28/09/2024
হাসবেন না। আমি জানি আগামীতে আমি কোটিপতি হতে যাচ্ছি, আমার মনে হয় আমি সেদিকেই এগুচ্ছি।
আমার কাজ হচ্ছে গাড়ী ভাড়ার পরিষেবা, এগুলো কোটি কোটি টাকা নিয়েই খেলা।
বেকার থাকলে আর কোটিপতি হতে চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন।
আমি কোটিপতি হবো, সাথে আপনাকেও কোটিপতি বানাবো।
কিছু অজানা কারণে, নতুন গ্রাহকদের প্রচুর রেস্পন্স আসে, যেখানে আমরা বিরক্ত হতে বাধ্য হয়ে পড়ি। আমার অনিচ্ছা স্বত্বেও আমি বিরক্ত হয়ে পড়ি।
আমি যেভাবে গাড়ি ভাড়া পরিষেবাটা দিয়ে থাকি, আমার নিয়মিত ও পুরাতন গ্রাহকরাই জানে ও বোঝে। আমাদের স্টাফরাও বুঝতে এবং বুঝাতে অক্ষম। পরিণামে আমার ঘুম খাওয়া দাওয়া ও স্বাধীনতা নাই বললেই চলে। অফিসে বসে নিরিবিলি কাজ করাও সম্ভব হয় না , এই জন্য আমাকে অফিসে পাওয়া যায় না। যদিও আমার কাজের জন্য আমার অফিস না হলেও আমার সমস্যা নাই। তবে কাজটির পরিধি বৃদ্ধির জন্য একটা অফিস প্রয়োজন আছে, সেখানে আমার সময় দেওয়া সম্ভব হচ্ছে না ।
আমি জানি এটার সমাধান কি? কিন্তু আপাতত তাহা সম্ভব হচ্ছে না।
আপাতত আমি আমার বিকল্প হিসেবে কয়েকজন পার্টনার নিতে চাই, যেন তাহারা প্রত্যেকে আমার পরিবর্তে কাজ গুলো করতে সক্ষম হয়। অথবা আমার থেকেও ভালো সার্ভিস গ্রাহকদের প্রদান করতে সক্ষম হয়।
যাহারা আমার পার্টনার হতে আগ্রহী। তাদের এক টাকাও ইনভেস্ট করার প্রয়োজন নাই, তবে নিজের ভালো মানের স্মার্টফোন এবং পিসি থাকতে হবে নিজের কাজ নিজের ডিভাইস দিয়ে ব্যবহার করতে হবে । কারণ, স্মার্টফোন এবং পিসি অফিস থেকে দেওয়া হবে না।
প্রার্থীদের যে সকল জিজ্ঞাসা হয়ে থাকে, তাহার উত্তরঃ
১, প্রথমত এখানে ফিক্সড কোনো বেতন নেই। সেহেতু কত বেতন প্রশ্ন করবেন না। এখানে আপনার কাজের ফলাফলের উপর কমিশন ভিত্তিতে বেতন। এতে প্রত্যেকের মাসে ১ লাখ টাকা ইনকাম করা সম্ভব।
২, নিজ বাসায় বসে কাজ করা যাবে কিনা? আমাদের কাজ দিন রাত ২৪ ঘন্টার, সেহেতু উত্তরা অফিসে সকাল ৭ টা থেকে বেলা ২ টা অথবা বেলা ২ টা থেকে রাত ৯টা এর যে কোন এক শিপটিতে অফিসে থাকা বাদ্ধতা মূলক, অন্য সময় আপনি বাসায় আর বাজারে বা সিনেমা হলে থাকেন, সেখানে বসেই আপনার সার্ভিস দিতে হবে।
৩, কোনো গ্রাহক গাড়ি চাইলে সাথে সাথে গাড়ি পাঠানো যাবে না। বিস্তারিত আমাকে হোয়াটসএপ বা ম্যাসেঞ্জারে জানাতে হবে। গ্রাহককে ভেরিফিকেশনের পর গাড়ি পাঠানো যাবে।
৪, নিজের মোবাইল নাম্বার, হোয়াটস্যাপ নাম্বার এবং ইমেইল এড্রেস ব্যবহার করা যাবে না তবে নিজের সোশ্যাল মিডিয়ার সকল আইডি ও লিংক পাবলিক মুডে ব্যাবহার করতে হবে। অফিসের দেওয়া মোবাইল নাম্বার, হোয়াটস্যাপ নাম্বার এবং ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে।
৫, যার যার কাজ তার নিজের করতে হবে, সহযোগিতার জন্য সহকর্মী দেওয়া হবে না। তবে কাজ গুলো না শেখা পর্যন্ত প্রতি সপ্তাহে একবার বুঝিয়ে দেওয়া হবে।
আর কোনো প্রশ্ন থাকলে, নির্ধিদায় কমেন্ট করতে পারেন, যেন পরে পোস্টে সেই উত্তর গুলো লিখতে পারি।
গাড়ি ভাড়া দেওয়া নেওয়ার জন্য হোয়াটস্যাপ নাম্বার: ০১৬১১৫১১৬১৬
অনেক অনেক ধন্যবাদ