03/07/2024
আসসালামু আলাইকুম।
🗣সু-খবর! সু-খবর! সু-খবর!🚨
স্বনামধন্য কোম্পানি প্রাইম ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিয়ে এলো প্রাইম এড-মিক্সচার।
প্রাইম ইঞ্জিনিয়ারিং company একটি দেশীয় স্থাপত্য নির্মাণ সহায়ক এডমিক্সার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। অভিজ্ঞ কেমিস্টদের তত্বাবধানে ও উন্নত প্রযুক্তিতে উৎপাদিত পণ্যসমূহ স্থাপত্য শিল্পে বিশ্বস্ততা ও আস্থার সাথে নির্ভাবনায় ব্যবহার উপযোগী। আমাদের পণ্যসমূহ পরিবেশ বান্ধব ও গুনগতমাম সম্পন্ন যা পরিবেশ ও অন্যান্য অনুমোদনকারী প্রতিষ্ঠান কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত।
(BUET Tested ) Highly Qualified and Recommended
★★★★★★
বাংলাদেশের সকল বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক (খালি থাকা সাপেক্ষে) ডিপো / ডিলার নিয়োগ চলছে।
★★★★★★
প্রাইম ইঞ্জিনিয়ারিং এর সেলস এন্ড মার্কেটিং পদে নিয়োগ চলছে।
পদবীঃ Territory Sales Officer/Territory Sales Manager/ Area Sales Manager
যোগ্যতাঃ
• এইচ.এস.সি/স্নাতক/ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (অগ্রাধিকার পাবে)
• বয়স 25 থেকে 50।
• এন্ড্রয়েড স্মার্ট ফোন থাকা বাধ্যতামূলক।
• অভিজ্ঞতা- ২ বছর (কনস্ট্রাকশন কেমিক্যাল সেক্টরে)
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য।• উপজেলা/থানা ভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে।
• মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার পাবে।বেতন ভাতাঃ
• মাসিক বেতন যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষ।
• কর্পোরেট সিম ও মোবাইল বিল প্রদান ।
• বিক্রয়ের উপর কমিশন।• যোগত্যা অনুযায়ী পদোন্নতি।
• মাসিক টি.এ এবং ডি.এ বিল
• কর্মস্থল :(বাংলাদেশের যে কোন স্থানে)
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত (সিভি) নিম্নে বর্নিত ইমেল ঠিকানা অনুযায়ী পাঠানোর অনুরোধ করা হলো।([email protected])
★★★★★★
Prime Engineering Ltd. BD
Contact Number:
+8801860744016,
+8801319800636
Email: [email protected]
Web Address: www.primeengineeringltd.com