Sobuj Air International

Sobuj Air International যে কোনো দেশের টিকেট & ভিসা প্রসেসিং কর?

09/01/2023

আলহামদুলিল্লাহ।
চলতি ২০২৩ সালে বাংলাদেশ থেকে পূর্ণ কোটায় ১,২৭,১৯৮ জন সম্মানিত হজ্ব যাত্রী পবিত্র হজে যাওয়ার অনুমতি পেয়েছেন।

বিজয় মানে একটি মানচিত্র, বিজয় মানে একটি লাল সবুজের পতাকা, বিজয় মানে একটি গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। আমরা...
16/12/2022

বিজয় মানে একটি মানচিত্র, বিজয় মানে একটি লাল সবুজের পতাকা, বিজয় মানে একটি গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই বীরদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

বিজয়ের ৫২ বছর উপলক্ষে Sobuj Air International পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
Sobuj Air International
Iata Approved Number: 42340104

24/12/2021
31/01/2021
Happy New Year 🎆 2021
30/12/2020

Happy New Year 🎆 2021

Mahe Business Limited RL-802
17/10/2020

Mahe Business Limited RL-802

🇮🇳 ভারতে প্রবেশে ও ভিসা আবেদনের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। #নিয়মসমুহ** যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে...
19/08/2020

🇮🇳 ভারতে প্রবেশে ও ভিসা আবেদনের জন্য নতুন নিয়ম চালু হয়েছে।

#নিয়মসমুহ

** যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে নিবেন তাদেরকে অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিতে হবে নতুবা যেতে পারবেন না।

** ট্যুরিস্ট/মেডিকেল/বিজনেস এই ৩ ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হবে। পরবর্তীতে সমস্ত ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করবে।

** ভ্রমণ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড -১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং সার্টিফিকেট সাথে রাখতে হবে।

** কোন অবস্থাতেই ভ্রমণ করার ৫/৬/৭ দিন আগের টেস্ট করা রিপোর্ট গ্রহনযোগ্য নহে অর্থাৎ এমন সময়ে টেস্ট করার জন্য স্যাম্পল দিবেন যাতে ভ্রমণ শুরু হওয়ার ৭২ ঘণ্টা/৩ দিনের মধ্যে পেয়ে যান।

** যাদের ভিসার মেয়াদ শেষ তারা নতুন করে যমুনা ফিউচার পার্ক ভিসা এম্বাসিতে ভিসার জন্য এপ্লাই করতে পারবেন তবে এপ্লাই করার ৩/৪ দিন আগে মেইল করে অনুমতি নিতে হবে।

** আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর স্ক্যানকপি ইমেইল করবেন 📩[email protected] (অবশ্যই এম্বাসিতে যাওয়ার ৩/৪ দিন আগে ইমেইল করবেন)

🛫🛫 সবুজ এয়ার ইন্টারন্যাশনালও মাহী বিজনেস লিমিটেড🛫🛫 এর পক্ষ থেকে আমাদের সকল গ্রাহক,শুভানুধ্যায়ীসহ ,দেশ-বিদেশের সকলকে জানা...
01/08/2020

🛫🛫 সবুজ এয়ার ইন্টারন্যাশনাল
ও মাহী বিজনেস লিমিটেড🛫🛫 এর পক্ষ থেকে আমাদের সকল গ্রাহক,শুভানুধ্যায়ীসহ ,দেশ-বিদেশের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ।
🌙🌙ঈদ মোবারক 🌙🌙

16/06/2020

আজ থেকে বাংলাদেশে আবারো শুরু হলো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল✈✈🇧🇩🇧🇩

✒ দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আবারো শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। সীমিত আকারে হলেও প্রায় আড়াই মাস পর ঢাকা থেকে লন্ডন এবং দোহায় বিমান চলাচল শুরু হওয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে কাতার এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানকে এ সকল রুটে বিমান চলাচলের প্রয়োজনীয় অনুমতি দিয়েছে।

আজ মঙ্গলবার থেকে কাতার এয়ারলাইন্সের ঢাকা হতে দোহাগামী যাত্রী ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গতকাল রাতেই কাতার এয়ারলাইন্স এর দোহা হতে ঢাকা গামী বিমান অবতরণ করেছে। তবে কাতার এয়ারওয়েজ আজ থেকে শুরু করলেও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইট চলাচল শুরু করবে ২১ জুন থেকে।

শুরুতে কাতার এয়ারওয়েজ প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে ঢাকা-দোহা রুটে, তবে কাতার এয়ারওয়েজের এ সকল ফ্লাইট এর সুবিধা ভোগ করতে পারবেন কেবলমাত্র ট্রানজিট যাত্রীরা।

অপরদিকে ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পুনরায় চালু হতে যাওয়া ঢাকা টু লন্ডন রুটে যাওয়া প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে যাত্রীদের জন্য।

 #ব্রেকিং_নিউজ 🇸🇦🇸🇦🇸🇦🇧🇩🇧🇩🇧🇩রিয়াদ-ঢাকা/ জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটেরনোটিশরিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস/ জ...
11/06/2020

#ব্রেকিং_নিউজ 🇸🇦🇸🇦🇸🇦🇧🇩🇧🇩🇧🇩
রিয়াদ-ঢাকা/ জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের

নোটিশ
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস/ জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২০ জুন ২০২০ (সম্ভাব্য তারিখে)সৌদি আরবের রিয়াদ থেকে ও আগামী ০১ জুলাই ২০২০ (সম্ভাব্য তারিখে) সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আটকেপড়া বাংলাদেশীদেরকে নিজ খরচে দেশে ফেরার জন্য নিম্নোক্ত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepAeZBIF5dObjPAVhU2T-nbJiEjyNyiISJCW8xHcSlZX3dzQ/viewform
শর্তাবলীঃ
১। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।রেজিস্ট্রশনকারীদের মধ্য থেকে প্রথম (৪০০ + ৪০০) জনকে দূতাবাসের পক্ষ থেকে ফোন করে টিকেট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে ফোন করা হবে। এই রেজিস্ট্রেশন কোন ভাবেই আপনার টিকেট বুকিং কিংবা বাংলাদেশে যাওয়ার নিশ্চয়তা প্রদান করে না।

২। বিশেষ বিমান পরিচালনার জন্য সর্বনিম্ন ৪০০ জন করে যাত্রী হতে হবে।

৩। রিয়াদ-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ
সুলভ শ্রেনী (Economy Class)- ২৮০০ সৌদি রিয়াল
বিজনেস শ্রেনী(Business Class)-৩৮০০ সৌদি রিয়াল
ব্যাগেজ এলাউন্সঃ
সুলভ শ্রেনী (Economy Class)- মোট ৪০ কেজি (২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ (১টি)
বিজনেস শ্রেনী (Business Class)- মোট ৫০ কেজি(২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ(১টি)

৪। জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ
সুলভ শ্রেনী (Economy Class)- ৩০৩০ সৌদি রিয়াল
বিজনেস শ্রেনী(Business Class)- ৪০৩০ সৌদি রিয়াল

৫। বাংলাদেশী পাসপোর্টধারীগণ যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন
শুধু তারাই উক্ত বিমানে ভ্রমণ করতে পারবেন।

৬। রেজিস্ট্রেশনকৃতগণ অগ্রতার ভিত্তিতে দূতাবাস থেকে ফোন পাওয়া সাপেক্ষে বাংলাদেশ বিমানের
নির্দিষ্ট অফিস থেকে টিকেট ক্রয় করতে হবে।

৭। করোনায় আক্রান্ত নন/কোন উপসর্গ নেই এই মর্মে সৌদি কর্তৃপক্ষ-কর্তৃক ইস্যুকৃত
সার্টিফিকেট বিমানে প্রবেশের পূর্বে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায়
অবতরণের পর বিমান বন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত
সংগনিরোধ (Quarantine) সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে
মাস্ক, হ্যান্ড গ্লোভস পরিধান ও স্বাস্থ্য-বিধি অবশ্যই মেনে চলতে হবে।

৮। যে কোন জরুরী প্রয়োজনে কোন কারণপ্রদর্শণ ব্যাতীত কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন/ ফ্লাইট বাতিল
করতে পারবে।

৯। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-


ক। তথ্য(রিয়াদ)

মো. আমিনুল হক ভূইয়া
রিজিওনাল ম্যানেজার, রিয়াদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
ই-মেইলঃ [email protected]
ফোনঃ ০৫০ ৪২৪ ৬৩৫২

খ। টিকেট(রিয়াদ)ঃ
জনাব সোহেল আহমেদ; ফোনঃ ০৫৬ ৯৬৪ ১৮২৪; ই- মেইলঃ [email protected]
জনাব আশফাক আহমেদ; ফোনঃ ০৫৬ ৫৬৪ ৪৬৭১; ই-মেইলঃ [email protected]

গ। তথ্য (জেদ্দা)ঃ
জনাব সাদেকুল ইসলাম (রনি)
ফোনঃ ০৫৫ ৮৮৭ ২৫৮০

ঘ। টিকেট(জেদ্দা)ঃ
আল-নাখীল সেন্টার
মদিনা রোড, পোস্ট আফিস বক্স ১৩৫৪১
জেদ্দা ২১৪১৪
ফোনঃ ৬৬৫৩০২৩, ৬৬৫২৯৪৮
মোবাইল ঃ ০৫০ ৫৬১ ৮২১৩

সৌদি আরব থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট✈️✈️✈️আবেদন করতে হবে জেদ্দা কনস্যুলেট এর রেজিষ্ট্রে...
11/06/2020

সৌদি আরব থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট✈️✈️✈️

আবেদন করতে হবে জেদ্দা কনস্যুলেট এর রেজিষ্ট্রেশন করার মাধ্যমে। ভাড়া জেদ্দা টু ঢাকা ৩,০৩০ রিয়াল ভ্যাট সহ।

বিজনেস ক্লাস ৪,০৩০ রিয়াল ভ্যাট সহ (ওয়ানওয়ে)।
আপাতত জেদ্দা এবং রিয়াদ থেকে দুটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

১৬ জুন তারিখে বিশেষ ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের মূল্য :
Economy Class = 3030 Saudi Riyals
Business Class = 4030 Saudi Riyals
‐-----------------------------------------------------------
Aircraft B777-300 Saleable Seats
Economy Class = 380 Seats
Business Class = 20 Seats

💥 বিশেষ দ্রষ্টব্যঃ
● অবশ্যই রিয়াদ অথবা জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর অফিস থেকে টিকেট সংগ্রহ করতে হবে।
● কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসব টিকেট বিক্রি করা হবে না বলে।

23/03/2020

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ত...

সবুজ এয়ার ইন্টারন্যাশনাল ✈✈✈ এর পক্ষ থেকে সবাইকে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ❤❤❤❤❤আমার ভাইয়ের রক্তে রাঙানো একু...
20/02/2020

সবুজ এয়ার ইন্টারন্যাশনাল ✈✈✈ এর পক্ষ থেকে সবাইকে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
❤❤❤❤❤
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি.....
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই

ই-পাসপোর্ট নতুন যুগে বাংলাদেশ অভিনন্দনমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
22/01/2020

ই-পাসপোর্ট
নতুন যুগে বাংলাদেশ

অভিনন্দন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

30/12/2019
12/11/2019

বাড়ি দেশ নতুন ডাটাব্যাংক থেকে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়: প্রবাসী কল্যাণ মন্ত্রী নতুন ডাটাব্যাংক থেকে কর্.....

04/11/2019

চলতি বছরের শুরুর চার মাসে বাংলাদেশ থেকে ৩০ হাজার ১০২ জন নারী সৌদি আরব গেছেন।

02/11/2019

বাড়ি দেশ মালয়েশিয়ায় চিঠি: ব্যাখ্যা চেয়ে বায়রাকে মন্ত্রণালয়ের চিঠি মালয়েশিয়ায় চিঠি: ব্যাখ্যা চেয়ে বা...

31/10/2019

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মার্কেট ঘেরাও করে বাংলাদেশিদের গণগ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার সকালে...

30/10/2019

বাড়ি দেশ বায়রা মহাসচিবের চিঠি: ঝুলে যেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার ? বায়রা মহাসচিবের চিঠি: ঝুলে যেতে পারে মা....

23/10/2019

মালয়েশিয়া কলিং ভিসা | ৬ নভেম্বর বৈঠক ? | Malaysia Calling Visa 2019 News | | Channel info: Today Bangla HD is a Com...

22/10/2019
 #মালয়েশিয়ায়_অবৈধ_থাকবেন_নাঅবৈধ যারা ডিসেম্বরে দেশে ফেরত যেতে চান না, তাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে।১. সবার আগে ভাবুন...
19/10/2019

#মালয়েশিয়ায়_অবৈধ_থাকবেন_না
অবৈধ যারা ডিসেম্বরে দেশে ফেরত যেতে চান না, তাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে।
১. সবার আগে ভাবুন আপনার অবৈধভাবে থাকা ঠিক হবে কিনা।

২.মালয়েশিয়ার এই সরকারের মেয়াদে আর কখনো বৈধ হওয়ার সুযোগ দিবে না। তাই বৈধ হওয়ার আশায় অবৈধ থাকবেন না।

৩. আপনার পাসপোর্টের ফটোকপি বা ওরিজিনাল পাসপোর্ট সব সময় সাথে রাখুন। যাদের পাসপোর্ট নাই তারা হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে সাথে রাখুন।
পাসপোট বা ট্রাভেল পাস সহ পুলিশের হাতে আটক হলে এক মাস সাজা ভোগ করার পর দেশে ফেরত পাঠিয়ে দিবে।

৪. অবৈধরা ব্যাংকে কোন টাকা রাখবেন না কারণ অবৈধদের একাউন্ট যে কোন সময় ব্যাংক বন্ধ করে দিতে পারে।

৫. পুলিশের হাতে আটক হলে সাথে সাথে নিকট মানুষকে জানান কোন এলাকা থেকে আটক হয়েছেন।
আপনার পাসপোর্টের ফটোকপি পরিবার বা বন্ধুর কাছে ছবি তুলে পাঠিয়ে দিন।

৬. কাছের মানুষের ফোন নাম্বার মুখস্থ রাখুন তাহলে জেল থেকে ফোন করতে পারবেন।

৭. পাসপোটের ফটোকপিও নেই তারা ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখুন।

৮. বেতন কম হলেও অবৈধরা নিরাপদ কাজের খোজ করুন।

৯. অবৈধরা কাউকে টাকা ধার দিবেনও না, নিবেনও না।

১০. যারা ব্যবসা বা ভাল বেতনের চাকরি করেন তারা যদি আবার আসতে চান তাহলে ব্লাকলিষ্ট ছাড়া দেশে যেতে পারেন তাহলে আবার আসতে পারবেন।

17/10/2019

সৌদি আরবে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাসে আগুন

BMET এর নবনিযুক্ত মহাপরিচালক জনাব মোঃ শামসুল আলম স্যারকে আন্তরিক অভিনন্দন  ও শুভেচ্ছা ।
16/10/2019

BMET এর নবনিযুক্ত মহাপরিচালক জনাব মোঃ শামসুল আলম স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

16/10/2019

বাড়ি আরব আমিরাত ৪ দিনের সফরে আমিরাতে গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ৪ দিনের সফরে আমিরাতে গেলেন প্রবাসী...

20/09/2019

বাড়ি প্রচ্ছদ সৌদি যেতে পুলিশ প্রতিবেদনে ওয়ানস্টপ সার্ভিস হবে: দাম্মামে প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি যেতে পুলি.....

23/08/2019

কলিং ভিসা এখনো চালু হয় নাই। তাই দালালদের মিস্টি কথায় ভুলবেন না। পাসপোর্ট জমা দিবেন না। মেডিকেল করাবেন না। মনে রাখবেন যে কোন প্রতারণা কিন্তু আপনার ভুলের কারনেই দালালরা করে থাকে। তাই নিজে সাবধান হোন এবং পরিচিতদের ও সাবধান করুন। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখবে তেমনি কলিং চালু হলেও সবাই জানবে। তাই অপেক্ষা করুন।

23/08/2019

মালয়েশিয়া কলিং ভিসার জন্য নতুন সরকারের দেওয়া নতুন সিস্টেম এইটা!
এই সিস্টেমের মাধ্যমে মালয়েশিয়ার যতগুলো সোর্স কান্ট্রি আছে সবাই সেখানে নতুন ওয়ার্কার এর জন্য একই রকম সিস্টেম এপ্লাই করতে পারবে। এই সিস্টেমটা সবার জন্য একই রকম ভাবে প্রযোজ্য। এখন মালয়েশিয়া কলিং ভিসা ওপেনার শুধু সময়ের ব্যাপার মাত্র অপেক্ষা করুন

তবে মালয়েশিয়া এখনো খুলে নাই খুব তাড়াতাড়ি একটা ভালো সংবাদ আসবে ইনশাল্লাহ...আগামী ০১ সেপ্টেম্বরে আমরা সবাই আশাবাদি।

সবুজ এয়ার ইন্টারন্যাশনাল ✈✈✈

The ePPAx Online Foreign Workers Application System

1. Online Check your KDN Quota Qualification
1.1 You can do so at https://www.eppax.gov.my/eppax/semak/semakanKelayakanPA.
1.2 This info shall give you an indication of your KDN quota qualification to apply for foreign workers.

2. Pre-preparation
2.1 Download the attached info sharing, forms, checklists and letters.
2.2 Fill-up and complete the forms.
2.3 Print the Surat Perlantikan Wakil onto your company letterhead, sign and stamp. (You may amend accordingly.)

3. Scan all your Supporting Documents
3.1 Scan all the compulsory and supporting documents as per the ePPAx checklist.
3.2 Check and verify to ensure compliance to the Employment Act 1955.

4. First Time / New Employer Registration
4.1 Please click ... https://www.jobsmalaysia.gov.my/jobsmy/accounts/mainLogin.
4.2 Setup you User-ID and Password.
4.3 Online register your company.

5. Online Job Advertisement
5.1 Under DASHBOARD ... click PENGURUSAN JAWATAN ... click IKLANKAN JAWATAN
5.2 Submit online and advertise your job vacancy.

6. Online Candidates Management
6.1 Under DASHBOARD ... click PENGURUSAN CALON.
6.2 You must make effort to contact and "kemaskini calon yang telah dipadankan."

7. FINAL COMPLIANCE CHECK - before uploading your documents
7.1 Check and verify to ensure compliance to the Employment Act 1955.

8. The online Sistem Penguruan Pekerja Asing Bersepadu (ePPAx)
9.1 Click https://www.eppax.gov.my/eppax/tugasan.
9.2 Complete the online registration.
9.3 Upload all the required documents.

✈✈  সবুজ এয়ার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহার  শুভেচ্ছা ।ঈদ মোবারক
09/08/2019

✈✈ সবুজ এয়ার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ।

ঈদ মোবারক

অনেক প্রতিক্ষার পর আজকে মালয়েশিয়ার মন্ত্রিসভায় বাংলাদেশিদের জন্য 17 টি মেডিকেল  অ্যাপ্রুভ করেছেন মালয়েশিয়ার ক্যাবিন...
08/08/2019

অনেক প্রতিক্ষার পর আজকে মালয়েশিয়ার মন্ত্রিসভায় বাংলাদেশিদের জন্য 17 টি মেডিকেল অ্যাপ্রুভ করেছেন মালয়েশিয়ার ক্যাবিনেট !!
07/08/2019 নিম্নে মেডিকেল লিস্ট গুলো দেওয়া হল

বহির্গমন ছাড়পত্রের স্মার্ট কার্ড ও বিদেশ ফেরত কর্মীর  অভিযোগের দায়-দায়িত্ব এর বিষয় প্রসঙ্গ ঃ--  সরকারের প্রবাসী কল্যাণ ও...
01/08/2019

বহির্গমন ছাড়পত্রের স্মার্ট কার্ড ও বিদেশ ফেরত কর্মীর অভিযোগের দায়-দায়িত্ব এর বিষয় প্রসঙ্গ ঃ-- সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনস্থ জনশক্তি রপ্তানী ব্যুরো ( বিএমইটি ) হতে বিদেশগামী কর্মীদের BMET EMIGRATION CLEARANCE CARD অর্থাৎ স্মার্ট কার্ড প্রদান করা হয়ে থাকে বৈধভাবে বিমানে উঠে বিদেশে পাড়ি দিতে ; উক্ত স্মার্ট কার্ড বিদেশ গমনেচ্ছু কোন কর্মী তাঁর নামের পাসপোর্ট নম্বরে ভিসা প্রাপ্ত হলে সে স্ব-নির্ধারনী পদ্ধতিতে বা কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিএমইটি হতে স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন ; বিদেশ গমনেচ্ছু কর্মী স্ব-নির্ধারনী পদ্ধতিতে স্মার্ট কার্ড প্রাপ্তির পরে বিদেশে গিয়ে চাকুরী না'পেয়ে বা কোন সমস্যায় নিপতিত হয়ে দেশে ফেরত এলে বিএমইটি কর্তৃপক্ষের কিছু যায় আসে না, কিন্তু উক্ত কর্মী কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্মার্ট কার্ড প্রাপ্তির পরে বিদেশে গিয়ে কোন অজুহাতে দেশে ফেরত এলে বিএমইটি'র মাথা ব্যথা শুরু হয়ে যায় ফেরত আসা কর্মীকে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিকট হতে অভিবাসন ব্যয় নামক ক্ষতিপূরণের নূন্যতম ১,৬৫,০০০/- টাকা আদায় করে দেয়া ; অথচ শুনানীর বক্তব্যে কর্মী জানায় সে তাঁর আত্নীয়কে ভিসা সংগ্রহ ও বিদেশে গমনার্থে টাকা দিয়েছেন, কিন্তু স্মার্ট কার্ড প্রদানকারী সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির কাউকে অভিবাসন ব্যয়কৃত কোন টাকা প্রদান করেননি, কেবল বহির্গমণ ছাড়পত্র প্রক্রিয়ান্তে স্মার্ট কার্ড করিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির অফিসে ৫,০০০/- টাকা প্রদান করা হয়েছিল ; পক্ষান্তরে, বিএমইটি'র সংশ্লিষ্ট কর্মকর্তা রিক্রুটিং এজেন্সির মালিক/ প্রতিনিধি-কে চাপ সৃষ্টি করেন ফেরত আসা কর্মীকে অভিবাসন ব্যয়কৃত ক্ষতিপূরণ বাবদ নূন্যতম - ১,৬৫,০০০/-টাকা আগামী ০৩ দিনের মধ্যে পরিশোধ করতে, অন্যথায় রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বিএমইটি'র সার্ভারে লক / বিকল করে রাখা হবে ; বিএমইটি'র অনুষ্ঠিত শুনানীতে রিক্রুটিং এজেন্সির কোন বক্তব্যই গৃহীত হয় না, তৎপর রিক্রুটিং এজেন্সির সাথে ফেরত আসা কর্মীর অভিবাসন ব্যয়কৃত বা অর্থ লেনদেনের কোন প্রমানাদি পাওয়া যায় নি, তবে রিক্রুটিং এজেন্সি বিএমইটি হতে কর্মীর স্মার্ট কার্ড গ্রহন করায় রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিবাসন আইন-২০১৩ এর বিধানমতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতঃ তড়িঘড়ি করে তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয় ; উল্লেখ্য যে, রিক্রুটিং এজেন্সির সাথে ফেরত আসা কর্মীর অর্থ লেনদেনের দালিলিক প্রমাণ না'থাকলে কেবল কর্মীর স্মার্ট কার্ড এর উপর ভিত্তি করে তাঁকে অভিবাসন ব্যয়কৃত অর্থ ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতঃ বিএমইটি'র গৃহীত এহেন সিদ্ধান্ত যুক্তিসংগত নহে এবং আইন, বিবেক ও যুক্তিমতে কোনক্রমেই গ্রহণযোগ্য নহে ; অর্থল লেনদেনের যথাযথ রশিদ বা দালিলিক প্রমাণ ছাড়া কারো আর্থিক দাবীর সমর্থনে অভিযোগ/মামলা আইনামলে গ্রহনযোগ্য হবার কোন সুযোগ নেই ; প্রসংগত যে, বিএমইটি হতে প্রচার করা হয়ে থাকে - " বৈধভাবে বিদেশ গমনে বিনা রশিদে কোন রিক্রুটিং এজেন্সীকে টাকা প্রদান করিবেন না " যা ক্রেতা সাবধান আইনের প্রচলন বটে ; তাই, বিদেশ থেকে ফেরত আসা কর্মীকে " অভিবাসন ব্যয় " নামীয় ক্ষতিপূরণের টাকা শয়তানি বৃটিশ আইন ( অভিবাসন আইন-২০১৩) এর অসংগত ধারার ভয় দেখিয়ে জোরপূর্বক রিক্রুটিং এজেন্সির নিকট হতে আদায় করিয়ে দেয়া বা পাইয়ে দেয়ার সাথে জড়িত বিএমইটি'র কর্মকর্তা'দের এহেন অন্যায় ও অন্যায্য কার্যকলাপের দায়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'য়ালার আইনে রোজ কিয়ামতের বিচার দিবসে সাজা প্রাপ্ত হবেন মর্মে প্রতীয়মাণ হয় ; সুতরাং, দুনিয়া ও আখিরাতে ন্যায় বিচারে নাজাত পেতে সরকারের বিএমইটি ও প্রশাসনিক মন্ত্রণালয়ে নিয়োজিত বিদেশ থেকে ফেরক আসা কর্মীর অর্থ দাবীর যথার্থতা সংক্রান্তে অভিযোগ তদন্তের প্রতিবেদন দাখিলকারী কর্মকর্তা'দের-কে নূন্যতম ১(এক) বছর মেয়াদে জুডিশিয়াল ট্রেনিং করিয়ে এনে অভিযোগ তদন্তের প্রতিবেদন দাখিলকরণের দায়িত্ব দেয়া সমীচীন হবে ; অতএব, বর্ণিতাবস্থা সদয় অবলোকন পুর্বক সরকারের বিএমইটি'র মাধ্যমে দেশে ন্যায় বিচার নিশ্চিতকরনের লক্ষ্যে অভিযোগ তদন্তের মতামত, সিদ্ধান্ত, আইন, বিচার, সালিশ ও রায় সংক্রান্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অগ্রাধিকারক্রমে অতি জরুরীভিত্তিতে জুডিশিয়াল ট্রেনিং করানোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হোক ।।।

যারা বিদেশ যেতে চান, কিন্তু টাকার জন্য যেতে পারছেন না তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক মাত্র তিনদিনে অভিবাসী ঋণ প্রদান ক...
25/07/2019

যারা বিদেশ যেতে চান, কিন্তু টাকার জন্য যেতে পারছেন না তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক মাত্র তিনদিনে অভিবাসী ঋণ প্রদান করে থাকে। ১ থেকে ৩ লক্ষ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

বিস্তারিত লিংকঃ http://www.pkb.gov.bd/

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে নিয়োজিত  মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইমরান অাহমদ এমপি মহোদয়কে পূর্...
13/07/2019

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইমরান অাহমদ এমপি মহোদয়কে পূর্ন মন্ত্রী করায় মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি

Address

67, Naya Paltan , City Heart Market/Suit 14/6A
Dhaka
1000

Opening Hours

Monday 09:30 - 21:00
Tuesday 09:30 - 21:00
Wednesday 09:30 - 21:00
Thursday 09:30 - 21:00
Saturday 09:29 - 21:00
Sunday 09:30 - 21:00

Telephone

8801834905798

Alerts

Be the first to know and let us send you an email when Sobuj Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sobuj Air International:

Videos

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All