Bright Star Corporation Ltd

Bright Star Corporation Ltd BSCL is one of the most popular Hajj-Umrah,Air Ticket, Visa and Education Consultancy in Bangladesh. It is working with a broader mission & vision.
(1)

Bright Star Corporation Ltd is one of the leading business house in Bangladesh. Trading, Real Estate, Manufacturing and Travel & Tourism is four of the major business areas of Bright Star Corporation Ltd. Other business sectors are Hajj- Umrah service, Leather, Ready made Garments products etc.Success- A magical word, Inspirational, Contagious, Ambitious and Colourful. Success begets success. But

at the same time, at Bright Star Corporation Ltd, we believe that there are no short cuts to success, to be a leader in your chosen field. Bright Star Corporation Ltd has adopted the path of hard work and discipline to ensure sustained growth. Backed by our focus on quality, this approach has generated remarkable dividends for the company.For becoming a profitable organization, develop a solid corporate identity in our specified targeted market area, to establish good working relationships and begin working as a team, our primary objective is to maintain the highest level of customer satisfaction and augment social benefits.Finally, you are always welcome to visit our website and should you need further information regarding our full lines of different seasons, quotes & samples, lead-time and terms, please feel free to contact us.

13/06/2024
02/06/2024

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ।

13/04/2024

বলো, তোমরা যদি মৃত্যুর বা নিহত হওয়ার ভয়ে পালাও, তাহলে তোমাদের লাভ নেই আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেওয়া হবে। বলো, আল্লাহ যদি তোমাদের অমঙ্গল চান, কে তোমাদের রক্ষা করবে আর যদি তোমাদের অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদের বঞ্চিত করবে? ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।’ (সুরা আহজাব, আয়াত: ১৬-১৭)

20/03/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, (অন্য বর্ণনায়) ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়ে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হয়।’

14/03/2024

সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, এই মাহে রমজানে চারটি কাজ অবশ্য করণীয়। দুটি কাজ তো এমন যে, তার দ্বারা তোমাদের পরওয়ারদেগার সন্তুষ্ট হন। আর অবশিষ্ট দুটি এমন, যা ছাড়া তোমাদের কোনো গন্তব্য নেই। এ চারটির একটি হলো বেশি বেশি কালেমায়ে শাহাদাত পাঠ কার আর দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমাপ্রার্থনা করা। এ দুটি কাজ আল্লাহপাকের নিটক অতি পছন্দনীয়। আর তৃতীয় ও চতুর্থ কাজ হলো বেশি বেশি জান্নাতের আশা করা আর জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এ দুটি এমন বিষয়, যা তোমাদের জন্য একান্ত জরুরি। রোজাদারকে কিয়ামতের দিন আমার হাউজে কাউছার থেকে পানি পান করানো হবে, এরপর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে আর কখনো পানির পিপাসা অনুভব করবে না। (ইবনে খুজাইমা)।

11/03/2024

রমজানের প্রতিদিনই রোজার নিয়ত করতে হবে। এক দিনের নিয়ত পুরো রমজানের রোজার জন্য যথেষ্ট হবে না। (ইলমুল ফিকাহ, ৩/১৮)

08/03/2024

অনেকে জেনে হোক, আর না জেনে হোক আজ নারী সম্পর্কিত এধরনের হাজারও অভিযোগ ইসলামের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। অথচ বাস্তবতা হলো এর সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে কেবলমাত্র ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, যা পুরুষের পাশাপাশি নারী জাতিকে তাদের ন্যায্য অধিকার, প্রাপ্য সম্মান ও মর্যাদার আসন দিয়েছে। আর হযরত মুহাম্মাদ (সাঃ) একমাত্র ব্যক্তিত্ব যিনি নারীদের সকল অধিকার আদায় করে দেয়ার ব্যবস্থা করেছেন। সমাজের বুকে নারীদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন। খাদিজা (রাঃ) এর মতো একজন বিধবা নারীকে বিয়ে করে তৎকালীন সমাজে দৃষ্টান্তমূলক ও সাহসী কাজ করেছিলেন। বিবি খাদিজা (রা.) শুধু প্রথম নারী নয়, সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যদি আমরা ইসলাম পূর্ব আইয়্যামে জাহেলিয়াত ও ইসলাম পরবর্তী সময়ের নারীদের অবস্থা ও অবস্থানের তুলনা করি তাহলে বিষয়টি দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে যায়।

ইসলাম-পূর্বে নারীরা ছিল অত্যন্ত অসহায়। তাদের ব্যাপারে বুদ্ধি ও যুক্তিসঙ্গত কোনো ব্যবস্থাই নেওয়া হত না। একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) নারী জাতির প্রকৃত মুক্তি ও স্বাধীনতা দিয়েছেন।

14/02/2024

২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট জুলিয়াস ভ্যালেইটাইন’স নামে একজন পাদ্রি চিকিৎসক খ্রিষ্টান ধর্ম প্রচারের অভিযোগে গ্রেফতার হন। বন্দী থেকেই তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। তাদের দু’জনের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চিকিৎসক ভ্যালেইটাইন জনপ্রিয় হয়ে ওঠেন। রাজা ঈর্ষান্বিত হয়ে ১৪ ফেব্রুয়ারি তার মৃত্যুদন্ড দেন। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন’স স্মরণে ‘১৪ ফেব্রুয়ারি’ ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। পশ্চিমাদের এসব নিয়ে ভাবার সময় নেই। অথচ বাংলাদেশে চলছে মাতামাতি। ভ্যালেন্টাইন ডে যেন হয়ে গেছে আমাদের কৃষ্টি-সংস্কৃতি। বাংলাদেশে এই ভ্যালেইটাইন ডে আমদানি করেন সাংবাদিক শফিক রেহমান। তিনি ‘লাল গোলাপ’ নামে টিভিতে অনুষ্ঠান করেন এবং তার প্রতিষ্ঠিত একটি সাপ্তাহিক পত্রিকা ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ প্রচ্ছদ প্রতিবেদন করে দেশে ‘ভ্যালেন্টাইন ডে’ পালনের জন্য তরুণ-তরুণীদের উষ্কে দেন। কয়েক বছর ধরে তিনি প্রচুর অর্থ ব্যয় করে এই অপপসংস্কৃতির প্রচারে পৃষ্ঠপোষকতা করেন।
এটা একটা পশ্চিমা অপসংস্কৃতি বললেই চলে। এটা নিশ্চয়ই মুসলমানদের পালনীয় কোনো দিবস বা আচার অনুষ্ঠান নয়। কিন্তু আমাদের এই ৯০% মুসলিমের দেশে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যেটাকে ইসলামী শরিয়ত কোনোভাবেই সমর্থন করে না। শরিয়তের দৃষ্টিতে ‘ভ্যালেন্টাইন ডে’ পালন করা হারাম। কেননা এই দিনে মানুষ মহান আল্লাহ তায়ালার হুকুমের অবমাননা করে আল্লাহর দেওয়া জীবনবিধানের নির্দিষ্ট সীমা অতিক্রম করে নিজেদের নিকৃষ্ট কাজে লিপ্ত করে। নিজেদেরকে জড়িয়ে ফেলে জিনা, ব্যভিচার, মিথ্যাচার, ধর্ষণ, হারাম সম্পর্কসহ আরো বিভিন্ন গুনাহের কাজে। মুসলিম যুবক-যুবতী, তরুণ-তরুণীদের অশ্লীলতা, নির্লজ্জতা আর বেহায়াপনার চরম শিখরে পৌঁছে দেয়। নিশ্চই এসব নারী-পুরুষের জন্য রয়েছে আল্লাহর কঠিন আজাব। মহান আল্লাহ তায়ালা বলেন,‘যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সূরা আন-নূর, আয়াত : ১৯) অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেন, ‘স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না। তোমরা সৎকর্ম করো, নিশ্চয় আল্লাহ্ মুহসিনদের ভালোবাসেন।’ (সূরা আল-বাকারা, আয়াত : ১৯৫)

02/02/2024
May Allah bless Palestine and have mercy on the children who are being martyred💔
22/01/2024

May Allah bless Palestine and have mercy on the children who are being martyred💔

হজরত আবু বকর বলখি রহ: বলেন, ‘রজব ফসল রোপনের মাস। শাবান ফসলে পানি সেচ দেয়ার মাস। আর রমজান হলো- ফসল তোলার মাস।’ তিনি আরো ব...
14/01/2024

হজরত আবু বকর বলখি রহ: বলেন, ‘রজব ফসল রোপনের মাস। শাবান ফসলে পানি সেচ দেয়ার মাস। আর রমজান হলো- ফসল তোলার মাস।’ তিনি আরো বলেন, ‘রজব মাস ঠান্ডা বাতাসের মতো, শাবান মাস মেঘমালার মতো। আর রমজান মাস হলো- বৃষ্টির মতো।’ (লাতায়েফুল মাআরেফ: ১৪৩)

09/01/2024

ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন, সকালে তুমি আরেকটি সন্ধ্যা আর সন্ধ্য্যায় তুমি আরেকটি সকাল পাবে এমন আশা করো না।

09/01/2024

‘যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন।’ (সূরা ফুরকান, আয়াত, ৭০)

04/01/2024

হজরত আবু সাইদ খুদরি (রা.) রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মানুষ যখন সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয় তখন তার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ একসাথে জিহবাকে মিনতি করে বলে,তুমি আমাদের বিষয়ে আল্লাহকে ভয় করো। তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকবো আর তুমি বেঁকে গেলে আমরাও বেঁকে যাবো। (তিরমিজি-২৪০৭)

28/12/2023

Travel Agency Dhaka

Required Staff

Digital marketing executive
Sales executive
International Visa consultant

[email protected]
+88-01875492611
Ln Mohd Abdur Rahman

23/12/2023

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে, তার আমানত তাকে ফেরত দাও। আর যে ব্যক্তি তোমার আমানত আত্মসাৎ করেছে, তুমি তার আমানত আত্মসাৎ করো না’ (আবু দাউদ)।

23/12/2023

রাসূল (সা.) বলেছেন, ‘একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখেরাতে নবি-সিদ্দিক এবং শহিদদের সঙ্গে থাকবেন’ (তিরমিজি)।

18/12/2023

Canada Tourist 05-10 Years Multiple Visa
আগামী বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে কানাডা। কানাডা সরকারের হিসাবে, দেশটিতে এখন প্রায় ১০ লাখ চাকরির পদ খালি আছে।

২০২৫ সালে পাঁচ লাখ অভিবাসীকে স্বাগত জানাবে কানাডা। এ সুযোগে কে কাজে লাগিয়ে আপনি ও স্বপরিবারে চলে যেতে পারেন কানাডায়। কারণ একমাত্র কানাডা দিচ্ছে ৫/১০ বছরের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা।

আপনি যদি কমপক্ষে ৩ টা দেশ ভ্রমণ করে থাকেন, তাহলে খুব সহজেই ভিসা পেতে পারেন। কানাডা সম্পর্কিত যেকোনো বিষয় জানতে আজই চলে আসুন আমাদের অফিসে ।
We also provide Bank Sponsor Support for:

Student Visa Business Visa
Tourist Visa Family Visa

টুরিস্ট কিংবা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট/ ব্যাংক স্পন্সরের পরিপূর্ণ সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে মেসেজ দিন/কল করুন:

(মুহাম্মদ আবদুর রহমান)
ব্রাইট স্টার করপোরশেন লি:
ব্যবস্থাপনা পরিচালক
৫৬,পুরাতন পল্টন, (৮ম তলা)
ঢাকা- ১০০০, বাংলাদশে।
Mobile:018944-32222

17/12/2023

আল-কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘যারা বলে, আল্লাহতায়ালাই হচ্ছেন আমাদের রব, অতঃপর ইমানের ওপর তারা অবিচল থাকে, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা নাজিল হবে এবং বলবে, তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, তোমরা তার সুসংবাদ গ্রহণ করো’ (সূরা হা-মীম আস সাজদা, আয়াত ৩০)।

14/12/2023

ব্রাইট স্টার হজ্জ গ্রুপে ওমরাহ্ বুকিং চলছে।😍
আগ্রহীগণ যোগাযোগ করুন:
👉👉যা পাবেন:👈👈
✈ওমরাহ্ ভিসা।
✈রিটার্ন এয়ার টিকেট (সরাসরি/ট্রানজিট)।
✈মক্কা ও মদীনায় 3 স্টার মানের হোটেল।
✈৩/৪ জনের জন্য এক রুম।
✈জেদ্দা-মক্কা-মদীনা-জেদ্দা ট্রান্সপোর্ট।
✈মক্কা ও মদীনার দর্শনীয় স্থান জিয়ারাহ।
✈ওমরাহ্ সফরে সার্বক্ষণিক গাইড।
✈মক্কার হোটেল (৮০০ মিটারের মধ্যে)।
✈মদীনার হোটেল (৫০০ মিটারের মধ্যে)।
প্যাকেজের মূল্য: 120,000 টাকা ট্রানজিট ফ্লাইটে।
135,000 টাকা ডিরেক্ট ফ্লাইটে।
শুধু ওমরাহ ভিসার মুল্য: 19,000 টাকা।

পবিত্র হজ্জের প্রি-রেজিস্ট্রেশন ও
ওমরা সম্পর্কে বিস্তারিত জানতে যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুন: )))))
মুহাম্মদ আবদুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক
# ব্রাইট স্টার করপোরেশন লিঃ
হজ্জ লাইসেন্স নংঃ ৭০৬,
উমরাহ লাইসেন্স নং,-৪৪৪.
মোবাইলঃ 01713085971,01875492611

13/12/2023

আল্লাহ তায়ালা বলেছেন- ‘নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’ (সূরা আনকাবুত-৪৫)

10/12/2023

নবি (সা.) বলেন, যে ব্যক্তি (অন্য কারও) গোপনীয় দোষ দেখতে পেয়েও তা গোপন করল সে যেন জীবন্ত কবরস্থ কন্যাকে জীবনদান করল, (সুনান আবু দাউদ ৪৮৯১)। মৃত ব্যক্তিদের বদনাম করা উচিত নয়। রাসূল (সা.) বলেছেন, তোমাদের কোনো সঙ্গী মারা গেলে তাকে আল্লাহর ওপর ছেড়ে দাও এবং তার সম্পর্কে কটূক্তি করো না, (সুনান আবু দাউদ ৪৮৯৯)।

10/12/2023

‘একজন মুসলিমের জন্য অন্য মুসলিমের সম্পদ, সম্মান ও জীবনের ওপর হস্তক্ষেপ করা হারাম। কোনো ব্যক্তি নিকৃষ্ট প্রমাণিত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে’ (সুনান আবু দাউদ ৪৮৮২)।

Address

56, Purana Paltan, Shakh Center(7th Floor), North Gate Of Baitul Mokarran
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bright Star Corporation Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bright Star Corporation Ltd:

Videos

Share

Category