United Consultancy & Tours

United Consultancy & Tours আপনার আনন্দময় ভ্রমণের সকল আয়োজনে Our services include tour packages, flight bookings, hotel reservations, car rentals, visa assistance, and travel insurance.
(56)

United Consultancy & Tours has been established in 2015 to provide its clients with a complete travel management service.

​United Consultancy & Tours a specialized outbound tour operator in Dhaka, Bangladesh. United Consultancy and Tours is a travel agency that specializes in providing customized travel solutions to individuals, families, and corporate clients. With our vast experience in th

e travel industry, we have built a reputation for delivering exceptional customer service and creating unforgettable travel experiences for our clients. We cater to a wide range of travel needs, from luxury holidays to budget-friendly trips, and our team of experienced travel consultants work closely with clients to create personalized travel itineraries that suit their unique requirements. At United Consultancy and Tours, we believe that travel should be a seamless and stress-free experience, and we are committed to providing our clients with the highest level of service and support. Whether you're planning a romantic getaway, a family vacation, or a corporate retreat, we have the expertise and resources to make your travel dreams a reality. For details please contact :
+8801842427432
Email: [email protected]

আপনি কি মালয়েশিয়া ভ্রমণ করতে চান এবং ভিসা প্রসেসিং প্রস্তুতি নিতে চান? তবে আমরা আছি আপনার জন্য সকল প্রয়োজনীয় সহায়তা...
21/04/2024

আপনি কি মালয়েশিয়া ভ্রমণ করতে চান এবং ভিসা প্রসেসিং প্রস্তুতি নিতে চান?
তবে আমরা আছি আপনার জন্য সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য।
আর নয় বাড়তি ঝামেলা,
আমাদের দক্ষ টীম সহজেই আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করে ভিসার জন্য সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করবে।
এখনই যোগাযোগ করুন আমাদের ভিসা কাউন্সিল এর সাথে এবং আপনার মালয়েশিয়া ভ্রমণের স্বপ্ন সম্পন্ন করুন! 🌍✈️ #মালয়েশিয়া #ভিসা #ট্রাভেল

01/04/2024

শেনজেন জোনে যুক্ত হলো রোমানিয়া-বুলগেরিয়া

30/03/2024
14/02/2024

থাইল্যান্ড ভিসা এখন ৫ থেকে ৭ কর্ম দিবসের মধ্যেই পাওয়া যাচ্ছে। জেনে রাখা ভালো, প্রথম বার থাইল্যান্ডের টুরিস্ট ভিসার আবেদন করলে ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি স্টিকার ভিসা পাওয়া যায়।
পরবর্তীতে ভিজিট এর সময় ভিজিট শেষে এক্সিট করার সময় ইমিগ্রেশন থেকে রি এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা সিল নেওয়া যায়। রি এন্ট্রি তে তিন মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি পারমিশন দেয়। সেক্ষেত্রে (১০০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ১২০০ বাথ পেমেন্ট দিতে হবে। পাশাপাশি মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে (৩৮০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ৪০০০ বাথ পেমেন্ট দিতে হবে। মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে ৬ মাসের এন্ট্রি পারমিট পাওয়া যায়। ছয় মাসের মধ্যে যতবার খুশি থাইল্যান্ড ভ্রমণ করা যাবে কিন্তু একনাগাড়ে ৬০ দিনের বেশি থাকা যাবে না। টুরিস্ট ভিসায় কোনোভাবেই ওভারস্টে করা যাবে না। ওভারস্টে করা হলে ফাইন হবে এমনকি ব্যান্ করে দিবে নির্দিষ্ট সময় পর্যন্ত।

অনেকেই বুঝতে পারেনা মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি কোথায় থেকে নিতে হয়। তাদের জন্য বলছি, আপনি যখন থাইল্যান্ড এক্সিট করবেন তখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় ইমিগ্রেশন অফিসার কে বলবেন মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি নিতে চাই। তখন ইমিগ্রেশন অফিসার আপনার ইমিগ্রেশন শেষ করে মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি বুথ দেখিয়ে দিবে। মাল্টিপল এন্টি বা রিএন্ট্রি বুথে গ্যাদারিং বেশি থাকলে আপনাকে সিরিয়াল করে ভিসা নিতে হবে। প্রথমে আপনার পাসপোর্ট নেবে। তারপর একটা ফরম ফিলাপ করে আপনার ছবি নিবে। তারপর আপনার কাছ থেকে পেমেন্ট নিবে এবং সাথে সাথে পাসপোর্ট ডেলিভারি দিবে। সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে। কিন্তু আপনি সিরিয়ালে থাকলে সময় আরো বেশি লাগবে। তাই মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি করার জন্য আপনাকে হাতে সময় নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার ফ্লাইট মিস্ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

ইউনাইটেড কন্সালটেন্সি এন্ড ট্যুরস ।
সানরাইজ প্লাজা, লেভেল-০৭,৩/১ ,ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা।

09/08/2023

সৌদি ভিসা বায়ো অ্যাপ ব্যবহার করে কিভাবে বায়োমেট্রিক এনরোলমেন্ট তথ্য সংরক্ষন করবেন তার ভিডিও টিউটোরিয়াল দেওয়া হল।

11/07/2023

ব্রেকিং নিউজ।
আমাদের ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, ভারতীয় হাই কমিশন কর্তৃক ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু করতে যাচ্ছে।

(i) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(ii) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

আমরা আশা করি, এই পদক্ষেপগুলো আপনাদের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে৷

, ,
,
,

ইউনাইটেড কন্সালটেন্সী এন্ড ট্যুরস এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। - শেখ কামরুজ্জামান রনি ।
21/04/2023

ইউনাইটেড কন্সালটেন্সী এন্ড ট্যুরস এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। - শেখ কামরুজ্জামান রনি ।

12/01/2023

আজ থেকে আগামী ৪ দিন আপনার ফ্লাইটের ব্যপারে সতর্ক হোন। রামপুরা থেকে এয়ারপোর্ট, মহাখালী থেকে এয়ারপোর্টের পুরো রাস্তা গতকাল রাত থেকে ব্লকড।

রাস্তার কাজ ধরেছে, সাথে ইজতেমা চলমান।
সুতরাং হাতে ৪-৬ ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে বের হবেন।

আপনার ফ্লাইট ধরার দায়িত্ব আপনার।

03/01/2023

DAC - KUL / OW
23/24/25 JAN
46000 BDT
AIR ASIA SEAT AVAILABLE

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদ 😂😁------------------------------------------------------------সবকিছু ঠিক থাকলে আগামী ২৯...
28/12/2022

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদ 😂😁
------------------------------------------------------------
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ তারিখে ঢাকায় মেট্রোরেল চালু হইয়া যাইবো ইনশাআল্লাহ। তাই নির্ঝঞ্জাট ট্রেন যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরী। তেমনই কিছু তথ্য ফ্রীতে জাইনা লন সবাইঃ
১। এই ট্রেনের টিকেট পাতলা কাগজের হইবোনা, প্লাস্টিক কার্ড। একবার কিন্না খালি টাকা রিচার্জ করবেন, ব্যাস আর টিকেট কাটার ঝামেলা নাই। যাগো এই সিস্টেম পছন্দ না, তারা প্রতিবার স্টেশনে ঢুকার সময় মেশিন/কাউন্টার থিকা টিকেট কাইটা ট্রেনে উঠতারবো।

২। টিকেট ছাড়া ট্রেনে উঠার চিন্তা ভুলেও কইরেন না। ট্রেনে উঠনের বহুত আগে ইস্টিশনে ঢুকার মুখেই কার্ড চার্জ কইরা ভিত্রে ঢুকতে হইবো। কার্ড ছাড়া দরজা খুলবো না। তাই বিনা টিকেটে ঘুরার চিন্তা বাদ দেন। অল্প দূরের টিকেট কাইটা বেশি দূরে যাইয়াও শান্তি নাই, অতিরিক্ত ভাড়া পরিশোধ না করলে বাইর হওনের গেইট খুলবোনা। ব্যারাছ্যারা অবস্থা!!!

৩। ট্রেনের সীটগুলা শক্ত প্লাস্টিকের তৈরি, ফোম-রেক্সিনের তৈরি না। তাই ব্লেড দিয়া কাটা যাইবোনা। কাটাকুটির অভ্যাস যাগো আছে তারা আপাতত হতাশ হইবো। আর যারা কাটা রেক্সিনের ফাক দিয়া টাইনা টাইনা ফোম ছিড়তো, তারা অগত্যা মাথার কেশ ছিড়তারেন। এই খায়েশও পুরণ না কইরাই ইহকাল ত্যাগ করতে হইবো!

৪। কিছু আদম সন্তান আছে ট্রেন দেখলেই যাগো ঢিল মারনের লাইগা হাত নিশপিশ করে, তাগো লাইগা বিরাট দুঃসংবাদ। এত উপ্রে ঢিল মারা যাইবো? আর ট্রেনটা চলবো শহরের মধ্যে দিয়া। ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খাইলে কিন্তু মাইর একটাও মাটিত পরবো না।

৫। এই ট্রেনে টাট্টিঘর নাই। তাই বড় কাম কইরা পানি ব্যাবহার না কইরা ট্রেন নোংরা করনের খায়েশও অনেকের পূরণ হইবো না। আফসোস! ট্রেনে উঠনের আগেই বড়/ছোট সব কাম সাইরা উঠলে আর সমইস্যা হইবোনা।

৬। জার্নি বাই ট্রেন করনের সময় বাদাম খাইয়া খোসা ফালাইয়া ট্রেন নোংরা করা অনেকের হবি। এইখানেও হতাশার খবর। ট্রেনে বাদাম ওয়ালাই নাই, বাদাম খাইবেন কইত্তে? টিকেট কাইট্টা ট্রেনে উইঠা বাদাম বেইচা পোষান যাইবো?

৭| যাগোর হিজরা দেখলে কোমরে দুলনি মারে তারা রীতিমতো হতাশ হবেন! করণ চামেলী, কামেলী,মৌসুমীরা এই ট্রেনের ভিত্তর তুড়ি মেরে ১০ ট্যাহা নিতে পারবো না।

৮। অনেক বান্দা আছেন যারা ট্রেনের ছাদে না উঠলে ভ্রমনের মজা পান না, তাগো লাইগাও দুঃসংবাদ। এই ট্রেন বিদ্যুতে চলে, তাই ছাদের উপ্রে বিদ্যুতের তার থাকবো। ছাদে উঠলে হাই ভোল্টেজ তারের লগে লাইগা আলুপোড়া হইয়া যাইবেন।

অতএব, সাধু সাবধান!!!

মেলা!!! মেলা!!! মেলা!!! মেলা!!!  মেলা!!! মেলা!!! মেলা!!! মেলা!!! আগামী ১,২ ও ৩ ডিসেম্বর, শুরু হতে যাচ্ছে BITTE মেলা।মেলা...
30/11/2022

মেলা!!! মেলা!!! মেলা!!! মেলা!!! মেলা!!! মেলা!!! মেলা!!! মেলা!!!
আগামী ১,২ ও ৩ ডিসেম্বর, শুরু হতে যাচ্ছে BITTE মেলা।

মেলা উপলক্ষে আমাদের রয়েছে আকর্ষনীয় প্যাকেজ ও ভিসা অফার।

মেলা চলাকালীন সকল ধরনের প্যাকেজ বুকিং করলেই পাচ্ছেন ১০% ছাড় ও ভিসাতেও রয়েছে আকর্ষনীয় সব ছাড়।

সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টলে 😍 স্টল নাম্বারঃ H-34

মেলার লোকেশনঃ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন, আগারগাও, ঢাকা

সকল বিমান যাত্রীদের জন্য ।
23/11/2022

সকল বিমান যাত্রীদের জন্য ।

16/11/2022

অনেকেরই প্রয়োজন হতে পারে...

16/11/2022

#কর্ণফুলী_এক্সপ্রেস কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত চলাচল করছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি।
🌊🛳️ কক্সবাজার টু সেন্টমার্টিন - সেন্টমার্টিন টু কক্সবাজার 🛳️🌊
for ticketing or any quary whatsapp or call +8801972427432 & +8801868353535
🚢 সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত Karnafuly Express এর যাত্রা সময়সূচী:
⌚কক্সবাজার এয়ারপোর্ট রোড নুনিয়াছড়া বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়ে সকাল: ৭.০০ টায়।
⌚সেন্টমার্টিন থেকে ছাড়ে বিকাল: ৩.৩০ মিনিটে।
উভয় দিক থেকে গন্তব্যে পৌছতে সময় লাগবে ৫ ঘন্টা (+,-)
🏖️পর্যটকবাহী জাহাজের (জনপ্রতি আসা-যাওয়া) নতুন ভাড়ার তালিকা:
===========================================
💺রেগুলার ক্লাস ( Lavender) : ৩,০০০/-
💺(শোভন ক্লাস চেয়ার (Marigold) : ৩,০০০/-
💺বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ৪,০০০/-
💺ওপেন ডেক চেয়ার ( Open Deck) : ৪,০০০/-
💺লিলাক লাউঞ্জ( Lelak Lounge) : ৪,০০০/-
💺ভি আই পি লাউঞ্জ (Chrysanthemum Lounge) : ৪,৫০০/-
🛏সিঙ্গেল কেবিন( Single Cabin) : ৭,৫০০/- টাকা
(১ জন এর জন্য প্রযোজ্য)
🛌টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ১২,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি আই পি কেবিন ( VIP Cabin) : ২০,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) : ২৮,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
শুধু যাওয়া বা আসা (One Way):
==============================
💺রেগুলার ক্লাস ( Lavender) : ১,৭০০/-
💺(শোভন ক্লাস চেয়ার (Marigold) : ১,৭০০/-
💺বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ২,১০০/-
💺ওপেন ডেক চেয়ার ( Open Deck) : ২,১০০/-
💺লিলাক লাউঞ্জ( Lelak Lounge) : ২,১০০/-
💺ভি আই পি লাউঞ্জ (Chrysanthemum Lounge) : ২,৩০০/-
🛏সিঙ্গেল কেবিন( Single Cabin) : ৪,০০০/- টাকা
(১ জন এর জন্য প্রযোজ্য)
🛌টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ৬,৫০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি আই পি কেবিন ( VIP Cabin) : ১১,৫০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) : ১৫,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🚸 (প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)
🏠 অফিসঃ SUNRISE PLAZA, (Level-7), 3/1,BLOCK-A,LALMATIA, DHAKA




cox's bazar ship ticket
luxary ship ticket


এভারেস্ট অঞ্চলের চূড়ায় তুষার চিতাবাঘ দেখা গেছে 😱😱😱এভারেস্ট অঞ্চলের খুম্বুতে ৫০০০ মিটার উপরে একটি তুষার চিতাবাঘের সন্ধা...
12/11/2022

এভারেস্ট অঞ্চলের চূড়ায় তুষার চিতাবাঘ দেখা গেছে 😱😱😱
এভারেস্ট অঞ্চলের খুম্বুতে ৫০০০ মিটার উপরে একটি তুষার চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে। আমেরিকান ফটোগ্রাফার কিটিয়া পাভলভস্কি ৫০০০ মিটারেরও বেশি উচ্চতায় একটি তুষার চিতাবাঘের একটি ছবি ধারণ করেছেন যা তিনি তার ওয়েবসাইটে উল্লেখ করেছেন। তিনি ৮ অক্টোবর তুষার চিতাবাঘের ছবিটি তোলেন।

তিনি উল্লেখ করেন যে,৫১৬৪ মিটার উচ্চতায় তুষার চিতাবাঘের পায়ের ছাপ অনুসরণ করে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং সফল হন। তিনি তুষার চিতাবাঘটিকে ধরতে ভোর ৪টায় গোরক্ষসেপ ছেড়েছিলেন।
Kittiya Pawlowski
©️ — at Everest Base Camp 5364M

১৯৮৯ সালের বিজ্ঞাপন।সেই সময়েও মানুষ তাহলে ভালই নেপাল ভ্রমণ করতো 😍😍
10/11/2022

১৯৮৯ সালের বিজ্ঞাপন।

সেই সময়েও মানুষ তাহলে ভালই নেপাল ভ্রমণ করতো 😍😍

২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকার প্রজ্ঞাপন
10/11/2022

২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকার প্রজ্ঞাপন

কক্সবাজার মেরিন ড্রাইভ এ "রেজু খাল"  ব্রীজের নতুন নকশা।কি দারুণ না!!!!
08/11/2022

কক্সবাজার মেরিন ড্রাইভ এ "রেজু খাল" ব্রীজের নতুন নকশা।
কি দারুণ না!!!!

 #কর্ণফুলী_এক্সপ্রেস কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত চলাচল করছ...
03/11/2022

#কর্ণফুলী_এক্সপ্রেস কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত চলাচল করছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি।

🌊🛳️ কক্সবাজার টু সেন্টমার্টিন - সেন্টমার্টিন টু কক্সবাজার 🛳️🌊
for ticketing or any quary whatsapp or call +8801972427432 & +8801868353535

🚢 সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত Karnafuly Express এর যাত্রা সময়সূচী:
⌚কক্সবাজার এয়ারপোর্ট রোড নুনিয়াছড়া বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়ে সকাল: ৭.০০ টায়।
⌚সেন্টমার্টিন থেকে ছাড়ে বিকাল: ৩.৩০ মিনিটে।
উভয় দিক থেকে গন্তব্যে পৌছতে সময় লাগবে ৫ ঘন্টা (+,-)

🏖️পর্যটকবাহী জাহাজের (জনপ্রতি আসা-যাওয়া) নতুন ভাড়ার তালিকা:
===========================================
💺রেগুলার ক্লাস ( Lavender) : ৩,০০০/-
💺(শোভন ক্লাস চেয়ার (Marigold) : ৩,০০০/-
💺বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ৪,০০০/-
💺ওপেন ডেক চেয়ার ( Open Deck) : ৪,০০০/-
💺লিলাক লাউঞ্জ( Lelak Lounge) : ৪,০০০/-
💺ভি আই পি লাউঞ্জ (Chrysanthemum Lounge) : ৪,৫০০/-

🛏সিঙ্গেল কেবিন( Single Cabin) : ৭,৫০০/- টাকা
(১ জন এর জন্য প্রযোজ্য)
🛌টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ১২,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি আই পি কেবিন ( VIP Cabin) : ২০,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) : ২৮,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)

শুধু যাওয়া বা আসা (One Way):
==============================
💺রেগুলার ক্লাস ( Lavender) : ১,৭০০/-
💺(শোভন ক্লাস চেয়ার (Marigold) : ১,৭০০/-
💺বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ২,১০০/-
💺ওপেন ডেক চেয়ার ( Open Deck) : ২,১০০/-
💺লিলাক লাউঞ্জ( Lelak Lounge) : ২,১০০/-
💺ভি আই পি লাউঞ্জ (Chrysanthemum Lounge) : ২,৩০০/-

🛏সিঙ্গেল কেবিন( Single Cabin) : ৪,০০০/- টাকা
(১ জন এর জন্য প্রযোজ্য)
🛌টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ৬,৫০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি আই পি কেবিন ( VIP Cabin) : ১১,৫০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) : ১৫,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)

🚸 (প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)

🏠 অফিসঃ SUNRISE PLAZA, (Level-7), 3/1,BLOCK-A,LALMATIA, DHAKA




cox's bazar ship ticket
luxary ship ticket


কর্ণফুলী এবং বে ওয়ানের অফিসিয়াল এজেন্ট হিসেবে আমর আছি United Consultancy & Tours, বরাবরের মত এইবারো শীপ টিকেট নিয়ে হাজির...
30/10/2022

কর্ণফুলী এবং বে ওয়ানের অফিসিয়াল এজেন্ট হিসেবে আমর আছি United Consultancy & Tours, বরাবরের মত এইবারো শীপ টিকেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।

কক্সবাজার - সেন্টমার্টিন - কক্সবাজার নৌ পথের "এম ভি কর্ণফুলী এক্সপ্রেস" প্রতিদিন চলবে।

জাহাজের ভাড়ার তালিকাঃ

Lavender- 3,000/-
Marigold - 3,000/-
Gladiolus - 4000/-
Open Deck - 4,000/-
Lilac Lounge - 4,000/-
Chrysanthemum Lounge - 4,500/-

VVIP: 28,000/-- (২ জন)
VIP : 20,000/- (২ জন)
TWIN BED CABIN : 12,000/- (২জন)
SINGLE BED CABIN: 7,500/- (১জন)

শুধু যাওয়া বা আসাঃ
Lavender- 1,600/-
Marigold - 1,600/-
Gladiolus - 2,100/-
Open Deck - 2,100/-
Lilac Lounge - 2,100/-
Chrysanthemum Lounge - 2,300/-

Contact: +880 1972-427432(What's App/Call)

বেলজিয়াম ও নেদারল্যান্ড এর বর্ডার। একটি বাসার দুই অংশ পরেছে দুই দেশে।কি দারুণ, তাইনা??
30/10/2022

বেলজিয়াম ও নেদারল্যান্ড এর বর্ডার। একটি বাসার দুই অংশ পরেছে দুই দেশে।
কি দারুণ, তাইনা??

১৯৮৯ সালের বিজ্ঞাপন।সেই সময়েও মানুষ তাহলে ভালই নেপাল ভ্রমণ করতো 😍😍
30/10/2022

১৯৮৯ সালের বিজ্ঞাপন।
সেই সময়েও মানুষ তাহলে ভালই নেপাল ভ্রমণ করতো 😍😍

লিভিং ঈগল গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম।🙏৫ই জুন ১৯৬৭।  শুরু হয়ে গেছে আরব -ইসরাইল যুদ্ধ।ঘড়িতে তখন বেলা ১২.৪৮।হঠাৎ  চারটি  স...
30/10/2022

লিভিং ঈগল গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম।🙏
৫ই জুন ১৯৬৭। শুরু হয়ে গেছে আরব -ইসরাইল যুদ্ধ।
ঘড়িতে তখন বেলা ১২.৪৮।
হঠাৎ চারটি সুপারসনিক ‘ডাসল্ট সুপার মিস্ট্রে’ ইসরাইলী যুদ্ধবিমান ধেয়ে এলো জর্ডানের মাফরাকের কিং হুসেইন এয়ার বেইসের দিকে। লক্ষ্য জর্ডানের পুরো আকাশ প্রতিরক্ষাকে ধ্বংস করা। মুহূর্তের মধ্যেই উড়াল দিলো জর্ডানের চারটি হকার হান্টার যুদ্ধবিমান। ডাসল্ট সুপার মিস্ট্রে’র তুলনায় যা কিছুই না। মুহূর্তেই গুঁড়িয়ে যেতে পারে।
কিন্তু একজন দুর্ধর্ষ যোদ্ধা এঁটেছিলে ভিন্ন ফন্দি। বাজের মতো নিখুঁতভাবে বাঁক নিয়ে ছুঁড়লেন গোলা। মুহূর্তেই ডাসল্ট সুপার মিস্ট্রে বিধ্বস্ত হয়ে গেল। হকার হান্টার থেকেও যে এভাবে দুর্দম প্রতিরোধ গড়া যায় তা ছিল অকল্পনীয়। কেবল তাই নয়, অন্য আরেকটি ডাসল্ট সুপার মিস্ট্রেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলো হকার হান্টার থেকে ছোঁড়া নিখুঁত বাণে।
এমন প্রচণ্ড আঘাত অকল্পনীয় ছিল ইসরাইলী বিমানবাহিনীর জন্য। সেই প্রতিরোধের দুর্ধর্ষ নায়ক ছিলেন একজন সাইফুল আজম। এর দুইদিন পরই তাঁকে ইরাকে জরুরি ভিত্তিতে বদলি করে পাঠানো হয়েছিলো। ৭ই জুন ইসরাইলী বিমানবাহিনী চারটি দুর্ধর্ষ ‘ভ্যাটোর বোম্বার’ ও ‘মিরেজ ৩সি’ বিমান নিয়ে আক্রমন করেছিলো ইরাকের এইচ থ্রি এয়ার বেইস। ইসরাইলীদের সেই আক্রমনে বিধ্বস্ত করেছিলো দুটি ইরাকি যুদ্ধ বিমান। কিন্তু তাতেও পিছু না হলে একটি ইসরাইলী মিরেজ ৩ সি’কে মাটিতে নামিয়ে এনেছিলেন তিনি।
আরব ইসরাইল যুদ্ধে তাঁর বীরত্বের জন্য জর্ডান সরকার তাঁকে ভূষিত করেছিলো ‘অর্ডার অব ইস্তিকলাল’ পদকে। ইরাক সরকার ভূষিত করেছিলো ‘নুত আল সুজাত’ পদকে।
সাইফুল আজম টি৩৩ যুদ্ধ বিমানের প্রশিক্ষক হওয়ায় স্বভাবতই ছাত্র হিসেবে পেয়েছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে।
সেসময় পাকিস্তানি বাহিনীর অফিসার যারা ছিলেন তাঁদের সুত্রে জানা জায়া সাইফুল আজম নিজেও ১৯৭১ এর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বাঙালি সহকর্মীদের নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী মার্চের প্রথম সপ্তাহে দেশে পাঠিয়ে দিয়েছিলেন পরিবারের সদস্যদের। কিন্তু বাঙালি অফিসারদের ফ্লাইং নিষিদ্ধ করে পাকিস্তানী সামরিক বাহিনী। যে নিষেধাজ্ঞার আওতায় এসেছিলেন সাইফুল আজমকে। পরবর্তীতে আর তা করা আর সম্ভব হয়নি।
মুক্তিযুদ্ধের ২০শে আগস্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমান ছিনতাই করতে গিয়ে শহীদ হলে ফ্লাইট কমান্ডার সাইফুল আজমকে আটক করে রিমান্ডে নিয়ে যায় পাকিস্তানি প্রশাসন। টানা ২১দিন তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও তিনি এই বিষয়ে কোন সুষ্ঠু তথ্য দেননি। এরপর তাঁকে গৃহবন্দী করে রাখে পাকিস্তানি প্রশাসন। পাকিস্তানি বাহিনী তখন ভেবেছিলো তিনি হয়তো মতিউর রহমানের বিমান ছিনতাইয়ের পরিকল্পনার সঙ্গে সংযুক্ত ছিলেন।
পরবর্তীতে ১৯৭৪ সালে শিমলা চুক্তির অধীনে পাকিস্তান থেকে দেশে ফিরে এসেছিলেন সাইফুল আজম।
পরবর্তীতে তাঁকে বিএএফ বেইস বাশার বা ঢাকা বিমান ঘাঁটির কমান্ডার করা হয়েছিলো। ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর ডিরেক্টর অব ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অব অপারেশন্স। ১৯৭৯ সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবেই নিয়েছিলেন অবসর।
সাইফুল আজমের মেধার পরিচয় পাওয়া গিয়েছিলো ২০ বছর বয়সেই। অ্যারিজোনার লুক এয়ার ফোর্স বেসে এফ-৮৬ সেব্রেসের উপর ট্রেনিংয়ে তিনি সর্বোচ্চ মার্কস পেয়ে পেয়েছিলেন টপ গান। বিশ্বে খুব কম বৈমানিকেরই সুযোগ হয়েছে চারটি বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কাজ করার। যা পেয়েছিলেন সাইফুল আজম। প্রথমে পাকিস্তান বিমানবাহিনী, পরবর্তীতে জর্ডান রাজকীয় বিমানবাহিনী, ইরাকের বিমানবাহিনী এবং সর্বশেষে বাংলাদেশ বিমানবাহিনী। আর বিমান চালনা হিসেব করলে মোট ৮টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া, চীন, পাকিস্তান, জর্ডান, ইরাক এবং সর্বশেষ বাংলাদেশের হয়ে।
২০০০ সালে যুক্তরাষ্ট্রের এয়ার কমান্ড এন্ড স্টাফ কলেজ গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম সহ মোট ২২ জন বৈমানিককে বিশ্বের সেরা ২২ কমব্যাট ফাইটার হিসেবে ‘লিভিং ঈগল’ স্বীকৃতি দিয়েছিলো।
যে জুন মাসেই তাঁর অসামান্য সব বীরত্বগাঁথার জন্ম হয়েছিলো দুবছর আগে সেই জুন মাসেই তিনি বিদায় নিয়েছিলেন।
বিনম্র শ্রদ্ধা জানাই তাঁর প্রতি।
Collected.

Address

SUNRISE Plaza, (Level-7), 3/1, BLOCK-A, LALMATIA
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801842427432

Alerts

Be the first to know and let us send you an email when United Consultancy & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to United Consultancy & Tours:

Videos

Share

Category

Our Story

United Consultancy & Tours has been established 2015 to provide its clients with a complete travel management service. ​United Consultancy & Tours a specialized outbound tour operator in Dhaka, Bangladesh. We have been operating since 2015 and serving Bangladeshi customers across Asia and Europe. We are specialized in exclusive travel services for independent travelers, family members and groups. our goal is to provide the best levels of service throughout the South Asia & Asia Pacific travel industry, be it with planning the tour or cost estimations, hotels suggestions and bookings, transport options, tourism information, sightseeing, shopping, guided tour, special interest tours, air, bus and rail tickets bookings. We offer customized and tailor-made tours comprising of destinations in South Asia, Asia Pacific, Middle East and Europe. With a network of fully trained and experienced staff overseas, the service offered is assured of appropriate guidance and prompt assistance, taking care of every aspect of customer inquiry or deal with any issues that may occur whilst the customers are travelling. Thus giving the customers an experience parallel to touring with their own personal guide. Think travel, and think everything that comes with it - Holiday packages, flights, hotels, rail tickets, bus tickets, rented cars - you name it, we will book it for you! For Details please contact : +8801842427432 Email : [email protected]