FLY Iyad Aviation

FLY Iyad Aviation We love to give trusted service Ayat Air International is the best service provider in the Bangladesh for travel to the abroad.
(1)

লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক নেবে মালদ্বীপশ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে মালদ্বীপে। এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক ...
29/06/2024

লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক নেবে মালদ্বীপ
শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে মালদ্বীপে। এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ইতোপূর্বে আরোপ করা হয়েছিল তা বাতিল করার পরিকল্পনা করেছে মালদ্বীপ সরকার।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মত দিয়েছেন, এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না।
এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা। এতে বলা হয়েছে মালদ্বীপের আইন অনুযায়ী, প্রতিটি উৎস দেশ থেকে অদক্ষ শ্রমিকের সংখ্যা ১ লাখের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে হবে। এর মধ্যে দেশটিতে বর্তমানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৯৬ হাজারে পৌঁছে গেছে।

গত মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেছেন, ‘বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘মালদ্বীপে শ্রমের বর্তমান চাহিদা এবং একই সঙ্গে ভবিষ্যৎ চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের ১ লাখের সীমা এমন কিছু যা আমাদের অবশ্যই বাদ দিতে হবে।’

তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী। এ ক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার কথাও বলেন তিনি।

মালদ্বীপে কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীদের অফিশিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তাঁরা যে দ্বীপে কাজ করে সেখান থেকে একটি পৃথক পারমিট পেতে হবে। এমনটি করা হলে অবৈধ অভিবাসন রোধ করা অনেকাংশে সম্ভব হবে। ’

এর আগে বাংলাদেশ থেকে জাল নথি ব্যবহারের মাধ্যমে শ্রমিক নিয়ে যাওয়ার একাধিক ঘটনা নিয়ে তদন্তের মুখে গত এপ্রিলেই দেশটিতে বাংলাদেশি অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশি শ্রমিকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন আলী ইহুসান। তিনি বলেন, ‘আমরা সংসদে সীমাটি তুলে নেওয়ার সুপারিশ করব। তবে যতক্ষণ না আমরা সম্পূর্ণরূপে সুরক্ষা ব্যবস্থা চালু না করি, ততক্ষণ আমরা এটি করব না।’

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে মালদ্বীপের আগের সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রথমবারের মতো সীমারেখা টেনে দিয়েছিল। দেশটিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই গত ডিসেম্বরে এই সীমারেখা তুলে নিয়েছিল। কিন্তু জাল নথি ব্যবহার করে অনুপ্রবেশের ঘটনায় গত এপ্রিলে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগকে সীমাবদ্ধ করা হয়। মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসন ঠেকাতে ‘কুরাঙ্গি’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানের মাধ্যমে দেশটিতে ইতিমধ্যে দেড় হাজারের বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

27/06/2024
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি__         *ডাইরেক্ট কোম্পানিতে*              সৌদি আরব জেদ্দায় ২+জন লোক লাগবেফুড ডেলিভারির জন্য 🏍...
27/06/2024

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি__
*ডাইরেক্ট কোম্পানিতে*
সৌদি আরব জেদ্দায়
২+জন লোক লাগবে
ফুড ডেলিভারির জন্য 🏍️

অবশ্যই বাইক চালানো জানতে হবে 🏍️

💸বেতন -১৮০০ রিয়াল
✨ডিউটি ১০ ঘন্টা

যোগাযোগ করুন 👇
+8801716515927
+8801812163688

🇮🇹 ২০২৪ সালে ইতালির ফাইল জমা শুরু। 🇮🇹🔰 কাজের ধরন: স্পন্সর⚠ ইতালি ভিসার বিষয়ে যে কোন পরামর্শের জন্য আমাদের অফিস ভিজিট করু...
25/11/2023

🇮🇹 ২০২৪ সালে ইতালির ফাইল জমা শুরু। 🇮🇹
🔰 কাজের ধরন: স্পন্সর

⚠ ইতালি ভিসার বিষয়ে যে কোন পরামর্শের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে ফোন করুনঃ
☎️ +8801712-710034 (WhatsApp)
☎️ +8801919-176280 (WhatsApp)
☎️ +8801716515927 (WhatsApp)

✅ শুধুমাত্র এজেন্টগণ অফিসে এসে বা নিচের নাম্বারে

🏠 আমাদের অফিসের ঠিকানাঃ 👇
কমলাপুর, মুগদা বাসস্ট্যান্ড, 89/অতীশ দিপঙ্কর রোড, লাজফার্মা বিল্ডিং ( ৩য় তলা) ঢাকা-১২১৪।

25/11/2023

রোমানিয়া ও সার্বিয়া যাওয়ার জন্য ভিডিওটি দেখুন।

মালয়েশিয়ায় প্রবাসীদের পেনশন স্কিমে অংশ নেওয়ার আহ্বানমালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস পেনশন স্কিমে অং...
25/11/2023

মালয়েশিয়ায় প্রবাসীদের পেনশন স্কিমে অংশ নেওয়ার আহ্বান
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস পেনশন স্কিমে অংশগ্রহণ, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ প্রচারণা শুরু করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

গত সোমবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াংয়ের গামুডা গার্ডেনে হাইকমিশনের উদ্যোগে এবং অগ্রণী রেমিট্যান্স হাউসের সহযোগিতায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রবাস পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনায় বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিদেশ থেকে দেশে থাকা মা-বাবা, ভাই-বোন ও আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েও প্রতারণার শিকার হচ্ছে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে নিজেদের নিঃস্ব অবস্থায় দেখতে হচ্ছে প্রতারণার শিকার অনেক প্রবাসীকে। সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হবে না।

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রবাসীদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সভায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি মালয়েশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।

24/11/2023

সম্মানের সাথে এয়ারপোর্টে পৌঁছে দিলাম যাত্রীকে।

24/11/2023

ইতালির ২০২৩ সালের কোঠা শেষ, ফাইল জমা শুরু ২০২৪ সালের কোঠায়।

দেশে ফিরল মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩ শ্রমিকের মরদেহমালয়েশিয়ায় ভূমিধসে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে এসেছে।...
23/11/2023

দেশে ফিরল মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩ শ্রমিকের মরদেহ
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে এসেছে। গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গতকাল মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিন শ্রমিকের মরদেহ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা করে বিমানটি। বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের ওয়েলফেয়ার সহকারী মো. মোকসেদ আলী।

এর আগে শ্রমিকদের দুর্ঘটনার পর দূতাবাসের লেবার উইং ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়সহ মাত্র দুই সপ্তাহের মধ্যে মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইকমিশনের পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকে জানা যায়, নিহত তিন শ্রমিক কাম্পুং মাকা নামক পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ২ নভেম্বর স্থানীয় সময় রাত ১২টায় আকস্মিক ভূমিধসে মাটি চাপা পড়ে তাদেরমৃত্যু হয়। পরদিন ৩ নভেম্বর হাইকমিশনারের নির্দেশে কাউন্সিলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল ও মরদেহ সংরক্ষিত হাসপাতাল পরিদর্শন করেন।

দূতাবাসের মিনিস্টার (লেবার উইং) নাজমুস সাদাত সেলিম জানান, মাটি চাপায় নিহত শ্রমিকদের নিযুক্তকারী কোম্পানির মালিকের সঙ্গে হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগ করে নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়েছে। আদায় করা ক্ষতিপূরণের অর্থ গত ৯ নভেম্বর কোম্পানির পক্ষ হতে নিহত ব্যক্তিদের মা-বাবা অথবা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর সম্ভব হয়। ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

🇮🇹 ২০২৪ সালে ইতালির ফাইল জমা শুরু। 🇮🇹🔰 কাজের ধরন: সিজনাল⚠ ইতালি ভিসার বিষয়ে যে কোন পরামর্শের জন্য আমাদের অফিস ভিজিট করুন...
23/11/2023

🇮🇹 ২০২৪ সালে ইতালির ফাইল জমা শুরু। 🇮🇹
🔰 কাজের ধরন: সিজনাল

⚠ ইতালি ভিসার বিষয়ে যে কোন পরামর্শের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে ফোন করুনঃ
☎️ +8801712-710034 (WhatsApp)
☎️ +8801919-176280 (WhatsApp)
☎️ +8801716515927 (WhatsApp)

✅ শুধুমাত্র এজেন্টগণ অফিসে এসে বা নিচের নাম্বারে

🏠 আমাদের অফিসের ঠিকানাঃ 👇
কমলাপুর, মুগদা বাসস্ট্যান্ড, 89/অতীশ দিপঙ্কর রোড, লাজফার্মা বিল্ডিং ( ৩য় তলা) ঢাকা-১২১৪।

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তারমালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন...
23/11/2023

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত সোমবার একটি বিশেষ অভিযানে ২৬ থেকে ৩৩ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলীন বিন জোসুহ।
বিবৃতিতে পরিচালক বলেন,‌‌ ‘সোমবার দুইজন ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং একটি মিয়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য একজন, ৩৩ বছর বয়সী মাস্টারমাইন্ড, জালান কেপংয়ের একটি অ্যাপার্টমেন্টে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে এনফোর্সমেন্ট দল ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ এবং দুটি প্রিন্টার জব্দ করেছে।’

পরিচালক আরও বলেন, ‘ গ্রেপ্তারকৃতরা এক বছর ধরে এ অপরাধ করে আসছে। অপরাধীরা মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিত পর্যন্ত পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার নামে ফি নিচ্ছে। এর গ্রাহকদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের, ইন্দোনেশিয়ান, ভারতীয়, নেপালি এবং পাকিস্তানের নাগরিক রয়েছে।’

21/11/2023

ভিসা কপি সহ পাসপোর্টের মহরা নিয়ে বসলো ফ্লাই ইয়াদ।

21/11/2023

কাষ্টমার রিভিউ।

20/11/2023

ইতালির জন্য পাসপোর্ট নেওয়া বন্ধু, নতুন নিয়মে গ্র্রহণ শুরু।

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের  ৮ নম্বর গেটে  এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সং...
20/11/2023

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের ৮ নম্বর গেটে এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সংগ্রহ করতে হবে। লাশ পরিবহণের জন্য সঙ্গে প্রয়োজনী গাড়ি/অ্যাম্বুলেন্স/ফ্রিজিং ভ্যান আনতে হবে, বিমানবন্দরে এ ধরণের ব্যবস্থা নেই।
দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এর মাধ্যমে বিদেশ হতে আগত প্রবাসীর মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর এবং তাৎক্ষণিকভাবে মৃতদেহ পরিবহন ও দাফনের খরচ বহনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এজন্য প্রয়োজনী কাগজপত্র সঙ্গে আনতে হবে মৃত প্রবাসীর পরিবারকে। এছাড়া, আর্থিক সাহায্য হিসাবে ৩ লক্ষ টাকা পেতে মৃত প্রবাসীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ যোগাযোগ করতে হবে প্রয়োজনী কাগজপত্র নিয়ে।

১৭ দিনে রেমিট্যান্স এল ১৩ হাজার ১২৪ কোটি টাকাচলতি নভেম্বর মাসের ১৭ দিনে প্রবাসীরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশ...
20/11/2023

১৭ দিনে রেমিট্যান্স এল ১৩ হাজার ১২৪ কোটি টাকা
চলতি নভেম্বর মাসের ১৭ দিনে প্রবাসীরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে)।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোট ৪ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার।

তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৬ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার ডলার। গতবছরের একই সময়ে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন প্রায় ৫ কোটি ৩২ লাখ ডলার। আর চলতি বছরের অক্টোবরে প্রবাসীরা প্রতিদিন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন প্রায় ৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার মার্কিন ডলার। সে হিসাবে নভেম্বর মাসে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত আছে। প্রণোদনা বৃদ্ধিসহ নানা রকম উদ্যোগের ফলে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ছে।

সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে কম প্রবাসী আয় দেশে আসে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঘোষিত ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার পাশাপাশি প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলো আরও ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনা দিতে পারবে এমন অনুমতি দেয়। এ ছাড়াও প্রবাসী আয়ের ডলার সংগ্রহ করার ক্ষেত্রে প্রয়োজনে আরও বেশি দামে কেনার অনুমতি দেয়। এর ফলে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় বাড়তে থাকে। সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম প্রবাসী আয় আসার পর অক্টোবর মাসে প্রবাসী আয়ে বেড়ে যায়। যা নভেম্বর মাসেও অব্যাহত রয়েছে।

20/11/2023

কম খরচে সৌদি আরবের ফ্রী ভিসা।

আপনারা যারা, নিজেদের ভাই/বন্ধু অথবা পরিচিত আত্মীয় স্বজন নিয়ে গিয়ে পছন্দমত কাজ এবং কাফালা করাতে চান, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ।

প্যাকেজ: ফ্রি ভিসা, প্রসেসিং, আকামা, এয়ার টিকিট।
১ মাস ১০ দিনের মধ্যে ফ্লাইট
৩ মাসের আকামা নম্বর সহ ২ লক্ষ ৪০ হাজার টাকা।
১ বছরের আকামা নম্বর সহ ৪ লক্ষ ২০ হাজার টাকা।

কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ বহনে খরচ কমাল বিমানকুয়েত থেকে প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে টিকিটের মূল্য কমিয...
20/11/2023

কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ বহনে খরচ কমাল বিমান
কুয়েত থেকে প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগে টিকিটের মূল্য ছিল ২৫৫ দিনার, বর্তমানে যা কমিয়ে ১৭৫ দিনার করা হয়েছে। একইসঙ্গে কুয়েত থেকে চট্টগ্রাম ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকিটের মূল্য ছিল ২৭৫ দিনার, যা বর্তমানে কমিয়ে ১৯০ দিনার করা হয়েছে।

কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবুবকর সিদ্দিক বলেন, ‘এক সময় প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানো হতো। কিন্তু সেই সুবিধা বন্ধ হয়ে গেছে। এতে অনেকে অনুরোধ করেছিলেন ভাড়া কমানো যায় কি না। ফলে আমি হেড অফিসে যোগাযোগ করি। তারাও সাড়া দিয়ে ভাড়া আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে।’

আবুবকর সিদ্দিক আরও বলেন, ‘ভাড়া কমানোতে প্রবাসীরা উপকৃত হবেন। অনেক প্রবাসীর কুয়েতে কেউ নেই, যার কারণে মারা যাওয়ার পর বিমানের খরচ দিতে কষ্ট হয়ে যায়। সবদিক বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খরচটা কমিয়েছে, যা অন্য কোনো এয়ারলাইন্সে পাওয়া যাবে না।’কুয়েতের সমাজকর্মী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশ বিমান কুয়েত প্রবাসীদের মরদেহ বহনে খরচ কমিয়েছে। আমরা কুয়েত প্রবাসীদের জন্য সত্যিই খুশির সংবাদ। কিন্তু এখানে কম বেতনের কাজ করা সাধারণ প্রবাসী শ্রমিকের সংখ্যা বেশি। কেউ মারা গেলে প্রবাসীদের কাছে ঘুরে ঘুরে চাঁদা তুলে মরদেহ দেশে পাঠাতে হয়। বাংলাদেশ সরকার ও বিমান কর্তৃপক্ষ অন্তত তাদের কথা বিবেচনা করে হলে সম্পূর্ণ বিনা খরচে প্রবাসীর মরদেহ বহনের দাবি জানাই।’

যারা দেশের অর্থনীতিকে সচল রাখতে অবদান রেখেছেন, তাদের মরদেহ বিনামূল্যে দেশে প্রেরণ করার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।

করোনার আগে বিনামূল্যে মরদেহ বহন করত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ২০২০ সালের ৩১ মে মধ্যপ্রাচ্য থেকে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ দেশে আনার সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

19/11/2023

মেডিকেল শেষে কাষ্টমার রিভিউ।

19/11/2023

ফ্লাইটের আগে যাত্রী কাগজ-পত্র বুঝে নিলো।

18/11/2023

মেডিকেল করার পর যাত্রীর অনুভূতি।

18/11/2023

গোপ্রো ১২ মডেলের ক্যামেরা নিয়ে নিলাম।

মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিক অপহরণ, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬অপহরণের শিকার বাংলাদেশি সাংবাদিকের (নীল শার্ট পরা)...
15/11/2023

মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিক অপহরণ, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
অপহরণের শিকার বাংলাদেশি সাংবাদিকের (নীল শার্ট পরা) সাক্ষাৎকার নিচ্ছেন, হারিয়ান মেট্রোর সাংবাদিক মো. হারিস ফাদলী মো. ফাদজিল।মালয়েশিযায় এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে স্থানীয় তিন সরকারি কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল সোমবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সেলাঙ্গর রাজ্যে পুলিশ।

পুলিশের উধ্বৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ৭ নভেম্বর অপহরণের ঘটনা ঘটে। তিনদিন পর ৯ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। অপহৃত বাংলাদেশি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক। পাশাপাশি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার নাম প্রকাশ করেনি পুলিশ।

বিবৃতিতে সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান বলেন, থানায় দায়ের করা সাংবাদিকের ভাগিনার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত ১০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ক্লাং উপত্যকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার কৃত বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ।পুলিশ জানিয়েছে, প্রথম তিনজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৮৫ ধারা এবং অপর তিনজনকে ৩৪২ ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদর দুই দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী (সাংবাদিক) হারিয়ান মেট্রোতে এক সাক্ষাতে জানান, নিজেদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য দাবি করে তিনজন স্থানীয় ব্যক্তি তার পুত্রজায়ার বাসায় প্রবেশ করে এবং থানায় মামলার কথা বলে তুলে নেয়। পরে তাকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের একটি অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরও তাদের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি যোগ দেয়। সেখান থেকে একটি বিএমডব্লিউ গাড়িতে করে তাকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। জঙ্গলের ভেতর তাকে মারধর শুরু করে অপহরণকারীরা। মারধরে দেলোয়ার হোসেন ও কাজী নামে দুই বাংলাদেশি সরাসরি যুক্ত ছিল সেই সঙ্গে ১৯ লাখ মালয় রিঙ্গিত মুক্তিপণ দাবি করে বলে এ প্রতিবেদককে জানান ভুক্তভোগী সাংবাদিক।

তিনি জানান, মানি-লন্ডারিং ও সিন্ডিকেশনের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে কাজ করায় তাকে অপহরণ করা হয়েছে।

তিনি জানান, সেখান থেকে এক ঘণ্টারও বেশি পথ পাড়ি দিয়ে তারা তাকে সেলাঙ্গরের ক্লাংয়ের একটি বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে নিয়ে যাওয়ার পর আবারও শুরু হয় নির্যাতন। এতে হাত-পাসহ সারা শরীরে ক্ষত তৈরি হয়। নির্যাতনের এক পর্যায়ে তাকে একটি ভিডিও দেখানো হয়। যেখানে একটি লোককে জবাই করা হচ্ছে বলে দেখা যায়।ওই ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ না দিলে তার সঙ্গেও একই কাজ করা হবে অর্থাৎ জবাই করে হত্যা করা হবে। এতে প্রচণ্ড ভয় পেয়ে যান সাংবাদিক। প্রাণভয়ে অপহরণকারীদের ৫০ হাজার মালয় রিঙ্গিত অনলাইনে ট্রান্সফার করে দেন ভুক্তভোগী।

সাংবাদিক বলেন, পরদিন (৮ নভেম্বর) অপহরণকারীদের একজন তার শরীরের ক্ষতের চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে যায়। ওই সময় ক্লিনিক থেকে পালিয়ে যান তিনি। গিয়ে অনেকের কাছে সাহায্য চাইলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি। তারা আবারও তাকে ধরে নিয়ে যায় এবং নির্যাতন করে।

অপহরণের তৃতীয় দিন (৯ নভেম্বর) সাংবাদিককে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের কাপার এলাকার একটি ব্যাংকের পাশে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক গোমবাক জেলা পুলিশ সদর দপ্তরে (আইপিডি) একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন সেলাঙ্গর পুলিশ প্রধান দাতুক হোসেন ওমর খান। এদিকে অপহরণের শিকার বাংলাদেশি সাংবাদিক মুক্তিপেলেও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে ফোন করে এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি।

রিয়াদের সড়কে গেল ২ বাংলাদেশির প্রাণসৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার স্...
14/11/2023

রিয়াদের সড়কে গেল ২ বাংলাদেশির প্রাণ
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬টায় রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. ফারদিন খান (২৩) ও মামুদনগর ইউনিয়নের মো. রাশেদ (৩২)।

জানা যায়, কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হন। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রেমিট্যান্সের ৫ শতাংশ প্রণোদনা বাস্তবায়নের দাবি কুয়েত প্রবাসীদেরবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া আড়াই শতাংশ ...
14/11/2023

রেমিট্যান্সের ৫ শতাংশ প্রণোদনা বাস্তবায়নের দাবি কুয়েত প্রবাসীদের
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা চালু রয়েছে। এরসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ উদ্যোগে আরও অতিরিক্ত আড়াই শতাংশ যুক্ত করার যে আভাস পাওয়া গেছে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা।
জামাল উদ্দিন ও বশির মোল্লা নামে দুজন কুয়েত প্রবাসী বলেন, ‘পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ প্রণোদনার খবরে অনেক খুশি হয়েছিলাম। আমার মত অনেক প্রবাসী টাকা পাঠাতে আসছে। কিন্তু আগের মতো ২.৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। তবে কিছুদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদের ৫ শতাংশ প্রণোদনার কথা বললেও এখনো পাইনি। ৫ শতাংশ প্রণোদনা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।’

অপর এক প্রবাসী মোহাম্মদ রহিম বলেন, ‘আমাদের প্রণোদনা দরকার নাই, আমাদের দরকার সম্মান। একটা প্রবাসী কার্ড দিলে যেনো আমরা ছুটিতে দেশে গেলেও সরকারি-বেসরকারি অফিসে কোনো কাজে দ্রুত সেবা পাই। কাজের বিনিমেয় ঘুষ ও হয়রানি যেনো বন্ধ করা হয়।’

এই বিষয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রধান কার্যালয় থেকে কোনো ধরণের নির্দেশনা আসেনি। অনেক প্রবাসী ও তাদের পরিবারের টাকা উত্তোলন করতে এসে ৫ শতাংশ প্রণোদনার বিষয়ে জানতে চায়। নির্দেশনা না আসলে আমাদের কিছুই করার নাই। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আগের ঘোষণা অনুযায়ী ২.৫ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।’

13/11/2023

ফ্যামেলি ভিজিট ভিসায় নিজের মেয়েকে পাঠানোর জন্য ফ্লাই ইয়াদে।

মালয়েশিয়ায় মাটিচাপায় তিন বাংলাদেশির মৃত্যুমালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একট...
12/11/2023

মালয়েশিয়ায় মাটিচাপায় তিন বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে নির্মাণস্থলে মাটিচাপায় তিন বাংলাদেশি মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিহত তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাচাং জেলার পুলিশ সুপার মো. আদলি মাত দাউদ। তিনি বলেন, আজ দুপুর আড়াইটার দিকে পুলিশ জনসাধারণের কাছ থেকে ওই ঘটনার খবর পায়।

স্থানীয় বাসিন্দা আনিস আসিকিন আরিফিন বলেন, স্থানীয় সময় আজ দুপুর ১২টার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি বাড়ি থেকে বেশ চিৎকার শুনতে পান। বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখেন, ভুক্তভোগীদের সহকর্মীরা ঘটনাস্থলের দিকে ছুটছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই তিন বাংলাদেশি শ্রমিক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কেননা ঘটনার আগে বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন।

উদ্ধার অভিযানের অপারেশন কমান্ডার আহমেদ আলফারা বিন মোহাম্মদ জিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই তিনজনের মৃত্যু হয়।তাদের লাশ উদ্ধার করে মাচাং জেলা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জনিয়েছেম লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের বড় জয়যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা ...
12/11/2023

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের বড় জয়
যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গত ৭ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর হিসেবে বাংলাদেশি আমেরিকান সাদ্দাম সেলিম বিজয়ী হয়েছেন, ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী হয়েছেন আরেক বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ, নিউইয়র্ক সিটি কাউন্সিলে পুনরায় জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ, মেলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর হিসেবে পুনরায় জয়ী হয়েছেন নুরুল হাসান ও সালাহউদ্দিন মিয়া।

এ ছাড়া হাডসন সিটি কাউন্সিলেও ৪ বাংলাদেশি-আমেরিকান পুনরায় জয় পেয়েছেন। তারা হলেন কাউন্সিলম্যান শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার ও রনি ইসলাম এবং ওয়ার্ড সুপারভাইজার আবদুস মিয়া। একই সঙ্গে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটিতে মোহাম্মদ কামরুল হাসান টানা চতুর্থবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ বাংলাদেশি আমেরিকান হিসেবে সিটি কাউন্সিলর পদে এই প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন মুহতাসিন রহমান সাদমান। বর্তমানে হ্যামট্রমিক সিটিতে নির্বাচিত আরও দুজন বাংলাদেশি কাউন্সিলর রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে মেয়রসহ সকল কাউন্সিলর মুসলিম যেটি বিরল ঘটনা।

বিজয়ীরা সবাই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন। নোয়াখালী জেলা সদরের সন্তান সাদ্দাম সেলিম ৭০ শতাংশ ভোট পেয়েস্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সিনেটরের সংখ্যা হলো ৪ জন। একই মর্যাদায় স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে চার দফায় নির্বাচিত হয়ে আসছেন নিউ হ্যামশায়ার স্টেটের আবুল খান। নির্বাচিত প্রবাসীদের মধ্যে তিনিই একমাত্র রিপাবলিকান। অপর সিনেটররা হলেন- শেখ রহমান, মাসুদুর রহমান এবং নাবিলা ইসলাম।

এছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম নারী এবং প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। তিনি ৭৫ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়াও প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী ড. নীনা আহমেদ এবার তৃণমূলের ভোটে ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ হিসেবে জয়ী হয়েছেন।

উল্লেখ্য, ড. নীনা আহমেদ এর আগে পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল এবং লেফট্যানেন্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে লড়েছিলেন কিন্তু পরাজিত হন। তবে এবার তিনি সিটি মেয়রের সমমর্যাদার একটি আসনে বিজয়ী হয়েছেন। ড. নীনা এই সিটির প্রথম দক্ষিণ এশিয়ান কাউন্সিলওম্যান ও প্রথম মুসলিম নারী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বাংলাদেশিদের এই বিজয়ের জন্য বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে।

12/11/2023

পিরোজপুল থেকে আসা যাত্রীর ফ্লাইটের সাকসেসফুল ভিডিও।

11/11/2023

Address

Komlapur, 89/Atish Dipnkar, Mugda Bus Stand
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when FLY Iyad Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLY Iyad Aviation:

Videos

Share

Category