02/04/2023
আসলামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ২ বছর পর আমরা আবারো ফিরছি আপনাদের মাঝে ইফতারের আয়োজন নিয়ে। বলতে পারেন এটা একটা মিলন মেলাও।
সবাই মিলে একসাথে ইফতার করা, একে অপরেরের খবরাখবর রাখা।
আমরা জানি ইতোমধ্যেই সবার কাছে রোজা আমেজ বিরাজ করছে। এই রমজানে যদি এমন হয় সারা দিনের ক্লান্তি শেষে আপনার প্রিয় মুখ গুলোকে সাথে নিয়ে নিরব নির্মল কোন একটা প্রকৃতির খুব কাছে একটা জায়গায় ইফতারের সুযোগ তাহলে কেমন হতো। GTG পরিবার আপনার এই ইচ্ছে পুরনের জন্য এবার আয়োজন করতে যাচ্ছে প্রকৃতির সাথে খোলা আকাশের নীচে ইফতার। এবারের আয়োজনে থাকছে ভিন্ন কিছু। সাথে হবে আড্ডা এবং ট্যুর সংক্রান্ত আলোচনা।
সবার কথা বিবেচনা করে আমরা আয়োজন করতে যাচ্ছি ..........
◾তারিখঃ ১৪ই এপ্রিল (শুক্রবার)
◾ইফতারের স্থান & মিটিং টাইম : খুব শীঘ্রই জানানো হবে
◾খরচাপাতিঃ ৩০০/- টাকা। (জনপ্রতি)
যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কনফার্ম করতে এবং তথ্য জানতে কল অথবা মেসেজ করতে পারেন।
01715- 300337 ( Alamin Shopnil)