ছুটেচল

ছুটেচল “ছুটেচল” ভ্রমন প্রিয় মানুষের কমিউনিটি
Chotachal ‘s Official Fan Page Managed & Maintained by Eistieak
(1)

“ছুটেচল” ফ্যান পেইজে আমরা বাংলাদেশের বিভিন্ন দর্শনিয় স্থানের ছবি ও বর্ণানা ভ্রমন পিপাসুদের জন্য তুলেধরি। পোস্টগুলোতে পর্যটকদের জন্য সংশিষ্ট স্পটের প্রয়োজনীয় তথ্যসমূহ এবং খুটিনাটি বষিয়গুলি তুলেধরা হয়। দেশের দর্শনিয় স্থান সমূহকে পর্যটকদের কাছে পরিচিত করে ভ্রমনে উৎসাহি করে তোলাই আমামাদের উদ্দেশ্য।

20/04/2024

চলতি পথে গত বৃহঃরাতে এই ফলটি পুরানো ঢাকার নাজিরা বাজার এলাকায় বিক্রয় করতে দেখা যায়। এর স্বাদ আস্বাদন করতে 100 টাকায় 4পিস কিনে নিলাম।

সুস্বাদু এই ফলটি আমাদের দেশে মাখনা নামেই অধিক পরিচিত। ইংরেজিতে এটিকে fox nut, foxnut বলে, একটি জলজ উদ্ভিদ বাংলাদেশ ও ভারতের বিল ও হাওড়ে এটি বেশ দেখা যায়। মাখনা মিঠা পানির জলাধার, ঝিল এবং হাওড়ে জন্মে। এবাংলাদেশের বৃহত্তর সিলেট এবং কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলে মাখনা পাওয়া যায়।

এর গাছ লাল শাপলার মতোই তবে গাছে কাঁটাভরা রয়েছে। এদের পাতা বিশাল, এদের ফুল গোলাপি, আকারে শাপলার চেয়ে ছোট। ফুল ফোটে শীতের শেষে। কাঁটাভরা ফলে বীজে ঠাসা এবং খাবার যোগ্য।

রেমা-কালেঙ্গা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটি শুকনো ও চিরহরিৎ বন। সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়...
15/04/2024

রেমা-কালেঙ্গা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটি শুকনো ও চিরহরিৎ বন। সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি এটি। রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে পাহাড়ি বন্য পরিবেশে সারাদিনের ট্রকিং। যাচ্ছি বৃহঃবার রাতের ট্রেনে।

আগ্রহি হলে সঙ্গি হতে পারেন। সম্ভাব্য খরচ ১৫০০ থেকে ১৮০০টাকা

শিতের পিঠা পুলি____________________যারা টাকার অভাবে শশুর বাড়ি যেতে পারেন না তারা অনায়াসে স্বপ্ল খরচে এই পিঠা-পুলির স্বাদ...
21/12/2023

শিতের পিঠা পুলি____________________

যারা টাকার অভাবে শশুর বাড়ি যেতে পারেন না তারা অনায়াসে স্বপ্ল খরচে এই পিঠা-পুলির স্বাদ নিতে পারেন।

16/12/2023
নীল জলরাশির অপূর্ব লালাখাল, সিলেট।
11/12/2023

নীল জলরাশির অপূর্ব লালাখাল, সিলেট।

কে কোথায় আছিস, চল আবার ছুটেযাই, সগার পাহাড় আর প্রন্তসিমানায় যেখানে আকাশ মিশেছে দিগন্তে।
05/12/2023

কে কোথায় আছিস, চল আবার ছুটেযাই, সগার পাহাড় আর প্রন্তসিমানায় যেখানে আকাশ মিশেছে দিগন্তে।

The memorable days/moment never come back.
03/12/2023

The memorable days/moment never come back.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ছুটেচল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছুটেচল:

Share