Sohag Travel Point

Sohag Travel Point All Kinds of Domestic & International Air Ticket, Hotel Booking, Umrah & Hajj Package. India, Nepal,

সংক্ষিপ্তভাবে উমরা আদায়ের পদ্ধতি :১. উমরাকারী যখন মীকাতে পৌঁছবে তখন তার জন্য মুস্তাহাব হলো গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছ...
10/03/2024

সংক্ষিপ্তভাবে উমরা আদায়ের পদ্ধতি :
১. উমরাকারী যখন মীকাতে পৌঁছবে তখন তার জন্য মুস্তাহাব হলো গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া; অনুরূপভাবে উমরা আদায়কারী মহিলাও গোসল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যদিও এ সময় তার হায়েয বা নিফাস থাকে। হায়েয বা নিফাসওয়ালী মহিলা ইহরাম বাঁধতে পারবে, তবে সে তার হায়েয বা নিফাস থেকে পবিত্র হওয়া ও গোসল না করা পর্যন্ত বায়তুল্লাহ’র তাওয়াফ করবে না। ইহরামের পূর্বে উমরা পালনকারী পুরুষ গায়ে সুগন্ধি লাগাবে, তবে তার ইহরামের কাপড়ে নয়। যদি মীকাতে পৌঁছার পর গোসল করা সম্ভব না হলে তাতে দোষের কিছু নেই। মনে রাখবেন ইহরামের জন্য কোনো নির্দিষ্ট সালাত নেই। তবে কোনো ফরয বা নফল সালাতের পরে ইহরাম হওয়া উত্তম। যদি সম্ভব হয় তবে তা করা যেতে পারে, নতুবা সেটাকে বাধ্যতামূলক মনে করা যাবে না।
২. পুরুষগণ সকল প্রকার সেলাইযুক্ত কাপড় (যেমন জামা, পাজামা, গেঞ্জী ইত্যাদি যা পোশাকের আকারে তৈরি তা) পরিধান থেকে বিরত থাকবে। একটি লুঙ্গি ও চাদর পরিধান করবে, তার মাথা খোলা রাখবে। আর পুরুষের ইহরামের কাপড় দু’টি সাদা ও পরিষ্কার হওয়া মুস্তাহাব।
তবে মহিলা তার সাধারণ পোশাকেই ইহরাম বাঁধবে, লক্ষ্য রাখবে যাতে কোনো প্রকার চাকচিক্য ও প্রসিদ্ধি লাভ করে এমন পোশাক যেন না হয়।
৩. তারপর উমরার কাজে ঢুকার জন্য মনে মনে নিয়ত (দৃঢ় সংকল্প) করবে, আর মুখে উচ্চারণ করে বলবে,
لَبَّيْكَ عُمْرَةً
“লাব্বাইকা ‘উমরাতান”
অর্থাৎ, আমি উমরা আদায়ের জন্য আপনার দরবারে উপস্থিত হলাম।
অথবা বলবে:
اَللَّهُمَّ لَبَّيْكَ عُمْرَةً
“আল্লাহুম্মা লাব্বাইকা ‘উমরাতান”
অর্থাৎ, হে আল্লাহ আমি উমরা আদায়ের জন্য আপনার দরবারে উপস্থিত হলাম।
৪. অন্য কারো জন্য উমরা করতে চাইলে (যদি আপনি পূর্বে আপনার উমরা আদায় করে থাকেন তবে) উচ্চারণ করবেন:
اَللَّهُمَّ لَبَّيْكَ عُمْرَةً مِنْ فُلانٍ
‘‘আল্লাহুম্মা লাববাইকা ‘উমরাতান মিন পুলান’’
অর্থাৎ, হে আল্লাহ আমি অমুকের (তার নাম ধরে) পক্ষ হতে উমরা পালনের জন্য হাজির।
৫. যদি মুহরিম ব্যক্তি ভয় করে যে, সে রুগ্ন অথবা শত্রুর ভয়ের কারণে উমরা করতে সামর্থ্য হবে না, তবে তার জন্য ইহরামের সময় শর্ত করে নেওয়া জায়েয। সে বলতে পারবে,
«فِإِنْ حَبَسَنِيْ حَابِسٌ فَمَحَلِّيْ حَيْثُ حَبَسْتَنِيْ»
“ফায়িন হাবাসানি হাবিসুন ফামাহাল্লি হাইছু হাবাস্তানী”
অর্থাৎ, যদি কোনো বাধাদানকারী আমাকে বাঁধা দেয়, তাহলে যেখানে আমি বাধাগ্রস্ত হবো সেখানেই হালাল হয়ে যাবো।
মহিলা সাহাবী দ্বুবা‘আহ বিনতে যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহা) তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি হজ করতে চাই তবে রোগাক্রান্ত হয়ে যাওয়ার ভয় করছি, তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,
«حجي واشترطي أن محلي حيث حبستني»
“হজ করতে শুরু কর এবং শর্ত করে নাও এবং বলো, যদি কোনো বাধাদানকারী আমাকে বাধা দেয়, তাহলে যেখানে আমি বাধাগ্রস্থ হবো সেখানেই হালাল হয়ে যাবো।”
৬. তারপর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর তালবিয়া পাঠ করবেন, আর তা হলো,
«لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيْكَ لَكَ»
(লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক।)
অর্থাৎ, উমরার জন্য আমি আপনার দরবারে হাজির। হে আল্লাহ! আমি আপনার দরবারে হাজির, আমি আপনার দ্বারে উপস্থিত, আপনার কোনো অংশীদার নেই, আপনার দরবারে উপস্থিত হয়েছি। সর্বপ্রকার প্রশংসা ও নি‘আমতের সামগ্রী তোমারই, তোমারই রাজত্ব, তোমার কোনো অংশীদার নেই।
উল্লিখিত দো‘আ ইহরাম পালনকারী পুরুষগণ জোরে জোরে উচ্চারণ করবে, আর স্ত্রী লোকেরা চুপে চুপে বলবে। অতঃপর অধিক মাত্রায় তালবিয়া পড়বে এবং দো‘আ, যিকির-ইস্তেগফার করবে।
৭. পবিত্র মক্কায় পৌঁছার পর সম্ভব হলে গোসল করবেন, এ গোসল সুন্নাত। সেটি আপনার আবাসস্থল হোটেলেও হতে পারে।
৮. তারপর মসজিদে হারামে ঢুকার সময়ে ডান পা দিয়ে ঢুকবেন এবং মসজিদে ঢুকার দো‘আ পড়বেন, তা হলো,
«بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلى رَسُوْلِ اللهِ، أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ، اللَّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ»
(বিসমিল্লাহ ওয়াস্‌সালাতু ওয়াস্‌সালামু ‘আলা রাসূলিল্লাহ, আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শায়তানির রাজীম। আল্লাহুম্মাফতাহ্ লি আবওয়াবা রাহমাতিক।)
অর্থাৎ, আল্লাহর নামে, আর তার রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর ওপর দুরূদ পাঠ করছি, আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারার এবং তাঁর অনাদি ক্ষমতার অসীলায় আশ্রয় প্রার্থনা করছি, হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিন।

৯. তারপর যখন কা‘বার কাছে পৌঁছবেন তখনি তালবিয়া পাঠ বন্ধ করে দিবেন। এরপর যদি তাওয়াফ শুরু করতে চান তবে হাজারে আসওয়াদ বরাবর যাবেন। হাজারে আসওয়াদের কাছে যাওয়ার পর তার দিকে ফিরবেন, সম্ভব হলে ডান হাত দিয়ে তা স্পর্শ করবেন এবং চুমু খাবেন, তবে ভীড় করে মানুষকে কষ্ট দিবেন না। হাজরে আসওয়াদ স্পর্শ করার সময়ে বলবেন,
بِسْمِ اللهِ، وَاللهُ أَكْبَرُ
(বিসমিল্লাহে ওয়াল্লাহু আকবার)
অথবা বলবেন,
اللهُ أَكْبَرُ
(আল্লাহু আকবার)
যদি হাজরে আসওয়াদ চুমু দেওয়া কষ্টকর হয় তাহলে হাত অথবা লাঠি দিয়ে স্পর্শ করার পর যে বস্তু দিয়ে স্পর্শ করেছেন তাতে চুমু খাবেন, আর যদি স্পর্শ করা কষ্টকর হয় তবে হাজারে আসওয়াদের দিকে হাত বা হাতে থাকা কিছু দিয়ে ইশারা করবেন এবং বলবেন,
اللهُ أَكْبَرُ
(আল্লাহু আকবার)
তবে এ অবস্থায় হাত অথবা যা দ্বারা ইঙ্গিত করেছেন তাতে চুমু খাবেন না।
মনে রাখবেন, তাওয়াফ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো: ছোট-বড় সর্বপ্রকার নাপাকী হতে পবিত্র থাকা; কেননা তাওয়াফ সালাতের মতো, শুধুমাত্র তাওয়াফের সময় কথা বলার অনুমতি আছে।

১০. তাওয়াফ করার সময় আল্লাহর ঘর কা‘বাকে বাম পার্শ্বে রাখবেন এবং সাত চক্কর কা‘বার চারদিকে তাওয়াফ করবেন। ইচ্ছা করলে পায়ে হেঁটে, কিংবা বাহনে চড়ে তাওয়াফ করতে পারেন। যখন রুকনে ইয়ামানীর কাছে আসবেন তখন যদি সম্ভব হয় তা ডান হাতে স্পর্শ করবেন। কিন্তু রুকনে ইয়ামানীকে চুমু খাবেন না। যদি রুকনে ইয়ামানী স্পর্শ করা সম্ভব না হয় তবে তা ছেড়ে সামনে চলে যাবেন এবং তাওয়াফ করতে থাকবেন, কোনো প্রকার ইশারা বা তাকবীর দিবেন না; কেননা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে তা বর্ণিত হয়নি। কিন্তু হাজারে আসওয়াদের নিকট যখনই পৌঁছবেন তখনি তা স্পর্শ করবেন এবং চুমু খাবেন এবং তাকবির বলবেন, (যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে), যদি স্পর্শ করা সম্ভব না হয় তবে সে দিকে ইশারা করবেন এবং তাকবীর বলবেন। এ তাওয়াফে পুরুষদের জন্য সুন্নাত হলো এদতেবা‘ করা, অর্থাৎ গায়ের চাদরের মধ্যভাগকে ডান বোগলের নিচ দিয়ে দু’পার্শ্বকে বাম কাঁধের উপর রাখা। তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করাও পুরুষদের জন্য সুন্নাত। রমল হলো ছোট ছোট পদক্ষেপে দ্রুত হাঁটা। তাওয়াফকালীন সময়ে সুনির্দিষ্ট কোনো দো‘আ বা যিকির নেই, প্রত্যেক চক্করেই ইচ্ছা মতো শরী‘আতসম্মত যিকির ও দো‘আ পাঠ করা মুস্তাহাব। তবে তাওয়াফের প্রত্যেক চক্করেই রুকনে ইয়ামানী ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে নিম্নলিখিত দো‘আ সম্বলিত আয়াতটি পড়া সুন্নাত:
﴿رَبَّنا آتِنا فِي الدُّنْيا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنا عَذابَ النَّارِ﴾ [البقرة:201]
(রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়াফিল আখিরাতে হাসানাতাঁও ওয়া ক্বিনা ‘আযাবান-নার)

অর্থাৎ, হে আমাদের রব! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন। জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। [সূরা আল-বাক্বারাহ, আয়াত: ২০১]
সম্ভব হলে তাকবীর সহ হাজারে আসওয়াদকে স্পর্শ করা ও চুমু দেওয়ার মাধ্যমে সপ্তম চক্কর শেষ করবেন, কিন্তু সম্ভব না হলে পূর্বের মতো শুধু ইশারা এবং তাকবীর পড়লেই যথেষ্ট।
তাওয়াফ শেষে গায়ের চাদর ভালো করে পরিধান করে নিবেন, অর্থাৎ কাঁধে এবং বুকে কাপড় দিয়ে নিবেন। ইদতেবা‘ অবস্থায় থাকবেন না। তারপর সম্ভব হলে মাকামে ইবরাহীমের পিছনে কিছুটা দূরে হলেও দু’ রাকাত সালাত পড়বেন। আর যদি তা সম্ভব না হয়, তবে মসজিদের যে জায়গায় সম্ভব সেখানেই সালাত পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে قُلْ يا أَيُّهَا الْكافِرُونَ (সূরা কাফিরূন) এবং দ্বিতীয় রাকাতে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (সূরা ইখলাস) পড়া উত্তম। অন্য কোনো সূরা পাঠ করলেও কোনো দোষ নেই। এ দু’রাকাত সালাতের পর যদি হাজারে আসওয়াদ চুমু দেওয়া সম্ভব হয় তবে তা করবেন।

১১. তারপর সম্ভব হলে যমযমের পানি পান করবেন। সম্ভব হলে যত ইচ্ছা তত খাবেন।

১২. তারপর সাফা পাহাড়ের দিকে যাবেন, যাওয়ার সময় আল্লাহর এ বাণী পাঠ করবেন,
﴿إِنَّ الصَّفا وَالْمَرْوَةَ مِنْ شَعائِرِ اللَّهِ﴾ [البقرة:158]
(ইন্নাচ্ছাফা ওয়াল মারওয়াতা মিন শা‘আ-ইরিল্লাহ)
অর্থাৎ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্গত। [সূরা আল-বাক্বারাহ, আয়াত: ১৫৮]

১৩. অতঃপর সাফা পাহাড়ের উপর আরোহণ করবেন অথবা এর নিচে দাঁড়াবেন, তবে সম্ভব হলে পাহাড়ের কিয়দংশে উঠা উত্তম। এরপর পবিত্র কা‘বাকে সামনে রেখে প্রার্থনাকারীর ন্যায় দু’ হাত উর্ধ্বে তুলে আল্লাহ তা‘আলার প্রশংসা করে তিনবার তাকবীর পড়ুন (আল্লাহু আকবার বলুন)। তিনবার করে দো‘আ করা সুন্নাত। অতঃপর তিনবার নিম্নোক্ত দো‘আ পড়ুন:
«لاَ إِلهَ إِلا اللهَ وَحْدَه لا شَرِيْكَ لَه لَهُ الْمُلْكُ وَلَه الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْر لا إِلهَ إِلا الله وَحْدَه أَنْجَزَ وَعْدَه وَنَصَر عَبْدَه وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَه»
(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আনজাযা ওয়া‘দাহু, ওয়া নাছারা আবদাহু, ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু।)

অর্থাৎ, একমাত্র আল্লাহ্ ছাড়া প্রকৃত কোনো মাবূদ নেই। তাঁর কোনো শরীক নেই। সমস্ত রাজত্ব ও প্রশংসা তাঁরই। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ্ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে বিজয় দিয়েছেন এবং তিনি একাই শত্রুকে পরাজিত করেছেন।

এই দো‘আর কিয়দংশ পড়লেও কোনো দোষ নেই। তবে যেহেতু শরী‘আতে এখানে বেশি বেশি দো‘আ করার কথা বলা হয়েছে সেহেতু সকল প্রকার দো‘আই এখানে করতে পারেন।
১৪. অতঃপর সাফা হতে নেমে মারওয়ার দিকে যাবেন। যাওয়ার সময় পুরুষগণ দু’ সবুজ আলোর মধ্যবর্তী স্থানে দ্রুত চলবেন, এ দ্রুত চলাকে সা‘ঈ বলা হয়। এ সময় যদি নিম্নোক্ত দো‘আটি পড়েন তবে তা উত্তম,
رَبِّ اغْفِرْ وَارْحَمْ إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ
“আল্লাহুম্মাগফির ওয়ারহাম, ইন্নাকা আনতাল আ‘য়ায্যুল আকরাম”
অর্থাৎ, হে আল্লাহ! ক্ষমা ও দয়া করুন, নিশ্চয় আপনিই অতীব পরাক্রমশালী ও সম্মানিত।

সা‘ঈ এর আগে ও পরে স্বাভাবিকভাবে চলবেন। মহিলাগণ কোথাও দ্রুত চলবেন না; কারণ মহিলাগণ পর্দা করবেন, আর দ্রুত হাঁটার কারণে তাদের পর্দা লঙ্ঘন হয়।

১৫. এরপর যখন মারওয়া পাহাড়ের কাছে যাবেন, তখন তার উপর আরোহণ করবেন অথবা নিচে দাঁড়াবেন এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবেন এবং সাফায় যেমনটি করেছেন এখানেও তেমনটি করবেন। অর্থাৎ, মারওয়ার উপরে উঠার পরে কা‘বা শরীফকে সামনে রেখে প্রার্থনাকারীর ন্যায় দু’ হাত উর্ধ্বে তুলে আল্লাহ্ তা‘আলা তা‘আলার প্রশংসা করে তিনবার (আল্লাহু আকবার) তাকবীর উচ্চারণ করবেন। অতঃপর তিনবার নিম্নোক্ত দো‘আ পড়বেন :
«لاَ إِلهَ إِلا اللهَ وَحْدَه لا شَرِيْكَ لَه لَهُ الْمُلْكُ وَلَه الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْر لا إِلهَ إِلا الله وَحْدَه أَنْجَزَ وَعْدَه وَنَصَر عَبْدَه وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَه»
(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আনজাযা ওয়া‘দাহু, ওয়া নাছারা আবদাহু, ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু।)

অর্থাৎ একমাত্র আল্লাহ্ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তাঁর কোনো শরীক নেই। সমস্ত রাজত্ব ও প্রশংসা তাঁরই। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ্ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে বিজয় দিয়েছেন এবং তিনি একাই শত্রুকে পরাজিত করেছেন।
সাফার মতো মারওয়াও বেশি বেশি করে দো‘আ করার স্থান। সকল প্রকার দো‘আই এখানে করতে পারেন।

তবে এখানে পাহাড়ে উঠার সময় পূর্বে বর্ণিত সাফা পাহাড়ে উঠার আগের কুরআনের আয়াতটুকু পাঠ করবেন না; কেননা কুরআনের আয়াতটুকু রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে শুধুমাত্র সাফা পাহাড়ে উঠার আগে পড়তে হয়।

১৬. তারপর মারওয়া থেকে নামবেন এবং যেখানে স্বাভাবিকভাবে হাঁটার সেখানে স্বাভাবিকভাবে হাঁটবেন, আর যেখানে দ্রুত চলার সেখানে দ্রুত চলবেন। এভাবে সাফা পাহাড়ে পৌঁছবেন। এভাবে সাতবার সা‘ঈ করবেন। সাফা থেকে মারওয়া যাওয়া এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা পাহাড়ে আসা আরেক চক্কর ধর্তব্য হবে।

১৭. তাওয়াফের মতো যদি কেউ কোনো কিছুর উপর উঠে সা‘ঈ করে তবে তাতেও দোষ নেই, বিশেষ করে যখন তার প্রয়োজন হবে।

১৮. তাওয়াফের মতো সা‘ঈর জন্যও কোনো নির্দিষ্ট ওয়াজিব যিকির নেই। বরং যেকোনো যিকির, দো‘আ ও কুরআন তিলাওয়াতের যা তার জন্য সহজসাধ্য হবে তা-ই পাঠ করতে পারবেন। তবে এ সকল ব্যাপারে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব যিকির ও দো‘আ সাব্যস্ত রয়েছে, তার প্রতি লক্ষ্য রাখা মুস্তাহাব।

১৯. অনুরূপভাবে সকল প্রকার নাপাকী হতে পবিত্র হওয়াও মুস্তাহাব। তবে যদি কেউ অপবিত্র অবস্থায়ও সা‘ঈ করে তার সা‘ঈ শুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই।

২০. সা‘ঈ পূর্ণ করে মাথার চুল হলক করবেন (কামাবেন) অথবা ছোট করে ছেঁটে নিবেন। তবে কামানো উত্তম। যদি হজের আগে আপনি মক্কা এসে থাকেন এবং হজের বেশি দিন বাকী না থাকে তবে উত্তম হলো উমরার পর চুল ছোট করে ছাঁটা; যাতে হজের ইহরাম থেকে হালাল হওয়ার সময় হলক করতে পারেন।

খেয়াল রাখবেন, আপনার চুল কাটা বা ছাঁটা যা-ই- করেন না কেন সম্পূর্ণ মাথা থেকে হতে হবে। সামান্য কিছু কাটলে বা ছাঁটলে হবে না। এটা শুধু পুরুষদের ক্ষেত্রে ।

মহিলাগণ তাদের চুল একত্র করে চুলের অগ্রভাগ থেকে এক আঙুলের অগ্রভাগ পরিমাণ কাটবেন। এভাবে আপনার উমরা পূর্ণ হয়ে যাবে এবং ইহরামের কারণে ইতোপূর্বে যা হারাম ছিল, এক্ষণে তা হালাল হয়ে যাবে।

Ramadan Mubarak
07/03/2024

Ramadan Mubarak

27/02/2024
Happy New Year-2024
31/12/2023

Happy New Year-2024

🕋 #উমরাহ_প্যাকেজ_২০২৩🕋 #হজ্জ_উমরাহ করার জন্য খুব নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট প্রয়োজন কারন বিভিন্ন বিষয়ে সার্বক্ষনিক সাহায...
26/12/2023

🕋 #উমরাহ_প্যাকেজ_২০২৩🕋
#হজ্জ_উমরাহ করার জন্য খুব নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট প্রয়োজন কারন বিভিন্ন বিষয়ে সার্বক্ষনিক সাহায্য সহযোগীতার দরকার হয়।
✅ #আমদের উপর আপনি শতভাগ আস্থা রাখতে পারেন -ইন শা আল্লাহ আপনি নিরাশ হবেন না। আপনার উমরা সংক্রান্ত সকল কার্যক্রম মহান আল্লাহর উপর ভরসা করে নিশ্চিন্তে আমাদের উপর ছেড়ে দিন।
✅ #আমাদের_প্রতিনিধি বাংলাদেশ থেকেই কাফেলার সাথে থাকবে ইন শা আল্লাহ।
👉 #পবিত্র উমরাহ্ পালনের জন্য আমরা আপনাদের জন্য ২ টি প্যাকেজ প্রস্তুত করেছি -
👉 #স্টান্ডার্ড প্যাকেজ
১৪ দিনের #প্যাকেজ_১৪৫০০০/-
👉 #প্লাটিনাম/ভিআইপি প্যাকেজ
(১) ৭ দিনের #প্যাকেজ_২০৫০০০/-(২) ১০ দিনের #প্যাকেজ_২১৫০০০/- এবং (৩) ১৪ দিনের #প্যাকেজ_২২৫০০০/-
✅ #প্যাকেজের অন্তর্ভুক্তঃ
👉 #রিটার্ন এয়ার টিকিট
👉 #উমরাহ্‌_ভিসা ও ইনসুরেন্স
👉 #হোটেল রুম (২/৪/৬ জনের জন্য ১ রুম) ৭/১০/১৪ দিনের
👉 #সৌদিতে কোভিড-১৯ (করোনা) টেস্ট..
👉 #দুপুর ও রাতের খাবার(স্টান্ডার্ড প্যাকেজের জন্য)
👉 #যাতায়াত(বিমানবন্দর,মক্কা,মদিনা)
✅ #উমরাহ প্যাকেজের টাকা নন -রিফান্ডেবল এবং পরিবর্তনযোগ্য নয় ।
✅বুকিং দিতে ও বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা ফোন দিন 👉০১৭১২-২৭২১৫২
👉 #অফিস- এফ-৪৯, (২য় তলা), মুক্তিযোদ্ধা মার্কেট, হাজী ক্যাম্প, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০।
*শর্ত প্রযোজ্য

https://sohagtravelpoint.com/
03/11/2023

https://sohagtravelpoint.com/

Sohag Travel Point provides Hajj Package, Umrah Package, Tour Package, Air Ticket Booking & Visa Processing Service In Bangladesh

সবাইকে রমজানের শুভেচ্ছা।
23/03/2023

সবাইকে রমজানের শুভেচ্ছা।

02/03/2023

মুহতারাম/মুহতারামা
আস্সাসালামুআলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আপনার ম্যাসেজের জন্য আমরা কৃতজ্ঞ।

☑️আলহামদুলিল্লাহ আমাদের প্রতিমাসেই ৪-৬ টি উমরাহ গ্রুপে সম্মানিত হাজী সাহেবরা উমরাহ আদায় করছেন।
🔘 আপনি উমরাহ পালনে আগ্রহী হয়ে থাকলে অবশ্যই আপনার আসন টি কমপক্ষে ১ মাস পূর্বেই নিশ্চিত করুন, ঝামেলা মুক্ত সফর করুন।

📌 হজ্জ ও উমরাহ্, এয়ার টিকেট সহ যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
👁️‍🗨️উমরাহ করতে কিংবা উমরাহ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে সরাসরি কল করতে পারেন
ইমু, হোয়াটসএপ 👇
📲01712 272152

ইন্ডিয়া যেতে চাচ্ছেন ভিসা প্রোসেসিং নিয়ে চিন্তা করছেন???আমরা একটা ফাইল ৩-৪ বার চেক করে তারপর ছাড়ি,,,,খুব দক্ষ্য ভাবে আমর...
04/02/2023

ইন্ডিয়া যেতে চাচ্ছেন ভিসা প্রোসেসিং নিয়ে চিন্তা করছেন???
আমরা একটা ফাইল ৩-৪ বার চেক করে তারপর ছাড়ি,,,,
খুব দক্ষ্য ভাবে আমরা ফাইল করে থাকি যাতে একটা ভিসা রিজেক্ট না হয়💝
☎️যোগাযোগ করুন ০১৭১২২৭২১৫২🤙
আপনি চাইলে সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন✌️

🕋 #উমরাহ_প্যাকেজ_২০২১🕋 #হজ্জ_উমরাহ করার জন্য খুব নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট প্রয়োজন কারন বিভিন্ন বিষয়ে সার্বক্ষনিক সাহায...
19/11/2021

🕋 #উমরাহ_প্যাকেজ_২০২১🕋
#হজ্জ_উমরাহ করার জন্য খুব নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট প্রয়োজন কারন বিভিন্ন বিষয়ে সার্বক্ষনিক সাহায্য সহযোগীতার দরকার হয়।
✅ #আমদের উপর আপনি শতভাগ আস্থা রাখতে পারেন -ইন শা আল্লাহ আপনি নিরাশ হবেন না। আপনার উমরা সংক্রান্ত সকল কার্যক্রম মহান আল্লাহর উপর ভরসা করে নিশ্চিন্তে আমাদের উপর ছেড়ে দিন।
✅ #আমাদের_প্রতিনিধি বাংলাদেশ থেকেই কাফেলার সাথে থাকবে ইন শা আল্লাহ।
👉 #পবিত্র উমরাহ্ পালনের জন্য আমরা আপনাদের জন্য ২ টি প্যাকেজ প্রস্তুত করেছি -
👉 #স্টান্ডার্ড প্যাকেজ
(১) ৭ দিনের #প্যাকেজ_১৩৫০০০/-(২) ১০ দিনের #প্যাকেজ_১৪০০০০/- এবং (৩) ১৪ দিনের #প্যাকেজ_১৫৫০০০/-
👉 #প্লাটিনাম/ভিআইপি প্যাকেজ
(১) ৭ দিনের #প্যাকেজ_২০৫০০০/-(২) ১০ দিনের #প্যাকেজ_২১৫০০০/- এবং (৩) ১৪ দিনের #প্যাকেজ_২২৫০০০/-
✅ #প্যাকেজের অন্তর্ভুক্তঃ
👉 #রিটার্ন এয়ার টিকিট
👉 #উমরাহ্‌_ভিসা ও ইনসুরেন্স
👉 #হোটেল রুম (২ জনের জন্য ১ রুম) ৭/১০/১৪ দিনের
👉 #সৌদিতে কোভিড-১৯ (করোনা) টেস্ট..
👉 #দুপুর ও রাতের খাবার(স্টান্ডার্ড প্যাকেজের জন্য)
👉 #যাতায়াত(বিমানবন্দর,মক্কা,মদিনা)
✅ #উমরাহ প্যাকেজের টাকা নন -রিফান্ডেবল এবং পরিবর্তনযোগ্য নয় ।
✅বুকিং দিতে ও বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা ফোন দিন 👉০১৭১২-২৭২১৫২
👉 #অফিস- এফ-৪৯, (২য় তলা), মুক্তিযোদ্ধা মার্কেট, হাজী ক্যাম্প, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০।
*শর্ত প্রযোজ্য

14/11/2021

তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল। এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? এটা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এর পর আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন।

১. অ্যাপোলো (Apollo Hospital) –
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।

ঠিকানা –
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006
থাকা ও খাওয়া –
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।

সময় –
১। টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে।২। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।

রেজিস্ট্রেশন :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।

২. শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) –
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাত পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।

ঠিকানা –
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu,

৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল, CMC Hospital, Vellore
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।

কেন ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।

ঠিকানা –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004

কোথায় থাকবেন?
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

৪. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) –
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল ২৮ কিলোমিটার।

ঠিকানা –
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055

৫. মানিপাল হাসপাতাল (Manipal Hospital) –
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।

ঠিকানা –
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017

কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু অ্যাফোর্ড আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য, সবই কম তাদের জন্য পরামর্শ , শ্রী রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে।

10/11/2021
দরবেশ বিহীন ১৫ দিনে Regular ই-পাসপোর্ট! (রিইস্যু)খরচঃফি- ৳৫৭৫০ (এ-চালান)ভাড়া- ৳২০০ (ডেলিভারির সহ ৪ দিনের আসা যাওয়া ও থান...
15/10/2021

দরবেশ বিহীন ১৫ দিনে Regular ই-পাসপোর্ট! (রিইস্যু)

খরচঃ
ফি- ৳৫৭৫০ (এ-চালান)
ভাড়া- ৳২০০ (ডেলিভারির সহ ৪ দিনের আসা যাওয়া ও থানায় আসা যাওয়া)
স্ট্যাম্প- ৳৩৩০
মোট ৳৬২৮০

যে সকল কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হয়েছে
১। জাতীয় পরিচয় পত্রের কপি (মূল কপি প্রদর্শনের জন্য সাথে রাখতে হবে)
২। পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (মূল কপি প্রদর্শনের জন্য সাথে রাখতে হবে)
৩। এ-চালান অ্যাপ এর মাধ্যমে পরিশোধ করা অনলাইন চালান/রশিদ।
৪। স্থানীয় আরপিও তে আবেদন হলে ঠিকানার প্রুফ হিসেবে বিদ্যুৎ বিলের ফটোকপি। সাথে নাগরিকত্ব সনদ।
৫। বর্তমান পেশার পরিচয় পত্র ফটোকপি।

***যে আরপিও থেকে পাসপোর্ট করবেন যদি সেই আরপিও আপনার স্থায়ী ঠিকানা না হয় সে ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডকুমেন্টের প্রয়োজন হবে। ঢাকা স্থানীয় ঠিকানা না হওয়ায় আমারো লেগেছিলো। মুলকপি প্রদর্শনের জন্যে রাখতে হবে।
১। (৳১০০*৩পেজ) ৩০০ টাকার স্ট্যাম্পে বাড়ি ভাড়ার চুক্তিপত্র।
২। ভাড়াটিয়া নিবন্ধন পত্র। (থানা কর্তৃক সীল সহ)
৩। সিটি কর্পোরেশন/ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র।
৪। ওয়াসা/ডেসকো বিলের কাগজ।

যে ক্রম অনুযায়ী সাজিয়েছিঃ
১। এপয়েন্টমেন্ট লেটার/এপ্লিকেশন সামারি
২। ফি প্রদানের রশিদ
৩। এপ্লিকেশন (তারিখ ছাড়া শুধু স্বাক্ষর করলেই চলবে)
৪। পুর্ববর্তী পাসপোর্ট এর কপি
৫। জাতীয় পরিচয় পত্র
৬। জন্ম নিবন্ধন সনদ
৭। বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্র
৮। স্টুডেন্ট প্রুফ
৯। ভাড়াটিয়া চুক্তিপত্র
১০। ভাড়াটিয়া নিবন্ধন
১১। ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র
১৩। ওয়াসার বিলের কপি

(যদিও কিছু অতিরিক্ত কাগজ ছিলো তবুও দিলাম যাতে করে নতুন কোন ভেটো নিতে না পারে)

(RPO UTTARA - আরপিও উত্তরা)
সর্বপ্রথম ২২ তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। কিন্তু আমার কোনো তথ্য জানা ছিল না কি কি কাগজ লাগবে। ৩০২ নং রুমের সিরিয়ালে দাড়াই এবং আবেদনপত্র যাচাইয়ের পর দেখা গেল যে বর্তমান ঠিকানার প্রমাণের প্রয়োজন। দায়িত্বরত কর্মকর্তা সেই ডকুমেন্টগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার এর উপর লিখে দেয়। পরবর্তীতে ওই সব গুলো কালেক্ট করি এবং পুনরায় ২৩ তারিখ পাসপোর্ট অফিসে যাই। ৩০০ টাকার স্ট্যাম্পে বাড়ি ভাড়ার চুক্তি না করার কারণে আমাকে আবার ফেরত পাঠায় এবং আমি পরবর্তীতে ২৭ তারিখ ৩০০ টাকার স্ট্যাম্পে বাড়ি ভাড়ার চুক্তিপত্র করে জমা দেই।
আমার কোন তথ্য জানা না থাকার কারনে এমন ভোগতে হয়েছে। যারা বর্তমান ঠিকানায় পাসপোর্ট করবেন তাদের অতিরিক্ত ডকুমেন্ট গুলো অবশ্যই সাথে মুল কপি সহ রাখবেন। তাতে কোন প্রকার ঝামেলা ছাড়াই পাসপোর্ট এর এনরোলমেন্ট করতে পারবেন।

যাচাই শেষে এনরোলমেন্ট রুম ৩০৩ এ সিরিয়াল দিলাম। যেহেতু দালাল ছাড়া কিছুটা অনিয়ম লক্ষ পরবে তা চোখ এড়িয়ে নিজের কাজ আগাই নিতে হবে। আপনার এপ্লিকেশন এ কোন সমস্যা থাকলে এনরোলমেন্ট অফিসারকে প্রথমে ফাইল জমা দিয়েই অবগত করবেন।

এনরোলমেন্টের পরদিন ই প্রিন্টিং এ চলে যায়। ভেবেছিলাম এক সপ্তাহে পেয়ে যাবো। কিন্তু রেগুলার হওয়ার কারনে দুই সপ্তাহ সময় নিলো।
১৩তম দিনে প্রিন্ট হয়ে শিপিং এ গেলো ১৫তম দিনে মেসেজ আসলো। ১৬তম দিনে কালেক্ট করলাম।
কালেক্ট এর জন্যে নিচ তলা থেকে ডেলিভারি টোকেন নিয়ে ২০১ নং রুমে স্লিপ জমা দিয়ে অপেক্ষা করুন। দায়িত্বরত কর্মকর্তা আপনার পাসপোর্ট বের করে আপনার টোকেন নং কল করলে পাসপোর্ট কালেক্ট করুন।

দুর্নীতি কে না বলুন, সুস্থ সমাজ গড়ুন!

MALDIVESThe paradise for beach loversStretching wings among the blue skiesfrom 19th November Fare starting fromBDT 45,54...
07/10/2021

MALDIVES
The paradise for beach lovers
Stretching wings among the blue skies
from 19th November
Fare starting from
BDT 45,545 (Return)
__________________________________
Dhaka – Male
****************
11:10am (Dep) 02:35pm (Arr) (TUE)
10:45am (Dep) 02:15pm (Arr) (FRI)
09:30am (Dep) 12:50pm (Arr) (SUN)
Male – Dhaka
****************
03:35pm (Dep) 08:35pm (Arr) (TUE)
03:15pm (Dep) 08:15pm (Arr) (FRI)
01:55pm (Dep) 06:55pm (Arr) (SUN)
__________________________________
-------------------------------------------------------------------------
For ticket and flight related queries please dial:
24/7 Hotline:
+8801712-272152

কাতার প্রবাসীদের জন্য সু-খবর !আর নয় মুকিম Qatar Arrival রেজিষ্ট্রেশনের দুশ্চিন্তা ।Qatar যাওয়ার 12 ঘন্টা পূর্বে অবশ্যই Q...
23/09/2021

কাতার প্রবাসীদের জন্য সু-খবর !
আর নয় মুকিম Qatar Arrival রেজিষ্ট্রেশনের দুশ্চিন্তা ।
Qatar যাওয়ার 12 ঘন্টা পূর্বে অবশ্যই Qatar Arrival বাধ্যতামূলক ।
যে কোন সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনি চাইলে আমাদের মাধ্যমে Online এ ও করিয়ে নিতে পারেন।
যোগাযোগঃ
01712272152

দুবাই প্রবাসীদের জন্য সু-খবর !আর নয় ICA & GDRFA Approval এর দুশ্চিন্তা ।Dubai যাওয়ার 72 ঘন্টা পূর্বে অবশ্যই ICA & GDRFA ...
23/09/2021

দুবাই প্রবাসীদের জন্য সু-খবর !
আর নয় ICA & GDRFA Approval এর দুশ্চিন্তা ।
Dubai যাওয়ার 72 ঘন্টা পূর্বে অবশ্যই ICA & GDRFA বাধ্যতামূলক ।
যে কোন সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনি চাইলে আমাদের মাধ্যমে Online এ ও করিয়ে নিতে পারেন।
যোগাযোগঃ
01712272152

কুয়েত প্রবাসীদের জন্য সু-খবর !আর নয় Kuwait Mosafer রেজিষ্ট্রেশনের দুশ্চিন্তা ।Kuwait যাওয়ার 12 ঘন্টা পূর্বে অবশ্যই Kuwai...
23/09/2021

কুয়েত প্রবাসীদের জন্য সু-খবর !
আর নয় Kuwait Mosafer রেজিষ্ট্রেশনের দুশ্চিন্তা ।
Kuwait যাওয়ার 12 ঘন্টা পূর্বে অবশ্যই Kuwait Mosafer বাধ্যতামূলক ।
যে কোন সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনি চাইলে আমাদের মাধ্যমে Online এ ও করিয়ে নিতে পারেন।
যোগাযোগঃ
01712272152

সু-খবর ! সু-খবর !! সু-খবর !!!সৌদি প্রবাসীদের জন্য সু-খবর !আর নয় মুকিম Muqeem রেজিষ্ট্রেশনের দুশ্চিন্তা ।সৌদি যাওয়ার ৭২ ঘ...
23/09/2021

সু-খবর ! সু-খবর !! সু-খবর !!!
সৌদি প্রবাসীদের জন্য সু-খবর !

আর নয় মুকিম Muqeem রেজিষ্ট্রেশনের দুশ্চিন্তা ।

সৌদি যাওয়ার ৭২ ঘন্টা পূর্বে অবশ্যই মুকিম Muqeem রেজিষ্ট্রেশেন বা
Arrival Registration বাধ্যতামূলক ।
তাই সৌদি যাওয়ার পূর্বে অবশ্যই মুকিম Muqeem রেজিষ্ট্রেেশন করতে হবে।
আপনি চাইলে নিজেও করতে পরেন ।
অথবা যে কোন সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনি চাইলে আমাদের মাধ্যমে Online এ ও করিয়ে নিতে পারেন।

যোগাযোগঃ
01712272152


#সৌদিপ্রবাসী #সৌদিআরব

✅কাতারে যাওয়ার জন্য কোয়ারেন্টাইন হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন✈️✈️✈️এছাড়া ও টিকেট সংক্রান্ত যেকোন প্রয়োজনে আপনার পাশে...
23/09/2021

✅কাতারে যাওয়ার জন্য কোয়ারেন্টাইন হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন✈️

✈️✈️এছাড়া ও টিকেট সংক্রান্ত যেকোন প্রয়োজনে আপনার পাশে আছে রয়েল ট্রাভেল লিংক ।
◾টিকেট সংক্রান্ত যেকোনো প্রয়োজন এ বিশ্বের যেকোন প্রান্তর থেকে কল করুন আমাদের নিচের নাম্বার গুলোতে।
📲 01712272152 ✅WhatsApp,Imo
✅ ট্রাভেল সংক্রান্ত যেকোন প্রয়োজন এ সোহাগ ট্রাভেল পয়েন্ট সর্বদা আছে আপনার পাশে।

আপনারা যারা ওমানে যাবার জন্য E Mushrif Registration ও 2.5 OMR payment করতে চান,আপনারা যোগাযোগ করতে পারেন
23/09/2021

আপনারা যারা ওমানে যাবার জন্য
E Mushrif Registration ও 2.5 OMR payment করতে চান,
আপনারা যোগাযোগ করতে পারেন

দয়া করে বিস্তারিত পড়ে কমান্ড করার চেষ্টা করুণ,  আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না। বিজ্ঞ লেয়ারের পেইজ থেকে লেখাটি সংগীত।👇...
23/09/2021

দয়া করে বিস্তারিত পড়ে কমান্ড করার চেষ্টা করুণ, আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না।
বিজ্ঞ লেয়ারের পেইজ থেকে লেখাটি সংগীত।👇
আমেরিকার টুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য শুনেছি কেউ জেনে মন্তব্য করেন আবার কেউ অনুমান করে কথা বলেন যেভাবেই বলুক কথাগুলি আসলেই সকলের জন্য ক্ষতিকর।
আপনি যদি আমেরিকার ভিসা আবেদন করতে চান, তাহলে সাধারণ কমন কিছু বিষয়ে জানতে হবে।বুঝতে হবে ভিসা আবেদনের জন্য দূতাবাসের কি কি রিকয়ারমেন্ট আছে।
অন্যন্ন দেশের মতো কোন নির্দিষ্ট ডকুমেন্ট ইউএস কতৃপক্ষের নেই, ভ্রমন ভিসার জন্য সহজ একটি চাহিদা হলো আপনি যে পেশায় থাকেন নাকেন আপনি এই দেশে ভালো আছেন যেই রকম ভালো থাকা অন্য কোনদেশে থাকা আপনার দ্বারা সম্ভব নয়।
এটা প্রমান করার জন্য আপনি যে কোন ডকুমেন্ট দেখাতে পারেন।
আমেরিকার টুরিস্ট পাঁচ বছরের মাল্টিপল ভিসা বাংলাদেশ থেকে খুবই সহজ। আমাদের প্রধান হলো মানুষ কি বলে সেই কথাটা বিশ্বাস করে বসে থাকি।আমাদের সমাজে কিছু মানুষের অভ্যাস হলো জানুক আর না জানুক নিজেকে সবজান্তা হিসাবে জাহির করতেই হবে, আর এই জাহির করতেই এমন কিছু কথা বলে যা কোন আইন আদালতে খাটেনা। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যে সকল সমস্য গুলির কারনে মানুষ আমেরিকা বা কানাডাএইসকল দেশে ভিসা আবেদনে ভয় পায় বা ভুল করে থাকে আজ সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব।
১. আমেরিকার ভিসা করতে অনেক টাকা লাগে।
উত্তর-আমেরিকার টুরিষ্ট ভিসা পেতে আসলে টাকাটা মেইন বিষয় নয়।যেহেতু এই ভিসা কন্টাকে হয় না তাই টাকা বেশী লাগেনা। আপনার টাকার চেয়ে ডকুমেন্টের প্রয়োজন বেশী হয়।অভিজ্ঞ লোকের সহযোগিতা নিতে হলে কিছু টাকা খরচ বেশী হবে এটাই স্বাভাবিক।
২. আমেরিকার ভিসা আবেদনের আগে অনেক দেশ ভিজিট করা লাগে।
উত্তর - এই কথাটির সত্যিই কোন ভিত্তি নেই।এই কথাটি শুধুমাত্র একটা জিনিস প্রমান করে আপনি ভ্রমনে অভ্যস্ত।সাদা পাসপোর্টে ভিসা হয় এমন বহু উদহারন আছে।
৩. ইউ এস ভিসা আবেদন করতে হইলে বড় ব্যবসায়ী হওয়া লাগে ও আমেরিকার ভিসা পাইতে কোটি কোটি টাকা ব্যংক ষ্টেট মেন্ট ও এফডিআর থাকা লাগে।
উত্তর-এই কথা সম্পূর্ণ ভুল ধারনা। কারন যদি শুধুমাত্র ব্যবসায়ীদের ভিসা হতো।তাহলে যারা গান গায় বা শিল্পী,নর্তকী,ডাক্তার,এডভোকেট,সাংবাদিক,শিক্ষক,চাকুরীজিবী,হুজুর,রাজনিতিবীদ ইত্যাদি এই সব পেশার মানুষের তো বড় ব্যংক ষ্টেট মেন্ট নেই, তারা ভিসা কিভাবে পায়?
মূল কথা হলো আপনাকে প্রমান করতে হবে আপনি বতর্মানে বাংলাদেশে যেই পেশায় আছেন বা যেভাবেই আছেন আপনি পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন বা এমন একটি অবস্থায় আছেন যেই অবস্থান আপনি বিশ্বের কোথাও পাওয়া সম্ভব নয়।
যেমন ধরুন আপনি একজন শিল্পী আপনার কাছে মূল্যবান হচ্ছে আপনার শ্রোতা। এই দেশে আপনার অনেক ভক্তরা আছে তাদের নিয়েই আপনি সুখী।এটা প্রমান করাতে যা প্রয়োজন তাই দেখাতে হবে।
৪. অনেক শিক্ষিত না হলে আমেরিকার ভিসা পাওয়া যায় না।
উত্তর-আপনাকে বুঝতে হবে ও যোক্তির কাছে হার মানতে হবে।বেড়াতে যেতে কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বিশ্বের কোন দেশের ইমেগ্রেশন আইনে নেই। আমেরিকার রাষ্টিয় আইনেও নেই।
৫. আমারতো আত্মীয় স্বজনদের মধ্য আমেরিকায় কেউ নাই আমাকে ভিসা দিবেনা।
উত্তর -ভ্রমন ভিসা আবেদনের জন্য আত্মীয় স্বজনদের প্রয়োজন নেই। বরং কিছু সময় আত্মীয় স্বজন আছে জানলে ভিসা দিতে চায়না।তখন মনে করে আপনি বেড়াতে যাওয়ার পর থেকে যেতে পারেন,সেই বিষয়ে আপনার আত্মীয়রা আপনাকে সহযোগীতা করতে পারে।
৬. ভিসা যদি এত সহজ হইতো তাহলে মানুষ ২৫/৩০ লক্ষ টাকা খরচ করে পানামা-মেস্কিকো দিয়ে যেতো না।
উত্তর -কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের খুব চালাক মনে করে।এরা নিজেকেই বিশ্বাস করতে পারেনা অপরকে কিভাবে বিশ্বাস করবে? যখন কোন ভিসা এজেন্ট এদের বলে "আপনার কিছু লাগবেনা ভিসা হওয়ার পর টাকা," এই কথাই যথেষ্ট জীবনের শ্রেষ্ঠ ভুলটি করার জন্য। অনভিজ্ঞ বা আনাড়ি এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করে রিফিউজ হয়। মনে রাখবেন যারা কাজ যানে তারা কখনো বলেনা আপনার সকল ডকুমেন্টস আমরা দিব আপনি শুধুমাত্র পাসপোর্ট ওছবি দিবেন।আপনি যদি একবার এই ধরনের প্রতারকদের মাধ্যমে ভুয়া ডকুমেন্টস সাবমিট করেন পরবর্তীকালে ভিসা পাওয়ার যোগ্য ডকুমেন্ট নিয়েও ভিসা না পাওয়ার সম্ভাবনা বহুগুন বেড়ে যাবে। এর পরও এই ধরনের হলেও এই ধরনের মানুষগুলো আবার যখন শুনে পৌঁছনোর পর টাকা তখন কোন কিছুই না ভেবেই মানব পাচার চক্রের বলি হলে যায়। পানামা হয়ে যেতে হলে বিশ্বের সবচেয়ে ভয়ংকর বন আমাজনের ভিতর দিয়ে ১০ /১২ টি বডার পার হতে হয় কোন বর্ডারেই সিকিউরিটিরা আপনার জন্য ফুলের মালানিয়ে দাঁড়িয়ে থাকেনা,তারা স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে গুলি করতে একমিনিট ও ভাবেনা।প্রথমত মনেরাখতে হবে যতজন মানুষ ব্রাজিল -পানামা হয়ে আমেরিকা যেতে চায় তার ৫০% ও সুস্থ ভাবে বেঁচে আমেরিকা পৌঁছতে পারে না।সত্যিই বোকা এরা যখনি শুনে পৌঁছনোর পর টাকা তখন ভুলে যায় যাওয়ার পথে এখটি গ্রুপ কাজটি করেনা একেক গ্রুপ একেটা নির্দিষ্ট জায়গায় পৌঁছনোরর দায়িত্ব পালন করে তারপর
যাত্রীদের জিন্মি করে টাকা আদায় করে নেয়। তাই বলি নিজে একটু সচেতন হবেন ও অপরকে সতর্ক করে তুলবেন।
৭. ভিসা হওয়ার পর আমি যেতে পারবো তো?
উওর-প্রথমে মনে রাখতে হবে আমেরিকা আর মালয়েশিয়া এক না। যারা এই ভাবনা ভাবে তারা মালয়েশিয়া যাবারও যোগ্য নয়।গত ৩০ বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা হয়নি যিনি আমেরিকার ভিসা পাওয়ায় পর যেতে পারেনি। যদি বাংলাদেশে আপনার কোন অপরাধ না থাকে বা রাষ্ট্রিয় কোন আপত্তি না থাকে।
৮. ভিসা নিয়ে আমেরিকা যাওয়ার পর যদি আমাকে আমরিকান এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেয়।
উত্তর-এমন কোন উদহারন এখন পর্যন্ত হয়নি।এছাড়াও আমেরিকান ইমিগ্রেশনের পরিপন্থী কোন কাজ না করলে এমন কোন সম্ভাবনা ও নেই।
৯. টুরিষ্ট ভিসায় গেলে আমি তো ফেরত চলে আসতে হবে।
উত্তর - টুরিষ্ট ভিসা অর্থ হলো বেড়াতে যাবেন ও একটি নির্দিষ্ট থাকবেন তারপর চলে আসবেন। আপনি একবার যাবার পর ৬ মাস থাকতে পারবেন। আর ছয় মাসের পর থাকতে চাইলে আপনাকে একজন আইনজীবীর সহায়তা নেয়াই বুদ্ধিমানের মতোকাজ হবে।
১০. আমেরিকায় আমি কাজ পাবো কিভাবে।
উত্তর -আপনি কাজ করতে চাইলে আমেরিকায় একদিনও বেকার থাকতে হয় না। আমেরিকায় অনেক বাংলাদেশি আছে প্রথমেই আপনি সেখানে বাংলাদেশিদের কাছে সহযোগিতা চাওয়াটাই সঠিক হবে।
১১. ভিজিট ভিসায় গেলে আমি ওয়ার্ক পারমিট কিভাবে পাবো।
উত্তর - এই বিষয়ে আপনি এডভোকেটের মাধ্যমে আবেদন করতে হবে।
১২. আবেদন করার পর ভিসা না দিলে আমার পার্সপোটে সিল মেরে দিলে আমার পাসপোর্ট বাতিল হয়ে যাবে বা আমি আর কোন দেশে ভিসা পাবো না।
উত্তর-আমেরিকান দূতাবাসে ভিসা আবেদন করলে ভিসা দিতে পারে আবার নাও দিতে পারে কিন্তু পাসপোর্টে কোন প্রকার রিফিউজ সিল মারবে না।
১৩. একবার আবেদন করলে কমপক্ষে আর পাঁচ বছর আবেদন করতে পারবোনা।
উত্তর - একবার আবেদন করার পর ইচ্ছে করলে পরের দিন ও আবার আবেদন করতে পারবেন। তবে আপনাকে আবার ডি এস ১৬০ ফরমটি পুরন করে আবার ভিসা ফ্রি প্রদান করে নতুন ভাবে ডেট নিজে আসতে হবে
১৪. আমার তো দাঁড়ী আছে আমাকে ভিসা দিবেনা।আমেরিকায় তো হুজুর মানুষকে ভিসা দেয় না।
আমার পড়ালেখা তো মাদ্রাসার আমাকে ভিসা দিবেনা।
উত্তর-অনেকেই মনে করে হুজুরদের ইউএস ভিসা দেয়না।আপনি জানলে অবাক হবেন তাবলীগের পুরো টিমকেও ইউএস ভিসা দিয়ে থাকে। এটাই বাস্তবতা।
১৫. আমেরিকার স্হায়ী ভিসার জন্য আমার আবেদন করা আছে।আমাকে কি টুরিষ্ট ভিসা দিবে? বা আমার স্হায়ী ভিসার জন্য আবেদন করা আছে এমতাবস্থায় টুরিষ্ট ভিসার আবেদন করলে কি আমার পূর্বের আবেদনের ক্ষতি হবে?
উত্তর - যেহেতু আপনার আবেদন করা আছে প্রথমেই মনে রাখতে হবে টুরিষ্ট ভিসায় আবেদন করার সময় অবশ্যই পৃর্বের আবেদনের কথা উল্লেখ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার ভিজিটর ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
১৬. আমেররিকার ভিসা এত সহজ না।
উত্তর -আপনি যদি সঠিক নিয়ম সর্ম্পকে জেনে বুঝতে পারেন দূতাবাস ভিসা দেয়ার জন্য মূলত আপনার সম্পর্কে কি জানতে চায়?
আর জানার পর সঠিক নিয়ম মেনে আবেদন করুন
অবশ্যই আপনি ভিসা পাবেন।
বিঃদ্রঃ তাই সকলের প্রতি অনুরোধ কখনো ভুয়া কোন ডকুমেন্ট নিয়ে ভিসা আবেদন করতে যাওয়া হবে জীবনের শ্রেষ্ঠতম ভুল। (কপি পোস্ট) SOHAG TRAVEL POINT

Address

Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801712272152

Alerts

Be the first to know and let us send you an email when Sohag Travel Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohag Travel Point:

Videos

Share

All Solution Hajj, Umrah & Air Ticketing.............

All Solution Hajj, Umrah & Air Ticketing.............