Airport Formalities
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা
বিশ্বের সকল বিমানবন্দরের যাত্রীসাধারণের জন্য প্রযোজ্য আনুষ্ঠানিকতা বা প্রথা অভিন্ন| কেবলমাত্র অবকাঠামোগত সুযোগ সুবিধা ও বিমানবন্দরের পরিসরের ভিন্নতায় কিছু প্রক্রিয়ায় কিছুটা পার্থক্য মনে হতে পারে| যে কোনো আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়নের ৩ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্তিত হওয়া উচিত| বিমানবন্দরে প্রবেশকালীন নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করে নির্ধারিত এয়ারলাইন্স এর চেক ইন কাউন্টারে রিপোর্ট করতে হবে| চেক ইন কাউন্টারে ল্যাগেজ জমা দিয়ে বোর্ডিং পাস বুজে নিতে হবে, যাতে আপনার নির্দিষ্ট গন্তব্যের নির্দিষ্ট ফ্লাইটের আসন সুনির্দিষ্ট ভাবে লেখা থাকবে| বোর্ডিং কার্ড ও ল্যাগেজ ট্যাগ নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বহির্গমন লাউঞ্জ বা বোর্ডিং লাউঞ্জে অপেক্ষা করতে হবে| নির্ধারিত সময়ে বিমানে আরোহনের ঘোষণা মোতাবেক, নির্ধারিত বোর্ডিং ব্রিজ বা গেট দিয়ে বিমানে আরোহন করতে হবে|
একই ভাবে গন্তব্যে পৌঁছে বিমান থেকে অবতরণ করে প্রথমে ইমিগ্র্যাশন প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত ল্যাগেজ বেল্ট বা প্লেস থেকে ল্যাগেজ সমূহ সংগ্রহ করতে হবে| ল্যাগেজ নিয়ে নির্ধারিত কাস্টম চ্যানেল দিয়ে, যদি কোনো কাস্টম কর/ডিউটি পরিশোধ করা সাপেক্ষে বিমানবন্দরের আগমনী লাউঞ্জ দিয়ে বেরহয়ে আসতে হবে|
এই সকল প্রক্রিয়ার নির্দেশনা বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন সাইনবোর্ড, চিহ্ন নির্দেশনা ও ছোট পর্দার মনিটরে উল্লেখ থাকে| তাছাড়া কর্তব্যরত বিমানবন্দর ও এয়ারলাইন কর্মীবৃন্দ যাত্রীসাধারণের সেবা ও তথ্য প্রদানে সদাসচেষ্ট থাকেন|
আপনার ভ্রমণ সঙ্গী পি সি এফ ট্যুরস এন্ড ট্রাভেলস
Marine Drive, Cox's Bazar
স্বপ্নের মেরিন ড্রাইভ!
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক আমাদের অন্যতম নির্মাণ সফলতা| ঘুরে আসতে পারেন বিশ্বের দীর্ঘতম ১২৫ কি মি অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার আর ৮০ কি মি দীর্ঘ বিশ্বের অনন্য মেরিন ড্রাইভ|
আপনার ভ্রমণ সঙ্গী পি সি এফ ট্যুরস এন্ড ট্রাভেলস