ে সেই নাম্বারে কল দিয়ে অবশ্যই কনফার্ম করবেন।)

🏠 অফিস- সাত মসজিদ সুপার মার্কেট (৩য় তলা, রুম-৩২২), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা
☎️ ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে নক করুন কিংবা ফোন করুন- 01731470111। যেকোনো ট্যুর (ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর,ব্যাচ ট্যুর) আয়োজনে আস্থা রাখুন ঘুরিংফিরিং এর উপর।

🌐 ভ্রমণ সংক্রান্ত আপনার অভিজ্ঞতা জানাতে যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপে- www.facebook.com/groups/ghuringfiring/

এই অবস্থা কার কার? কমেন্টস করুন, বন্ধুদের মেনশন করুন। 😉
09/01/2023

এই অবস্থা কার কার? কমেন্টস করুন, বন্ধুদের মেনশন করুন। 😉

***মাত্র ১১৯৯৯ টাকায় দার্জিলিং-মিরিকে ঘুরিংফিরিং (স্টুডেন্ট ফ্রেন্ডলি)***অপরূপ সৌন্দর্যের একটি অসাধারণ প্রাকৃতিক লীলাভূম...
02/01/2023

***মাত্র ১১৯৯৯ টাকায় দার্জিলিং-মিরিকে ঘুরিংফিরিং (স্টুডেন্ট ফ্রেন্ডলি)***

অপরূপ সৌন্দর্যের একটি অসাধারণ প্রাকৃতিক লীলাভূমি যেনো স্বপ্নের দার্জিলিং। সবকিছুতেই যেখানে মুগ্ধতা। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। গোটা বিশ্বের ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুর মধ্যে অন্যতম দার্জিলিং। ৬ হাজার ৯৮০ ফুট উচ্চতার শহরটি হিমালয়ের পাদদেশে মেঘের চাদরে আবৃত স্বপ্নময় এক শহর।

দার্জিলিং শহরের টাইগার হিল থেকে খুব কাছে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে। আহা… যেই কাঞ্চনজঙ্ঘা কিশোর বয়স থেকে তৈরি হওয়া একটা আবেগ। ঘুরিংফিরিং- এর দল ভ্রমণ করতে যাচ্ছে স্বপ্নের দার্জিলিং। ব্যাটে বলে মিলে গেলে আপনিও হতে পারেন এই দলের একজন।

➡️ ট্যুরের তারিখ ও ব্যাপ্তিঃ
🔹 ২৫-২৯ জানুয়ারি।
🔹 ৫ রাত ৪ দিন।
🔹 পোর্ট- চেংড়াবান্ধা।

➡️ যা যা দেখবোঃ
🔹 দার্জিলিং।
🔹 জাপানিজ টেম্পল, রক গার্ডেন।
🔹 তেনজিং রক, রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, জুওলজিক্যাল পার্ক।
🔹 টাইগার হিল।
🔹 কাঞ্চনজঙ্গা।
🔹 বাতাসিয়া লুপ, ঘুম মন্সট্রি ও ঘুম স্টেশন।
🔹 টয় ট্রেন।
🔹 মিরিক
🔹 শিলিগুড়ি

➡️ ট্যুর প্ল্যানঃ
▶️ ২৫ জানুয়ারি (বুধবার) রাতের বাসে ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা। যাত্রা পথে সবার সাথে পরিচয় সেরে গান বাজনা করার ইচ্ছা থাকলে চলতি পথে হয়ে যেতে পারে কিছু কোরাস গান।

▶️ ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বর্ডার পার হয়ে রিজার্ভ জিপে/বাসে শিলিগুরি চলে যাবো। দুপুরের খাবার খেয়ে শিলিগুরি থেকে রিজার্ভ জিপে চেপে চলে যাবো দার্জিলিং। চলতি পথের মনোরম দৃশ্য আপনার হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। দার্জিলিংয়ে রাত্রিযাপন করবো।

▶️ ২৭ জানুয়ারি (শুক্রবার) সকালে নাস্তা শেষে সাইট সিয়িং করতে বেড়িয়ে পরবো। জাপানিজ টেম্পল, রক গার্ডেন দেখে ফিরে আসব শহরে। দুপুরে পেট পুরে খাবো স্থানীয় খাবার। তারপর আবার বের হবো, একে একে ঘুরবো তেনজিং রক, রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, জুওলজিক্যাল পার্ক। সন্ধ্যা নামলে হোটেলে ফিরব।এদিন সেরে ফেলতে পারেন শপিং। রাতের ডিনার সেরে একটু দ্রুত ঘুমিয়ে পরবো। কারন পরবর্তী দিন খুব সকালে উঠতে হবে।

▶️ ২৮ জানুয়ারি (শনিবার) আমরা যাবো টাইগার হিল দেখতে। আগে থেকে রিজার্ভ করা গাড়ি ভোর ৩:৩০টা থেকে ৪ টার মধ্যে চলে আসবে। গাড়িতে চেপে আমরা চলে যাবো টাইগার হিল থেকে সকালের সূর্যোদয় ও সেই কাঙ্খিত কাঞ্চনজঙ্গা দেখতে।

টাইগার হিলে বসে চা-কফি খেয়ে আমরা যাবো বাতাসিয়া লুপ, ঘুম মন্সট্রি আর ঘুম স্টেশন। সেখানে টয় ট্রেন দেখে সকালের নাস্তা করে হোটেলে ফিরবো। তারপর বাকী ঘুম টুকু শেষ করে বিকেলটা নিজেদের মত করে কাটাবো ঘুরে ফিরে বা শপিং করে। এদিনটা একদম নিজেদের মতো সাজিয়ে নিতে পারেন সকালের পর।

▶️ ২৯ জানুয়ারি (রবিবার) সকাল সকাল উঠে পড়তে হবে আবারো, আজকের গন্তব্য মিরিক। মিরিকেই সকালের নাস্তা করব। এখানে কিছু সময় কাটিয়ে রওনা দিব শিলিগুড়ির উদ্দেশ্যে।
এরপর ফেরার পালা, শিলিগুড়ি এসে দুপুরের পেট পূজো। তারপর জীপে করে বর্ডারের উদ্দেশ্যে রওনা করবো। বর্ডারের সকল প্রক্রিয়া শেষ করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।

▶️ ৩০ জানুয়ারি (সোমবার) ভোরে ইনশাআল্লাহ্ ঢাকা থাকবো।

✅ প্যাকেজে যা যা পাচ্ছেনঃ
🔹 ঢাকা থেকে বর্ডার নন এসি বাসে যাওয়া-আসা।
🔹 বর্ডার থেকে শুরু করে যাতায়াত ও পুরো সাইট সিয়িং এর জন্য রিজার্ভ জিপ (টাটা সুমো/ বলেরো অথবা সিমিলার কাইন্ড গাড়ি)।
🔹 প্রতিদিন তিনবেলা খাবার।
🔹 হোটেলে রাত্রি যাপন।
🔹 ট্যুর অপারেটর।

❌ প্যাকেজে যা পাচ্ছেন নাঃ
🔹 ঢাকা-বুড়িমারি-ঢাকা হাইওয়ে রেস্টুরেন্টে খাবার।
🔹 ট্রাভেল টেক্স, ভিসা ফি।
🔹 রাইড বা পার্ক এবং টয় ট্রেনের টিকেট।
🔹 সকল ধরনের এন্ট্রি ফি।
🔹 নিজের ব্যক্তিগত খরচ।

💰 ইভেন্ট ফিঃ ১১,৯৯৯ টাকা (এক রুমে ৩ জন), কাপল- জনপ্রতি ১৫০০ টাকা বাড়তি যুক্ত হবে। এডভান্স বুকিং মানি- ৬০০০/- টাকা। বুকিংয়ের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩। (ট্যুরের ১০ দিন আগে অবশ্যই কনফার্ম করতে হবে। ভিসা না থাকলে ভিসার জন্য এপ্লাই করতে হবে। আমরা সব ধরণের সহযোগিতা করবো।)

💰 বুকিং মানি পাঠানোর মাধ্যমঃ
* ব্যাংক- Jamuna Bank,
Account Name- Ghuring Firing Travels
Account Number- 061-0210013794
* বিকাশ (মার্চেন্ট)- 01731470111 (Payment)
* বিকাশ (পার্সোনাল)- 01674981499 (Send Money)
* নগদ (পার্সোনাল)- 01674981499 (Send Money)
(বিকাশ ও নগদে সেন্ড মানি করলে প্রতি হাজারে ১৪ টাকা বেশী দিতে হবে। টাকা পাঠিয়ে সেই নাম্বারে কল দিয়ে অবশ্যই কনফার্ম করবেন।)

🏠 অফিস- সাত মসজিদ সুপার মার্কেট (৩য় তলা, রুম-৩২২), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা।
☎️ ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে নক করুন কিংবা ফোন করুন- +880 1731-470111, +880 1934-383533। যেকোনো ট্যুর (ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর,ব্যাচ ট্যুর) আয়োজনে আস্থা রাখুন ঘুরিংফিরিং- এর উপর।

🌐 ভ্রমণ সংক্রান্ত আপনার অভিজ্ঞতা (ছবি, ভিডিও, তথ্য) পোষ্ট করতে যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপে- facebook.com/groups/ghuringfiring

*** মাত্র ৩৯৯৯ টাকায় স্টুডেন্ট ফ্রেন্ডলি প্যাকেজে মেঘের রাজ্য সাজেকে ঘুরিংফিরিং***ছাত্র জীবনে ঘুরতে যাওয়ার ইচ্ছে বুকে নি...
28/12/2022

*** মাত্র ৩৯৯৯ টাকায় স্টুডেন্ট ফ্রেন্ডলি প্যাকেজে মেঘের রাজ্য সাজেকে ঘুরিংফিরিং***

ছাত্র জীবনে ঘুরতে যাওয়ার ইচ্ছে বুকে নিয়ে পকেটের দিকে তাকিয়ে কোথাও যেতে না পারার হতাশা কিংবা কষ্টের জায়গাটা ঘুরিংফিরিং বুঝে, অনুভব করে। তাইতো কোয়ালিটি ঠিক রেখে স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি ট্যুর আয়োজন শুরু করেছি আমরা, অংশ নিতে হলে আপনাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে। কর্মজীবিদের জন্যও Ghuring Firing - ঘুরিং ফিরিং- এর রয়েছে আলাদা প্যাকেজ।

এবার স্টুডেন্ট অফারে ভ্রমণের গন্তব্য সাজেক এবং খাগড়াছড়ি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচু থেকে, থাকবো মেঘের ওপর রিসোর্টে। ঘুরবো রুইলুই পাড়ায়। খাবো পাহাড়ি খাবার-দাবার।সাজেকের হ্যালিপ্যাডে শুয়ে রাতের আকাশের অজস্র তারা গোনার একটা বৃথা চেষ্টা চালাবো। ভোরের স্নিগ্ধ মেঘ ছুঁতে ছুটে যাব কংলাক পাহাড়ে। আর আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা/হাজাছড়া ঝর্ণায় ঘোরাঘুরি তো সাজেক ট্যুরের বোনাস!

➡️ ট্যুরের তারিখ ও ব্যাপ্তিঃ
🔹 ১৮-২১ জানুয়ারী, ২০২৩।
🔹 ৩ রাত ২ দিন।

➡️ যা যা দেখবোঃ
🔹 সাজেক ভ্যালি
🔹 রুইলুই পাড়া
🔹 হ্যালিপ্যাড ১, ২ এলাকা
🔹 কংলাক পাহাড়
🔹 আলুটিলা গুহা
🔹 তারেং (অনুমতি সাপেক্ষে)
🔹 রিসাং ঝর্ণা(পানি থাকা সাপেক্ষে)
🔹 হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ)

➡️ ট্যুর প্ল্যানঃ
▶️ ১৮ জানুয়ারী (বুধবার) রাত ১০টার নন-এসি বাসে করে সায়েদাবাদ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

▶️ ১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে খাগড়াছড়ি পৌঁছে সকালের নাস্তা সেড়ে নেবো। এরপর রিজার্ভ করে রাখা চাঁদের গাড়ি করে পাহাড়ি ঢাল ধরে প্রকৃতি দেখতে দেখতে রিসোর্টে পৌঁছাবো। ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেড়ে ঘুরতে বেরিয়ে যাব। ঘুরে দেখবো রুইলুই পাড়া, লুসাই গ্রাম। সন্ধ্যে নামার মুখে থাকবো সাজেকের হ্যালিপ্যাডে, সুর্যাস্ত দেখবো রাতের খাবার সেড়ে নিয়ে রিসোর্টে ফিরে গান বাজনা করে রাতটা কাটিয়ে দেবো।

▶️ ২০ জানুয়ারী (শুক্রবার) খুব ভোরে কংলাক পাহাড়ে যাব সাদা মেঘের ভেলা আর সূর্যোদয় দেখতে। ছোটখাটো একটা ট্রেকিং শেষে দেখা মিলবে সূর্যদয়ের। এরপর রিসোর্টে ফিরে চেক আউট করে খাগড়াছড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো চাঁদের গাড়িতে করে, পথে দেখবো হাজাছড়া ঝর্ণা। ঝর্ণার পানিতে (যদি পানি থাকে) গোসল করবো। খাগড়াছড়িতে দুপুরের খাবার সেড়ে আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ দেখবো। সন্ধ্যাটা সেখানেই কাটিয়ে দেবো। রাত ৯টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।

▶️ ২১ জানুয়ারী (শনিবার) খুব ভোরে পাঁচটা নাগাদ ঢাকায় থাকবো। ঘরে ফেরার সঙ্গী হবে নতুন কিছু সুন্দর স্মৃতি।

🍛 খাবার মেন্যুঃ
* প্রথম দিন-
🔹 সকালের নাস্তা- খিচুড়ি, ডিম/পরোটা, ডিম, চা।
🔹 দুপুর- ব্যাম্বো চিকেন, বাঁশ কুড়োল, ভর্তা, সবজি, ভাত, ডাল, সালাদ।
🔹 রাত- বার্বিকিউ চিকেন, পরোটা, সফট ড্রিংক্স, সালাদ।

*দ্বিতীয় দিন-
🔹 সকালের নাস্তা- খিচুড়ি, ডিমের কারি, আচার, সালাদ।
🔹 দুপুর- ভাত, মাছ/মুরগি, ভর্তা, সবজি, ডাল, সালাদ।
🔹 রাত- ভাত, হাঁসের মাংস/গরু, ভর্তা, সবজি, ডাল, সালাদ।

✅ প্যাকেজে যা যা পাচ্ছেনঃ
🔹 ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন-এসি বাসের টিকেট।
🔹 সাজেকে রিসোর্টে রাত্রি যাপন।
🔹 খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত দুই দিনের রিজার্ভ চাঁদের গাড়ি।
🔹 দুই দিনে মোট ৬ বেলা খাবার।
🔹 ট্যুর অপারেটর।
🔹 সাজেকে এন্ট্রি ফি

❌ প্যাকেজে যা পাচ্ছেন নাঃ
🔹 নিজের ব্যক্তিগত খরচ।
🔹 হাইওয়ে রেস্টুরেন্টে খাবার।
🔹 খাগড়াছড়ির প্লেসগুলোতে এন্ট্রি ফি।

💰 ইভেন্ট ফিঃ ৩৯৯৯/- টাকা থেকে শুরু, এডভান্স বুকিং মানি- ২০০০/- (জনপ্রতি)।
🔹 প্রতি রুমে ৪ জন, স্টুডেন্ট ট্রিপে কোনো কাপল পলিসি নেই।

💰 বুকিং মানি পাঠানোর মাধ্যমঃ
* ব্যাংক- Jamuna Bank,
Account Name- Ghuring Firing Travels
Account Number- 061-0210013794
* বিকাশ (মার্চেন্ট)- 01731470111 (Payment)
* বিকাশ (পার্সোনাল)- 01674981499 (Send Money)
* নগদ (পার্সোনাল)- 01674981499 (Send Money)
(বিকাশ ও নগদে সেন্ড মানি করলে প্রতি হাজারে ১৪ টাকা বেশী দিতে হবে। টাকা পাঠিয়ে সেই নাম্বারে কল দিয়ে অবশ্যই কনফার্ম করবেন।)

🏠 অফিস- সাত মসজিদ সুপার মার্কেট (৩য় তলা, রুম-৩২২), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা।
☎️ ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে নক করুন কিংবা ফোন করুন- +880 1731-470111। যেকোনো ট্যুর (ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর,ব্যাচ ট্যুর) আয়োজনে আস্থা রাখুন ঘুরিংফিরিং- এর উপর।

🌐 ভ্রমণ সংক্রান্ত আপনার অভিজ্ঞতা (ছবি, ভিডিও, তথ্য) পোষ্ট করতে যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপে- ঘুরিং ফিরিং।

এক কাপ চায়ে তোমাকে চাই... শুভ সকাল পৃথিবী। ❤️📸 Nahar Sania
23/12/2022

এক কাপ চায়ে তোমাকে চাই... শুভ সকাল পৃথিবী। ❤️

📸 Nahar Sania

***৩৯৯৯ টাকায় স্টুডেন্ট ফ্রেন্ডলি প্যাকেজে মেঘের রাজ্য সাজেকে ঘুরিংফিরিং***ছাত্র জীবনে ঘুরতে যাওয়ার ইচ্ছে বুকে নিয়ে পকেট...
16/12/2022

***৩৯৯৯ টাকায় স্টুডেন্ট ফ্রেন্ডলি প্যাকেজে মেঘের রাজ্য সাজেকে ঘুরিংফিরিং***

ছাত্র জীবনে ঘুরতে যাওয়ার ইচ্ছে বুকে নিয়ে পকেটের দিকে তাকিয়ে কোথাও যেতে না পারার হতাশা কিংবা কষ্টের জায়গাটা ঘুরিংফিরিং বুঝে, অনুভব করে। তাইতো কোয়ালিটি ঠিক রেখে স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি ট্যুর আয়োজন শুরু করেছি আমরা, অংশ নিতে হলে আপনাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে। কর্মজীবিদের জন্যও Ghuring Firing - ঘুরিং ফিরিং- এর রয়েছে আলাদা প্যাকেজ।

এবার স্টুডেন্ট অফারে ভ্রমণের গন্তব্য সাজেক এবং খাগড়াছড়ি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচু থেকে, থাকবো মেঘের ওপর রিসোর্টে। ঘুরবো রুইলুই পাড়ায়। খাবো পাহাড়ি খাবার-দাবার।সাজেকের হ্যালিপ্যাডে শুয়ে রাতের আকাশের অজস্র তারা গোনার একটা বৃথা চেষ্টা চালাবো। ভোরের স্নিগ্ধ মেঘ ছুঁতে ছুটে যাব কংলাক পাহাড়ে। আর আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা/হাজাছড়া ঝর্ণায় ঘোরাঘুরি তো সাজেক ট্যুরের বোনাস!

➡️ ট্যুরের তারিখ ও ব্যাপ্তিঃ
🔹 ১৮-২১ জানুয়ারী, ২০২৩।
🔹 ৩ রাত ২ দিন।

➡️ যা যা দেখবোঃ
🔹 সাজেক ভ্যালি
🔹 রুইলুই পাড়া
🔹 হ্যালিপ্যাড ১, ২ এলাকা
🔹 কংলাক পাহাড়
🔹 আলুটিলা গুহা
🔹 তারেং (অনুমতি সাপেক্ষে)
🔹 রিসাং ঝর্ণা(পানি থাকা সাপেক্ষে)
🔹 হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ)

➡️ ট্যুর প্ল্যানঃ
▶️ ১৮ জানুয়ারী (বুধবার) রাত ১০টার নন-এসি বাসে করে সায়েদাবাদ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

▶️ ১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে খাগড়াছড়ি পৌঁছে সকালের নাস্তা সেড়ে নেবো। এরপর রিজার্ভ করে রাখা চাঁদের গাড়ি করে পাহাড়ি ঢাল ধরে প্রকৃতি দেখতে দেখতে রিসোর্টে পৌঁছাবো। ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেড়ে ঘুরতে বেরিয়ে যাব। ঘুরে দেখবো রুইলুই পাড়া, লুসাই গ্রাম। সন্ধ্যে নামার মুখে থাকবো সাজেকের হ্যালিপ্যাডে, সুর্যাস্ত দেখবো রাতের খাবার সেড়ে নিয়ে রিসোর্টে ফিরে গান বাজনা করে রাতটা কাটিয়ে দেবো।

▶️ ২০ জানুয়ারী (শুক্রবার) খুব ভোরে কংলাক পাহাড়ে যাব সাদা মেঘের ভেলা আর সূর্যোদয় দেখতে। ছোটখাটো একটা ট্রেকিং শেষে দেখা মিলবে সূর্যদয়ের। এরপর রিসোর্টে ফিরে চেক আউট করে খাগড়াছড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো চাঁদের গাড়িতে করে, পথে দেখবো হাজাছড়া ঝর্ণা। ঝর্ণার পানিতে (যদি পানি থাকে) গোসল করবো। খাগড়াছড়িতে দুপুরের খাবার সেড়ে আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ দেখবো। সন্ধ্যাটা সেখানেই কাটিয়ে দেবো। রাত ৯টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।

▶️ ২১ জানুয়ারী (শনিবার) খুব ভোরে পাঁচটা নাগাদ ঢাকায় থাকবো। ঘরে ফেরার সঙ্গী হবে নতুন কিছু সুন্দর স্মৃতি।

🍛 খাবার মেন্যুঃ
* প্রথম দিন-
🔹 সকালের নাস্তা- খিচুড়ি, ডিম/পরোটা, ডিম, চা।
🔹 দুপুর- ব্যাম্বো চিকেন, বাঁশ কুড়োল, ভর্তা, সবজি, ভাত, ডাল, সালাদ।
🔹 রাত- বার্বিকিউ চিকেন, পরোটা, সফট ড্রিংক্স, সালাদ।

*দ্বিতীয় দিন-
🔹 সকালের নাস্তা- খিচুড়ি, ডিমের কারি, আচার, সালাদ।
🔹 দুপুর- ভাত, মাছ/মুরগি, ভর্তা, সবজি, ডাল, সালাদ।
🔹 রাত- ভাত, হাঁসের মাংস/গরু, ভর্তা, সবজি, ডাল, সালাদ।

✅ প্যাকেজে যা যা পাচ্ছেনঃ
🔹 ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন-এসি বাসের টিকেট।
🔹 সাজেকে রিসোর্টে রাত্রি যাপন।
🔹 খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত দুই দিনের রিজার্ভ চাঁদের গাড়ি।
🔹 দুই দিনে মোট ৬ বেলা খাবার।
🔹 ট্যুর অপারেটর।
🔹 সাজেকে এন্ট্রি ফি

❌ প্যাকেজে যা পাচ্ছেন নাঃ
🔹 নিজের ব্যক্তিগত খরচ।
🔹 হাইওয়ে রেস্টুরেন্টে খাবার।
🔹 খাগড়াছড়ির প্লেসগুলোতে এন্ট্রি ফি।

💰 ইভেন্ট ফিঃ ৩৯৯৯/- টাকা থেকে শুরু, এডভান্স বুকিং মানি- ২০০০/- (জনপ্রতি)।
🔹 প্রতি রুমে ৪ জন, স্টুডেন্ট ট্রিপে কোনো কাপল পলিসি নেই।

💰 বুকিং মানি পাঠানোর মাধ্যমঃ
* ব্যাংক- Jamuna Bank,
Account Name- Ghuring Firing Travels
Account Number- 061-0210013794
* বিকাশ (পার্সোনাল)- 01674981499 (Send Money)
* বিকাশ (মার্চেন্ট)- 01731470111 (Payment)
* নগদ (পার্সোনাল)- 01674981499 (Send Money)
(বিকাশ ও নগদে সেন্ড মানি করলে প্রতি হাজারে ১৪ টাকা বেশী দিতে হবে। টাকা পাঠিয়ে সেই নাম্বারে কল দিয়ে অবশ্যই কনফার্ম করবেন।)

🏠 অফিস- সাত মসজিদ সুপার মার্কেট (৩য় তলা, রুম-৩২২), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা।
☎️ ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে নক করুন কিংবা ফোন করুন- 01731470111। যেকোনো ট্যুর (ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর,ব্যাচ ট্যুর) আয়োজনে আস্থা রাখুন ঘুরিংফিরিং- এর উপর।

🌐 ভ্রমণ সংক্রান্ত আপনার অভিজ্ঞতা জানাতে যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপে- ঘুরিং ফিরিং।

এক রক্ত গঙ্গা পেরিয়ে বিজয় এসেছে আজকের দিনে। মুক্তির প্রথম দিন, মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। ❤️
15/12/2022

এক রক্ত গঙ্গা পেরিয়ে বিজয় এসেছে আজকের দিনে। মুক্তির প্রথম দিন, মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। ❤️

Address

Sat Masjid Super Market (2nd Floor, Room/322), Mohammadpur Bus Stand
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ghuring Firing - Students Only posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghuring Firing - Students Only:

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All