Marvellous Tours & Adventure

Marvellous Tours & Adventure Your tour solution partner
(26)

বিদ্যুৎ আসার আগে গ্রীষ্মকালে এ অঞ্চলের মানুষ ঘরের বাইরে গাছতলা কিংবা বারান্দায় ঘুমাত, সঙ্গে থাকত হাতপাখা। পরবর্তীতে ব্রি...
21/07/2023

বিদ্যুৎ আসার আগে গ্রীষ্মকালে এ অঞ্চলের মানুষ ঘরের বাইরে গাছতলা কিংবা বারান্দায় ঘুমাত, সঙ্গে থাকত হাতপাখা। পরবর্তীতে ব্রিটিশদের দেখাদেখি স্বচ্ছল ও অভিজাত বাড়িতেও পাংখা বা টানা পাখা ব্যবহৃত হতে থাকে।

*****বারান্দায় শুয়ে পাখা টানছেন তিন পাঙ্খাওয়ালা।
ছবি: রয়াল সোসাইটি ফর এশিয়ান অ্যাফেয়ার্স, লন্ডন/ ব্রিজম্যান ইমেজেস******

টানাপাখাকে কেন্দ্র করে ১৭ শতকে পাঙ্খাওয়ালা নামের নতুন এক পেশাজীবী শ্রেণির উদ্ভব ঘটে। পাখাগুলো যারা টানতেন, তাদের পাঙ্খাপুলার বা পাঙ্খাওয়ালা বলা হতো।

ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় বৃটিশরা ভারতীয়দের সঙ্গে কীরূপ আচরণ করত, তা পাঙ্খাওয়ালাদের সঙ্গে তাদের ব্যবহার থেকেই অনুধাবন করা সম্ভব। ভারতবর্ষে শাসন করা সত্ত্বেও বৃটিশরা এদেশের সাধারণ মানুষকে কখনোই তাদের কাছে ঘেষতে দেয়নি। কিন্তু পাঙ্খাওয়ালাদের কাজ তো দূর থেকে সম্ভব নয়। তাদের দিনরাত ২৪ ঘণ্টাই অবিরাম পাখা টানার কাজ করতে হতো। আর তাই যে ঘরে ইংরেজ সাহেব-বিবিরা অবসর যাপন করতেন সেখানে তাদের উপস্থিতি কাম্য ছিল না। অধিকাংশ সময় বারান্দা কিংবা বাইরের ঘরেই তাদের ঠাঁই মিলত।

তাছাড়া বিশাল এক জনগোষ্ঠীকে পদানত করে শাসন করা যে সহজ কাজ নয় তা ব্রিটিশরা ভালোমতোই জানত। আর তাই গুপ্তচরদের থেকেও তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। ইতিহাসবিদ অরুণিমা দত্তের মতে, সময়ের সঙ্গে পাঙ্খাওয়ালা নিয়োগে এক নতুন প্রবণতা দেখা দেয়। বধির, বয়স্ক কিংবা শ্রবণ শক্তি কম, এমন ব্যক্তিদের পাঙ্খাওয়ালা হিসেবে নিয়োগ দেওয়া শুরু হয়।

ঘরের বাইরে ছাড়াও অনেকসময় ঘরের ভেতরে এক কোণায় পাঙ্খাওয়ালার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ ছিল।

পাঙ্খাওয়ালাদের গায়ে ইংরেজরা প্রায়ই হাত তুলত। তাদের দিকে জুতা ছুড়ে মারা কিংবা গালিগালাজ করাও ছিল সাধারণ বিষয়। নিয়মিত নির্যাতনের বাইরেও ইংরেজদের বিরুদ্ধে তাদের হত্যার অভিযোগও মিলে। দ্য ডন পত্রিকার কলামিস্ট রাফিয়া জাকারিয়া লিখেছেন, একজন পাঙ্খাওয়ালাকে হত্যার শাস্তি হিসেবে ব্রিটিশ আমলে একজন শ্বেতাঙ্গকে মাত্র ১০০ টাকা জরিমানা করা হয়েছিল। ব্রিটিশ উপনিবেশবাদ ভারতীয় উপমহাদেশের মানুষের ওপর প্রকৃত অর্থেই যে দাসপ্রথা চাপিয়েছিল, ইতিহাসে তার স্বাক্ষ্য বহন করছে পাঙ্খাওয়ালারা। ব্রিটিশ সাহেব, বিবি ও তাদের সন্তানদের কাছে একজন সাধারণ ভারতীয় ভৃত্যের জীবনের মূল্য মাত্র ১০০ রুপির বেশি ছিল না।

শ্বেতাঙ্গরা এই পাঙ্খাওয়ালাদের কীভাবে দেখতেন তার উদাহরণ মিলে 'দ্য কমপ্লিট ইন্ডিয়ান হাউজকিপার এন্ড কুক' বইয়ে। বইটিতে ফ্লোরা অ্যানি স্টিল ও গ্রেস গার্ডিনার লিখেছেন, পাঙ্খাওয়ালারা ছিল অলস। পাখার বিষয়ে দুই লেখকের মতামত হলো, মশা তাড়াতে কিংবা ছাদে ঘুমালে এগুলো তেমন কাজে লাগে না। তবে খাবার সময় এটা ছিল জরুরি। তাদের ভাষায়, কুলির হাতে পাখার দড়ি থাকলেই যেন তাদের চোখে রাজ্যের ঘুম এসে ভর করত।

পাঙ্খাওয়ালার কাজ কঠিন না হলেও পরিশ্রমসাধ্য ছিল। কিন্তু ইংরেজ মনিবদের কাছে যে তার কদর ছিল না, তা তাদের বক্তব্য থেকেই বোঝা যায়। বাতাস করতে করতে ভুলে ঘুমিয়ে পড়লেই শাস্তি ছিল নিশ্চিত।

সমাজের নিম্নশ্রেণির মানুষরাই পেটের দায়ে পাখাওয়ালার কাজ নিতেন। এই কাজের জন্য তারা খুব বেশি অর্থ পেতেন না। তা সত্ত্বেও কিন্তু সেসময় পাখাওয়ালাদের পেশা অপরিহার্য হয়ে উঠেছিল।

হিসাবের খাতা অনুযায়ী, ১৮ শতকে সারাদিন পাখা টানার জন্য পাখাওয়ালারা তিন আনা করে মাইনে পেত। রাতে কাজ করলেও একইহারে বেতন থাকত। পাখা টানা ছাড়াও তাদের বাড়ি ও দপ্তরের বিভিন্ন ফুটফরমায়েশ খাটতে হতো।

একসময় ভারতীয় উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়ে টানা পাখা। আমেরিকার দক্ষিণাঞ্চলেও অনেক প্ল্যান্ট মালিকদের বাড়িতে টানা পাখার প্রচলন শুরু হয়। সেখানেও দরিদ্র শ্রেণির পাঙ্খাপুলারদের অভাব ছিল না।

তবে বিদ্যুৎ আসার সঙ্গেই কমতে থাকে টানা পাখার ব্যবহার। ১৯ শতকের শেষ দিকে উপমহাদেশে বিদ্যুৎ আসে। ১৮৭৯ সালে কলকাতায় প্রথম বিজলিবাতি জ্বালানো হয়। ১৮৯৯ সালে চালু হয় বৈদ্যুতিক পাখা। ফলে সময়ের সঙ্গে হারিয়ে যেতে থাকে টানা পাখা। বিংশ শতাব্দীতে এসে পাঙ্খাওয়ালা পেশাটিও বিলুপ্ত হয়। প্রযুক্তির উন্নতির সাথে তাদের মুক্তি ঘটলেও ইতিহাসে চিরকাল ব্রিটিশ ঔপনিবেশিক বর্বরতার স্বাক্ষ্য বহন করবে এই পাঙ্খাওয়ালারা।

এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে গ্রীষ্মকাল তাড়াতাড়ি আসে। এই অঞ্চলে এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। এরপর বর্ষা আসলেই কমতে থাকে তাপমাত্রা। পূর্ব ভারতীয় ও উপকূলীয় অঞ্চলে কালবৈশাখী ঝড়বৃষ্টিতে গরম পড়ে দেরিতে। কিন্তু সময়ের সঙ্গে বৃষ্টি কমার সাথে বাড়তে থাকে তাপ। সমুদ্র থেকে আসা আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে দমবন্ধ অবস্থার সৃষ্টি হয়।

ঘরের সিলিং থেকে বড় কাঠের ফ্রেমে পাখার কাপড় আটকানো থাকত। পাখার নিচের অংশে থাকত মসলিনের ঝালর। সিলিং থেকে ঝুলানো পাখাগুলো লম্বায় ৮ থেকে ১২ ফিট এমনকি অনেকসময় ২০ থেকে ৩০ ফিটও হতো। সিলিংয়ের ৩-৪টি হুক থেকে বাহারি দড়ির সঙ্গে পাখার কাপড় ঝুলিয়ে দেওয়া হতো। সময়ের সঙ্গে এই পাখায় নানা পরিবর্তন আসে। কাপড়ের পরিবর্তে শীতলপাটির ব্যবহারও দেখা গেছে।

পাখার সঙ্গে যুক্ত অন্য একটি দড়ি দেওয়ালে গাঁথা পিতলের চাকার ওপর দিয়ে গর্তের মধ্যে দিয়ে ঘরের বাইরে পৌঁছাত। সেখানে বাইরে থাকা পাঙ্খাওয়ালার হাতে থাকত দড়ির শেষ প্রান্ত। মেঝের ওপর পা মুড়ে বা বসে বসে তারা বিশেষ ছন্দে পাখা টানত। সাহেবদের ইচ্ছানুযায়ী কখনো ধীরে বা কখনো দ্রুত দড়ি টেনে বাতাস করা হতো।

১৮৯৫ সালে জিএফ অ্যাটকিন্সনের লেখা 'কারি এন্ড রাইস' বই অনুযায়ী এই দিকটিকে বলা হতো বম্বে সাইড। আর অন্য যেদিকে পাখার ঝাপটায় হাওয়া কম, সেদিকটি বেঙ্গল সাইড নামে পরিচিত ছিল।

১৯০৮ সালে প্রকাশিত 'ইকোস ফ্রম ওল্ড কলকাতা' বইয়ে এইচ ই বাস্টিড লিখেছেন, ১৭৮৪ থেকে ১৭৯০ সালের মধ্যে কলকাতায় টানা পাখার আবির্ভাব ঘটে। ১৭৮৩-৮৪ সালে সোফিয়া গোল্ডবর্ন নামের ইউরোপীয় নারীর চিঠিতে ভারতীয় পাখার উল্লেখ পাওয়া যায় বলে তিনি জানান। গোল্ডবর্ন তালপাতার হাতপাখা এবং টানা পাখা এই দু'ধরনের পাখার কথা লিখেছিলেন। টানা পাখাগুলো সাহেব ও অভিজাতদের বাড়ির ঘরের সিলিং থেকে ঝুলত।

তবে বাস্টিড জানান, পর্তুগিজদের আগেও ভারতের মানুষ টানা পাখার সঙ্গে পরিচিত ছিল। তবে সেটি উত্তর ভারতে। মোগল আমলে টানা পাখার প্রচলন ছিল। সম্রাট শাহজাহানের ছেলে যুবরাজ দারা শুখোর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ফরাসি পরিব্রাজক ও চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ে। তিনি পরবর্তীকালে সম্রাট আওরঙ্গজেবের দরবারের নিয়মিত সদস্য ছিলেন। বার্নিয়ের 'ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার' বইয়ে এক মোগল অমাত্যের অন্দরমহলে টানা পাখা দেখার বর্ণনা পাওয়া যায়।

১৭৭৪ সালে স্থাপিত ক্যালকাটা সুপ্রিম কোর্টের বেঙ্গল ইনভেন্টরি অনুসারে, ১৭৮৩ সালের ৩ জুন মৃত্যুবরণ করা রিচার্ড বেরারের সম্পত্তির তালিকায় 'কাপড়ের পাখা'র উল্লেখ পাওয়া যায়। তবে সে সময়ও টানা পাখার ব্যবহার ছিল সীমিত।

তথ্যসুত্রঃঃঃঃঃ ফ্যানিং দ্য ফরেনারস, রাফিয়া জাকারিয়া , পাংখা: দ্য হ্যান্ড অপারেটেড সিলিং ফ্যানস অব কলোনিয়াল ইন্ডিয়া, কৌশিক পাটোয়ারি , ইরাবতীর ইতিহাস: টানা পাঙ্খার গল্প, দামু মুখোপাধ্যায়

ঘোষণা করা হয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের দুই ম্যাচের টিকেটের মূল্য!🚨নেদারল্যান্ডসের বিপ...
12/07/2023

ঘোষণা করা হয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের দুই ম্যাচের টিকেটের মূল্য!🚨

নেদারল্যান্ডসের বিপক্ষে গ্যালারিতে বসে সরাসরি খেলাটি উপভোগ করতে চাইলে দর্শকদের গুণতে হবে সর্বনিম্ন ৬৫০ ভারতীয় রুপি এবং সর্বোচ্চ ১৫০০ ভারতীয় রুপি।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছ সর্বনিম্ন ৮০০ ভারতীয় রুপি এবং সর্বোচ্চ ২২০০ ভারতীয় রুপি।

সূত্রঃ পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন

| | | |

Marvellous Tours & Adventure wishes you and your family a joyous Eid ul Adha filled with blessings, prosperity, and happ...
28/06/2023

Marvellous Tours & Adventure wishes you and your family a joyous Eid ul Adha filled with blessings, prosperity, and happiness. Come and celebrate with us, where memories are made and cherished forever. Eid Mubarak! 🌙✨🕌

যারা বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য সুখবর।আজকে থেকে অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ফি দেয়া যা...
18/06/2023

যারা বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য সুখবর।
আজকে থেকে অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ফি দেয়া যাবে Bkash, Rocket, Nogod, visa card, Amex card ইত্যাদি ইউজ করে।
নিচের ওয়েবসাইটে গিয়ে নিজের পোর্ট ফি দিতে পারবেন ঘরে বসেই। অবশেষে আরেকধাপ ভোগান্তির অবসান।
http://blpa.ekpay.gov.bd/

HAPPY FATHER'S DAY.
18/06/2023

HAPPY FATHER'S DAY.

ঢাকা-কক্সবাজার ট্রেনের প্রস্তাবিত সময় সূচী।
17/06/2023

ঢাকা-কক্সবাজার ট্রেনের প্রস্তাবিত সময় সূচী।

World Ocean Day is an international day that takes place annually on 8 June. The concept was originally proposed in 1992...
07/06/2023

World Ocean Day is an international day that takes place annually on 8 June. The concept was originally proposed in 1992 by Canada's International Centre for Ocean Development and the Ocean Institute of Canada at the Earth Summit – UN Conference on Environment and Development in Rio de Janeiro, Brazil.

সাধ্যের মধ্যেই সেরা হোটেল।কক্সবাজার ভ্রমণে Marvellous এ বুঝে নিন স্পেশাল ডিসকাউন্ট এ হোটেল বুকিং সুবিধা। ☎️ 01645929461 ...
07/06/2023

সাধ্যের মধ্যেই সেরা হোটেল।

কক্সবাজার ভ্রমণে Marvellous এ বুঝে নিন স্পেশাল ডিসকাউন্ট এ হোটেল বুকিং সুবিধা।

☎️ 01645929461




06/06/2023

পাঁচ বছরে প্রায় ২০ লাখ বিদেশি পর্যটক দেশে এসেছেন
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় ২০ লাখ বিদেশি পর্যটক দেশে এসেছেন। আজ রোববার জাতীয় সংসদে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।

বাংলাদেশ ব্যাংক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য উল্লেখ করে পর্যটন খাত থেকে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়, জাতীয় সংসদের সামনে তা তুলে ধরেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি জানান, পর্যটন খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক দেশে আসেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা।

প্রতিমন্ত্রী জানান, ২০১৭ সালে ৫ লাখ ৬৬৫, ২০১৮ সালে ৫ লাখ ৫২ হাজার ৭৩০, ২০১৯ সালে ৬ লাখ ২১ হাজার ১৩১, ২০২০ সালে ১ লাখ ৮১ হাজার ৫১৮ এবং ২০২১ সালে ১ লাখ ৩৫ হাজার ১৮৬ জন পর্যটক দেশে আসেন।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩এ বছরের প্রতিপাদ্য: প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।এ বছরের স্লোগান: সবাই মিলে করি পণ, ...
05/06/2023

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩

এ বছরের প্রতিপাদ্য: প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।

এ বছরের স্লোগান: সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।

-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

 #কক্সবাজারে_ফ্রিতে_৩তারকা_হোটেলে_রাত্রীযাপন।সঠিক উত্তর দিন এবং Marvellous এর সৌজন্যে সুপার অফারে ঘুরে আসুন কক্সবাজার In...
04/06/2023

#কক্সবাজারে_ফ্রিতে_৩তারকা_হোটেলে_রাত্রীযাপন।

সঠিক উত্তর দিন এবং Marvellous এর সৌজন্যে সুপার অফারে ঘুরে আসুন কক্সবাজার Inani Beach Resort & Spa থেকে।

কমেন্টস সেকশনে সঠিক উত্তর প্রদান করে পোষ্টটি শেয়ার করে দিলেই প্রত্যকেই পাবেন Marvellous এর সৌজন্যে Inani Beach Resort & Spa যেকোন অফারে Extra 10% Discount ।

সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রিতে Inani Beach Resort & Spa তে ২ জনের জন্য একরাত থাকা, ব্যুফে ব্রেকফাস্ট, সুংমিংপুল, জিমনেশিয়াম সুবিধা।

উত্তর প্রদানের সর্বশেষ সময় ১৫ জুলাই ২০২৩।
বিজয়ী ঘোষনা ১৬-২০ জুলাই ২০২৩।
অফারটি এভেইল করতে পারবেন ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

বিস্তারিত: ☎️ 01645929461

সেন্টমার্টিন শিপ আপডেট (ঈদের পর)ঈদ উপলক্ষ্যে সেন্টমার্টিন গামী জাহাজ চলাচলের কথা থাকলেও পারমিশন  না পাওয়ায় এই বছর (২০২২-...
05/04/2023

সেন্টমার্টিন শিপ আপডেট (ঈদের পর)

ঈদ উপলক্ষ্যে সেন্টমার্টিন গামী জাহাজ চলাচলের কথা থাকলেও পারমিশন না পাওয়ায় এই বছর (২০২২-২০২৩ সিজন) আর জাহাজ চলবে না।

সূত্র : Marvellous Tours & Adventure

Best RAMADAN offer!Enjoy at Inani Beach Resort & Spa
04/04/2023

Best RAMADAN offer!
Enjoy at Inani Beach Resort & Spa

04/04/2023

Want to make your honeymoon Marvellous? Come with no worries at Inani Beach Resort & Spa.

04/04/2023

On this upcoming EID VACATION!
You can try our Inani Beach Resort & Spa.

02/03/2023

সর্বনিম্ন ৭০০ টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার।প্রতিদিন রাজধানী থেকে ছাড়বে ১০ জোড়া পর্যটক ট্রেন। বছরে প্রায় ২ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে পর্যটন নগরীতে নতুন বছর চালু হচ্ছে ঝিনুক আকৃতির রেলস্টেশন।

শীগ্রই চালু হতে যাচ্ছে ঢাকা কক্সবাজার ট্রেন রুট।আনুমানিক ভাড়া হতে পারে ৭০০ টাকা।
27/02/2023

শীগ্রই চালু হতে যাচ্ছে ঢাকা কক্সবাজার ট্রেন রুট।
আনুমানিক ভাড়া হতে পারে ৭০০ টাকা।

17/02/2023

Promotional Discount On Bay Cruise Ship

আগামী ২০শে ফেব্রুয়ারী-২০২৩ ইং থেকে টেকনাফ - সেন্টমার্টিন নৌ-রুটের সব থেকে বিলাসবহুল, এসি এবং দ্রুতগামী শিপ Bay Cruise এ পাচ্ছেন টিকেট প্রতি #৩০০ টাকা ছাড়ে!!!

বর্তমান টিকেট মূল্যঃ
টেকনাফ-সেন্ট মার্টিন- টেকনাফ (যাওয়া-আসা)

১-রজনীগন্ধা - ১১০০/-
২-হাসনাহেনা - ১১০০/-
৩-কৃষ্ণচূড়া -- ১৫০০/-

* ৫ বছরের নিচে ছোট বাচ্চা ফ্রি। ৫ বছরের উপরে হলে শিপ টিকেট নিতে হবে।

আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
০১. সম্পূর্ণ শীত-তাপ নিয়ন্ত্রিত
০২. দ্রুতগামী
০৩. শিপের বাইরে দাঁড়িয়ে সমুদ্র উপভোগের সুযোগ

বুকিং নাম্বারঃ
☎️ 01645 929 461

কম বেশি সবাই জানি আজ বিশ্ব ভালবাসা দিবস 💚। কিন্তু আমাদের অনেকেই হয়তো জানি না আজ আর একটা দিবস আছে।😥সুন্দরবন দিবস========...
14/02/2023

কম বেশি সবাই জানি আজ বিশ্ব ভালবাসা দিবস 💚। কিন্তু আমাদের অনেকেই হয়তো জানি না আজ আর একটা দিবস আছে।😥

সুন্দরবন দিবস
============
সুন্দরবন দিবস ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত একটি দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
==================
💘আসুন দেশকে ভালোবাসি এবং সকলে মিলে জীববৈচিত্র্য রক্ষা করি। 💚

Stay Tune with Marvellous! Get wonderful experiences with us.
02/12/2022

Stay Tune with Marvellous!
Get wonderful experiences with us.

Address

F-6B, H-75, Shah Mukhdum Avenue, Sector-12, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Marvellous Tours & Adventure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marvellous Tours & Adventure:

Videos

Share

BE MARVELLOUS WITH MARVELLOUS

পৃথিবী একটা বই, যারা ভ্রমণ করে না তারা বইটি পড়তে পারে না। ভ্রমন চিত্তবিনোদন বা শিক্ষার অন্যতম মাধ্যম। অতীতকাল থেকেই পর্যটকদের আকৃষ্ট করে এসেছে বিভিন্ন স্হান। বিশ্বের নানা অংশ থেকে পর্যটকরা বিভিন্ন উদ্দেশ্যে ভ্রমণ করেছে পুরো পৃথিবী। কেউ ধর্ম প্রচারে, কেউ ব্যবসায়ের উদ্দেশ্যে, কেউ প্রাচীন নানা জ্ঞানপীঠ থেকে বিদ্যার সন্ধানে আবার কেউ বা শুধুই কৌতূহল মেটাতে। গুস্তাভ ফ্লুবেয়ার বলেছেন, ‘ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র। নতুন কোনো শহরে একাকী ঘুম থেকে জাগা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি। ভ্রমণ নিজেকে জানার অন্যতম উপায়। ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফেরার আগ পর্যন্ত কেউ বুঝতে পারে না ভ্রমণ কত সুন্দর ছিল। একজন ভালো ভ্রমণকারীর কোনো নির্দিষ্ট পরিকল্পনা এবং গন্তব্যে পৌছানোর উদ্দেশ্যও থাকে না। ভ্রমণের মাধ্যমেই মানুষ জানতে পারে ভিনদেশ সম্পর্কে তার অনেক ভূল ধারণা ছিলো। নতুন অচেনা কোনো দেশে গেলে মানুষ শিশু বয়সের বিস্মিত হওয়ার মতা অনুভূতিটি ফিরে পায়। ভ্রমণের মাধ্যমেই মানুষ বাইরের দুনিয়া সম্পর্কে জানার পাথেয় খুঁজে পায়। তাহলে আর অপেক্ষা কিসের? আজই বেড়িয়ে পড়ুন না! আপনাকে বাইরের পৃথিবী সম্পর্কে ধারনা দিতে #Marvellous_Team আপনার পাশে রয়েছে। ট্যুরিজম সেক্টরে আমাদের রয়েছে সুদীর্ঘ ৬ বছরের অভিজ্ঞতা। আমাদের টিমে রয়েছে একেবারে নীচ থেকে উপরে ওঠে আসা পরিশ্রমী কিছু তরুণও। তাহলে একবার গ্রহন করেই দেখুন না একঝাঁক #Marvellous তরুণের আথিতেয়তা। আজ থেকে বিশ বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে,আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন। আবিষ্কারের জন্য যাত্রা করুন,স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন।

Nearby travel agencies