Bangali manus- বাঙ্গালী মানুষ

Bangali manus- বাঙ্গালী মানুষ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangali manus- বাঙ্গালী মানুষ, Khulna.

25/11/2023

আমি শুনেছি সেদিন তুমি
সাগরের নীল জ্বলে 🖤🥀
GBV PROGRAMME AT CHUADANGA

১৩৩ বছরের পুরনো খুলনার ঐতিহ্যবাহী ইন্দ্রমোহন সুইটস!লোকেশান -খুলনা হেলাতলা,ডাকবাংলা
24/11/2023

১৩৩ বছরের পুরনো খুলনার ঐতিহ্যবাহী ইন্দ্রমোহন সুইটস!
লোকেশান -খুলনা হেলাতলা,ডাকবাংলা

🕌 ষাট গম্বুজ মসজিদ 🕌🇧🇩 বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি...
02/10/2022

🕌 ষাট গম্বুজ মসজিদ 🕌

🇧🇩 বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি।

মসজিদের সমগ্র ছাদটি গম্বুজ দ্বারা নির্মাণ করা, অর্থাৎ ছাদ গম্বুজ মসজিদ। কালের বিবর্তনে লোকমুখে ছাদ গম্বুজ কে (বিকৃত উচ্চারণে ছাদকে সাদ / শাট / ষাট) বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত। প্রকৃত পক্ষে গম্বুজ সংখ্যা ষাট টি বা ৬০ টি নয়, গম্বুজ সংখ্যা মূলত ৮১ টি।

অনেকে বলার চেষ্টাা করে প্রথম নির্মাণের সময় গম্বুজ সংখ্যা ৬০টি ছিল, পরে ২১টি বর্ধিত করা হয়েছে। কিন্তু তাদের মাথায় ঢোকে না যে বর্ধিত করতে হলে সামনে অথবা পিছনের বর্ধিত করতে হবে (অর্থাৎ মসজিদের পূর্বে অথবা পশ্চিমে বর্ধিত করতে হবে)। উত্তর থেকে দক্ষিণ দিকের ১১টি করে এবং পূর্ব থেকে পশ্চিম দিকের সারিতে ৭টি করে গম্বুজ আছে। উত্তর থেকে দক্ষিণ দিকের সারিতে ১১টি গম্বুজের প্রথম ৫টি গোলাকার তারপর ১টি গম্বুজ চারচালা ঘরের আকার ও তারপরের ৫টি আবার গোলাকার। বর্ধিত করতে হলে নিশ্চয় পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে বর্ধিত করতে হবে, সে ক্ষেত্রে গম্বুজের সংখ্যাও ১১ টি করে বর্ধিত হবে।

মসজিদটির নাম ষাট গম্বুজ (৬০ গম্বুজ) মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয়, বরং গম্বুজ সংখ্যা ৭৭টি। ৭৭টি গম্বুজের মধ্যে ৭০ টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। মিনারে গম্বুজের সংখ্যা ৪ টি-এ হিসেবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট ৮১ তে । তবুও এর নাম হয়েছে ষাটগম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন, মসজিদের ছাদটি যেহেতু গম্বুজ দ্বারা নির্মাণ করা, তাই ছাদ গম্বুজ থেকে ষাট গম্বুজ মসজিদ নাম করণ হয়েছে। আবার কিছু ঐতিহাসিকরা এমন মতও প্রকাশ করেন যে, যেহেতু- সাতটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এ মসজিদের সাত সারি গম্বুজ এবং তা থেকে ষাটগম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন, গম্বুজগুলো ৬০ টি প্রস্তরনির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই নাম ষাটগম্বুজ হয়েছে।

সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।[৪] এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।

মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। মসজিদের ৪ কোণে ৪টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্ণিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূঁড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা, ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের দুটি মিনারে প্যাঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো, শুধু ৫টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ।

মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে ১০টি মিহরাব আছে। মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যমন্ডিত। এ মিহরাবের দক্ষিণে ৫টি ও উত্তরে ৪টি মিহরাব আছে। শুধু মাঝের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে ১টি মিহরাব থাকার কথা সেখানে আছে ১টি ছোট দরজা। কারো কারো মতে, খান-ই-জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশ পথ। আবার কেউ কেউ বলেন, মসজিদটি মাদরাসা হিসেবেও ব্যবহৃত হত।ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে মিম্বার।
ছবি ঃ vai

#সাতগম্ভুজ

08/06/2022
বৃষ্টিস্নাত সাজেকের সুন্দর দৃশ্য 😱🥰
06/04/2022

বৃষ্টিস্নাত সাজেকের সুন্দর দৃশ্য 😱🥰

05/04/2022
জানুয়ারি মাসে কুয়াকাটা ইভেন্ট আসছে স্বল্প খরচে  ভ্রমণ পিপাসুদের জন্য। কে কে যেতে চান???
03/09/2021

জানুয়ারি মাসে কুয়াকাটা ইভেন্ট আসছে স্বল্প খরচে ভ্রমণ পিপাসুদের জন্য।
কে কে যেতে চান???

বাংলাদেশের অন্যতম আরো একটি সুন্দর স্পষ্ট হতে যাচ্ছে তমাতুঙ্গি যা অফিশিয়ালি এখন ও উদ্বোধন হয়নি ❣️স্থান :- তমাতুঙ্গি, থান...
01/09/2021

বাংলাদেশের অন্যতম আরো একটি সুন্দর স্পষ্ট হতে যাচ্ছে তমাতুঙ্গি যা অফিশিয়ালি এখন ও উদ্বোধন হয়নি ❣️

স্থান :- তমাতুঙ্গি, থানচি, বান্দারবন ।
©

মেনশান দিন @১ম ব্যাক্তি আপনাকে কুয়াকাটা নিয়ে যাবে
21/08/2021

মেনশান দিন @১ম ব্যাক্তি আপনাকে কুয়াকাটা নিয়ে যাবে

26/12/2020

জানুয়ারি মাসে কুয়াকাটা ইভেন্ট আসছে স্বল্প খরচে ভ্রমন পিপাসুদের জন্য।
কে কে যেতে চান??

19/12/2020

বাংলাদেশের সুইজারল্যান্ড ❤️❤️
সুনামগঞ্জ টেকেরহাট❤️❤️

তুমি আর আমি একদিন এইখানে ঘুরতে যাবো প্রিয়!'❤
24/10/2020

তুমি আর আমি একদিন এইখানে ঘুরতে যাবো প্রিয়!'❤

Khulna to sajek tour group এর সাথে সাজেক ভ্রমণ 🚌০৫ - ০৭ নভেম্বর , ২০২০( আসা যাওয়া ২ রাত, সাজেক থাকা ১ রাত)=============...
22/10/2020

Khulna to sajek tour group এর সাথে সাজেক ভ্রমণ 🚌
০৫ - ০৭ নভেম্বর , ২০২০
( আসা যাওয়া ২ রাত, সাজেক থাকা ১ রাত)
=======================
🚍যাত্রার তারিখ:
০৫ নভেম্বর, ২০২০ রাত ১১ টা
( কলাবাগান / সায়দাবাদ, ঢাকা কাউন্টার) 🕘

🚌ফেরার তারিখ:
০৭ নভেম্বর, ২০২০ রাত ০৯:০০ টা
( খাগড়াছড়ি কাউন্টার) 🕘
================================

👤জনপ্রতি প্যাকেজ প্রাইজঃ
_______________________________________

খুলনা থেকে জনপ্রতিঃ
৫৫০০/- নন এসি বাস।
( এসি বাসের জন্য অতিরিক্ত টাকা প্রদান করতে হবে)

ঢাকা থেকে জনপ্রতিঃ
৪০০০/- ননএসি বাস
৫০০০/- এসি বাস ( হানিফ/ শান্তি পরিবহণ)
৫৪০০/- এসি বাস ( সেন্ট মার্টিন হুন্দাই)

চট্টগ্রাম থেকে জনপ্রতিঃ
৩৫০০/- নন এসি বাস

খাগড়াছড়ি থেকে জনপ্রতিঃ
৩০০০/-

📢📢📢বুকিং অনুযায়ী বাসের সিট দেওয়া হবে।
================================

#সিট সংখ্যা - ৩০ টি
( প্রয়োজনে বাড়ানো হবে)

**** বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন।

(★★★ সাজেক ভ্যালির একমাত্র স্থানীয় ভ্রমণ গ্রুপ)
================================

💏 কাপল পলিসিঃ কাপলদের জন্য জনপ্রতি ৫০০ টাকা যোগ হবে

🙍‍♂️ চাইল্ড পলিসিঃ ০ থেকে ৩ বছরের মধ্যে শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৭ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।

================================

***ইভেন্ট প্লান:

🔊 প্রথম দিনঃ ০৫ নভেম্বর( বৃহস্পতিবার ) রাত ১১ টায় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো।
♦️খুলনা থেকে ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টায় ঢাকার উদ্দেশ্য রওনা দিবো।

🔊 দ্বিতীয় দিনঃ ০৬ নভেম্বর ( শুক্রবার ) ভোরে খাগড়াছড়ি পৌছেই ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে রিজার্ভ চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। যাত্রাপথে হাজাছড়া ঝর্না ( যদি প্রবেশের অনুমতি থাকে) পরখ করে সাজেক (রুইলুই পাড়া) পোঁছাবো, বেলা ১.০০ নাগাদ রিসোর্টে চেক-ইন। দুপুরের খাবারের পর রুইলুই পাড়া থেকে কংলাক যাত্রা। সূর্যাস্ত 🌄 দেখবো হেলিপ্যাডে এসে। রাতে বারবিকিউ ডিনার, আড্ডা।

🔊 তৃতীয় দিনঃ ০৭ নভেম্বর (শনিবার) খুব ভোরে উঠে সাজেকের হেলিপ্যাডে গিয়ে সূর্য উদয় 🌅 দেখবো। ফিরে এসে সকালের নাস্তার পর ১০ টায় সাজেক ত্যাগ। এরপর খাগড়াছড়িতে বেলা ১টা দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা ঘুরে রাত ৯:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা।

০৮ নভেম্বর রবিবার সকালে আমরা ঢাকায় পৌঁছাবো ইনশাল্লাহ।
================================

★★★যেসব স্থানে আমরা ঘুরবোঃ

* সাজেক
* রুইলুই পাড়া সম্পূর্ণ
* কংলাক পাড়া সর্বোচ্চ চূড়া
* স্টোন গার্ডেন ( এন্ট্রি ফি ব্যক্তিগত)
* লুসাই গ্রাম ( এন্ট্রি ফি ব্যক্তিগত)
* রিসাং ঝর্ণা
* আলুটিলা গুহা
* জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ এবং সম্ভব হলে খাগড়াছড়ি শহরস্থ স্থান।
================================

⛰️ ভ্রমনে যা যা থাকছেঃ

★★★ ফ্রী ফটোগ্রাফি। 📸📷

১। ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি/ এসি চেয়ার কোচ) 🚍🚌

২। প্রত্যেকটি রুম এটাচ বাথ বিশিষ্ট এবং রুমে দুইটি বড় খাট থাকবে, ৪ জন করে অবস্থান করবেন! 🏡🏡

৩। কাপলদের জন্য এটাচ বাথ বিশিষ্ট রুম। 🏠

৪। মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

৫। প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার ( ৬ বেলা) 🍱🍱🍱

৬। অভ্যন্তরীন পরিবহনের জন্য দুই দিনের জন্য চাঁদের গাড়ি।🚙🚙

৮। সাজেক, আলুটিলায়, জেলা পরিষদ পার্কে এন্ট্রি টিকিট।

৯। দক্ষ গাইড সার্ভিস, নিরপত্তা এবং উন্নত সেবা।

===============================

🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ

১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।

=================================

📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ

🚫🚫🚫 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে। তা না হলে সাজেকে প্রবেশ করতে দিবে না।

★★★ ১। রবি, টেলিটক, এয়ারটেল সিম অবশ্যই নিয়ে আসতে হবে। ( সাজেক ভ্যালিতে অন্য কোন সিমের নেটওয়ার্ক নেই)

★★★২। পাওয়ার ব্যাংক।

৪। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৫। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৬। টর্চ লাইট। 🔦🔦
৭। গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল।
৮। ছাতা, গামছা, ক্যাপ না হ্যাট নিবেন.। 🧢🧢
৯। সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)🕶️🕶️
১০। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

🔴🔴🔴
কনফার্ম করার শেষ সময় 31 শে অক্টোবর।
কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ ২০৪০/- টাকা জমা দিতে হবে, বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে।
______________________________________
================================

***টাকা পরিশোধের উপায়:
বিকাশ পেমেন্ট করার আগে অবশ্যই ফোন করে জানাবেন। খরচসহ টাকা পাঠিয়ে অবশ্যই কল করে নিশ্চিত হবেন। সরাসরি এসে পেমেন্ট করতে পারেন ২০০০/- টাকা।
================================

🚩🚩🚩ঢাকা অফিস ঠিকানাঃ
লেভেল - ৬, ব্লক - বি, শপ - ১৫, ১৫/এ,
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা - ১২০৫।

🏴🏴🏴খাগড়াছড়ি অফিস ঠিকানাঃ
সোনালী ব্যাংক সংলগ্ন, দীঘিনালা, খাগড়াছড়ি।
================================

***বিকাশ পার্সোনাল নম্বরঃ
ফরহাদ :
☎️ 019 9160 9951(BKash)
_____________________________________

📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ

-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
- সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই।
- উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
- গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে।
================================

গ্রুপ লিংকঃhttps://www.facebook.com/groups/364719101383491/?ref=share

#সাজেক #সাজেক_ভ্যালি

16/10/2020

সপ্নের মত একটা জায়গা❤

নেশা হোক ভ্রমণে 🚤🚤🚌প্রেম হোক প্রকৃতির সাথে 🗻🗻
14/10/2020

নেশা হোক ভ্রমণে 🚤🚤🚌
প্রেম হোক প্রকৃতির সাথে 🗻🗻

12/10/2020

কুয়াকাটা ইভেন্ট দেওয়া হবে খুব শিঘ্রই।
আগ্রহীরা কমেন্টে জানাবেন।

চা বিক্রি করে একে একে ঘুরে এসেছেন সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরুসহ প্রায় ২৩টি দেশ। এখন টাকা জমাচ্ছেন, সুইডেন, ডেনমার্ক,  ন...
03/10/2020

চা বিক্রি করে একে একে ঘুরে এসেছেন সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরুসহ প্রায় ২৩টি দেশ। এখন টাকা জমাচ্ছেন, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, গ্রিনল্যান্ড, নরওয়ে যাবেন বলে।

ভ্রমণের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন বিজায়ান৷ তখন পুঁজি ছিল ভীষণ কম৷ তাই রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন৷ এর ১০ বছর পর বিয়ে করেন মোহনাকে৷ বিজায়ানের স্বপ্নের সঙ্গে মোহনার স্বপ্নও যুক্ত হয়৷ ফলে এই দম্পতির পথচলাটা সহজ হয়েছে৷ বিজায়ন ও তার স্ত্রী মোহনা শুধুমাত্র বিদেশ ভ্রমণ খাতে দৈনিক ৩০০ টাকা করে জমিয়ে বছরে ১ লাখ টাকা সঞ্চয় হয়। সেই টাকা দিয়ে বিদেশ ঘুরে আসেন এই দম্পতি ❤

© সংগৃহীত

কি হবে ষাট বছর বয়সে লাখ/কোটি টাকা দিয়ে?
ইচ্ছে থাকলে, অল্প টাকায়, সুন্দর, ছোট্ট জীবনটা উপভোগ করা যায়, জীবন সুন্দর, সত্যি খুব বেশি সুন্দর, উপভোগ করুন 🙂

♦সুখবর.. সুখবর.. সুখবর.. ♦প্রথমবার খুলনা শহরে!!!আমরাই প্রথম খুলনা থেকে সরাসরি সাজেক ট্যুরের ব্যবস্থা করে থাকি।♦♦শুধুমাত্...
02/10/2020

♦সুখবর.. সুখবর.. সুখবর.. ♦
প্রথমবার খুলনা শহরে!!!
আমরাই প্রথম খুলনা থেকে সরাসরি সাজেক ট্যুরের ব্যবস্থা করে থাকি।♦♦শুধুমাত্র সাজেক না আমরা বাংলাদেশের সব দর্শনীয় স্থানগুলোতে ট্যুর করি।
অর্থের কাছে হার মানবে না স্বপ্ন। তাই আপনাদের সুবিধার্থে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ সিস্টেম আছে।
১. স্টুডেন্ট প্যাকেজ(৮-১২ জন সর্বনিম্ন)
২.রেগুলার প্যাকেজ(সর্বনিম্ন ১২ জন)
৩. কাপল প্যাকেজ(সর্বনিম্ন ১২ জন)
৪.ফ্যামেলি প্যাকেজ (সর্বনিম্ন ১২ জন)
৫. ল্যাক্সারি প্যাকেজ(সর্বনিম্ন ১২ জন)
৬. কর্পোরেট প্যাকেজ (সর্বনিম্ন১২ জন)
আপনাদের সুবিধামত যেকোন প্যাকেজের অন্তর্ভুক্ত হয়ে, ঘুরতে আসতে পারেন "বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো থেকে। প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এই সুযোগ হারাবেন না!!!
🌍দেশের যে কোন স্থান থেকে আমাদের সাথে ইভেন্টে যোগ দিতে পারবেন 🌍

বিশেষ দ্রষ্টব্যঃ সাজেক সহ বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে আমাদের ইভেন্টের ব্যবস্থা আছে৷ বিস্তারিত জানতে....
ফরহাদ হোসেন (সাগর)
☎+8801991609951
📞01706561187(optional)

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে পানিতে ডুবে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের  শিক্ষার্থী ফা...
02/10/2020

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে পানিতে ডুবে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতীন ইতমাম মাহমুদ (২৩)-এর মৃত্যু হয়েছে।

বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

দয়া করে কেউ ভাটার সময়ে সমুদ্রের পানিতে নামবেন না।

স্টুডেন্ট প্যাকেজ মাত্র 4300 টাকায় (খুলনা) থেকে।এবং (ঢাকা) থেকে মাত্র 3300 টাকায় Khulna to sajek tour group এর সাথে সাপ্...
25/09/2020

স্টুডেন্ট প্যাকেজ মাত্র 4300 টাকায় (খুলনা) থেকে।এবং (ঢাকা) থেকে মাত্র 3300 টাকায় Khulna to sajek tour group এর সাথে সাপ্তাহিক ট্যুরে সাজেক ভ্রমণঃ
১২ - ১৪ অক্টোবর , ২০২০
( আসা যাওয়া ২ রাত, সাজেক থাকা ১ রাত)
=======================
🚍যাত্রার তারিখ:
♦খুলনা থেকে
১২অক্টোবার, ২০২০ দুপুর ২ টা
(রয়েলের মোড় কাউন্টার, খুলনা)।

♦ঢাকা থেকে
১২ অক্টোবর ২০২০ রাত ১১ টা
( কলাবাগান / সায়দাবাদ, ঢাকা কাউন্টার) 🕘

🚌ফেরার তারিখ:
১৪ অক্টোবর, ২০২০ রাত ০৯:০০ টা
( খাগড়াছড়ি কাউন্টার) 🕘
================================

👤জনপ্রতি প্যাকেজ প্রাইজঃ
_______________________________________
খুলনা থেকে জনপ্রতিঃ
৪৩০০/- নন এসি বাস। (১রুমে ৪ জন)
৪৬০০/-নন এসি বাস।(১ রুমে ২ জন)
( এসি বাসের জন্য অতিরিক্ত টাকা প্রদান করতে হবে)।

ঢাকা থেকে জনপ্রতিঃ
৩৩০০/- ননএসি বাস(১ রুমে ৪ জন)
৩৬০০/- এসি বাস ( ১রুমে ২ জন)

📢📢📢বুকিং অনুযায়ী বাসের সিট দেওয়া হবে।
================================

#সিট সংখ্যা - ৩৬ টি
( প্রয়োজনে বাড়ানো হবে)

**** বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন।

(★★★ সাজেক ভ্যালির একমাত্র স্থানীয় ভ্রমণ গ্রুপ)
=======================

***ইভেন্ট প্লান:

🔊 প্রথম দিনঃ ১২ অক্টোবর ( সোমবার ) দুপুর ২ টায় খুলনা থেকে ঢাকার উদ্যেশ্যে রওনা দিবো।ঢাকা থেকে রাত ১১ টায় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো।

🔊 দ্বিতীয় দিনঃ ১৩ অক্টোবর ( মঙ্গলবার ) ভোরে খাগড়াছড়ি পৌছেই ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে রিজার্ভ চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। যাত্রাপথে হাজাছড়া ঝর্না ( যদি প্রবেশের অনুমতি থাকে) পরখ করে সাজেক (রুইলুই পাড়া) পোঁছাবো, বেলা ১.০০ নাগাদ রিসোর্টে চেক-ইন। দুপুরের খাবারের পর রুইলুই পাড়া থেকে কংলাক যাত্রা। সূর্যাস্ত 🌄 দেখবো হেলিপ্যাডে এসে। রাতে বারবিকিউ ডিনার, আড্ডা।

🔊 তৃতীয় দিনঃ ১৪সেপ্টেম্বর (বুধবার ) খুব ভোরে উঠে সাজেকের হেলিপ্যাডে গিয়ে সূর্য উদয় 🌅 দেখবো। ফিরে এসে সকালের নাস্তার পর ১০ টায় সাজেক ত্যাগ। এরপর খাগড়াছড়িতে বেলা ১টা দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা ঘুরে রাত ৯:৩০ টায় ঢাকার ও খুলনার উদ্দেশ্যে রওনা।
================================

★★★যেসব স্থানে আমরা ঘুরবোঃ

* সাজেক
* রুইলুই পাড়া সম্পূর্ণ
* কংলাক পাড়া সর্বোচ্চ চূড়া
* স্টোন গার্ডেন ( এন্ট্রি ফি ব্যক্তিগত)
* লুসাই গ্রাম ( এন্ট্রি ফি ব্যক্তিগত)
* রিসাং ঝর্ণা
* আলুটিলা গুহা
* জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ এবং সম্ভব হলে খাগড়াছড়ি শহরস্থ স্থান।
================================

⛰️ ভ্রমনে যা যা থাকছেঃ

★★★ ফ্রী ফটোগ্রাফি। 📸📷

১। ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি/ এসি চেয়ার কোচ) 🚍🚌

২। প্রত্যেকটি রুম এটাচ বাথ বিশিষ্ট এবং রুমে দুইটি বড় খাট থাকবে, ২ জন করে অবস্থান করবেন! 🏡🏡

৩। কাপলদের জন্য এটাচ বাথ বিশিষ্ট রুম। 🏠

৪। মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

৫। প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার ( ৬ বেলা) 🍱🍱🍱

৬। অভ্যন্তরীন পরিবহনের জন্য দুই দিনের জন্য চাঁন্দের গাড়ি।🚙🚙

৭। ফেরার দিন ৩ ঘন্টার জন্য ফ্রেশ/ রেস্ট রুম। ( এক রুমে ৬ জন ) 🏣🏣🏣

৮। সাজেক, আলুটিলায়, জেলা পরিষদ পার্কে এন্ট্রি টিকিট।

৯। দক্ষ গাইড সার্ভিস, নিরপত্তা এবং উন্নত সেবা।

===============================

🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ

১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।

=================================

📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ

🚫🚫🚫 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে। তা না হলে সাজেকে প্রবেশ করতে দিবে না।

★★★ ১। রবি, টেলিটক, এয়ারটেল সিম অবশ্যই নিয়ে আসতে হবে। ( সাজেক ভ্যালিতে অন্য কোন সিমের নেটওয়ার্ক নেই)

★★★২। পাওয়ার ব্যাংক।

৪। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৫। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৬। টর্চ লাইট। 🔦🔦
৭। গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল।
৮। ছাতা, গামছা, ক্যাপ না হ্যাট নিবেন.। 🧢🧢
৯। সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)🕶️🕶️
১০। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

🔴🔴🔴
কনফার্ম করার শেষ সময় ০৮ অক্টোবর ।
কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ ১৫৩০/- টাকা জমা দিতে হবে, বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে।
______________________________________
================================

***টাকা পরিশোধের উপায়:
বিকাশ পেমেন্ট করার আগে অবশ্যই ফোন করে জানাবেন। খরচসহ টাকা পাঠিয়ে অবশ্যই কল করে নিশ্চিত হবেন। সরাসরি এসে পেমেন্ট করতে পারেন ২০০০/- টাকা।
================================
♦♦খুলনা অফিস ঈগল কাউন্টার, রয়েলের মোড় খুলনা। যোগাযোগ ঃ
ফরহাদ =☎01991 609951

🚩🚩🚩ঢাকা অফিস ঠিকানাঃ
লেভেল - ৬, ব্লক - বি, শপ - ১৫, ১৫/এ,
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা - ১২০৫।

🏴🏴🏴খাগড়াছড়ি অফিস ঠিকানাঃ
সোনালী ব্যাংক সংলগ্ন, দীঘিনালা, খাগড়াছড়ি।
================================

***বিকাশ পার্সোনাল নম্বরঃ
ফরহাদ ঃ
☎️ 019 9160 9951 ( Bkash)
📞017 0656 1187
_____________________________________

📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ

-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
- সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই।
- উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
- গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে।
=======================

25/09/2020

স্টুডেন্ট প্যাকেজ আসছে
খুলনা টু সাজেক🚌।
সাথেই থাকুন

আপনার ফ্রেন্ড লিষ্টের ১ম ব্যাক্তি আপনাকে সাজেক নিয়ে যাবে 😱মেনশান করুন@
24/09/2020

আপনার ফ্রেন্ড লিষ্টের ১ম ব্যাক্তি আপনাকে সাজেক নিয়ে যাবে 😱
মেনশান করুন@

khulna to sajek tour group এর সাথে সাপ্তাহিক ট্যুরে সাজেক ভ্রমণঃ ১০ - ১২ সেপ্টেম্বর , ২০২০( আসা যাওয়া ২ রাত, সাজেক থাকা...
01/09/2020

khulna to sajek tour group এর সাথে সাপ্তাহিক ট্যুরে সাজেক ভ্রমণঃ
১০ - ১২ সেপ্টেম্বর , ২০২০
( আসা যাওয়া ২ রাত, সাজেক থাকা ১ রাত)
=======================
🚍যাত্রার তারিখ:
১০ সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২ টা
(রয়েলের মোড় কাউন্টার, খুলনা)

১০ সেপ্টেম্বর, ২০২০ রাত ১১ টা
( কলাবাগান / সায়দাবাদ, ঢাকা কাউন্টার) 🕘

🚌ফেরার তারিখ:
১২ সেপ্টেম্বর, ২০২০ রাত ০৯:০০ টা
( খাগড়াছড়ি কাউন্টার) 🕘
================================

👤জনপ্রতি প্যাকেজ প্রাইজঃ
_______________________________________
খুলনা থেকে জনপ্রতিঃ
৬০০০/- নন এসি বাস।
( এসি বাসের জন্য অতিরিক্ত টাকা প্রদান করতে হবে)।

📢📢📢বুকিং অনুযায়ী বাসের সিট দেওয়া হবে।
================================

#সিট সংখ্যা - 20 টি
( প্রয়োজনে বাড়ানো হবে)

**** বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন।

(★★★ সাজেক ভ্যালির একমাত্র স্থানীয় ভ্রমণ গ্রুপ)
================================

💏 কাপল পলিসিঃ কাপলদের জন্য একই খরচ জনপ্রতি

🙍‍♂️ চাইল্ড পলিসিঃ ০ থেকে ৩ বছরের মধ্যে শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৭ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তাদেরকে তাদের বাবা-মা বা গার্ডিয়ানের সাথে আসন শেয়ার করতে হবে।

================================

***ইভেন্ট প্লান:

🔊 প্রথম দিনঃ ১০ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) দুপুর ২ টায় খুলনা থেকে খাগড়াছড়ির উদ্যেশ্যে রওনা দিবো।ঢাকা থেকে রাত ১১ টায় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো।

🔊 দ্বিতীয় দিনঃ ১১ সেপ্টেম্বর ( শুক্রবার ) ভোরে খাগড়াছড়ি পৌছেই ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে রিজার্ভ চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। যাত্রাপথে হাজাছড়া ঝর্না ( যদি প্রবেশের অনুমতি থাকে) পরখ করে সাজেক (রুইলুই পাড়া) পোঁছাবো, বেলা ১.০০ নাগাদ রিসোর্টে চেক-ইন। দুপুরের খাবারের পর রুইলুই পাড়া থেকে কংলাক যাত্রা। সূর্যাস্ত 🌄 দেখবো হেলিপ্যাডে এসে। রাতে বারবিকিউ ডিনার, আড্ডা।

🔊 তৃতীয় দিনঃ ১২ সেপ্টেম্বর (শনিবার) খুব ভোরে উঠে সাজেকের হেলিপ্যাডে গিয়ে সূর্য উদয় 🌅 দেখবো। ফিরে এসে সকালের নাস্তার পর ১০ টায় সাজেক ত্যাগ। এরপর খাগড়াছড়িতে বেলা ১টা দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা ঘুরে রাত ৯:৩০ টায় ঢাকার ও খুলনার উদ্দেশ্যে রওনা।
================================

★★★যেসব স্থানে আমরা ঘুরবোঃ

* সাজেক
* রুইলুই পাড়া সম্পূর্ণ
* কংলাক পাড়া সর্বোচ্চ চূড়া
* স্টোন গার্ডেন ( এন্ট্রি ফি ব্যক্তিগত)
* লুসাই গ্রাম ( এন্ট্রি ফি ব্যক্তিগত)
* রিসাং ঝর্ণা
* আলুটিলা গুহা
* জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ এবং সম্ভব হলে খাগড়াছড়ি শহরস্থ স্থান।
================================

⛰️ ভ্রমনে যা যা থাকছেঃ

★★★ ফ্রী ফটোগ্রাফি। 📸📷

১। ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি/ এসি চেয়ার কোচ) 🚍🚌

২। প্রত্যেকটি রুম এটাচ বাথ বিশিষ্ট এবং রুমে দুইটি বড় খাট থাকবে, ২ জন করে অবস্থান করবেন! 🏡🏡

৩। কাপলদের জন্য এটাচ বাথ বিশিষ্ট রুম। 🏠

৪। মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

৫। প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার ( ৬ বেলা) 🍱🍱🍱

৬। অভ্যন্তরীন পরিবহনের জন্য দুই দিনের জন্য চাঁন্দের গাড়ি।🚙🚙

৭। ফেরার দিন ৩ ঘন্টার জন্য ফ্রেশ/ রেস্ট রুম। ( এক রুমে ৬ জন ) 🏣🏣🏣

৮। সাজেক, আলুটিলায়, জেলা পরিষদ পার্কে এন্ট্রি টিকিট।

৯। দক্ষ গাইড সার্ভিস, নিরপত্তা এবং উন্নত সেবা।

===============================

🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ

১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।

=================================

📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ

🚫🚫🚫 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে। তা না হলে সাজেকে প্রবেশ করতে দিবে না।

★★★ ১। রবি, টেলিটক, এয়ারটেল সিম অবশ্যই নিয়ে আসতে হবে। ( সাজেক ভ্যালিতে অন্য কোন সিমের নেটওয়ার্ক নেই)

★★★২। পাওয়ার ব্যাংক।

৪। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৫। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৬। টর্চ লাইট। 🔦🔦
৭। গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল।
৮। ছাতা, গামছা, ক্যাপ না হ্যাট নিবেন.। 🧢🧢
৯। সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)🕶️🕶️
১০। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

🔴🔴🔴
কনফার্ম করার শেষ সময় ০৭ সেপ্টেম্বর।
কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ ২০৪০/- টাকা জমা দিতে হবে, বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে।
______________________________________
================================

***টাকা পরিশোধের উপায়:
বিকাশ পেমেন্ট করার আগে অবশ্যই ফোন করে জানাবেন। খরচসহ টাকা পাঠিয়ে অবশ্যই কল করে নিশ্চিত হবেন। সরাসরি এসে পেমেন্ট করতে পারেন ২০০০/- টাকা।
================================
♦♦খুলনা অফিস ঈগল কাউন্টার, রয়েলের মোড় খুলনা। যোগাযোগ ঃ
ফরহাদ =☎01991 609951

🚩🚩🚩ঢাকা অফিস ঠিকানাঃ
লেভেল - ৬, ব্লক - বি, শপ - ১৫, ১৫/এ,
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা - ১২০৫।

🏴🏴🏴খাগড়াছড়ি অফিস ঠিকানাঃ
সোনালী ব্যাংক সংলগ্ন, দীঘিনালা, খাগড়াছড়ি।
================================

***বিকাশ পার্সোনাল নম্বরঃ
ফরহাদ ঃ
☎️ 019 9160 9951 ( Bkash)

_____________________________________

📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ

-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
- সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই।
- উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
- গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে।
================================

ইভেন্ট লিংক:https://facebook.com/events/s/6000%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF-%E0%A6%96%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%AF%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3/599548704069072/?ti=cl

পেজ লিংক ::https://www.facebook.com/Khulna-To-Sajek-Tour-Group-101747368322090/

📢📢 সাজেক খুলে দিয়েছে সবার জন্য খুশির খবর কিন্তু একদিকে খরচটা বেড়ে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমানোর জন...
26/08/2020

📢📢 সাজেক খুলে দিয়েছে সবার জন্য খুশির খবর কিন্তু একদিকে খরচটা বেড়ে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমানোর জন্য রিসোর্ট মালিক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যেঃ

১। ডাবল বেড বা দুই বেডের রুমে থাকতে পারবে দুইজন ( পূর্বে ছিল চারজন)

২। সিঙ্গেল বেড বা কাপল রুমে থাকতে পারবে একজন, তবে স্বামী-স্ত্রী হলে একসাথে থাকতে পারবে।

🚖 🚖🚖 চান্দের গাড়ি ও জিপ গাড়িতে কতজন যেতে পারবে তা পরবর্তী পোস্টে জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদ।

যত তাড়াতাড়ি সম্ভব সাজেকে আমাদের ইভেন্টের কার্যক্রম শুরু করব।

26/08/2020

সাজেকের প্রশাসন নতুন নীতিমালা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিধিনিষেধ মেনে গাড়িতে এবং রুমে কতজন থাকতে পারবে বিস্তারিত জানানো হবে।

চা খাবেন চলে আসেন সাজেক ভ্যালি বাঘাইছড়ি।
26/08/2020

চা খাবেন চলে আসেন সাজেক ভ্যালি বাঘাইছড়ি।

26/08/2020

১০ সেপ্টেম্বর সাজেক ইভেন্ট থাকছে যারা যারা জাবেন দ্রুত কনফার্ম করুন✌🖼

26/08/2020

ব্রেকিং নিউজ
১ লা সেপ্টেম্বর থেকে সাজেক ভ্যালি খোলা।

25/08/2020

এখন যেহেতু সাজেক বন্ধ আছে সেহেতু কুয়াকাটা ট্যুরের ইভেন্ট করতে চাচ্ছি। আপনাদের মতামত আশা করি..❤

মেঘের সাথে এ যেন গভীর মিতালী ❤❤স্থানঃ সাজেক❤
25/08/2020

মেঘের সাথে এ যেন গভীর মিতালী ❤❤
স্থানঃ সাজেক❤

Address

Khulna
9201

Telephone

+8801991609951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangali manus- বাঙ্গালী মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangali manus- বাঙ্গালী মানুষ:

Videos

Share