Karigor

Karigor Training & Consultancy. Our services are helpful for newcomers in the industry to develop skills and learn industry ethics as well.
(1)

Karigor is a Marketing and Sales consulting agency offering workshops, training, and consulting for businesses, individuals, professionals and agencies. With a combination of domain knowledge and extensive sales and marketing experience, Karigor’s team is consists of marketing and sales experts of the country.

Congratulations ! The Sales Legend Md. Sakhawat Hossain.
10/07/2024

Congratulations ! The Sales Legend Md. Sakhawat Hossain.

16/03/2022

Get your desire Apple IPAD Pro with Unbelievable offer. For detail please call us or visit our showroom.

08/11/2020

বাঙালির ধারণা চাইনিজরা নাকি ইংরেজি না জেনেই অনেক উন্নতি করতে পেরেছে। তাই বাঙালিও পারবে একদিন।
চাইনিজরা তাদের জীবনের শুরুতেই ইংরেজিকে মারাত্মক গুরুত্ব দেয়। পৃথিবীর সব চাইতে বেশি ব্যয় করা হয় ইংরেজি ভাষা শেখার পেছনে চায়না তে। প্রায় 5 বিলিয়ন ডলার।
তারা ইংরেজিকে এতটাই গুরুত্ব দেয় যে তারা বাবা মার দেয়া মিষ্টি মধুর চায়নিজ নাম ছেড়ে একটা ইংলিশ ফার্স্ট নেম বানায় নেয়। যেমন জ্যাক মা, জ্যাকি চেন, এরকম হাজার হাজার। এই কাজটা আর কোনো দেশের মানুষই গণ হারে করে না। এটা অপ্রয়োজনিয়। কিন্তু এটা থেকে বুঝা যায় জাতি হিসেবে চায়নিজদের ইংরেজির ভাষার গুরুত্ব বুঝতে পারার ব্যাপারটা।
শুধু নাম না।
অনেক উচ্চবিত্ত চাইনিজরা নিজদের বাচ্চাদের জিব্বা কেটে একটা অপারেশন করায় নেয়। এতে করে নাকি তাদের ইংরেজি উচ্চারণ ভালো হয়। আমি জীবনে এই কাজ আমার বাচ্চার জন্যে করতাম না, তো সে যতো বড় উপকারী ভাষাই হোক না কেন। এইটা থেকে বুঝবেন চাইনিজরা ইংরেজির গুরুত্ব কতটা দেয়।
আর শিক্ষিত চাইনিজরা প্রচুর পরিমাণে ইংরেজি পড়তে পারে। ওদের উচ্চারণে সমস্যার কারণে অনেকে ভাবে তারা ইংরেজি জানে না।
চায়নিজ ছাত্রদের toefl, gre তে ইংরেজি স্কোর অনেক হাই থাকে। চায়নিজ ছাত্রদের ইংরেজি স্কোর এতটাই বেশি থাকে যে এক সময় অনেকে এটাকে সন্দেহ করতো নকল স্কোর হিসেবে। বাট স্কোর গুলো বেশি ভাগ ক্ষেত্রেই জেনুইন।
সারা দুনিয়াতে সব চাইতে বেশি একাডেমিক পেপার এখন চায়নাতে লেখা হয়। বিশ্ব বিখ্যাত অনেক জার্নাল গুলোতে সংখ্যার হিসেবে চায়নিজ রিসার্চার দের পাঠানো সাবমিশন আসে সব চাইতে বেশি। এগুলো সব ইংরেজিতে লেখা।
যেই পাগল ভাবে চাইনিজরা ইংরেজিকে পাশ কাটিয়ে আগাচ্ছে, তার চায়না সম্পর্কে কোন আইডিয়া নাই।

04/09/2020

Believe in yourself and go for it.

21/08/2020

এক লোগো অনেক কথা।

19/08/2020
02/07/2020

We Mourn

23/05/2020

Behind the logo

06/05/2020

আজ রাত ঠিক ১০.৩০ মিনিটে আমাদের লাইভে আসবেন কর্পোরেট এর প্রিয়মুখ,ভালো মনের মানুষ,একজন মানবিক লিডার ও বিক্রয় শিল্পীদের অভিভাবক জনাব মোঃ সাখাওয়াত হোসেন লিখন স্যার। আশাকরি স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আমাদের কে দিবেন।

Address

158/1 Crescent Road, Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Karigor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karigor:

Videos

Share