08/06/2024
১৩ জুলাই থেকে ১৮ ই জুলাই আমাদের কাছে গাড়ী পাওয়া যাবে না ,
ওই সময় শুধু আমাদের নিয়মিত গ্রাহকদের জন্য গাড়ি বুকিং নেওয়া হয়েছে।
যদিও অল্টারনেট ডিউটির জন্য এক্সট্রা কিছু গাড়ি রাখা আছে, তাহার ভাড়া সম্পর্কে পূর্বে বলা সম্ভব হবে না। যে সময়ে দরকার তাহার ১ দিন পূর্বে বলা যাবে।
আমাদের কাছে সকল সময় ভালো ড্রাইভার হবে, ভালো গাড়ি হবে।
গাড়ি বুকিং দিলে -
১, আপনার নাম ও মোবাইল নাম্বার :
২, আপনার পরিবারের একজনের নাম এবং মোবাইল নাম্বার:
৩, আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা :
৪, গাড়ির রিপোর্ট ঠিকানা, ডিউটি শুরুর টাইম , তারিখ :
৫, কোথায় যাবেন - যাওয়ার পথে কোন রোড ব্যাহার করবেন, কোথায় কোথায় থামবেন?
৬, কতজন প্যাসেঞ্জার এবং কি কি জিনিস পত্র সাথে থাকবে?
(মাছ, মাংস, চালের বস্তা, সাইকেল, তুলনা মূলক বড় জিনিস পত্র নেওয়া যাবে না )
৭, আলাপ আলোচনায় আরো তথ্য প্রয়োজন হতে পারে।
আরো অনেক কিছুই আছে, সেগুলো প্রয়োজন হবে না।
ওই তথ্য গুলো হোয়াটস্যাপ অথবা টেক্সট করলেই গাড়ি বুকিং নেওয়া হবে।
ধন্যবাদ -
আমি রেন্টাল গাড়ী বিষয়ক বিশ্বস্থ সহকারী -
মাইকেল শিকদার
www.rentacarsbd.com