Makkah Tours and Travels

Makkah Tours and Travels MAKKAH TOURS & TRAVELS is a Govt. Approved Traveling, Hajj, Umra, Int’l Recruiting Agent in Bangla RL - 676
We Provide Online Air Ticket Booking System.
(19)

Approved Traveling, Hajj, Umra, Int’l Recruiting Agent in Bangladesh. MAKKAH TOURS & TRAVELS is a Largest Travel Agency in Bangladesh.

25/07/2022
Flight service will start operating from the United States of America to Saudi Arabia on a daily basis during this week....
06/05/2020

Flight service will start operating from the United States of America to Saudi Arabia on a daily basis during this week. This was announced by the Saudi Embassy in US during a video conference chaired by Saudi Ambassador Princess Rima Bint Bandar.

13/10/2019
ওমরাহ খরচ বাড়ছে ১০ হাজার টাকা | বাংলাদেশ প্রতিদিন

ওমরাহ খরচ বাড়ছে ১০ হাজার টাকা | বাংলাদেশ প্রতিদিন

চলতি বছর থেকে পবিত্র ওমরাহ পালনে যাত্রীদের ১০ হাজার টাকা বেশি গুনতে হবে। একই সঙ্গে হোটেল বুকিং, যাতায়াতের টাকাও হ....

22/09/2019
Baharul Alam Sabuj

সব ধরনের ভিসা ফি কমিয়েছে সৌদিআরব। পরিবর্তন এসেছে ভিসা পদ্ধতিতেও।

সব ধরনের ভিসা ফি কমিয়েছে সৌদিআরব। ভিসা পদ্ধতিতে ও এসেছে পরিবর্তন।

05/08/2019
Baharul Alam Sabuj

বাংলাদেশীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বন্ধ হচ্ছে ১০ কোম্পানীর সিন্ডিকেট। লাইসেন্সকৃত যে কেউ পাঠাতে পারবেন কর্মী।

08/07/2019
Baharul Alam Sabuj

গাড়ি চালক, নিরাপত্তা প্রহরী, অফিস সহকারী যখন চিকিৎসা সহায়ক!! এটা কেবল বাংলাদেশেই সম্ভব!!

23/04/2019
International Air Tour Services - IATS

International Air Tour Services - IATS

প্রবাস যাত্রীদের নতুন ভোগান্তি, এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধি। হঠাৎ মধ্যপ্রাচ্যগামী সকল এয়ারলাইন্স ভাড়া বাড়িয়েছে ওয়ানওয়ে টিকিটে ২০ হাজার টাকা পর্যন্ত।

05/07/2017
International Air Tour Services - IATS

International Air Tour Services - IATS

অভ্যন্তরীণ রুটের যাত্রীদের পরিচয়পত্র দেখাতে হবে

আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ভ্রমণের জন্য এখন থেকে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। বোর্ডিং কার্ড সংগ্রহের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাকারী সব বিমান সংস্থাকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিরাপদে বিমান চলাচল ও যাত্রীদের নিরাপত্তা স্বার্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কথা জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ফ্লাইট সেফটি অ্যান্ড রেজল্যুশনস বিভাগ থেকে এ নির্দেশনাপত্র গত ৩০ জুন দেশের সব বিমান সংস্থাকে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, যাত্রীদের উড়োজাহাজে ওঠার আগে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে পরিচয়পত্র দেখিয়ে বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে। যাত্রীর বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড, ড্রাইভিং লাইসেন্সের যেকোনো একটি পরিচয়পত্র হিসেবে বিবেচ্য হবে। এ ছাড়া চাকরিজীবীদের জন্য সংশ্লিষ্ট কর্মস্থলের পরিচয়পত্র ও শিক্ষার্থীদের তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।

বর্তমানে বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা, রিজেন্ট এয়ারের উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। ঢাকাসহ চট্টগ্রাম, যশোর, সিলেট, বরিশাল, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করা হয়।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা এরই মধ্যে কার্যকর করেছে বিমান।

ইউএস বাংলার ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন নির্দেশনা কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

17/12/2016

Photos from Makkah Tours and Travels's post

29/11/2016
International Air Tour Services - IATS

সৌদি আরবের ভিসা জটিলতা নিয়ে সময় টিভির একটি প্রতিবেদন আছে ফেসবুকের International Air Tour Service - IATSBD পেজ'এ। প্রতিবেদনটি দেখার অনুরোধ রইলো।
www.facebook.com/IATSBD

International Air Tour Services - IATS is a Travel Agent in Bangladesh. We Provide Online Air Ticketing System & VISA Service.

14/06/2016

Special fare for DOH, MCT, BAH, RUH, DMM, AHB, ELQ, AMM, BEY, GYD, BSR, BGW, NJF on QATAR AIRWAYS. Book your seat as early as possible.

24/06/2015

Baharul Alam Sabuj

আগামী ৩০ জুন দু’টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৫ জুলাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৩ জুলাই ফতু্ল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

10/06/2015

বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে সরকার

বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে সরকার
সরকারের পাশাপাশি এবার বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ খবর নিশ্চিত করেছে জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো। জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো জানান, প্লান্টেশন ছাড়া অন্য খাতে বেসরকারিভাবে শ্রমিক নেয়ার ভিসা দেয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার। এরই মধ্যে ২০ হাজার ভিসাও দেশে এসেছে। যার মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪ শ’টি। শিগগিরই দুদেশের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত চুক্তি সংশোধন হবে বলেও জানান মহাপরিচালক। মালয়েশিয়া ১৯৯১ সালের পর বাংলাদেশের শ্রমিকদের জন্য স্বপ্নের দেশ।
গেল আড়াই দশকে কয়েক লাখ বাংলাদেশী মালয়েশিয়া গেছেন আর্থিক সচ্ছলতার আশায়। তবে দিনদিন খরচ বাড়তে থাকায় মেয়াদ শেষ হওয়ার পর কিংবা অবৈধভাবে সেদেশে গিয়ে কাজ করার প্রবণতা বেড়ে যায়। এ অবস্থায় বাংলাদেশীদের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়ার সরকার।
অবশেষে ২০১২ সালে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয় শ্রমিক নেয়ার। কথা ছিল, শুধু সরকারি ভাবেই সেখানে যাবেন তারা। তবে গত দুই বছরে গেছেন মাত্র সাত হাজার শ্রমিক। তাই অবৈধ পথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাবার মানুষের সংখ্যাও বাড়তে থাকে।
তবে এতোকিছুর পর আবার আশার আলো দেখছে মালয়েশিয়ার শ্রমবাজার। জিটুজি পদ্ধতির পাশাপাশি বেসরকারি ভাবে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।
এতে সাগরপথে মানবপাচার বন্ধ হবে বলে আশা করছে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা।

25/01/2015

কম খরচে সৌদি যাওয়া যাবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার আবারও উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে। এ ছাড়া ভিসা, মেডিকেল ফি, কর্মীর এয়ার টিকিট সবই দেবে নিয়োগকারী কর্তৃপক্ষ।’
আজ রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মন্ত্রী সৌদি আরব সফরে ছিলেন। ২৪ জানুয়ারি তিনি দেশে ফেরেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘এবার খুব কম খরচে সৌদি আরবে যাওয়া যাবে। সৌদি আরবে কম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো শুরু হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও একই প্রক্রিয়া অনুসরণ করবে।’ ভিসা কেনাবেচাকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, প্রমাণিত হলে ১৫ বছরের জেল হবে।
কবে নাগাদ সৌদিতে কর্মী পাঠানো শুরু হতে পারে—জানতে চাইলে মন্ত্রী জানান, সৌদি বাদশার মৃত্যুর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁরা জনশক্তি রপ্তানি প্রক্রিয়া শুরু করবে।
সরকারি, নাকি বেসরকারিভাবে কর্মী যাবে—এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কর্মীরা সৌদিতে যাবেন। তবে এ জন্য রিক্রুটিং এজেন্সি কী পরিমাণ ফি নেবে, তা এখনো ঠিক হয়নি। কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর পর সৌদি আরবের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। পরে এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে এগুলো ঠিক করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ২২ লাখ কর্মীর তথ্যভান্ডার রয়েছে। এদের মধ্য থেকে কর্মীরা সৌদি যাওয়ার সুযোগ পাবেন। যাঁরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাঁরাও চাইলে সৌদি যেতে পারবেন।’
সৌদি আরবে দীর্ঘদিন শ্রমবাজার বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আগে বিভিন্ন সরকারের সময়ে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে চাহিদার চেয়ে বেশি কর্মী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়েছে। আট থেকে ১০ লাখ টাকা অভিবাসন ব্যয়ে কর্মীদের বিদেশ যেতে হয়েছে। এই ব্যয় তুলতে গিয়ে অনেক কর্মী অনৈতিক কাজে জড়িয়ে যান। তাঁদের কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিষয়টি সে দেশের সরকারের নজরে এলে তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে।’
বর্তমান সরকার গত মেয়াদে ক্ষমতায় আসার পর সৌদি আরবে অভিবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে ও শ্রমবাজার খুলতে উদ্যোগ নেয় বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন। আমি নিজেও একাধিকবার দেশটির সরকারের সঙ্গে আলোচনা করেছি। ফলে ২০১৩ সালে আট লাখ বাংলাদেশি কর্মী সৌদিতে আকামা (কাজের অনুমতিপত্র) পরিবর্তনসহ বৈধতার সুযোগ পান।’
মন্ত্রী জানান, এবারের সফরে তাঁর সঙ্গে সৌদি শ্রমমন্ত্রীর দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়টি জানালে সৌদি সরকার খুশি হন ও তাঁরা শিগগিরই দেশটিতে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া সৌদি উপপ্রধানমন্ত্রী ও ডেপুটি ক্রাউন প্রিন্স মুকরিন বিন আব্দুল আজিজের সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনা করেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহার, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, যুগ্মসচিব নূরুল ইসলাম প্রমুখ।

02/12/2014

Thank you everybody for being with us...

13/11/2014

Google Bus in Bangladesh...

30/10/2014

Timeline Photos

24/10/2014

ছবিটি সবার সাথে শেয়ার করুন, নিজে জানুন এবং অন্যকে জানান..।।
বাংলাদেশে ইবোলা মোকাবেলায় আপনাদের সবার সচেতনতা দরকার ..।।

08/10/2014
Makkah Tours and Travels

Makkah Tours and Travels

MAKKAH TOURS & TRAVELS is a Govt. Approved Traveling, Hajj, Umra, Int’l Recruiting Agent in Bangladesh. RL - 676
We Provide Online Air Ticket Booking System.
MAKKAH TOURS & TRAVELS is a Largest Travel Agency in Bangladesh.

04/10/2014

Eid-Mubarak all of our best Wisher..

19/09/2014

Muscat & Singapor এর গ্রুপ Fare. এর জন্য যোগাযোগ করুন ..।।

27/04/2014

রাতের আঁধারে কেটে ফেলা হল অলৌকিক
খেজুরগাছটি !
অবশেষে রাতের আঁধারে কেটে ফেলা হল
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতার
কাশিবাটি গ্রামের অলৌকিক খেজুরগাছটি। শনিবার
দিবাগত রাত ১টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ
গাছটি কেটে ফেলে। রবিবার সকালে দূরদূরান্ত
থেকে আসা শত শত ভক্ত অলৌকিক
খেজুরগাছটি না দেখতে পেয়ে হতাশায় ফিরে যাচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, ২০-২৫ দিন
আগে খেজুরগাছটির পুকুরের পানিতে ওঠা-নামার
বিষয়টি মানুষের চোখে পড়ে। প্রতিদিন রাত ১২টার পর
থেকে পরেরদিন দুপুর দেড়টার মধ্যে সবার
চোখকে ফাঁকি দিয়ে আস্তে আস্তে পুকুরের পানির
মধ্যে ৫-৬ ফুট পরিমাণ খেজুরগাছটির মাথা নুয়ে পড়ত
এবং বেলা দেড়টার পর থেকে আবারও
আস্তে আস্তে গাছটি রাত ১২টার
মধ্যে সোজা হয়ে দাঁড়াত।
ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে এ অলৌকিক দৃশ্য
দেখার জন্য মানুষের ভিড় জমে।
এক পর্যায়ে পুকুরটিকে বাঁশের
চটা দিয়ে ঘিরে দেওয়া হয়। অনেকেই রোগমুক্তিসহ
বিভিন্ন আশা পূরণের জন্য পুকুরের পানি পান
করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসতে থাকে। কেউ কেউ
খেজুর গাছের শেকড় দিয়ে মাদুলি বানিয়েও পরতে শুরু
করেন। একপর্যায়ে এলাকাবাসী একত্রিত হয়ে ওই
স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করেন।
মাহফিলে আমন্ত্রিত বক্তা হিসেবে আসেন
নলতা ঘোড়াপোতার মাওলানা আদর আলীর
ছেলে হাবিবুর রহমান হাবিব। কিন্তু, তার বক্তব্যের
বেশির ভাগ রাজনৈতিক হওয়ায় স্থানীয় লোকজন
তাকে বাধা দিলে বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়
স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এ ধরনের
ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সহিংসতার
আশঙ্কায় পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন
খেজুরগাছটি শনিবার দিবাগত রাত ১টার
দিকে কেটে নিয়ে যান।
অনুসন্ধানে জানা যায়,
কে বা কারা সুক্ষভাবে খেজুরগাছটির পাতার ভেতর
দিয়ে রশি দিয়ে বেধে গাছটির মাথা নোয়ানোর
ব্যবস্থা করেছিল। এভাবেই নিয়ম করে রোজ
লোকচক্ষুর আড়ালে গাছটির
মাথা টেনে নোয়ানো এবং আবার ছেড়ে দেওয়া হত।
খেজুরগাছটির গোড়া চিকন হওয়া ও পুকুরের পাড়
ভেঙে গাছটির গোড়া দুর্বল হয়ে যাওয়ায় সহজেই এ
কাজটি করা যেত। এছাড়া ঘটনার শুরুর দিকে পুকুরের
পানিতে রাতের আধারে ফিটকিরি দিয়ে পানি পরিস্কার
করা হয়। পরে প্রচার করা হয় গাছটি ও পুকুরের পানির
অলৌকিকত্ব। লোকসমাগম
বাড়তে থাকলে সেখানে আয়োজন করা হয় ওয়াজ
মাহফিলের। আর সেখানে দেওয়া হয় রাজনৈতিক
বক্তব্য।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহসীন
আলী জানান, সামনের যেকোনো দিন দেলাওয়ার
হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আপিলের রায় প্রকাশ
হতে পারে। তাই খেজুরগাছের অলৌকিক
রহস্যকে কেন্দ্র করে উপস্থিত অসংখ্য লোকের
ভিড়ে জামায়াত-শিবির তথা দুর্বৃত্তরা সংঘবদ্ধ
হয়ে যেকোনো ধরনের নাশকতার
পরিকল্পনা করতে পারে। এর আগে চাঁদে সাঈদীর মুখ
দেখা গেছে বলে সারাদেশে অরাজকতা সৃষ্টি করা হয়।
সে কারণে পুলিশ ফোর্স নিয়ে স্থানীয় এলাকাবাসীর
সহযোগিতায় শনিবার রাত ১টার
দিকে খেজুরগাছটি কেটে ফেলা হয়েছে।
এদিকে, খেজুরগাছের রহস্যকে কেন্দ্র করে ২০-২৫
দিনে ওই এলাকায়
অস্থায়ীভাবে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও
বেশ কিছু ব্যক্তির মাঝে কিছুটা ক্ষোভের সৃষ্টি হলেও
স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে এলাকায়
বসবাসকারী অসংখ্য পরিবারের মাঝে। কারণ,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক অনটনের
মধ্যে খেজুরগাছ দেখার উদ্দেশ্যে দূর-দূরান্ত
থেকে আত্মীয়-অনাত্মীয়রা ভীড় করছিল ওই
এলাকায়। প্রতিটি পরিবারে অতীত-মেহমান লেগেই
ছিল।

23/04/2014

এক নজরে জেনে নিন বাংলাদেশের বিভিন্ন স্থানের পুরাতন নাম

নিঝুম দ্বীপ →বাউলার চর
কক্সবাজার →ফালকিং
ফেনী →শমসের নগর
জামালপুর →সিংহজানী
গাইবান্ধা →ভবানীগঞ্জ
দিনাজপুর →গণ্ডোয়ানাল্যান্
বাহাদুর শাহ পার্ক →ভিক্টোরিয়া পার্ক
রাজবাড়ি →গোয়ালন্দ
বাংলা একাডেমী →বর্ধমান হাউজ
ভোলা →শাহবাজপুর
সিরডাপ কার্যালয় →চামেলি হাউজ
মুন্সিগঞ্জ →বিক্রমপুর
প্রধানমন্ত্রীর ভবন →গণভবন (করতোয়া)
চাঁপাই নবাবগ্জ →গৌড়
বঙ্গভবন →গভর্নর হাউজ

22/04/2014

Hate শব্দের যেমন ৪ টি অক্ষর তেমনি Love এরও ৪ টি অক্ষর।

Enemies এর যেমন ৭ টা অক্ষর ঠিক তেমনি ভাবে Friends শব্দেরও ৭ টি অক্ষর।

Negative শব্দের আছে ৮ টি, তেমনি ভাবে Positive এরও আছে ৮ টি অক্ষর।

Under যেমন ৫ অক্ষরে গঠিত, তেমনি Above এও আছে ৫ টি।

Cry যেমন ৩ টি অক্ষরে আবদ্ধ, তেমনি Joy ৩ টি অক্ষরে বিস্তৃত।

Anger এ যেমন ৫ টি অক্ষর ব্যবহার হয়েছে , তেমনি Happy শব্দেও ৫ টি।

Right শব্দে ৫ টি অক্ষর, তাই, Wrong শব্দেও ৫ টি

22/04/2014

TRAVEL WITHOUT VISA. (বিনা ভিসাতে বিদেশ ভ্রমন) !
Interesting Informatio.

শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়। ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও
কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন)
অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার),
জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময়
কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই
বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। তবে তা ইংরেজিতে আসবে। এটা বলার কারণ আপনাদের জন্য কষ্ট করে কোন গুরুত্বপুর্ণ তথ্য যোগাড় করে পোষ্ট দিলে তা অনেকেই ভূয়া বলে উড়িয়ে দেয়।

11/02/2014

TRAVEL WITHOUT VISA. (বিনা ভিসাতে বিদেশ ভ্রমন) !
Interesting Information. Please read & share if you like.

শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।

এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। তবে তা ইংরেজিতে আসবে। এটা বলার কারণ আপনাদের জন্য কষ্ট করে কোন গুরুত্বপুর্ণ তথ্য যোগাড় করে পোষ্ট দিলে তা অনেকেই ভূয়া বলে উড়িয়ে দেয়।

পোষ্টটি উপকারি মনে হলে শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যাতে আপনার বন্ধুও পোষ্টটি পড়ে উপকৃত হয়। —

08/02/2014

‘আকাশ প্রদীপ’ নামে নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ‘পালকি’, ‘অরুণ আলো’ এবং নতুন সংগৃহীত ‘আকাশ প্রদীপ’ কে নিয়ে বিমান বহরে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের বর্তমান সংখ্যা দাঁড়াল ৩ টি।

22/01/2014

বিদেশী কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করছে জাপান

কর্মী সংকট দূরীকরণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিদেশী শ্রমিক নিয়োগ বাড়াবে জাপান। এর ধারাবাহিকতায় কোম্পানিগুলো যাতে উচ্চপদস্থ ও প্রশিক্ষণার্থী পদে সহজে কর্মী নিয়োগ দিতে পারে এ লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার।

পুরো বিশ্বে অন্যান্য দেশের তুলনায় জাপানে বয়স্ক নাগরিকের সংখ্যা অনেক বেশি। দেশটির এক-চতুর্থাংশ মানুষের বয়স ৬৫ বছর পেরিয়ে গেছে। সেই সঙ্গে দেশটির কর্মী বাহিনীর আকারও কমেছে, যার বিরূপ প্রভাব পড়ছে প্রবৃদ্ধির ওপর। শ্রমিক ঘাটতি দূর, কর রাজস্ব বৃদ্ধি এবং প্রবৃদ্ধি বাড়াতে বিদেশী ও নারী শ্রমিক বাড়ানোর নীতি নিয়েছে সরকার।
এর পাশাপাশি ব্যবস্থাপনা পদগুলোয় নারীকর্মী সংখ্যা বাড়াতে দেশটির সরকার পদক্ষেপ নেবে বলে জানায় সূত্র। কর্মজীবী নারীর সংখ্যা বাড়াতে শিশু পরিচর্যা ব্যবস্থাও জোরদার করা হবে।

সেবিকা, শিশু পরিচর্যা ও অবকাঠামোর মতো খাতগুলোয় শ্রমিক ঘাটতি সবচেয়ে বেশি। কাজেই এসব খাতে ঘাটতি কমাতে কোম্পানিগুলো যাতে অধিক বিদেশী শ্রমিক নিয়োগ দিতে পারে সে বিষয়ক নীতি গ্রহণ করা হয়েছে।
এছাড়া দেশটির সরকার করপোরেট করহার কমানোর বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়। জাপানের প্রতিষ্ঠানগুলোয় আরো বেশি প্রতিযোগিতা সক্ষম করতেই এ নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানায় সূত্র। টোকিওভিত্তিক বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের আয়ের ওপর ৩৮ শতংশ করপোরেট কর দিতে হয়। বিশ্বের মধ্যে এটিই সর্বোচ্চ।

২০১২ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়ে প্রবৃদ্ধি ও মূল্যস্তর বাড়াতে নানামুখী পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এর মধ্যে কর কাঠামো পরিবর্তন, মুদ্রা সরবরাহ বাড়ানো ও বিনিময় হার হ্রাস অন্যতম। প্রবৃদ্ধি টেকসই করতে অর্থনৈতিক সংস্কারেও কিছু পদক্ষেপ নেন তিনি। এর মধ্যে বাজেট ঘাটতি ও সরকারি ঋণ কমানোর লক্ষ্যে বিক্রয় কর বাড়ানো অন্যতম। এপ্রিল থেকে খুচরা বিক্রয়ের ওপর ৫ শতাংশের বদলে ৮ শতাংশ হারে কর আদায় করা হবে। এছাড়া ২০১৫ সালের মধ্যে মূল্যস্ফীতি ২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এক্ষেত্রে অর্ধেকেরও বেশি পথ এগিয়ে গেছে দেশটি।

ব্যয় প্রণোদনা এবং কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান’-এর কোয়ানটেটিভ ইজিং সম্প্রসারণের মাধ্যমে প্রাথমিকভাবে সফল হয়েছেন আবে। কিন্তু দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি উত্তরণে কাঠামোগত সংস্কার এবং বিনিয়ন্ত্রণের ওপর জোর দিতে হবে বলে মত দিয়েছেন অনেক অর্থনীতিবিদ।

18/01/2014

Makkah Tours and Travels's cover photo

06/01/2014

ওমরাহর ফরজ ও ওয়াজিব

ওমরাহর ফরজ দুইটি : (১) ইহরাম পরিধান করা (২) তাওয়াফ..।।

ওমরাহর ওয়াজিব দুইটি : (১) সাফা ও মারওয়া মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে সাতবার সায়ী করা (২) মাথার চুল মুন্ডানো বা ছাটা..।।

04/01/2014

সৌদিতে বৈধকরণ প্রক্রিয়ার সুবিধা নিয়েছে প্রায় আট লাখ বাংলাদেশি সুযোগ বাড়ল আরো দুই মাস..

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ আরো দুই মাস বেড়েছে। ফলে ওই দেশে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরাও বৈধ হওয়ার সুযোগ পাবে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে ২০ লাখেরও বেশি বাংলাদেশি আছে বলে ধারণা করা হয়। গত বছর এপ্রিল মাসে সাধারণ ক্ষমা ঘোষণা করে বৈধকরণ প্রক্রিয়া শুরুর পর থেকে সাত লাখ ৯০ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী এ সুযোগ নিয়েছে। উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে সাধারণ ক্ষমা ঘোষণার পর জুলাই মাস পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর বাংলাদেশসহ কয়েকটি দেশ বৈধ হওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানোর পর প্রথমে তা গত নভেম্বর এবং পরে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বাড়ানো হয়। সৌদি আরব সরকার গতকাল শুক্রবার আরো দুই মাস সময় দিয়েছে।
সৌদি আরবের আরব নিউজ পত্রিকার অনলাইনে গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত মাস সাধারণ ক্ষমার মেয়াদের মধ্যেও যারা বৈধ হতে পারেনি তাদের জন্য আরো দুই মাস সময় বাড়ানো হয়েছে।
সৌদি আরবের পাসপোর্ট বিভাগের (জাওযাত) মহাপরিচালক মেজর জেনারেল সুলেইমান আল-ইয়াহিয়া বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নাইফ বিদেশিদের বৈধকরণ প্রক্রিয়া আগামী ১ মার্চের মধ্যে সম্পন্ন করার আদেশ দিয়েছেন।’
আরব নিউজ আরো জানায়, সৌদি আরবে অবস্থানরত বিদেশিদের অনেকে তাদের বৈধকরণ প্রক্রিয়া শেষ করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নাইফ ওই আদেশ দেন। এর ফলে বৈধকরণ প্রক্রিয়ায় থাকা বিদেশি কর্মীদের শঙ্কা অনেকাংশেই দূর হবে। এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈধকরণ প্রক্রিয়ায় প্রায় আট লাখ বাংলাদেশি কর্মী সুবিধা পেয়েছে। এ ছাড়া প্রায় ৫০ হাজার বাংলাদেশি সৌদি আরব ছেড়েছে। তিন লাখেরও বেশি বাংলাদেশি কনস্যুলার-সেবার জন্য দূতাবাসের দ্বারস্থ হয়েছে।

03/01/2014

ওয়ার্ক পারমিট ভিসায় যারা বিদেশে যাচ্ছেন তাদের জ্ঞতার্থে বলছি ।
যারা ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশে যাবেন কিন্তু সকল কাগজপত্র হাতে থাকার পরেও দেশের এই পরিস্থিতির কারনে ফিঙ্গারিং ও ম্যানপাওয়ার করতে পরছেন না। তারা শুক্র ও শনিবার এসে ফিঙ্গারিং করে যেতে পারেন।

31/12/2013

December Is Going To End & 2014 Is Coming,
Lets Say Good Bye To December & Warm Welcome To 2014.
We Had A Great Time In The Last Year.
As The Last Was Cheerful Lets Make The 2014 More Cheerful & Happy.
Lets Enjoy This Year..
Have A Happy New Year

24/12/2013

Our Services:

1. Air Ticket (Domestic & International)
2. Hajj & Umrah Visa Processing
3. Visa Processing
4. Manpower Processing
5. Money Exchange
6. Translation Center

Address

126, Motijheel C/A
Dhaka

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

0088-01711-270361

Alerts

Be the first to know and let us send you an email when Makkah Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makkah Tours and Travels:

Share

Category

Nearby travel agencies