20/04/2024
চলতি পথে গত বৃহঃরাতে এই ফলটি পুরানো ঢাকার নাজিরা বাজার এলাকায় বিক্রয় করতে দেখা যায়। এর স্বাদ আস্বাদন করতে 100 টাকায় 4পিস কিনে নিলাম।
সুস্বাদু এই ফলটি আমাদের দেশে মাখনা নামেই অধিক পরিচিত। ইংরেজিতে এটিকে fox nut, foxnut বলে, একটি জলজ উদ্ভিদ বাংলাদেশ ও ভারতের বিল ও হাওড়ে এটি বেশ দেখা যায়। মাখনা মিঠা পানির জলাধার, ঝিল এবং হাওড়ে জন্মে। এবাংলাদেশের বৃহত্তর সিলেট এবং কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলে মাখনা পাওয়া যায়।
এর গাছ লাল শাপলার মতোই তবে গাছে কাঁটাভরা রয়েছে। এদের পাতা বিশাল, এদের ফুল গোলাপি, আকারে শাপলার চেয়ে ছোট। ফুল ফোটে শীতের শেষে। কাঁটাভরা ফলে বীজে ঠাসা এবং খাবার যোগ্য।