31/03/2023
যারা ছবি তুলতে পছন্দ করেন তারা নিয়মাবলি পড়ে অংশ নিতে পারেন ফটো কনটেস্টে আর বাগিয়ে নিতে পারেন ফ্রি দার্জিলিং,মেঘালয় ট্যুর সহ আরো অনেক পুরষ্কার।
ছবি তুলতে আমরা কে না ভালোবাসি? হোক সেটা মুঠোফোনে কিংবা পছন্দের ক্যামেরায়। আপনার তোলা সেই ছবিই এবার আপনাকে নিয়ে যেতে পারে দার্জিলিং, মেঘালয় কিংবা টাঙুয়ার হাওরের হাউজবোটে জলজীবন উপভোগে। পেতে পারেন মেঘের রাজ্য সাজেকে প্রিমিয়াম রিসোর্টে ফ্রি রাত্রি যাপনের সুযোগ সহ এক্সাইটিং সব উপহার।
রোজার এই ট্যুর বিহীন সময়ে ঈদ’কে সামনে রেখে " Ghuring Firing - ঘুরিং ফিরিং " নিয়ে এসেছে #ছবির_গল্পে_ঘুরিংফিরিং ফটোগ্রাফি কনটেস্ট। তাই আর দেরী না করে অংশগ্রহণ করুন – এ, আর জিতে নিন দারুণ সব পুরষ্কার।
*** প্রথম পুরষ্কার- ফ্রি দার্জিলিং ট্যুর এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** দ্বিতীয় পুরষ্কার- ফ্রি মেঘালয় ট্যুর এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** তৃতীয় পুরষ্কার- ফ্রি টাঙুয়ার হাওর ট্যুর এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** চতুর্থ পুরষ্কার- একটি Action Camera এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** পঞ্চম পুরষ্কার- Inseer এর পক্ষ থেকে একটি ফার্স্টট্রেক- এর স্মার্টওয়াচ এবং ঘুরিং ফিরিং এর একটি টিশার্ট।
*** ষষ্ঠ পুরষ্কার- একটি তাঁবু এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** সপ্তম পুরষ্কার- ত্রৈধাতুক- এর পক্ষ থেকে শাড়ি/পাঞ্জাবী এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
*** অষ্টম পুরষ্কার- নিত্য উপহার- এর পক্ষ থেকে দুইটি টি-শার্ট।
*** নবম পুরষ্কার- SPORTS WEAR - এর পক্ষ থেকে পছন্দের ফুটবল ক্লাবের একটি জার্সি।
*** দশম পুরস্কার- KitZ Castle - এর পক্ষ থেকে পছন্দের জাতীয় ফুটবল দলের একটি জার্সি।
*** একাদশ থেকে বিশ- যে কোন একটি ট্যুরে ১০% ছাড় এবং ঘুরিং ফিরিং- এর একটি টিশার্ট।
স্পেশাল ক্যাটাগরি পুরস্কার-
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘পাহাড়ের ছবি’র জন্য থাকেছে, মেঘের রাজ্য সাজেকের প্রিমিয়াম রিসোর্ট ‘ইকোভ্যালী রিসোর্ট’- এ একরাত রাত্রি যাপনের সুযোগ।
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘বিদেশী ছবি’র জন্য থাকছে একটি হ্যামক।
• সর্বোচ্চ শেয়ার পাওয়া ছবির জন্য থাকছে, বেইলি রোডের Pizza In- এ কাপল ডিনার।
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘মেয়ের ছবি’র জন্য থাকছে ‘চলন সই’- এর পক্ষ থেকে একটি জামা।
• সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘ছেলের ছবি’র জন্য থাকছে ‘শপিং ডে’র পক্ষ থেকে পাঞ্জাবী।
প্রতিযোগিতার নিয়মাবলিঃ
১। এই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করতে হবে এবং শেয়ার করে স্ক্রিনশট এই পোস্টের কমেন্টসে দিতে হবে। (শেয়ার করা পোস্ট প্রাইভেসী অবশ্যই পাবলিক হতে হবে)
২। মুঠোফোন, ক্যামেরা কিংবা যে কোনো ডিভাইসে তোলা ছবি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। সেটি হতে পারে প্রকৃতি, প্রকৃতির সাথে মানুষ কিংবা প্রকৃতির সাথে নিজের ছবি। তবে নিজের ছবি হলে অবশ্যই ফটোগ্রাফারের নাম উল্লেখ করতে হবে।
৩। একজন প্রতিযোগী সর্বোচ্চ ২ বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
৪। ক্যাপশনে #ছবির_গল্পে_ঘুরিংফিরিং ও হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে। অন্যথায় ছবিটি বাতিল ঘোষণা করা হবে।
৫। প্রতিযোগিতায় প্রতিটি রিয়েক্ট- ১ পয়েন্ট, প্রতিটি কমেন্ট ২ পয়েন্ট, পাবলিক শেয়ার ৩ পয়েন্ট। তাই কমেন্টসে যতখুশি বন্ধুদের মেনশন ও গ্রুপে এড করতে পারবেন। (একই ব্যক্তির একাধিক কমেন্ট একবারের বেশি গননা করা হবে না।)
৬। একাধিক ছবি প্রতিযোগিতায় থাকলে সর্বোচ্চ মার্কস পাওয়া ছবি প্রতিযোগিতায় টিকে থাকবে। একজনের একটির বেশি ছবি পুরস্কার পাবে না।
৭। ছবির সাথে ছোট করে ক্যাপশন লিখতে পারেন, এতে ছবির আবেদন বাড়ে। তবে বাধ্যতামূলক ভাবে গ্রুপে পোস্ট করা ছবিতে লোকেশন, ডিভাইস এবং হ্যাশট্যাগ ঘুরিং ফিরিং ফটো কন্টেস্ট ২০২৩ লিখতে হবে।
যেমনঃ Caption: [এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি… | Location: থানচি, বান্দরবান | Device: Dji Mavic Mini] #ছবির_গল্পে_ঘুরিংফিরিং
৮। কারো ছবি যদি প্রমাণিত হয় যে তার তোলা নয় তবে সে তৎক্ষণাৎ প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যাবে।
৯। #ছবির_গল্পে_ঘুরিংফিরিং প্রতিযোগিতায় বিচারকদের হাতে থাকবে ৫০% মার্কস এবং ৫০% মার্কস থাকবে লাইক, কমেন্টস, শেয়ারের ভিত্তিতে।
(প্রতিযোগিতা চলবে ২৮-০৩-২০২৩ থেকে ১৫-০৪-২০২৩ পর্যন্ত। পুরষ্কার ঘোষণা হবে ঈদ-উল-ফিতরের ‘চাঁদ রাতে’। যেকোনো ধরনের পরিস্থিতিতে ঘুরিং ফিরিং- এর বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।)
গ্রুপ লিংকঃ ঘুরিং ফিরিং (এখানে ছবি পোষ্ট করুন)।