BDind TravelNet

BDind TravelNet ইন্ডিয়ান বিমান, ট্রেন,হোটেল এবং CMC,Apollo হাসপাতালের ডাঃ অ্যাপ বুকিং করুন।

𝗙𝗹𝘆 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮𝘄𝗶𝘁𝗵 𝗕𝗼𝗲𝗶𝗻𝗴 𝟳𝟯𝟳-𝟴𝟬𝟬𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝗕𝗼𝗲𝗶𝗻𝗴 𝗳𝗿𝗼𝗺 𝟯𝟭 𝗠𝗮𝗿𝗰𝗵 𝟮𝟬𝟮𝟰_____________________________𝗗𝗵𝗮𝗸𝗮 – 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮BS201 10:00...
09/03/2024

𝗙𝗹𝘆 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮
𝘄𝗶𝘁𝗵 𝗕𝗼𝗲𝗶𝗻𝗴 𝟳𝟯𝟳-𝟴𝟬𝟬

𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝗕𝗼𝗲𝗶𝗻𝗴 𝗳𝗿𝗼𝗺 𝟯𝟭 𝗠𝗮𝗿𝗰𝗵 𝟮𝟬𝟮𝟰
_____________________________

𝗗𝗵𝗮𝗸𝗮 – 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮
BS201 10:00am(Dep) 10:30am(Arr) (Boeing)
BS203 05:10pm(Dep) 05:45pm(Arr)

𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮 – 𝗗𝗵𝗮𝗸𝗮
BS202 11:30am(Dep) 01:00pm(Arr) (Boeing)
BS204 06:30pm(Dep) 08:00pm(Arr)

_________________________________

𝗴𝗲𝘁 up to 𝟭𝟬% 𝗗𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁:
𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:
𝗛𝗼𝘁𝗹𝗶𝗻𝗲
01786397739
01718726838
Suren Travels

𝗗𝘂𝗻𝗲𝘀 𝗼𝗳 𝗔𝗯𝘂 𝗗𝗵𝗮𝗯𝗶𝗖𝗹𝗲𝗮𝗿 𝘁𝗵𝗲 𝗥𝘂𝗻𝘄𝗮𝘆Landing Soon𝟭𝟵𝘁𝗵 𝗔𝗽𝗿𝗶𝗹 𝟮𝟬𝟮𝟰------------------------------------𝗗𝗵𝗮𝗸𝗮-𝗔𝗯𝘂 𝗗𝗵𝗮𝗯𝗶𝗕𝗦 𝟯𝟰𝟵05...
09/03/2024

𝗗𝘂𝗻𝗲𝘀 𝗼𝗳 𝗔𝗯𝘂 𝗗𝗵𝗮𝗯𝗶
𝗖𝗹𝗲𝗮𝗿 𝘁𝗵𝗲 𝗥𝘂𝗻𝘄𝗮𝘆

Landing Soon
𝟭𝟵𝘁𝗵 𝗔𝗽𝗿𝗶𝗹 𝟮𝟬𝟮𝟰
------------------------------------
𝗗𝗵𝗮𝗸𝗮-𝗔𝗯𝘂 𝗗𝗵𝗮𝗯𝗶
𝗕𝗦 𝟯𝟰𝟵
05:50pm(Dep)-09:10pm(Arr)
Mon, Wed, Thu, Sat
03:55pm(Dep) (Via Chattogram)-09:10pm(Arr)
Tue, Fri, Sun

𝗔𝗯𝘂 𝗗𝗵𝗮𝗯𝗶-𝗗𝗵𝗮𝗸𝗮
𝗕𝗦 𝟯𝟱𝟬
10:10pm (Dep)-04:50am+1(Arr)
Tue, Wed, Fri, Sun
10:10pm(Dep)-06:45am+1(Arr) (Via Chattogram)
Mon, Thu, Sat
------------------------------------
𝗴𝗲𝘁 up to 𝟭𝟬% 𝗗𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁:

𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:
𝗛𝗼𝘁𝗹𝗶𝗻𝗲
01786397739
01718726838
Suren Travels

- U S B A -

Thanks Take Trip for the gift voucher.
03/03/2024

Thanks Take Trip for the gift voucher.

আমাদের বসন্ত যাত্রা শুভ হোক 🌺ফাল্গুনের শুভেচ্ছা🌸
13/02/2024

আমাদের বসন্ত যাত্রা শুভ হোক

🌺ফাল্গুনের শুভেচ্ছা🌸

আজকে আপনাদের কলকাতায় কমদামে শপিংকরার আইডিয়া দিব । আশা করি আপনাদের কেনাকাটা একটু হলেও সহজ হবে । কলকাতাকে বলা হয় “The City...
16/12/2023

আজকে আপনাদের কলকাতায় কমদামে শপিংকরার আইডিয়া দিব । আশা করি আপনাদের কেনাকাটা একটু হলেও সহজ হবে ।

কলকাতাকে বলা হয় “The City of Joy” . কলকাতায় বিভিন্ন রাস্তা/আলিগলি ঘুরে ঘুরে কেনাকাটা করতে আপনার কখনও বিরক্ত লাগবে না । কলকাতা ঘুরতে গেছেন আর কেনাকাটা করবেন না এমনটা হতেই পারে না। অনেকেই আবার শুধু কেনাকাটা করতেই কলকাতা (Shopping at Kolkata) যান। সস্তায় ভালো মানের পোশাক, জুতা আর গয়নার জন্য কলকাতা অতুলনীয়। কলকাতায় কোথায় কি পাবেন সেটা জানা না থাকলে পকেটের টাকা খরচ হবে ঠিকই কিন্তু কাজের কাজ কিছুই হবেনা, মনের সাধ মিটবে না। তাই জেনে নিন কলকাতায় কোথায় কেনাকাটা করবেন, কোথায় কম দামে ভালো জিনিস পাওয়া যায় ইত্যাদি বিস্তারিত।

কলকাতায় কোথায় কেনাকাটা করবেন:
কেনাকাটা করতে কম বেশি সবাই পছন্দ করে। আর সেটা যদি হয় কলকাতা তাহলে তো কোথায়ই নেই। এখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। তাইত বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর লোকজন ছুটে যায় কলকাতায়। রোজার ঈদের আগে এর সংখ্যা বাড়ে বহুগুন। সব কিছু সস্তায় পাব এটা ভেবে আমিও যাই কলকাতা। কিন্তু যেয়ে দেখি ব্যাপারটা আসলে সেরকম নয়। লোকমুখে যে গল্প শুনেছি তার সাথে বাস্তবতার মিল নেই অনেক ক্ষেত্রেই। একটু খটকা লাগল? চলুন বিষয়টা একটু ক্লিয়ার করি।

কলকাতার লোকজন একটু হিসাবি। এরা টাকা পয়সা খরচ করা থেকে জমাতে পছন্দ করে। পক্ষান্তরে বাংলাদেশের লোকজন পুরাই উল্টা। আমরা কামে অকামে প্রচুর টাকা খরচ করি। আমাদের কাছে প্রচুর টাকা আছে, আমরা টাকা খরচ করতে জানি, আর এখানে খরচ করার জন্যই এসেছি এটা কলকাতার লোকজন বুঝে গেছে। তাই অনেক সময়ই উল্টা পাল্টা দাম চায়। আমরা না জেনে, না বুঝে অনেক সময়ই তাদের খপ্পরে পরে যাই, আর বেশি টাকা দিয়ে আসি। তাই প্রতারণার হাত থেকে বাঁচতে সঠিক ট্রিপ্স গুলো জেনে রাখা জরুরী। আসুন জেনে নেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তেমন কিছু দরকারি টিপস।

কলকাতা নিউ মার্কেটঃ
কলকাতা নিউ মার্কেট সম্বন্ধে নতুন করে বলার আর কিছু নেই। যারা শপিং ভালবাসে কলকাতায় এলে তারা সবাই এই এখানে একবার হলেও আসে। এমনকি বিদেশ থেকে আশা লোকজন ও এই ঐতিহ্যবাহী এলাকায় একবার হলেও আসে।এখানে আপনে মোটামোটি যা চাইবেন তার সবই পাবেন। ছেলে মেয়েদের শৌখিন ও সুন্দর জামা থেকে শুরু করে জুতা, রুমাল, সুঁচ, শাড়ি ইত্যাদি সব কিছুই পাবেন এখানে। তবে এখানে টাউট লোকের অভাব নাই। আপনে যদি সঠিক দাম না জানেন, আর বাংলাদেশ থেকে এসেছেন ওরা বুজতে পারে তাহলে খবর আছে। অনেক বেশি আর উল্টাপাল্টা দাম হাঁকাবে। তাই একটু সাবধানে থাকবেন।

ট্রেজার আইল্যান্ডঃ
কম বাজেটে হালকা সাজে তাক লাগানো শাড়ী, হাতের কাজ করা জিনিস পাবেন এখানে। বাচ্চাদের পার্টি ড্রেস, ছেলেদের ভাল মানের পাঞ্জাবী এখানে কম দামে পাওয়া যায়। এখানে এমন কিছু দোকান আছে যাদের পাঞ্জাবি আমাদের দেশের নামিদামি মার্কেটের দোকানে বিক্রি হয়, কয়েকগুন বেশি দামে। আমি ১৮০০ রুপি দিয়ে যে পাঞ্জাবি নিয়েছিলাম ঢাকায় ওটা কম করে হলেও ৮০০০ – ১০,০০০ টাকা হবে।

মিলন /নিউ মিলনঃ
নিউ মার্কেটের কাছে ট্রেজার আইল্যান্ড এর বিপরীত পাশে এই দুই দোকানে আপনে ইন্ডিয়ান বিভিন্ন নামি দামি ব্রান্ডের মেয়েদের ভালমানের অরজিনাল থ্রী পিস্ জামা পাবেন। এখানে একদমে সব কিছু বিক্রি হয়। তবে আপনে বললে তারা ৫-১০% ছাড় দিবে। এরা মোটামোটি কমই দাম রাখে। আর এখানে আসলে সফ্ট ড্রিঙ্কস ফ্রি। নিউ মার্কেটে প্রতারিত না হতে চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন।

(ভারতীয় অভ্যন্তরীণ রেল/বিমান টিকিট/হোটেল বুকিং সর্বনিম্ন মূল্যে আমাদের থেকে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন । CMC/Apollo/Fortis/Manipal/Narayana/Sankara Netralaya সহ ভারতীয় যে কোন হসপিটালের Appointment ও টিকিটের জন্য আমাদের পেজে যোগাযোগ করুন)

শ্রী লেদারঃ
শ্রী লেদার এ সস্তায় ভালমানের ব্যাগ, জুতা পাওয়া যায়। ইন্ডিয়ায় আসলে একবার হলেও এখানে ঘুরে যাবেন। বাচ্চা, ছেলে, মেয়েদের চামড়ার জুতা, স্যান্ডেল, হাত ব্যাগ, কাঁধ ব্যাগ, মানি ব্যাগ, লাগেজ, বেল্ট, মোজা, জ্যাকেট, ইত্যাদি সব কিছুই অনেক সস্তায় এখানে পাবেন। বিশাল বড় শোরুম। একবার ঢুকলেই মাথা নষ্ট। প্রচুর কালেকশন্। আমাদের বাটা, এপেক্স এখানে জিরো। আর দাম আমাদের দেশের থেকে কয়েকগুন কম। এক বাটা জুতার দাম দিয়ে কয়েক জোড়া কিনতে পারবেন।

বিগবাজারঃ
বিগবাজার একধরণে সুপার শপ। আমাদের দেশের স্বপ্ন, আগোরার মতো। তবে এখানে রান্নাবান্নার জিনিসপত্র ছাড়াও দরকারি প্রায় সব কিছুই পাওয়া যায়। আর আকারে আসলেই অনেকেই বিগ। এক জায়গায় আপনে জামাকাপড়, ব্যাগ, প্যান্ট, খাবার আইটেম, কসমেটিকস ইত্যাদি সব কিছুই পাবেন। আর এখানে সব সময়ই বিভিন্ন অফার চলতে থাকে। ইন্ডিয়া আসলে একবার হলেও এখানে ঘুরে যাবেন। কলকাতা নিউ মার্কেটের কাছেই এর একটি আউটলেট রয়েছে।

গড়িয়াহাটঃ
মেয়েদের যেকোনো ধরণের সিল্ক, জামদানি, কাতান, সুতি ইত্যাদি নানা ধরণের শাড়ি সহ ভাল দামে ব্র্যান্ডেড ও সাধারণ জামাকাপড় পাবেন এখানে। নিউ মার্কেট এর পরে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে খুব ভালো দামে ব্র্যান্ডেড ও সাধারণ জামাকাপড় কিনতে পাওয়া যায়, তাহলে এই গড়িয়াহাট মার্কেটই হল তার যোগ্য। দোকান বা ফুটপাথ যেকোনো জায়গায় কেনাকাটা করে মজা।

মেট্রো প্লাজাঃ
হো চি মিন সরণীর ওপর এই শপিং মলে ব্র্যান্ডেড পোশাক যেমন পাওয়া যায়, তেমনই পাবেন নন-ব্র্যান্ডেড । এছাড়া জুতো, ব্যাগ, নানা অ্যাক্সেসরিজ ও পাবেন।

শ্রীরাম আর্কেডঃ
কলকাতার প্রথম সারির শপিং মল এর মধ্যে এটি একটি। আধুনিক ডিজাইনের পোশাক যেটি চাইবেন, তাই এখানে পাবেন। ফিশ-নেট স্টকিংস ও নানা কাজের জামাও যেমন পাবেন তেমনি সাংঘাতিক সুন্দর ও তাক লাগানো লেহেঙ্গা ও শরারা পেয়ে যাবেন।

বড় বাজারঃ
পাইকারি দরে জিনিস কিনতে গেলে বড় বাজার সেরা। শহরের সবচেয়ে পুরোনো বাজার এটি। বাজার শুরু ঙয় অষ্টাদশ শতকে। প্রায় ৫০০ বিঘা জমির উপর বাজার গড়ে উঠেছিল। একেবারে সংলগ্ন আরেকটি ৪০০ বিঘা বাজার ছিল আবাসিক এলাকায়। শেঠ, বসাক, সোনার বণিক, মল্লিক এবং তাদের সমমর্যাদার ব্যবসায়ীরা এখানে ব্যবসা শুরু করেন। তুলনামূলক কম স্বচ্ছলতার বণিকরাও ছিলেন এখানে।সেই চল এখনও আছে। শাড়ি, জামা, ইলেক্ট্রনিক জিনিসপত্র, প্রসাধনী, ঘরের জিনিসপত্র, গয়না সবই এখানে পাবেন পাইকারি দরে। কলকাতা তো বটেই বাংলা এমনকি সংলগ্ন রাজ্যের ব্যবসায়ীরাও এখান থেকে পাইকারি দরে জিনি কিনে নিয়ে যান। বহু ছোটো-বড়, নামী-অনামী সংস্থার নিজেদের কাঁচামাল এখান থেকে কেনে। সকাল ১০টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত এখানে ক্রেতা বিক্রেতার ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না। উৎসবের মরশুমে ভিড় আরও বাড়ে।

কলেজ স্ট্রিটঃ
সকাল ৯টা থেকে রাত ৯টা। যে কোনও বই চান কলেজস্ট্রিটে চলে যান। শুধু বইয়ের নাম, লেখকের নাম আর প্রকাশনা সংস্থার নামটি বলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করলেই সেই বই আপনার হাতে চলে আসবে। দেশি হোক বা বিদেশি, সব প্রকাশনা সংস্থার বইই পেয়ে যাবেন এখান। আর সবচেয়ে বড় কথা বইয়ের দাম এতই সস্তা যে বিদেশি পর্যটকরা শুনে অবাক হয়ে যান। এটি বিশ্বের বৃহত্তম বইয়ের বাজার। শুধু নতুন বই নয়, এখানে পেয়ে যাবেন পুরোনো বইও। মানে সেকেন্ড হ্যান্ড বই। আর জেনে রাখা ভালো, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার।

চাঁদনিচকঃ
নিউ মার্কেট থেকে খানিকটা হেঁটে গেলেই চাঁদনি চক মার্কেট। সস্তায় দারুণ সব জিনিস পাবেন এখানে। অনেকে বলেন নিউ মার্কেটের থেকেও চাঁদনির বাজারের জিনিসের দাম কম। আর এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হল নানা ইলেক্ট্রনিক যন্ত্রপাতি। অনেকে মজা করে বলেন, বিশ্বের কোথাো নাকি এত যন্ত্রপাতি পাওয়া যায় না। মোবাইল ফোন, ল্যাপটপ, ফ্যান, লাইট, এসি, ফ্রিজ সহ যাবতীয় ইলেক্ট্রনিক জিনিস এবং তার যন্ত্রপাতি এখানে পেয়ে যাবেন নামমাত্র দামে। এই বাজারও খোলে সকাল ১০টায়। বন্ধ হয় রাত ৮টায়। কিছু কিছু পণ্য বাংলাদেশের তুলনায় অবিশ্বাস্য দামে পাবেন । যেমন একটা হচ্ছে IPS/ইনভার্টার বাংলাদেশী দামের তুলনায় অর্ধেক মূল্যে পেয়েছিলাম ।

সময়ে নিয়ে পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি খুব উপভোগ করেছেন। আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানালে ভালো হয়। আর ভালো লেগে থাকলে ওয়ালে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন।

আমাদের পেজের কোন লেখা কোন বিজনেস পেজে আংশিক বা হুবহু কপি করে পোস্ট করা যাবে না তবে যে কেউ তার ব্যক্তিগত টাইম লাইনে শেয়ার করতে পারেন ।

(ভারতীয় অভ্যন্তরীণ রেল/বিমান টিকিট/হোটেল বুকিং সর্বনিম্ন মূল্যে আমাদের থেকে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন । CMC/Apollo/Fortis/Manipal/Narayana/Sankara Netralaya সহ ভারতীয় যে কোন হসপিটালের Appointment ও টিকিটের জন্য আমাদের পেজে যোগাযোগ করুন)

সর্বনিম্ন রেটে যে কোন বিমান টিকিট/ভারতীয় রেল টিকিট/হোটেল বুকিং/প্যাকেজ এর জন্য যোগাযোগ করুনঃ

Suren Travels

Whats up us @ +8801786397739 or +8801718726838

https://wa.me/8801786397739?text=
https://wa.me/8801718726838?text=

𝗦𝗲𝗻𝗱 𝗤𝘂𝗲𝗿𝘆 𝗯𝘆 𝗰𝗹𝗶𝗰𝗸𝗶𝗻𝗴 https://m.me/surentravelsbd
𝗦𝗲𝗻𝗱 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗠𝗲𝘀𝘀𝗲𝗴𝗲: https://wa.link/ef15lq

𝟬𝟭𝟳𝟴𝟲𝟯𝟵𝟳𝟳𝟯𝟵 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
𝟬𝟭𝟳𝟭𝟴𝟳𝟮𝟲𝟴𝟯𝟴 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
𝟬𝟭𝟲𝟰𝟮𝟴𝟯𝟲𝟮𝟳𝟯 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
𝟬𝟭𝟲𝟰𝟮𝟴𝟯𝟲𝟮𝟳𝟲 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
𝟬𝟭𝟱𝟮𝟭𝟱𝟰𝟵𝟰𝟴𝟱 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
𝟬𝟭𝟳𝟵𝟴𝟰𝟲𝟴𝟭𝟵𝟰 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
𝟬𝟵𝟲𝟯𝟴𝟭𝟭𝟲𝟰𝟲𝟰 (𝗜𝗣 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿)
[email protected]

অফিসের ঠিকানাঃ
১৭৮/১, ২য় তলা, শিববাড়ি মোড়, খানস কোর্ট বিল্ডিং
(KDA ভবন এর বিপরীতে),খুলনা,৯০০০

রক্তের রঙে মিশে থাকা এক সংখ্যা১৬ ডিসেম্বরমহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2023

রক্তের রঙে মিশে থাকা এক সংখ্যা
১৬ ডিসেম্বর

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

16/12/2023

বিজয় দিবসের শুভেচ্ছা |

যে হাতে পতাকা নিরাপদ,
সে হাতে অর্পিত দায়িত্বও নিরাপদ।
মমতায়, ভালবাসায় আর প্রত্যয়ে,
একটা দেশ এভাবেই গড়ে ওঠে প্রতিদিন....
গড়ে ওঠে আমার 'জন্মভূমি'
… …
সে যে আমার জন্মভূমি।
বিজয় দিবসের শুভেচ্ছা

14/12/2023

Special Promotional Offer on Victory Day.
𝟏𝟔 ᴅᴇᴄᴇᴍʙᴇʀ 𝟐𝟎𝟐𝟑
𝟏𝟔% ᴅɪꜱᴄᴏᴜɴᴛ
𝟏𝟔 ʀᴏᴜᴛᴇꜱ
Promo: 𝐁𝐈𝐉𝐎𝐘𝟐𝟑𝐁𝐆
All Domestic Sector along with Manchester, Narita, Guangzhou, Delhi, Chennai, Kolkata, Kathmandu, Dubai & Abu-Dhabi
Applicable for website, mobile apps, and sales counters for tickets purchased on December 16, 2023, only.
*T&C Applicable

For Biman Bangladesh Airlines Ltd. Ticket call/message us

14/12/2023

Vietnam e-visa available
Lowest rate guaranteed

সেন্ট মার্টিন/কক্সবাজার যাওয়ার ক্ষেত্রেঃ১. বিমানে ভ্রমন করার ইচ্ছা থাকলে যথাসম্ভব আগে টিকিট করুন তাহলে সর্বনিম্ন দামে টি...
13/12/2023

সেন্ট মার্টিন/কক্সবাজার যাওয়ার ক্ষেত্রেঃ

১. বিমানে ভ্রমন করার ইচ্ছা থাকলে যথাসম্ভব আগে টিকিট করুন তাহলে সর্বনিম্ন দামে টিকিট করতে পারবেন ।
২. দামী স্বর্ন সাথে করে নিবেন না। বলছিনা, Unsafe। কিন্তু সাগরপাড়ে স্বর্ন কাকে দেখাবেন। বরঞ্চ খুলে সাগরে পড়লে হারাবেন।
৩., নিজের Towel, brush, Toothpaste, একটি বেডসীট সাথে রাখতে পারলে ভাল।
৪. Cotton buds, personal toiletries, আগে Pack করুন। যত ভাল হোটেলেই থাকুন, তাদের দেয়া জিনিসগুলো serious commercial. Shampo brand change করলে, অনেকের চুল ই পড়ে যায়।
৫. বাচ্চাদের সুইমিং Costume, নিজেদের swimming clothing নিন।
৬. এতদুর থেকে হৈ হৈ করে গিয়ে হৈ হৈ করে ১ দিনে চলে আসা লস্। ৩/৪ দিনের প্ল্যান করুন। রিলাক্স করে ঘুরুন। আপনি মেমরী করতে যাচ্ছেন, Racing এ নয়।
৭. পাবলিক হলিডে Avoid করার চেষ্টা করুন।
৮. হলিডে করার জন্য ছুটি নিন। প্ল্যান করুন। ছুটি পেলে হলিডে নয়।
৯. সেন্ট মার্টিনের শুটকী ভর্তা, বড় চিংড়ী, লইট্যা ফ্রাই টেস্ট করুন। সম্ভব হলে মাংস avoid করুন। কোরাল, ইলিশ, মাছ আর ভাজি বর্তা খান।
১০. যে কোন বিপদে টুরিস্ট পুলিশকে কল দিন।
১১.অসুস্হ হলে সরকারী হাসপাতালে যান।
১২. যে কোন টমটম, সিএনজিতে উঠলে, ড্রাইবারের সাথে দরদাম করে নিবেন।
১৩. বীচে ক্যামেরাম্যানের সাথে আগেই দরদাম করে নিবেন।
১৪. খোলা আকাশের সস্তা সি ফুড খাবেন না।
১৫. সুইমিংপুল Avoid করে সাগরে গোসল করুন। বীচে খালি পায়ে হাটুন।
১৬. কটেজে ঢোকার আগে পা ধুয়ে নিন।
১৭. বাসে আসার সময় রাস্তায় জান্ক ফুড খেয়ে পেট খারাপ করবেন না।
১৮. এমন জায়গায় হোটেল নিন, যেখানর প্রকৃতির কাছে থাকা যায়। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্হা যেন থাকে।
১৯. সবাই সুর্যাস্ত দেখে, সুর্যোদয় দেখার সৌভাগ্য সবার হয় না। সুর্যোদয় দেখুন,
২০. ফজরের পর পর সাগরের সৌন্দর্য একেবারে অন্যরকম। যেকোনো সময়ের চেয়ে সুন্দর।

সর্বনিম্ন রেটে বিমান টিকিট/হোটেল বুকিং/প্যাকেজ এর জন্য যোগাযোগ করুনঃ

Suren Travels
Whats up us @ +8801786397739 or +8801718726838

https://wa.me/8801786397739?text=
https://wa.me/8801718726838?text=

𝗦𝗲𝗻𝗱 𝗤𝘂𝗲𝗿𝘆 𝗯𝘆 𝗰𝗹𝗶𝗰𝗸𝗶𝗻𝗴 https://m.me/surentravelsbd
𝗦𝗲𝗻𝗱 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗠𝗲𝘀𝘀𝗲𝗴𝗲: https://wa.link/ef15lq

☎𝟬𝟭𝟳𝟴𝟲𝟯𝟵𝟳𝟳𝟯𝟵 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟳𝟭𝟴𝟳𝟮𝟲𝟴𝟯𝟴 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟲𝟰𝟮𝟴𝟯𝟲𝟮𝟳𝟯 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟲𝟰𝟮𝟴𝟯𝟲𝟮𝟳𝟲 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟱𝟮𝟭𝟱𝟰𝟵𝟰𝟴𝟱 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟳𝟵𝟴𝟰𝟲𝟴𝟭𝟵𝟰 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟵𝟲𝟯𝟴𝟭𝟭𝟲𝟰𝟲𝟰 (𝗜𝗣 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿)
[email protected]
১৭৮/১, ২য় তলা, শিববাড়ি মোড়, খানস কোর্ট বিল্ডিং
(KDA ভবন এর বিপরীতে),খুলনা,৯০০০

যারা ট্রেনে করে কম খরচে ভারতের বিভিন্ন গন্তব্যে ভ্রমন করতে চান তাদের জন্য এই তথ্যসংবলিত পোস্ট।ঘরে বসেই ভারতীয় অভ্যন্তরীণ...
13/12/2023

যারা ট্রেনে করে কম খরচে ভারতের বিভিন্ন গন্তব্যে ভ্রমন করতে চান তাদের জন্য এই তথ্যসংবলিত পোস্ট।

ঘরে বসেই ভারতীয় অভ্যন্তরীণ ট্রেনের টিকিট নিন। যাত্রার ৪/৫ দিন আগের টিকিটও আমাদের কাছে পাবেন যেমন হাওড়া টু চেন্নাই / ভেলর / দিল্লি / নিউ জলপাইগুড়ি/ মুম্বাই তবে এখন ডিসেম্বরে বাংলাদেশী যাত্রীর চাপ বেশি হওয়ায় বিশেষ করে চেন্নাই,কাটপোডী,বেঙ্গালোর রুটের টিকিট এই মাসে নাই ।

ভারতীয় ট্রেনের ধারন ক্ষমতার তুলনায় যাত্রীর সংখ্যা কয়েক গুন বেশি হওয়াতে সচরাচর যাত্রার ২০/২৫ দিন আগে ছাড়া জেনারেল কোটার টিকিট পাওয়া খুব দুরুহ ব্যাপার

যেমন কেউ যদি ভেলরের কাটপাডি স্টেশনে যেতে চান সেক্ষেত্রে ৪০/৫০ দিন আগে ছাড়া পাওয়া যায় না, ক্ষেত্র বিশেষে ১টি বা ২টি ট্রেনে পাওয়া যেতে পারে যেমন HWH PDY SUF EXP ট্রেনে যেটি শুধুমাত্র রবিবার রাত ১১ টা ২৫ মিনিটে ছাড়ে।

যাহোক, আমাদের কাছ থেকে ফরেন কোটার টিকিট যাত্রার ৩/৪/৫ দিন আগেই পাবেন তবে এই টিকিটের ফেয়ার বেশি হবে । সকল রুটের ফরেন কোটার টিকিট হবে ।

জনপ্রিয় রুটসমূহ বাংলাদেশিদের জন্যঃ

১.√ শালিমার(কলকাতা) স্টেশন টু চেন্নাই সেন্ট্রাল স্টেশন (রেগুলার)
সময়: বিকেল ৩ টা ২৫ মিনিটে ছাড়ে

সিটের ধরণ: এসি ৩ টায়ার (২ জন কে দিতে পারবো)
নন এসি স্লিপার সিট ৪ জন কে দিতে পারবো
----------------------------------------------------
২. √ হাওড়া(কলকাতা) টু চেন্নাই স্টেশন
সময়: রাত ১১ টা ৫৫ মিনিটে (প্রতিদিন ছাড়ে)

সিটের ধরন: শুধুমাত্র নন এসি স্লিপার দিতে পারবো (তবে ৪জন কে দিতে পারবো, এর বেশি নয়, অবশ্যই এভেইলাবেল থাকা সাপেক্ষে)
----------------------------------------------------
৩. √ শিয়ালদহ/হাওড়া(কলকাতা) টু নিউ দিল্লি স্টেশন (প্রতিদিন)
সময়: বিকেল ৪ টা ৫০ মিনিটে ছাড়ে

সিটের ধরন: এসি ৩ টায়ার খাবারসহ দিতে পারবো
তবে ৬ থেকে ৮ জনকে দিতে পারবো।
----------------------------------------------------
৪. √ হাওড়া(কলকাতা) টু কাটপাডি স্টেশন (ভেলর)

সময়: রাত ১১ টা ২৫ মিনিটে ছাড়ে (শুধু রবিবার)
সিটের ধরন: নন এসি স্লিপার ও এসি ৩ টায়ার
----------------------------------------------------
৫. √ শিয়ালদহ(কলকাতা) টু নিউ জলপাইগুড়ি (প্রতিদিন চলে)
সময়: রাত ৮ টার পর

সিটের ধরন: নন এসি স্লিপার/এসি ৩ টায়ার/২ টায়ার
ফেয়ার/ভাড়া: রুট ও ট্রেন ভেদে এক এক রকম হবে যেমন নন এসি স্লিপার ভাড়া: ১৫০০ টু ২৪০০ টাকা এবং এসি ৩ টায়ার স্লিপার ভাড়া: ৪৮০০ থেকে ৫৭০০ টাকা পর্যন্ত হতে পারে....

ঘরে বসে আপনার ভ্রমণের অগ্রীম ট্রেন টিকিট নিন। টিকিট নিতে আমাদের Whats up/মেইল এ পাসপোর্ট কপি সেন্ড করুন, রুট ও তারিখ জানান, আমরা টিকিট ইস্যু করে আপনার Whatsup/email এ সেন্ড করে দিবো এবং প্রিন্ট করে নিবেন, ওটাই ফাইনাল টিকিট। ধন্যবাদ।

বি:দ্র: ফরেন কোটার টিকিটের প্রাইস জানতে ইনবক্স বা Whatsup এ মেসেজ করুন, দ্রুত জানিয়ে দিবো।

Whats up us @ +8801786397739 or +8801718726838

https://wa.me/8801786397739?text=

https://wa.me/8801718726838?text=

𝗦𝗲𝗻𝗱 𝗤𝘂𝗲𝗿𝘆 𝗯𝘆 𝗰𝗹𝗶𝗰𝗸𝗶𝗻𝗴 https://m.me/surentravelsbd
𝗦𝗲𝗻𝗱 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 𝗠𝗲𝘀𝘀𝗲𝗴𝗲: https://wa.link/ef15lq

☎𝟬𝟭𝟳𝟴𝟲𝟯𝟵𝟳𝟳𝟯𝟵 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟳𝟭𝟴𝟳𝟮𝟲𝟴𝟯𝟴 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟲𝟰𝟮𝟴𝟯𝟲𝟮𝟳𝟯 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟲𝟰𝟮𝟴𝟯𝟲𝟮𝟳𝟲 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟱𝟮𝟭𝟱𝟰𝟵𝟰𝟴𝟱 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟭𝟳𝟵𝟴𝟰𝟲𝟴𝟭𝟵𝟰 (𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽/𝗼𝗳𝗳𝗹𝗶𝗻𝗲)
☎𝟬𝟵𝟲𝟯𝟴𝟭𝟭𝟲𝟰𝟲𝟰 (𝗜𝗣 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿)

[email protected]
১৭৮/১, ২য় তলা, শিববাড়ি মোড়, খানস কোর্ট বিল্ডিং
(KDA ভবন এর বিপরীতে),খুলনা,৯০০০

11/12/2023

We provide Fly AirAsia Air Ticket in all routes all over the world

We provide Air Asia India, Thai Air Asia, Air Asia Berhad, Air Asia X air ticket at cheapest price..

We are authorized seller of Air Asia airlines.

For lowest B2B/B2C air fare call/message us Suren Travels

+8801786397739
+8801718726838

06/12/2023

We are authorized agent of FlySpiceJet Airlines

For lowest B2B/B2C air fare call/message us Suren Travels
+8801786397739
+8801718726838

05/12/2023

We are authorized agent of IndiGo Airlines

For lowest B2B/B2C air fare call/message us Suren Travels

+8801786397739
+8801718726838

𝗙𝗹𝘆 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 𝗗𝗮𝗶𝗹𝘆-------------------------------------𝗙𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 𝗦𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀𝗗𝗵𝗮𝗸𝗮 – 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸BS217-11:45 AM (Dep)-03:15 PM (Arr...
04/12/2023

𝗙𝗹𝘆 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 𝗗𝗮𝗶𝗹𝘆
-------------------------------------
𝗙𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 𝗦𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀
𝗗𝗵𝗮𝗸𝗮 – 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸
BS217-11:45 AM (Dep)-03:15 PM (Arr)
(TUE, THU, SUN)
BS217-09:40 AM(DEP) -01:10 PM(ARR)
(MON, WED, FRI, SAT)
𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 – 𝗗𝗵𝗮𝗸𝗮
BS218-04:20 PM (Dep)-06:05 PM(Arr)
(TUE, THU, SUN)
BS218-01:55 PM(DEP)-03:40 PM(ARR)
(MON, WED, FRI, SAT)
-------------------------------------

HELPLINE FOR BOOKING
01786-397739

ইন্ডিয়ার ভিসা করতে যা যা লাগবে-এছাড়া ইন্ডিয়ার ট্রেন টিকিট ও এয়ার করুন আমাদের কাছ থেকে ৷৷কাশ্মীর,চেন্নাই,ব্যাঙ্গালোর,...
03/12/2023

ইন্ডিয়ার ভিসা করতে যা যা লাগবে-

এছাড়া ইন্ডিয়ার ট্রেন টিকিট ও এয়ার করুন আমাদের কাছ থেকে ৷৷

কাশ্মীর,চেন্নাই,ব্যাঙ্গালোর,কাটপট্টি,দিল্লী,কালকা,চন্ডিগড় রাজস্থান,আজমির,সিক্কিম, দার্জিলিং ।

📌আমরাই একমাত্র দেশ থেকে জেনারেল, ফরেন কোটা, তৎকল, প্রিমিয়াম তৎকল, কাউন্টার তৎকল , ভিআইপি কোটা । সব টিকিটই দেই সবচেয়ে সুলভ মুল্যে ।

অফিস:
Suren Travels,178/1, 1st Floor, Shibbari Moor, Khulna,9000
01718726838,01786397739

Address

178/1, 1st Floor, Khans Court Building, Shibbari Moor
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when BDind TravelNet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDind TravelNet:

Videos

Share



You may also like