BRF Holidays Tours & Travels

BRF Holidays Tours & Travels We sell All International & Domestic Airlines Tckt & Tours packages

27/06/2023

আরাফা দিবসের উত্তম দোয়া
হাদিসে এসেছে, উত্তম দোয়া হল আরাফা দিবসের দোয়া, এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণের সর্বোত্তম কথা হল—

لَا إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ اْلَحمْدُ وَهَوُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.

-আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তারই, প্রশংসাও তাঁর। এবং তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান।[1] আরাফার ময়দানে এই দোয়াটি রাসূলুল্লাহ (ﷺ)বেশি বেশি পড়েছেন।[2]

[1] -তিরমিযী : হাদিস নং ৩৫৮৫

[2] - আহমদ : হাদিস নং ৬৯৬১

সেরা বন্ধুরা কখনো একে অপরকে ভুলে যায়না কারণ তাদের হৃদয়ে একে অন্যের কিছু ভালো স্মৃতি থাকে❤️বন্ধুরা সব বেছে থাকুক সকল বন্ধ...
03/04/2023

সেরা বন্ধুরা কখনো একে অপরকে ভুলে যায়না কারণ তাদের হৃদয়ে একে অন্যের কিছু ভালো স্মৃতি থাকে❤️

বন্ধুরা সব বেছে থাকুক সকল বন্ধুর অন্তরে🌺

বিকাশের নিরাপত্তা পরামর্শএকটু সচেতনতা আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করতে পারে। আপনার বিকাশ একাউন্ট এবং লেনদেন...
01/04/2023

বিকাশের নিরাপত্তা পরামর্শ

একটু সচেতনতা আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করতে পারে। আপনার বিকাশ একাউন্ট এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিছু পরামর্শ নিম্নরুপঃ

যা করবেন

১| সত্য, সঠিক, এবং পূর্ণাঙ্গ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরমটি পূরন করুন। পরবর্তীতে, পিন ভুলে গেলে, মোবাইল ফোন হারিয়ে গেলে, অথবা, অন্য কোনো প্রয়োজনে, আপনার দেয়া এই তথ্যের মাধ্যমেই আপনার বিকাশ একাউন্টের মালিকানা যাচাই করা হবে।
২| আপনার পিন নম্বর, “সিক্রেট কোড”, এবং “সিকিউরিটি কোড” সবসময় গোপন রাখুন।
৩| আপনার “বিকাশ” লেনদেনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে এবং লেনদেন সম্পর্কে যথাযথভাবে অবগত থাকতে সবসময় আপনার নিজের “বিকাশ একাউন্ট” ব্যবহার করুন।
৪| প্রতিটি লেনদেনের পূর্বে এর বৈধতা এবং যথার্থতা নিশ্চিত করুন। প্রযোজ্য ক্ষেত্রে “বিকাশ একাউন্ট নম্বর”, টাকার পরিমাণ, “সিকিউরিটি কোড”, “সিক্রেট কোড”, পিন, আপনার বিকাশ একাউন্ট এবং লেনদেন সংক্রান্ত অন্যান্য তথ্য ব্যবহার/ইনপুট দেয়ার সময় সতর্ক থাকুন।
৫| এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট এর সময় আপনার “বিকাশ মোবাইল মেন্যু” এর শুধুমাত্র “Cash Out from Agent” অপশনের মাধ্যমেই ক্যাশ আউট করুন।
৬| প্রতিটি লেনদেনের পূর্বে এবং পরে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করুন।
৭| *247 # ডায়াল করে প্রতিটি লেনদেনের পর “বিকাশ” থেকে প্রেরিত মেসেজের প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হোন এবং মেসেজের মাধ্যমে পাওয়া ব্যালেন্স ইনফরমেশন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সের মিল আছে কিনা তা যাচাই করে নিন।
৮। “বিকাশ” প্রেরিত কনফারমেশন মেসেজ পাওয়ার জন্যে আপনার মেসেজ ইনবক্স এ পর্যাপ্ত জায়গা রাখুন। ইনবক্স ফুল থাকলে আপনি এই কনফারমেশন মেসেজগুলো যথাসময়ে পাবেন না।
৯| মোবাইল ফোন হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-এ জানান।
১০| যেকোনো তথ্যের প্রয়োজনে এবং তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা যাচাই করার জন্যে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-ই একমাত্র সঠিক এবং বিশ্বাসযোগ্য উৎস।

যা করবেন না

১| পিন নম্বর, “সিকিউরিটি কোড” এবং “সিক্রেট কোড” কখনই লিখে রাখবেন না এবং অন্য কাউকে জানতে দিবেন না। “বিকাশ” কর্তৃপক্ষ কখনো আপনার পিন নম্বর, সিক্রেট কোড, অথবা সিকিউরিটি কোড জানতে চাইবেন না।
২| লটারী জেতা, পুরষ্কার বা প্রতিযোগিতা, এই ধরনের কোনো মেসেজ বা ফোন কল এ সাড়া দিবেন না। এ ধরনের ফোন কল বা মেসেজের সত্যতা যাচাই করার জন্যে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-এ যোগাযোগ করুন।
৩| পরিচিত ও নির্ভরযোগ্য ব্যাক্তি ছাড়া আপনার মোবাইল ফোন কাউকে ধার দিবেন না।
৪| নিজের লেনদেনের জন্যে অন্য কারো “বিকাশ একাউন্ট” ব্যবহার করবেন না। “বিকাশ” রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, তাই নিজ মোবাইল নম্বরটিই রেজিস্টার করে নিন এবং নিজেই ব্যবহার করুন।
৫| কখনই “ Send Money” অপশনের মাধ্যমে এজেন্টের ব্যাক্তিগত একাউন্ট নম্বরে ক্যাশ আউট করবেন না।

বিঃ দ্রঃ প্রযুক্তিগতভাবে “বিকাশ” টাকা লেনদেনের একটি নিরাপদ মাধ্যম মাত্র, “বিকাশ” সেবা ব্যবহারে এবং ব্যবহারের প্রক্রিয়ায় গ্রাহকের ভুল, ভুল ব্যাখ্যা বা জালিয়াতির সুত্রপাত হলে “বিকাশ” কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখিত তথ্য শুধুমাত্র গ্রাহক সুবিধার্থে প্রদেয় এবং কোনো চুক্তি হিসেবে বিবেচ্য নয়। সকল তথ্য মুদ্রণের সময়কাল পর্যন্ত হালনাগাদ। “বিকাশ” কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময়ে সেবার ধরন, বৈশিষ্ট্য, সুবিধা, এবং চার্জ যথাযথ উপায়ে পরিবর্তন করতে পারবেন। সকল সেবার উপর বিকাশ লিমিটেড এর নির্ধারিত শর্ত প্রযোজ্য।

আসসালামু আলাইকুম ওরঃমালোশিয়া এয়ারলাইন্স ঢাকা-টু-কোয়ালা-লামপুর31 March & 02,03,05,07,09,10 April 2023ওয়ান ওয়ে টিকেট= 1,55...
27/03/2023

আসসালামু আলাইকুম ওরঃ

মালোশিয়া এয়ারলাইন্স
ঢাকা-টু-কোয়ালা-লামপুর
31 March & 02,03,05,07,09,10 April 2023

ওয়ান ওয়ে টিকেট= 1,550 আর.এম

যোগাযোগঃ B.R.F HOLIDAYS TOURS & TRAVEL
Whatsapp: +60111-2274502

যিনি হিন্দুদের দাপট চুরমার করে তাদের মূর্তিসমূহের বিনাশ সাধন করেছিলেন । হিন্দুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লড়েছিলেন ।...
17/02/2023

যিনি হিন্দুদের দাপট চুরমার করে তাদের মূর্তিসমূহের বিনাশ সাধন করেছিলেন । হিন্দুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লড়েছিলেন । জনগণের মধ্যে ইনসাফ ও পূর্ণ ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করেছিলেন ।

সুলতান মাহমুদ গজনবি রাহিমাহুল্লা

17/02/2023

সুলতান মাহমুদ গজনবি। আপনি কি জানেন এই মহান বীর শাসক কে ছিল❓❓

⏭️আসলেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেই ১৪৪৪ হিজরি সালে, তা আজ হুবহু স্বচক্ষে দেখতেছি ও অনুধা...
16/02/2023

⏭️আসলেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেই ১৪৪৪ হিজরি সালে, তা আজ হুবহু স্বচক্ষে দেখতেছি ও অনুধাবন করছি।

▶️শেষ জামানায় ইমান দরে রাখা জলন্ত কয়লা হাতের মুঠোয় রাখার চেয়ে কঠিন।

এই স্বল্প জীবনে অনেক অনেক সুযুগ পেয়েছি, দুই হাতে টাকা কামানোর। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য পিরে আসতে হয়েছে।

অনুধাবন করুন, এখন আপনি যেই যায়গায় বাড়ি করেছেন বা ভোগবিলাস করছেন, আজ থেকে ২০০/৩০০ বছর আগে এই জমি জায়গা কার ছিলো?? বলতে পারবেন❓❓ যার ছিলো সেইবা কত কষ্ট করে এই জায়গা ক্রয় করেছে⁉️

বিশ্বাস করুন আমাদেরকে/আপনাদেরকেও আজ থেকে ২০০/৩০০ বছর পরে কেউ মনে রাখবে না। আমাদের, আপনাদের অস্থিত্তটুকুও থাকবে না😢।

➡️তাহলে কিসের এত চুটোচুটি, দড়াদোড়ি, হালাল না হারাম তা বিবেচনা করারও সময়টুকু আমাদের মধ্যে নাই।😢

বর্তমানে আমাদের এমন অবস্থা যে, আমরা সকালে ঈমান দ্বার বিকেলে বেইমান😢।

অহংকার করে কোন লাভ নেই আজকে মরলে কালকে দুই দিন😭

😂😂😂
11/02/2023

😂😂😂

সূরা আল কারিয়াহতে আল্লাহতায়ালার ৩টি প্রশ্ন।১) করাঘাতকারী,২) করাঘাতকারী কি?৩) করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?আপনি কি ...
30/01/2023

সূরা আল কারিয়াহতে আল্লাহতায়ালার ৩টি প্রশ্ন।

১) করাঘাতকারী,
২) করাঘাতকারী কি?
৩) করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?

আপনি কি জানেন এই ৩টি প্রশ্নের উত্তর?

মালোশিয়ায় অবস্থিত KLCC TOWER এর পিছনের একটা ছবি।
28/01/2023

মালোশিয়ায় অবস্থিত KLCC TOWER এর পিছনের একটা ছবি।

28/01/2023

Follow দিয়ে Done লিখো🥰
back দিবো ✅
ইনশাআল্লাহ 💝...

28/01/2023

Masjid Putrajaya, Malaysia

মালয়েশিয়াতে ঘরে বসে কোন ঝামেলা ছাড়াই কেউ পাসপোর্ট রিনিউ করতে চাইলে যোগাযোগ করুন।+601112274502 WhatsApp
28/01/2023

মালয়েশিয়াতে ঘরে বসে কোন ঝামেলা ছাড়াই কেউ পাসপোর্ট রিনিউ করতে চাইলে যোগাযোগ করুন।
+601112274502 WhatsApp

23/10/2022

আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ

সকালের অসাধারণ সমুদ্রজল

আসসালামু আলাইকুম ওরঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুট...
18/10/2022

আসসালামু আলাইকুম ওরঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)


⏩নভেম্বর মাসের প্রিমিয়াম ওমরাহ প্যাকেজ

🎯 সফরের তারিখঃ নভেম্বর মাসের ১ম ও ২য় সপ্তাহ

# # মক্কা হোটেল : হারাম থেকে ৪০০-৫০০ মিটার দূরত্ব।

# # মদিনা হোটেল :মসজিদে নববী থেকে ৩০০-৩৫০ মিটার দূরত্ব।

# # রুম : প্রতি রুমে ৩/৪/৫ জন।

# # সেবাসমূহ : ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল + পরিবহন।

# # বিমান : ঢাকা থেকে সরাসরি জেদ্দা ফ্লাইট।

# # প্যাকেজ খরচ: ১৬০,০০০/= টাকা।

==============

🟩🟩 ওমরা প্যাকেজ- A
----------------------------------------------
 সময়কাল: ১৪/১৫ দিন
 মক্কা হোটেল: হারাম থেকে600-700 মিটার দূরত্ব।
 মদিনা হোটেল: মসজিদে নববী থেকে 500-600 মিটার দূরত্ব।
 রুম: প্রতি রুমে 4/5/6 জন।
 সেবাসমূহ: ভিসা + রিটার্ন বিমান টিকেট + হোটেল + পরিবহন।
 বিমান: ঢাকা থেকে সরাসরি/ট্রানজিট এ জেদ্দা ফ্লাইট।
 প্যাকেজ খরচ: ১৩৫,০০০/= টাকা।

🟩 শর্তসমূহ-
অবশ্যই ডাবল ডোজ করোনা ভ্যাকসিন দেয়া থাকতে হবে।
------------------------------------------------------------------
আমাদের ওমরাহ প্যাকেজ থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজটি, সর্বোত্তম সেবার নিশ্চয়তায় স্বপরিবারে জিয়ারত করে আসুন আল্লাহর ঘর এবং নবীজীর রওজা মুবারাক।

✅ ওমরার জন্য বুকিং দিতে এখনই যোগাযোগ করুন:
+60111-2274502, +8801977-125811

17/10/2022
আসসালামু আলাইকুম ওরঃ অফার  অফার   অফারসীমিত আসনে সীমিত সময়ের জন্যে ১৯ অক্টোবর টু ০২ নভেম্বর ২০২২ একমাত্র আমরাই দিচ্ছে উম...
16/10/2022

আসসালামু আলাইকুম ওরঃ
অফার অফার অফার
সীমিত আসনে সীমিত সময়ের জন্যে ১৯ অক্টোবর টু ০২ নভেম্বর ২০২২
একমাত্র আমরাই দিচ্ছে উমরাহ হজ্জ্বের রিটার্ন গ্রুপ টিকেট সল্প খরচে।

যোগাযোগঃ বোরহান উদ্দিন রাকিব
মোবাইলঃ +৬০১১১২২৭৪৫০২
প্ররিচালকঃ ফ্লাই বি.আর.এফ

আসসালামুয়ালাইকুম ওরঃসিস্টেমে সিট থাকুক বা না থাকুক "ফ্লাই বি.আর.এফ" এ পাচ্ছেন মদ্ধ্যপ্রাচ্যের গ্রুপ টিকেট (Ready PNR)তাত...
03/10/2022

আসসালামুয়ালাইকুম ওরঃ
সিস্টেমে সিট থাকুক বা না থাকুক
"ফ্লাই বি.আর.এফ" এ পাচ্ছেন মদ্ধ্যপ্রাচ্যের গ্রুপ টিকেট (Ready PNR)

তাত্ক্ষণিক টিকিট ইস্যু সুবিধা।
দুবাই/ মাস্ক্যাট / আবু ধাবি / সালালা / শাজাহ / বাহরাইন / রিয়াদ / জেদ্দা / দাম্মাম /মদিনা / জিজান / আল কাসিম /আহবা / হাইল / নাজরান / তাবুক / তাইপ / জোওফ গ্রুপ টিকেট সবচেয়ে কম মূল্যে ক্রয় করুন "ফ্লাই বি.আর.এফ" থেকে।

সকল নন-কমিশন এয়ারলাইন্স (LCC. Low-Cost Airlines) টিকিট পাবেন আমাদের মাধ্যমে ডিসকাউন্টেড প্রাইসে তাত্ক্ষণিক টিকিট ইস্যু সুবিধা।

শুধু তাই নয়, অন্যান্য যে সকল এয়ারলাইন্স এর টিকিট বাংলাদেশি জিডিএস (Galileo / Sabre / Amadeus ) থেকে ইসু করা যায় না সেগুলোও আমাদের মাধ্যমে পাচ্ছেন, এয়ারলাইন্স ওয়েবসাইট থেকেও কম রেটে।

যোগাযোগঃ মোঃ বোরহান উদ্দিন (রাকবি)
মোবাইলঃ +৬০১১১-২২৭৪৫০২ (Whatsapp)
E-mail: [email protected]

Address

Dhaka
1000

Telephone

+601112274502

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRF Holidays Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BRF Holidays Tours & Travels:

Videos

Share

Category

A.T.I Mobile Supplier

A.T.I Mobile supplier n open new business please Blessings for me


Other Travel Agencies in Dhaka

Show All