One World Travel Solution

One World Travel Solution "ONE WORLD TRAVEL SOLUTION" is the best Manpower & visa processing agency

সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা।
05/10/2024

সকল শিক্ষকদের
প্রতি শ্রদ্ধা।

“এটাই দক্ষতা”“মুস্তাফিজের” আছে, আপনার আছে তো? আই পি এলে ২ কোটি রুপির “মুস্তাফিজের” নতুন দাম ১১ কোটি রুপি।
05/10/2024

“এটাই দক্ষতা”

“মুস্তাফিজের” আছে, আপনার আছে তো?

আই পি এলে ২ কোটি রুপির “মুস্তাফিজের” নতুন দাম
১১ কোটি রুপি।

05/10/2024

আজ বিশ্ব শিক্ষক দিবস।
শুধু দিবস উপলক্ষে নয়, প্রতিদিন-ই সকল শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য ভালোবাসা।

05/10/2024

বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা।

04/10/2024

Work permit ছাড়া বিদেশি কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করেছে পর্তুগাল সরকার। সূত্রঃ InfoMigrants - বাংলা

🚩জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা: একটি সংক্ষিপ্ত গাইড💠জার্মানি দক্ষ কর্মী আনার জন্য নতুন "অপরচুনিটি কার্ড" বা Chancenkart...
04/10/2024

🚩জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা: একটি সংক্ষিপ্ত গাইড

💠জার্মানি দক্ষ কর্মী আনার জন্য নতুন "অপরচুনিটি কার্ড" বা Chancenkarte চালু করেছে, যা প্রবাসীদের সহজে কাজ খুঁজে পেতে এবং সেখানে বসবাস করার সুযোগ দিচ্ছে। এটি মূলত একটি পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের উপর ভিত্তি করে। দক্ষ পেশাজীবী, যেমন—প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি বিশেষজ্ঞ ইত্যাদি পেশার লোকদের জন্য এটি একটি বড় সুযোগ।

🇧🇩 পয়েন্ট সিস্টেম:
আপনার শর্ত অনুযায়ী ৬ পয়েন্ট অর্জন করতে হবে, যা নিম্নলিখিত ক্যাটাগরির উপর নির্ভর করে:

1⚫. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণ।
2🔵. কর্মজীবনের অভিজ্ঞতা: গত ৭ বছরে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ পয়েন্ট, ২ বছরের অভিজ্ঞতা থাকলে ২ পয়েন্ট।
3🟢. ভাষাগত দক্ষতা: B2 স্তরের জার্মান জানলে ৩ পয়েন্ট, B1 স্তর জানলে ২ পয়েন্ট, A2 স্তর জানলে ১ পয়েন্ট।
4🟣. বয়স: ৩৫ বছরের কম বয়স হলে ২ পয়েন্ট, ৪০ বছরের কম হলে ১ পয়েন্ট।
5🟤. অতিরিক্ত পয়েন্ট: জার্মানিতে ৬ মাস থাকা থাকলে, বা সঙ্গী সহ আবেদন করলে ১ অতিরিক্ত পয়েন্ট।

✡️ ভিসার বৈশিষ্ট্য:
- এটি প্রাথমিকভাবে ১ বছরের জন্য বৈধ থাকে এবং ২ বছর পর্যন্ত বাড়ানো যায়।
- চাকরি খুঁজতে গেলে অর্থনৈতিক নিরাপত্তা দেখাতে হবে, অর্থাৎ বছরে প্রায় €১২,৩২৪ ব্লকড অ্যাকাউন্টে রাখতে হবে।
- চাকরি খোঁজার সময়ে ২০ ঘণ্টা পর্যন্ত পার্ট-টাইম কাজের সুযোগ আছে।

💠চাকরির সুযোগ ও সীমাবদ্ধতা:
অপরচুনিটি কার্ড আপনাকে সরাসরি জার্মানিতে প্রবেশ করে চাকরি খোঁজার সুযোগ দেবে। তবে চাকরি পাওয়ার পরই আপনি দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাবেন।

⚜️ যে কাজের জন্য উপযুক্ত:
ডেটা সায়েন্স, আইটি, প্রকৌশল, চিকিৎসা ও গবেষণা ইত্যাদি উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলিতে দক্ষ পেশাজীবীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, যেমন—যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা।

⚛️এটি বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা জার্মানিতে কাজ এবং ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক।

04/10/2024

মালয়েশিয়াতে যেতে না পারা সেই ১৮ হাজার বাংলাদেশি কর্মীর জন্য সুখবর। তাদের ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে।

04/10/2024
কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা ইউটিউব আর ফেসবুক দেখেই ইউরোপ চিনে ফেলছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। যদিও সত্যি কথা তিতা হয...
04/10/2024

কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা ইউটিউব আর ফেসবুক দেখেই ইউরোপ চিনে ফেলছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। যদিও সত্যি কথা তিতা হয় তবুও বলতেই হবে।

ভাই বলি কি, এতটাকা খরচ করে ইউরোপ যাওয়ার কি দরকার?🤔

ইউটিউব আর ফেসবুক দিয়েই তো ইউরোপ দেখা যায়।😄

তাই বলি, নিজে স্কিল/ দক্ষ হোন, যে দেশে যাওয়ার জন্য মনস্থির করেছেন সেই দেশ এবং কালচার সম্পর্কে আগে ভালো করে জ্ঞান অর্জন করুন। দক্ষতা ছাড়া ইউরোপে আপনার চাহিদা পূরণ হবে না।

কাজ জানেন না এক পয়সার ফিকির করেন ইউরো কামাবেন। নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনাকে দিয়ে কি সম্ভব আর কি সম্ভব নয়। শুধু টাকার গরমে ইউরোপ হয় না।

চকচকে সুন্দর জীবন চাইলে কাজ শিখে কাজের আমল দিয়ে অভিজ্ঞতার পাল্লা ভারী করতে হবে। অন্যথায় দুটি অপরাধ করছেন। আমি এটাকে অপরাধ হিসেবেই আখ্যায়িত করব।

⭐প্রথমত আপনার নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন এবং মন ভেঙ্গে যাচ্ছে। পরিবারের বোঝা থেকে হয়ে যাচ্ছে পরিবারের উপর একটা পাহাড় সমান ওজনের একটা কিছু।যার ফলশ্রুতিতে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর দায়সারা মনোভাব তৈরি হচ্ছে আর সকল এজেন্সিরা হয়ে যাচ্ছে চু*দি*র ভাই।

⭐দ্বিতীয়ত পরবর্তীতে যারা যেতে চাচ্ছে তাদের যাওয়ার রাস্তা নষ্ট করতেছেন এবং বাংলাদেশের মান ইজ্জত নষ্ট করতেছেন। যার ফলশ্রুতিতে শ্রমবাজার নষ্ট হবার সম্ভাবনা অনেক বেশি। এরকম উদাহরণ আমরা অনেক দেখেছি।

কিছু ক্লায়েন্ট আছে যারা এতো বেশি বুদ্ধিজীবী যে (ভাবখানা এমন) তারা আমাদের চেয়ে ভালো জানেন। আচ্ছা ভাই এত-ই যদি ভালো জানেন, তাহলে আপনি ব্যাবসা না করে কেন চাকরির পিছনে ছুটছেন?

সুতরাং দক্ষতা অর্জন করুন, ধৈর্য ধারন করুন এবং লেগে থাকুন। যার ধৈর্য নেই তার জন্য ইউরোপ নয়। বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক বিজ্ঞানীদের জন্য ইউরোপ নয়। (এবং যাদের বয়স একটু বেশী হয়ে গেছে তাদের জন্য অবশ্যই নয়।এটা আমার ব্যক্তিগত মতামত)

ধন্যবাদ। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
(আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর)

04/10/2024

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়। ইনশাআল্লাহ ভালো কিছু হোক। যারা প্রবাসে যেতে চায় তারা যেন অল্প খরচে যেতে পারে।

শুভ সকাল এবং জুম্মা মোবারক।
04/10/2024

শুভ সকাল এবং জুম্মা মোবারক।

03/10/2024

Scotland এর বিপক্ষে জয় দিয়ে বাঘিনীদের বিশ্বকাপ মিশন শুরু।

03/10/2024

জিবুতির উপকূলে অভিবাসীবাহী দুইটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন মারা গেছেন৷

নিখোঁজ হয়েছেন আরো অনেকে৷ জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম ১ অক্টোবর এ তথ্য জানিয়েছে৷

২ অক্টোবরও জিবুতির কোস্টগার্ডেরা লোহিত সাগরে নিখোঁজদের সন্ধানে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিলেন৷

উদ্ধার করা মরদেহগুলো রাখা হয়েছে বিশেষায়িত সাদা ব্যাগে৷

Copied from: InfoMigrants - বাংলা

অর্থ সংকটে থাকা অনিয়মিত অভিবাসীদের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে রয়েছে বিনা খরচের খাবারের ব্যবস্থা৷ কি...
03/10/2024

অর্থ সংকটে থাকা অনিয়মিত অভিবাসীদের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে রয়েছে বিনা খরচের খাবারের ব্যবস্থা৷ কিন্তু অনেকেই জানেন না সেগুলোর অবস্থান কোথায়৷ তাই যেসব স্থানে বিনামূল্যে খাবার মিলবে, তার একটি তালিকা তৈরি করেছে ইনফোমাইগ্রেন্টস৷

ইল-দ্য-ফ্রঁন্স রিজিওন বা বৃহত্তর প্যারিস অঞ্চলে খাবার দেয় বিভিন্ন অভিবাসন সংস্থা এবং এনজিওগুলো৷ এই তালিকার বাইরে আরো কিছু প্রতিষ্ঠান থাকতে পারে, যারা বিনামূল্যে খাবার পরিবেশন করে৷

প্যারিস ১ম অ্যারোন্ডিসমেন্ট:

এনজিও লা শোরবা প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কানোপে লাইব্রেরির প্রথম তলায় দাতব্য সংস্থা সালভেশন আর্মির সহায়তায় সকালের নাস্তা দেয়৷

ঠিকানা: 10 passage de la Canopée, Paris, 75001

নিকটস্থ মেট্রো স্টেশন : শাতলে লে হাল/ Châtelet-les Halles.

একই ঠিকানার দ্বিতীয় তলায় প্রতি বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত খাবার দেয়া হয়৷

প্যারিস তৃতীয় অ্যারোন্ডিসমেন্ট:

এনজিও লা শোরবা প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাইতে লিরিক প্রাঙ্গণে সালভেশন আর্মির সহায়তায় খাবার দেয়৷

ঠিকানা: 3 BIS Rue Papin, 75003 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন : রেউমুর সেবাস্তোপোল/ Métro Réaumur-Sébastopol.

একই অঞ্চলের অন্য এলাকায় লা শোরবা কার্নাভালেট মিউজিয়ামেও সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে৷ এই সেবা পাওয়া যাবে প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত৷

ঠিকানা: 23 Rue de Sévigné, 75003 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন : সাঁ পল/ Métro Saint Paul

প্যারিস ৪র্থ অ্যারোন্ডিসমেন্ট:

লা শোরবা প্রতি সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পম্পিদো সেন্টার প্রাঙ্গনে সকালের খাবার দেয়৷

ঠিকানা: Place Georges-Pompidou, 75004 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন : মেট্রো রামবুতো/ Rambuteau

এনজিও লা হালত ফাম প্যারিসের নগর ভবনে একক বা সিঙ্গেল নারীদের আলাদাভাবে স্বাগত জানায়৷ সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার দুপুরের খাবার দেয়া হয়৷ সাপ্তাহিক ছুটির দিনে এটি বন্ধ থাকে৷

ঠিকানা: Parvis de l’Hôtel de Ville ou 5 rue Lobau, 75004

নিকটস্থ মেট্রো স্টেশন : মেট্রো হোটেল দ্যো ভিল/ Hotel de Ville

লা পারোয়াস সাঁ মেরি সোমবার থেকে রোববার সকাল সাড়ে ৮টা থেকে সকালের নাস্তা দেয়া শুরু করে৷ এছাড়া একই স্থানে রোববার দুপুর ১২:৪৫ মিনিট থেকে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকে ক্যান্টিনে৷

ঠিকানা: 76 rue de la Verrerie, 75004

প্যারিস পঞ্চম অ্যারোন্ডিসমেন্ট:

লো কামিও দ্যো কোর নামের সংস্থাটি সোমবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাতের খাবার দিয়ে থাকে৷

ঠিকানা: 2, Quai Saint Bernard, 75005.

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো গার দ'অস্টারলিটজ/Gare d'Austerlitz

প্যারিস সপ্তম অ্যারোন্ডিসমেন্ট:

লো কামিও দ্যো কোর নামের সংস্থাটি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাতের খাবার দেয়৷ এছাড়া শনি ও রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খাবার দেয়া হয়৷

ঠিকানা: 9 rue Fabert, 75007, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো আনভালিদ:Métro Invalides

প্যারিস নবম অ্যারোন্ডিসমেন্ট:

লো কামিও দ্যো কোর বুধবার এবং শুক্রবার রাত ৮টা থেকে রাতের খাবার দেয়৷

ঠিকানা: Place de Budapest, 75009, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো সাঁ লাজার/Saint Lazare

প্যারিস দশম অ্যারোন্ডিসমেন্ট:

দাতব্য সংস্থা স্যালভেশন আর্মি প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো গার দ্যো লেস্ত/ Gare de l'est এর সামনে সকালের নাস্তা দিয়ে থাকে৷ এছাড়া এই ভ্রাম্যমাণ ভ্যানটি একই স্থান থেকে গার দ্যু নর্দ হয়ে বুলভার্ড দে ইটালি এবং সাঁ ল্যাজার মেট্রো পর্যন্ত মানুষকে খাবার দেয়৷

এনজিও লো কামিও দ্যো কোর সোমবার, বুধবার, শুক্রবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এবং রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত খাবার দেয়৷

ঠিকানা: 1, avenue de Verdun.

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Gare de l’Est/ গা দ্যো লেস্ত

একই অঞ্চলের রিপাবলিক মেট্রোর সামনে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খাবার দেয়া হয়৷

ঠিকানা: রিপাবলিক/ Métro République

প্যারিস ১১তম অ্যারোন্ডিসমেন্ট:

লো কামিও দ্যো কোর মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত ৮টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: 16-18 boulevard Richard Lenoir.

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Bréguet-Sabin অথবা Bastille

পারোয়াস সাঁ জোসেফ প্রতি রোববার সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সকালের খাবার দেয়৷

ঠিকানা:161 bis rue Saint-Maur, 75011 Paris

প্যারিস ১২তম অ্যারোন্ডিসমেন্ট:

এনজিও লা ফাব্রিক দ্যো সুরি প্রতি সোমবার রাত ৮টায় খাবার পরিবেশন করে৷

ঠিকানা: Rue Roland Barthes, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: Gare de Lyon/গার দ্যো লিও

লো কামিও দ্যো কোর সোমবার, বুধবার এবং শুক্রবার রাত ৮ টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: 42 cours de Vincennes à Paris, 75012

নিকটস্থ মেট্রো স্টেশন: মেট্রো নাসিও/ Nation

প্যারিস ১৪তম অ্যারোন্ডিসমেন্ট:

লো কামিও দ্যো কোর সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার রাত ৮ টা থেকে এবং রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খাবার দেয়৷

ঠিকানা: Place de l’Ile-de-Sein, boulevard Arago.

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Denfert-Rochereau.

প্যারিস ১৭তম অ্যারোন্ডিসমেন্ট:

দাতব্য সংস্থা স্যালভেশন আর্মি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সকালের নাস্তা দেয়।

ঠিকানা: Rue André-Bréchet, 75017, Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Porte de Saint-Ouen.

একই অঞ্চলে লো কামিও দ্যো কোর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাত ৮টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: 15 Av. de la Prte de Saint-Ouen75017 Paris

নিকটস্থ মেট্রো স্টেশন: Métro Porte de Saint-Ouen.

প্যারিস ১৮তম অ্যারোন্ডিসমেন্ট:

অভিবাসন সংস্থা সলিদারিতে মিগ্রঁ উইলসন প্রতি মঙ্গলবার রাত ৮টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: 29 av. de la Porte d’Aubervilliers, 75018 Paris

নিকটস্থ স্টেশন: Tram 3b Porte d’Aubervilliers

গঁ দ্যো লা পাপোত নামক সংস্থা প্রতি বুধবার রাত ৮ টা থেকে খাবার দেয়৷

ঠিকানা: Place Pajol 75018 Paris

নিকটস্থ স্টেশন: Métro La Chapelle ou Gare du Nord.

লা গামেল দ্যো জরেস সংস্থা প্রতি সোমবার রাত ৮ টায় খাবার দেয়৷

ঠিকানা: 29 avenue de la Porte d’Aubervilliers 75018 Paris

নিকটস্থ স্টেশন: Tram 3b Porte d’Aubervilliers

সংস্থা লা তাব্ল ওবেরত সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে গরম খাবারদেয়৷ এছাড়া রাত সাড়ে ৮টা থেকে রাতের খাবার দেয়া হয়৷

ঠিকানা: 2 4 rue des Poissonniers, 75018 Paris

নিকটস্থ স্টেশন: . Métro Château-Rouge / Barbès

প্যারিস ১৯তম অ্যারোন্ডিসমেন্ট:

সপ্তাহে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সকালের খাবার দেয়৷

ঠিকানা: rue d'Aubervilliers এবং rue du Département এর সংযোগস্থলে।

উন শোরবা পুর তুস সংস্থা সোমবার থেকে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খাবার দেয়৷

ঠিকানা: 187 boulevard de la Villette, 75019

নিকটস্থ স্টেশন: Métro Jaurès.

উপরোক্ত তালিকার বাইরেও প্যারিসে আরো বেশ কিছু জায়গায় ঝুঁকিতে থাকা মানুষের জন্য খাবার দেয়া হয়৷

Copied From and Credit to: - বাংলা

ICC women's T20 World Cup Bangladesh Squad.Nigar Sultana (capt, wk), Nahida Akter, Murshida Khatun, Shorna Akter, Ritu M...
03/10/2024

ICC women's T20 World Cup Bangladesh Squad.

Nigar Sultana (capt, wk),
Nahida Akter,
Murshida Khatun,
Shorna Akter,
Ritu Moni,
Sobhana Mostary,
Rabeya Khan,
Sultana Khatun,
Fahima Khatun,
Marufa Akter,
Jahanara Alam,
Dilara Akter,
Taj Nehar,
Shathi Rani,
Disha Biswas

ICC Women's T20 World Cup1st MatchGroup: BSharjahOctober 03, 2024BANGLADESH Vs SCOTLAND
03/10/2024

ICC Women's T20 World Cup

1st Match
Group: B
Sharjah
October 03, 2024
BANGLADESH Vs SCOTLAND

03/10/2024

অভিজ্ঞতা সম্পন্ন ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। কার কোন কোন কাজে অভিজ্ঞতা আছে কমেন্ট করে জানান।

03/10/2024

২ সপ্তাহে অবৈধভাবে জার্মানিতে ঢুকার ২৪৪৮ টি চেষ্টা ব্যর্থ করেছে সেই দেশের প্রশাসন।

03/10/2024

ইউরোপের কাজগুলো কিভাবে করলে ইউরোপগামীরা বিশ্বাস এবং আস্থা পাবেন সেগুলো পরামর্শ আকারে কমেন্ট করতে পারেন।

03/10/2024

শুভ সকাল সবাইকে।

02/10/2024

প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলাই হচ্ছে সফলতা।
শুভ রাত্রি বন্ধুরা।

02/10/2024

ইউরোপগামী অধিকাংশই সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
কারণ কি কি?

02/10/2024



সার্বিয়া🇷🇸 থেকে গে'ইম খেলা মানে, ক্রোয়েশিয়া🇭🇷 অথবা রোমনিয়া🇷🇴 বা বুলগেরিয়া🇧🇬 সহ বলকান এরিয়ার যেকোনো দেশ: আলবেনিয়া, মেসিডোনিয়া🇲🇰 কসোভো বসনিয়া🇧🇦 ইত্যাদি যেকোনো দেশের তুলনায় ভিন্ন কিছু❗

সাধারণত, এসব পূর্ব ইউরোপীয়🇪🇺 যেকোনো দেশ থেকেই, গে'ইম খেলাটা কে ট্যারা চোখে দেখা হয়!
কিন্তু সার্বিয়াতে🇷🇸 বিষয়টা শুধু ট্যারা চোখে নয়: সিরিয়াসলি ক্রা'ই'ম হিসেবে বিবেচনা করা হয়❗

যে লয়ার/ এম'প্লয়ী সা'প্লায়ার এর ওয়া'র্কার ভাগবে: তার সাধারণত ৪০০-৬০০ ইউরো জরিমানা আসে। কিন্তু পরিমাণে বাড়তে থাকলে, তার পাপের পাল্লা ভারি হতে থাকে; যেকোনো মুহুর্তে জে'ল হতে পারে তার। আর কোন কোম্পানি যদি কমপ্লেইন করে দেয় মিনিস্ট্রি তে, তাহলে তো আরও আগেই ওই বেচারার কেল্লাফতে❗

তাই, খুব সহজেই এটা বলা যায় যে, আগামী ২ বছর এর মধ্যে সরাসরি বাংলাদেশ🇧🇩 থেকে কর্মীদের জন্য
সার্বিয়া🇷🇸 বন্ধ হয়ে যাবে অথবা সীমিত হয়ে যাবে❗
👉 আর বাকি বলকানগুলো কি করবে ❓
🟥 সেদিকটাতেও অন্ধকার ধেয়ে আসতেসে❗
🔴 আশার আলো কমে যাচ্ছে❗
বাংগালী🇧🇩 ওয়া'র্কারদের দুটো কমন সমস্যা:
1️⃣ নন স্কিল্ড এবং
2️⃣ গে'ইম ইস্যু

🟥👉 এগুলোর সমাধানের পথ বের না হলে:
বলকান ইউরোপ🇪🇺 এর রাস্তা বাংলাদেশের🇧🇩 জন্য বন্ধ হয়ে যাওয়া কেহ আটকে রাখতে পারবে না❗
Copied From: 𝙈𝙤𝙝𝙖𝙢𝙢𝙖𝙙 𝙎𝙖𝙡𝙖𝙪𝙙𝙙𝙞𝙣

02/10/2024

দেশের বেকার সংখ্যা প্রায় ২৬ লাখ। এরমধ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাস করা রয়েছে প্রায় ৮ লাখ।

কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী গ্ৰহনের পাশাপাশি কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হোন।

বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

যারা দেশের বাইরে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

হাতে কলমে শিক্ষা গ্ৰহন করে বিদেশে গমনকারী অবশ্যই সফল হবেন।

02/10/2024

আসসালামুয়ালাইকুম।
শুভ সকাল বন্ধুরা।

Address

Treasure Island (Lift-02), 42/43 Siddeshwary Circular Road (Opposite Twin Towers Shopping Complex), Malibag Mor
Dhaka
1217

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 15:00 - 21:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801915562222

Alerts

Be the first to know and let us send you an email when One World Travel Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to One World Travel Solution:

Videos

Share

A Name You Can Trust.

Student Visa And Job Placement, Work Permit Visa, Tourist Visa, Hajj and Umrah Package.