সিলেট অঞ্চলের বিয়ে বাড়িতে সাতকরা দিয়ে ঐতিহ্যবাহী গরুর মাংস রান্না করার রেসিপি 💙💙💙
সিলেটের ঐতিহ্যবাহী গরুর পায়া দিয়ে আলুর তরকারি রান্না করার পদ্ধতি 💙
গাছ থেকে পেড়ে জাম্বুরা বানানো খাওয়া 💙 বন্ধুরা জিবে লোল চলে আসে, আহা কি টেস্ট 🤣🤣🤣
কাঁচ কলার চা, টক ঝাল মিষ্টি 💙
গরুর লেজ রান্নার রেসিপি 💙
এক কাপ চা থেকে শুরু চায়ের ঘরের পথ চলা,,,, খিলগাঁও চৌরাস্তা তে চা খোরদের নিয়ে প্রশান্তির এক কাপ চায়ের আড্ডায় চায়ের ঘরে 💙💙💙
মুরগির মাংসের কিমা দিয়ে আলুর চপ :
উপকরণ :
১. সিদ্ধ করা আলু
২. ডিমের সাদা অংশ
৩. মুরগির বুকের মাংস
৪. পিয়াজ কুচি
৫. কাঁচামরিচের কুচি
৬. টমেটোর সস
৭. সয়া সস
৮. ম্যাগি মাসালা
৯. বিস্কুটের গুড়া
১০. গোলমরিচের গুড়া
১১. খাওয়ার লবণ
১২. তেল
পরিমাণ মতো উপকরণ মিশ্রণ করে ঝটপট তৈরি করে ফেলুন মুরগির কিমা দিয়ে মজাদার আলুর চপ
চা খোরদের নিয়ে খিলগাঁও এর PoPeYes এ কিছুটা সময়ে 💙
আমলকি চায়ের উপকারিতা :
💚 আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এবং ভিটামিন সি যা আমাদের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই আমলকি নিয়মিত খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বা ইমিউনিটি উন্নত হয়।
💚 আমলকিতে থাকে ডায়েটারি ফাইবার যা আমাদের খাদ্য পচনে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে ফলে কোষ্ঠকাঠিন্য বা কস্টিপেশনের অসুবিধা হয় না।
💚 যদি আমাদের শরীরে অ্যাবনরমাল কোষ বাড়তে থাকে এবং নিয়ন্ত্রণে না আসে তাহলে পরবর্তীকালে
তা ক্যান্সারের রূপ ধারণ করতে পারে তাই নিয়মিত আমলকি গ্রহণ করলে বা খেলে আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায় কারণ আমলকিতে থাকে কিছু ফাইটোনিউট্রিয়েন্ট এবং ভিটামিন সি যা ওই অ্যাবনরমাল কোষ কে
রাস্তার পাশের খাদ্য গুলা এতো লোভনীয় হয় কেনো 😋😋😋 জিসানের স্টল, মদনপুর 💙 কেউ মদনপুর গেলে জিসানের স্টলে যেতে পারেন। ছেলেটার বেবহার অনেক ভালো। শুভকামনা জিসানের জন্য 💙
লোভনীয় গরুর পায়ার নিহারী 💙 বাঙলা রেস্তোরাঁর 💙 কোম্পানি গঞ্জ, মুরাদনগর 🥰🥰🥰
নাগা মরিচ দিয়ে বানানো লিমন মামার ঝাল ঝাল ঝাল মুড়ি, উত্তরা সেক্টর ১৮ 💙
মিঠাই মেলার মিষ্টি নিশ্চিন্তে খাওয়া যায় কারণ এর উদ্যোক্তা একজন পরিবেশ সংরক্ষণবিদ। তহিদ পারভেজ বিপ্লব একজন সৎ ও সচেতন মানুষ। যিনি পরিবেশ সংরক্ষণের ব্যাপারে অনেক কাজ করে থাকেন। যিনি পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতন তিনি মানুষকে নিরাপদ খাদ্য উপহার দিবেন এটাই স্বাভাবিক।
আমরা মিঠাই মেলার শুভকামনা করি।।